Tag Archives: Yearender 2023

হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, ২০২৩-এ আমজনতার নজর ছিল আদালতের যে নির্দেশগুলিতে

কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, ২০২৩ সালে আদালতের একাধিক বড় নির্দেশের সাক্ষী থেকে রাজ্য থেকে দেশ৷ একনজরে দেখে নেওয়া যাক ফেলে আসা বছরে আদালতের বেশ কিছু উল্লেখযোগ্য রায়-

সুপ্রিম কোর্ট

মাত্র কয়েক দিন আগেই সংবিধান থেকে জম্মু কাশ্মীরকে বিশেষ ক্ষমতা প্রদানকারী ৩৭০ অনুচ্ছেদ বাতিলের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে বৈধ বলে রায় ঘোষণা করে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ৷

মোদি পদবী নিয়ে অবমাননাকর মন্তব্যের জেরে কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে দোষী সাব্যস্ত করে ২ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল গুজরাতের সুরাতের একটি নিম্ম আদালত৷ সেই নির্দেশের জেরে সাংসদ পদ হারান রাহুল৷ পরে অবশ্য গুজরাতের আদালতের নির্দেশের উপরে স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট৷ সাংসদ পদ ফিরে পান রাহুল৷

গত ১৭ অক্টোবর সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ সমকামী বিবাহকে বৈধতা দিতে অস্বীকার করে৷ তবে সমকামী যুগলদের অধিকার খতিয়ে দেখতে কেন্দ্রীয় সরকারকে ক্যাবিনেট কমিটি গড়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত৷

এ বছরই আর একটি গুরুত্বপূর্ণ রায়ে ২০১৬ সালে কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্তকে বৈধ বলে জানিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট৷

আরও পড়ুন: চলতি বছরে হুলস্থূল ফেলেছে এই কয়েক ব্যাঙ্কের নিয়ম, সময় এখনও পেরোয়নি, দেখে নিন বছর ফুরিয়ে যাওয়ার আগেই

কলকাতা হাইকোর্ট

২০২৩ সালের পঞ্চায়েত ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়েই করাতে হবে৷ পঞ্চায়েত ভোটের ঠিক আগে রাজ্য নির্বাচন কমিশনকে এমনই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷ যা এই বছরের অন্যতম বড় রায়৷

২০২০ সালের প্রাথমিকে শিক্ষক নিয়োগে বেনিয়মের অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷

অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য কেন্দ্রীয় এজেন্সিকে অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট৷ সঙ্গে ১ লক্ষ টাকা জরিমানাও হয় তৃণমূলের দাপুটে নেতার৷

রাজ্যের ২৪টি বিশ্ববিদ্যালয়ের রাজ্যের উপাচার্য নিয়োগ প্রক্রিয়াকে অবৈধ বলে রায় দেয় কলকাতা হাইকোর্ট৷

গত মে মাসে ৩২ হাজার কর্মরত প্রাথমিক শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷

Year Ender 2023: চলতি বছরে হুলস্থূল ফেলেছে এই কয়েক ব্যাঙ্কের নিয়ম, সময় এখনও পেরোয়নি, দেখে নিন বছর ফুরিয়ে যাওয়ার আগেই

কলকাতা: প্রায় প্রতি মাসেই অর্থনৈতিক খাতে দেশের কোনও না কোনও নিয়ম বদলাতে থাকে। তবে ২০২৩ সালে একটু বেশিই যেন কড়াকড়ি হয়েছে। যদিও তা অকারণে নয়। বরং, নাগরিকের আর্থিক স্বার্থ যাতে অক্ষুণ্ণ থাকে, সেই উদ্দেশ্যেই জারি হয়েছিল নির্দেশ। এই নিয়মগুলো মানার ক্ষেত্রে কিছুর সময় অতিক্রান্ত, বাকি এখনও হাতে রয়েছে সামান্য হলেও। বছরশেষের আগেই যাতে তা সেরে ফেলা যায়, দেখে নেওয়া যাক এক এক করে।

প্যান আধার লিঙ্ক:

প্যান-আধার লিঙ্ক করার শেষ দিন ছিল গত ৩০ জুন। ফলে যাঁরা এই সময়ের মধ্যে প্যানের সঙ্গে আধার লিঙ্ক করিয়ে উঠতে পারেননি, তাঁদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। যার জেরে নির্দিষ্ট কিছু আর্থিক কাজে তা ব্যবহার করা যাবে না। তবে অনেকেই আশা করেছিলেন, সরকারের তরফে হয়তো এই সময়সীমা বাড়ানো হবে। আদতে কিন্তু তা হয়নি।

আরও পড়ুন: আজই সেরে নিন এই ৫টি গুরুত্বপূর্ণ কাজ, না হলে হতে পারে বিপুল টাকার ক্ষতি

২০২১-এ ফিনান্স আইনে একটি নতুন সেকশন সংযোজন করা হয়েছে। ওই আইনের আওতায় ২৩৪ এইচ ধারার অধীনে জাল প্যান সনাক্ত করার জন্য প্যান-আধার লিঙ্কিং জরুরি। ১৩৯এএ উপধারার আওতায় প্রতিটি গ্রাহককে প্যানের সঙ্গে আধারের সংযোজন করাতে হবে। নির্ধারিক সময়ে কিংবা তার আগে এই সংযোজন না করালে ১০০০ টাকা ফি প্রদান করতে হবে।

কীভাবে নিষ্ক্রিয় প্যান কার্ড অ্যাক্টিভেট করাতে হবে?

৩০ জুন, ২০২৩ তারিখের মধ্যে আধার-প্যান লিঙ্ক না করানো হলে পরে চাইলে তাঁরা লিঙ্ক করাতে পারেন। তবে সেটা করাতে গেলে অবশ্যই জরিমানা প্রদান করতে হবে। প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে সরল কয়েকটি উপায়ে সেই কার্ড ফের সক্রিয় করা সম্ভব। চলতি বছরের মার্চ মাসে প্রকাশিত সিবিডিটি সার্কুলারে জানানো হয়েছে যে, ১০০০ টাকা ফি প্রদানের পরে নির্দিষ্ট কর্তৃপক্ষকে আধার তথ্য প্রদানের পরে প্যান কার্ডটি ৩০ দিনের মধ্যে সক্রিয় হয়ে যাবে। উদাহরণ দিয়ে বলা যাক। ধরা যাক, কোনও এক জন গ্রাহক ১০ জুলাই প্যান-আধার সংযুক্তির আবেদন করলেন। এতে তাঁর প্যান কার্ডটি ৯ অগাস্ট কিংবা তার আগে সক্রিয় হয়ে যাবে।

আরও পড়ুন: ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে মোট কত টাকা জমা করা যায়? অনেকেই কিন্তু জানেন না

২০০০ টাকার নোট বাতিল:

ক্লিন নোট নীতির আওতায় ১৯ মে বাজার থেকে ২ হাজার টাকার নোট প্রত্যাহারের ঘোষণা করে রিজার্ভ ব্যাঙ্ক। বিবৃতিতে আরবিআই জানায়, ‘ক্লিন নোট পলিসির আওতায় ২ হাজার টাকার নোট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে’। এই বিবৃতিতে ব্যাঙ্কগুলোকে ২ হাজার টাকার নোট ইস্যু করতে বারণ করা হয়। পাশাপাশি আমজনতাকে ২ হাজার টাকার নোট বদল বা জমা দেওয়ার জন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়। পরে তা বাড়ানো হয় ৭ অক্টোবর পর্যন্ত। পাশাপাশি, আরবিআই তাদের বিবৃতিতে এও জানিয়েছে যে ১৯টি আরবিআই ইস্যু অফিস এই কাজে নাগরিকের পাশে থাকবে, মেয়াদ শেষ হয়ে গেলেও তাদের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।

নতুন ব্যাঙ্ক লকার চুক্তি:

লকার নিয়ে গ্রাহকের সঙ্গে নতুন চুক্তি করতে হবে। দেশের ব্যাঙ্কগুলিকে এমনই নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। লকার ব্যবহার নিয়েও একগুচ্ছ নির্দেশিকা জারি হয়েছে। কী করা যাবে এবং কী করা যাবে না, তা স্পষ্ট জানিয়ে দিয়েছে আরবিআই।

নথিপত্র, সোনা, গয়নার মতো মূল্যবান জিনিসপত্র লকারে রাখতে পারেন গ্রাহক। কিন্তু নগদ অর্থ রাখা যাবে না। অস্ত্র, বিপজ্জনক পদার্থ বা মাদকদ্রব্য রাখাও চলবে না। আরবিআই ব্যাঙ্কগুলিকে জানিয়েছে, নতুন চুক্তিতে এগুলি স্পষ্টভাবে উল্লেখ করে দিতে হবে।

চুক্তিতে এটাও উল্লেখ করা থাকবে যে লকার ব্যবহারের অধিকার অন্য কাউকে হস্তান্তর করা যাবে না। শুধু গ্রাহকই ব্যবহার করতে পারবেন।

শুধু তাই নয়, লকার হোল্ডারের কাছ থেকে ব্যাঙ্ক কর্তৃপক্ষ যখন খুশি পরিচয়ের প্রমাণ চাইতে পারে। এবং লকার হোল্ডারকে তা দেখাতে হবে। গ্রাহক যদি নিজের পরিচয় প্রমাণে ব্যর্থ হন, তাহলে ব্যাঙ্ক লকার অ্যাক্সেস বাতিল করে দিতে পারে।

অতএব, যতাযথ লকার ব্যবহারের জন্য গ্রাহকও দায়বদ্ধ। লকারের অপব্যবহার হলে গ্রাহকও দায়ী থাকবেন। এই ক্ষেত্রে ব্যাঙ্কের দিকে আঙুল তোলা যাবে না। তবে লকারে রাখা মূল্যবান জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হলে বা হারিয়ে গেলে প্রযোজ্য নিয়ম অনুযায়ী প্রতিকার পাওয়া যাবে।

চুক্তি সম্পন্ন করতে স্ট্যাম্প পেপারের খরচ ব্যাঙ্ক দেবে। তবে এটা বিদ্যমান গ্রাহকদের সঙ্গে নতুন যুক্তির ক্ষেত্রে প্রযোজ্য। নতুন লকার ভাড়া নিতে চাইলে স্ট্যাম্প পেপারের খরচ গ্রাহককেই দিতে হবে। চুক্তিতে আরও বলা হয়েছে, সময় মতো লকারের ভাড়া বা বকেয়া পরিশোধ না করলে ব্যাঙ্ক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে সেই টাকা কেটে নিতে পারে।

এর আগে ১ জানিয়ারি ২০২৩-এর মধ্যে গ্রাহকের সঙ্গে লকার চুক্তি সম্পন্ন করার নির্দেশ দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। পরে সময়সীমা বাড়িয়ে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। কাজেই যত দ্রুত সম্ভব নিজের ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করা ভাল- সময়সীমা এখনও অতিক্রান্ত হয়নি।

ইলেকট্রিক গাড়ি চাহিদা বেড়েছে ২০২৩ সালে! কোন কোন মডেল লঞ্চ হল এবছর!

কলকাতা: আরও একটা বছর শেষ হয়ে গেল। ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ, পরিবেশ ও প্রকৃতির ক্ষতি, এই সব কিছু নিয়েই নতুন করে ভাবার সময় হয়েছে। ২০২৩ সালে সেই বিষয়ে অনেকটা পথ এগিয়েছে EV বা ইলেক্ট্রনিক ভেহিকল।

অন্য সমস্ত SUV-র বিক্রি যেমন এই বছর বেড়েছে, তেমনই বেড়েছে EV-র চাহিদাও। বাজারে এসেছে একাধিক আধুনিক বৈদ্যুতীন গাড়ি। দেখে নেওয়া যাক এক নজরে—

MG Comet EV—

ভারতে এই গাড়িটি সবচেয়ে সাশ্রয়ী বলে মনে করা হচ্ছে। ছোট বক্সি হ্যাচব্যাক এই গাড়িটি ছোট দূরত্বে ভ্রমণের পক্ষে দারুন। ৭.৯৮ লক্ষ (এক্স-শোরুম) টাকা দামে এই বছর লঞ্চ করে গাড়িটি।

আরও পড়ুন- ধোনি হঠাৎ কেন লম্বা চুল রাখছেন? রয়েছে বড় কারণ! জানলে মন ভাল হয়ে যাবে

সব থেকে আকর্ষণীয় এর চেহারা। এতদিন এত কম দামে ভারতে পাওয়া যেত Tata Tiago EV, কিন্তু MG Commet আসায় তা প্রতিযোগিতার মুখে পড়ে গিয়েছে বলাই যায়। একবার চার্জে এই গাড়ি ২৩০ কিলোমিটার যেতে পারে বলে দাবি।

Tata Nexon EV Facelift—

Tata-র অন্যতম সেরা বৈদ্যুতীন গাড়ি Nexon Ev। ভারতে সব থেকে জনপ্রিয় বলা চলে। ২০২৩ সালে সংস্থা এই গাড়িতে যোগ করেছে ‘ফেসলিফ্ট’ ফিচার।

তবে এটুকুই নয়, আরও নানা ধরনের ফিচার এবং ডিজাইন আপডেট করা হয়েছে। ৪৬৫ কিলোমিটার রেঞ্জ, V2V এবং V2L প্রযুক্তি-সহ এই গাড়ির দাম ১৪.৭৪ লক্ষ (এক্স-শোরুম) টাকা।

BMW iX1—

সংস্থার X1 SUV-র বৈদ্যুতীন মডেল লঞ্চ করেছেন ২০২৩ সালে। দাম ৬৬.৯০ লক্ষ (এক্স-শোরুম) টাকা। ৬৬.৪kWh ব্যাটারি, ডুয়াল মোটর-সহ এই গাড়ির পিক পাওয়ার ৩০৯ bhp, সর্বোচ্চ টর্ক ৪৯৪Nm। মাত্র ৫.৬ সেকেন্ডে ০-১০০kmph গতি তুলতে পারবে, সর্বোচ্চ গতি ১৮০ kmph। একবার চার্জে যাবে ৪৪০ কিলোমিটার।

BMW i7—

২,৫০ কোটি (এক্স-শোরুম) টাকা দামের এই অল-ইলেকট্রিক সেডান-এ রয়েছে ১০১.৭ kWh ব্যাটারি, ডুয়াল ইলেকট্রিক মোটর। এক চার্জে চলবে ৫৬০ কিলোমিটার। মাত্র ৩.৭ সেকেন্ডের তুলতে পারে সর্বোচ্চ ২৫০ kmph গতি।

আরও পড়ুন- দেড় কোটি টাকার জালিয়াতি! তাও ঋষভ পন্থের সঙ্গে! গ্রেফতার ‘গুণধর’ ক্রিকেটার

Mahindra XUV400—

সংস্থার প্রথম বৈদ্যুতীন SUV লঞ্চ করেছে। কম্প্যাক্ট SUV সেগমেন্টে Mahindra XUV400, দাম, ১৫.৯৯ লক্ষ (এক্স-শোরুম) টাকা। এতে রয়েছে দু’টি ব্যাটারি অপশন। এক চার্জে চলবে ৪৫৬ কিলোমিটার। EC এবং EL-এর ভাগ অনুসারে এর সর্বোচ্চ দাম হতে পারে ১৮.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

Citroen eC3—

ফরাসি এই সংস্থার ইলেকট্রিত SUV-র দাম ১১.৫০ লক্ষ (এক্স-শোরুম) টাকা। একচার্জে চলবে ৩২০ কিলোমিটার। সর্বোচ্চ গতি ১০৭ kmph।

Volvo C40 Recharge—

ভারতে এই সুইডিশ সংস্থার এটি দ্বিতীয় বৈদ্যুতীন গাড়ি। ৭৮ kWh ব্যাটারি, ৪০২ bhp পিক পাওয়ার, ৬৬০Nm সর্বোচ্চ টর্ক-সহ এই গাড়ি ৪.৭ সেকেন্ডে ০-১০০ kmph গতি তুলতে পারে। ১৮০ kmph সর্বোচ্চ গতি।

Hyundai loniq 5—

দক্ষিণ কোরিয়ার এই গাড়ি নির্মাতা সংস্থারও ভারতে দ্বিতীয় বৈদ্যুতীন গাড়ি এটি। দাম, ৪৪.৯৫ লক্ষ (এক্স-শোরুম) টাকা। ৭২.৬ kWh ব্যাটারি-সহ এই গাড়ি একবার চার্জে চলবে ৬৩১ কিলোমিটার।

Audi Q8 e-tron এবং Sportback e-tron—

২০২৩ সালের মাঝামাঝি একই সঙ্গে লঞ্চ করে এই গাড়ি দু’টি। e-tron-এর দাম ১.১৪ কোটি এবং Sportback-এর দাম ১.১৮ কোটি (এক্স-শোরুম) টাকা।

Mercedes-Benz EQB—

বছর শেষে ডিসেম্বর মাসে ভারতের EQB 350 4Matic লঞ্চ করেছে ৭৭.৫০ লক্ষ (এক্স-শোরুম) টাকায়।

Mercedes-Benz EQE—

এই ইলেকট্রিক SUV-টিও প্রায় একই সময় লঞ্চ করেছে, এর দাম ১.৩৯ কোটি টাকা (এক্স-শোরুম)। একবার চার্জে প্রায় ৫৫০ কিলোমিটার চলতে পারে এই গাড়িটি।

Israel Hamas War 2023: গাজায় মৃত্যু মিছিল, আকাশজুড়ে বারুদের গন্ধ! ইজরায়েল-হামাসের যুদ্ধে বিভীষিকা ছবি

তেল আভিভ: গোটা বিশ্বে এমন হামলা খুব কমই দেখা গিয়েছে। কারণ ইজরায়েলের বুকে যে এমন হামলা হতে পারে তা কল্পনাও করতে পারেননি কেউ। ৭ অক্টোবর অন্যান্য দিনের মতোই কাটছিল ইজরায়েলে। গোটা বিশ্বকে অবাক করে সড়ক, জলপথ এবং আকাশপথে একযোগে ইজরায়েলের সীমান্তবর্তী সেনা ছাউনি এবং শহরগুলির উপর ঝাঁপিয়ে পড়ে হামাস জঙ্গিরা। সেই হামলায় নিহত হন ইজরায়েলের সেনা-সাধারণ মানুষ মিলিয়ে কমপক্ষে দেড় হাজার বাসিন্দা। কমপক্ষে এক হাজার জনের বেশি মানুষকে বন্দি করে গাজায় নিয়ে যায় হামাস।

হামলার ঘোর কাটিয়ে একদিনের মধ্যে পাল্টা প্রত্যাঘাত শুরু করে ইজরায়েল। একের পর এক মিসাইল হামলা হতে থাকে গাজায়। কিন্তু প্যালেস্টাইনের অভিযোগ, সাধারণ মানুষের বসতি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। প্রচুর সাধারণের মানুষেরও মৃত্যুর খবর আসতে থাকে। যদিও ইজরায়েলের দাবি, হামাসের ঘাটিগুলি লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। সেই সঙ্গে যুদ্ধের প্রথম কদিন গাজায় জল এবং বিদ্যুৎ পরিষেবাও বন্ধ করে দেয় ইজরায়েল। যদিও আন্তর্জাতিক চাপে পড়ে কদিন পরে জল এবং বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা হয়।

আরও পড়ুন, ১৮ মাসের অপেক্ষা শেষ! অবস্থান বদলাচ্ছে রাহু, হু হু করে টাকা আসবে ৩ রাশির কাছে

আরও পড়ুন, কোভিডেই শেষ নয়! চিনের রহস‍্যময় নিউমোনিয়া থেকে অ‍্যাডিনো, ২০২৩ দেখেছে বিপদের কোন কোন ‘বীজ’?

এরপরেই ইজরায়েলের স্থল বাহিনী গাজায় প্রবেশ করে। অন্যদিকে, গাজা ছেড়ে প্রচুর মানুষ পালাতেও শুরু করেন। ইজরায়েলের বরাবর অভিযোগ, গাজায় অভ্যন্তরে প্রচুর সুড়ঙ্গ রয়েছে। এই সুড়ঙ্গগুলির মধ্যেই আত্মগোপন করে থাকে হামাস জঙ্গিরা। অনুমান করা হয়, সেই সব সুড়ঙ্গগুলিতেই পণবন্দিদের আটকে রাখা হয়েছে। বেশ কয়েকজন পণবন্দিকে উদ্ধারও করে ইজরায়েল। এমনকী ইজারায়েলের হামলায় মৃত্যু হয়েছে হামাসের প্রচুর নেতারও।

৭ অক্টোবর থেকে শুরু হওয়া সেই যুদ্ধ এখনও লাগাম টানেনি। মাঝে বেশ কয়েকদিন শান্তিরক্ষা করা হয়েছিল দু পক্ষের। বন্দি প্রত্যপর্ণও করা হয়। কিন্তু গাজা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রায় ৩ মাসের এই যুদ্ধ এখনও লাগাম টানেনি। প্যালেস্টাইনের স্বাস্থ্য মন্ত্রকের মতে, ইজরায়েলের হামলার অন্তত ২১ হাজার সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৬০ হাজারের কাছাকাছি। আড়াই মাসের বেশি এই যুদ্ধে নির্বিচারে যুদ্ধপরাধের মতো ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে দু পক্ষের দিকেই। কিন্তু কবে এই যুদ্ধ থামবে, বারুদের গন্ধ আদৌ কমবে কিনা, সেটা সময়ই বলবে।

Year ender 2023: ধারা বজায় থাকল তেইশেও! ঢক্কানিনাদ শেষে রক্তে ভেজা পঞ্চায়েত ভোটই দেখল বাংলা

কলকাতা: হতে পারত অনেক কিছুই৷ কিন্তু যা হওয়ার ছিল শেষ পর্যন্ত তাই হল৷ এক কথায় এ ভাবেই ব্যাখ্যা করা যায় ২০২৩ সালের এ রাজ্যের পঞ্চায়েত ভোটকে৷ শান্তিপূর্ণ ভোট হবে বলে শাসকের প্রতিশ্রুতি, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে নাটক, আদালতের নজরদারি সবকিছু সত্ত্বেও শেষ পর্যন্ত ভোট ঘিরে মৃত্যু মিছিল দেখল বাংলা৷ ভোটের ফলে শাসক তৃণমূলের ঝড়ের সামনে খড়কুটোর মতো উড়ে গেল বিরোধীরা৷ যা হয়েছিল ২০০৩, ২০০৮ অথবা পালা বদলের পর ২০১৩, ২০১৮ তে, সেই ধারাই বজায় থাকল ২০২৩-এও৷

পঞ্চায়েত নির্বাচনে অশান্তির আশঙ্কাতেই কেন্দ্রীয় বাহিনী চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল বিরোধীরা৷ অনেক টানাপোড়েনের পর সেই কেন্দ্রীয় বাহিনী এল বটে, কিন্তু ভোটের আগে সর্বত্র সেই বাহিনী পৌঁছেছিল কি না, তার উত্তর হয়তো আজও খুঁজে চলেছেন বিরোধী শিবিরের অনেক নেতা৷ বেসরকারি মতে ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনেও এ রাজ্যে রাজনৈতিক সংঘর্ষে মৃতের সংখ্যা কমবেশি ৫০ ছিল৷ সরকারি মতে অবশ্য প্রত্যাশিত ভাবেই সংখ্যাটা অনেক কম৷ ভোটকে কেন্দ্র করে দক্ষিণ চব্বিশ পরগণার ক্যানিং, ভাঙড় অথবা মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় যেভাবে বোমা, গুলি চলেছে, তা রাজ্যবাসীকে পাঁচ বছর আগের পঞ্চায়েত ভোটের হিংসার কথাই মনে করিয়ে দিয়েছে৷

তবে ২০২৩-এর পঞ্চায়েত ভোটের প্রাপ্তি বলতে হয়তো একটাই৷ রাজ্যের বহু জায়গাতেই প্রতিরোধ গড়ে তুলেছে মানুষের জোট৷ রাজনৈতিক রং ভুলেই শাসকের বিরুদ্ধে অলিখিত জোট তৈরি করেছে বিরোধীরা৷ আর যেখানে যেখানে প্রতিরোধ হয়েছে, সেখানেই বেড়েছে সংঘর্ষ, সংঘাত৷ তাতেও অবশ্য তৃণমূলের একপেশে জয় আটকানো যায়নি৷ হাতেগোনা যে এলাকাগুলিতে বিরোধীরা তুলনামূলক ভাবে শক্তিশালী, সেখানেো একপেশে কর্তৃত্ব জাহির করেছে রাজ্যের শাসক দল৷ যা দেখে অনেক রাজনৈতিক বিশ্লেষকই প্রশ্ন তুলেছেন, সর্বগ্রাসী এই মনোভাব না দেখালে, কিছু আসন কম পেলেও কি শাসকের জয়ের গরিমা বাড়ত বই কমে যেত? শাসক দল অবশ্য অতীতের পরিসংখ্যান টেনে বোঝানোর চেষ্টা করেছে, অতীতের পঞ্চায়েত ভোটের তুলনায় এবারের ভোটে হিংসায় মৃত্যুর সংখ্যা অনেক কম৷

আরও পড়ুন: উদ্ভাবনী চিন্তার জোরে সেরা ব্যবসায়ী তাঁরা; দেখে নিন ২০২৩ সালের সেরা দশের তালিকা

নিছক তথ্য পরিসংখ্যানের নিরিখে দেখলে, রাজ্যের ২০টি জেলা পরিষদই দখল করে নেয় তৃণমূল৷ উত্তর থেকে দক্ষিণ, সর্বত্র জেলা পরিষদের ভোট জয়ী হয় তৃণমূল৷ বহু জেলা পরিষদ তো বিরোধী শূন্য হয়ে যায়৷ ঠিক যেমনটা হয়েছিল পাঁচ বছর আগে ২০১৮ সালে৷ ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে সবমিলিয়ে তৃণমূল গ্রাম পঞ্চায়েত স্তরে ৩৫,৫২০টি আসনে জয়ী হয় তৃণমূল৷ সেখানে বাম, কংগ্রেস, বিজেপি সম্মিলিত ভাবেও তৃণমূলের ধারেকাছে পৌঁছতে পারেনি৷ পঞ্চায়েত সমিটির নির্বাচনেও ৬৬৬২৫টি আসনে জয়ী হয় তৃণমূল৷ বিজেপি-র প্রাপ্তি ১০৩৬টি আসন, বামেদের ১৯৬টি আসন এবং কংগ্রেস জয়ী হয় ২৭২টি আসনে৷

এ রাজ্যে পঞ্চায়েত ভোট হবে অথচ রক্তারক্তি, প্রাণহানি হবে না, ২০২৩-ও সেই চেনা ছবি বদলাতে ব্যর্থ৷ ভোট, ক্ষমতার কাছে এ বছরও আত্মসমর্পণ করতে হল জীবনের মূল্যকে৷ ফলে আবারও অন্তত পাঁচ বছরের অপেক্ষা৷ আশায় চাষার বুক বাঁধার মতোই গ্রাম বাংলাও ভাবতে থাকুক, আবার হয়তো বছর পাঁচেক পর বাংলায় শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোট হবে৷

Disease: কোভিডেই শেষ নয়! চিনের রহস‍্যময় নিউমোনিয়া থেকে অ‍্যাডিনো, ২০২৩ দেখেছে বিপদের কোন কোন ‘বীজ’?

লকডাউন, কোয়ারান্টিন, মাস্ক। ২০২০ সালে মানবজীবনে হ‍ঠাত্‍ করেই ঢুকে পড়ে এইসব শব্দ। রাতারাতি বদলে যায় বহু মানুষের জীবন, অভ‍্যাস, এমনকি কিছুক্ষেত্রে জীবিকাও। সৌজন‍্যে এক আনুবীক্ষনিক ভাইরাস, করোনা। স্বজন হারানোর হাহাকার থেকে নিজের বাড়িতেই একঘরে বন্দি থাকা। কোভিড ১৯ আজও উস্কে দেয় বিভীষিকাময় অতীতের স্মৃতি। তবে, সবই কি অতীত? '২০ পেরিয়ে '২৩ এলেও পিছু ছাড়ছে না আতঙ্ক।
লকডাউন, কোয়ারান্টিন, মাস্ক। ২০২০ সালে মানবজীবনে হ‍ঠাত্‍ করেই ঢুকে পড়ে এইসব শব্দ। রাতারাতি বদলে যায় বহু মানুষের জীবন, অভ‍্যাস, এমনকি কিছুক্ষেত্রে জীবিকাও। সৌজন‍্যে এক আনুবীক্ষনিক ভাইরাস, করোনা। স্বজন হারানোর হাহাকার থেকে নিজের বাড়িতেই একঘরে বন্দি থাকা। কোভিড ১৯ আজও উস্কে দেয় বিভীষিকাময় অতীতের স্মৃতি। তবে, সবই কি অতীত? ‘২০ পেরিয়ে ‘২৩ এলেও পিছু ছাড়ছে না আতঙ্ক।
নতুন করে ফিরেছে করোনা। শিশুরা আক্রান্ত হয়েছে অ‍্যাডিনো ভাইরাসে। ২০২৩ সালে কোন রোগেরদের আক্রমণ দেখেছে মানবজীবন? রইল তালিকা।
নতুন করে ফিরেছে করোনা। শিশুরা আক্রান্ত হয়েছে অ‍্যাডিনো ভাইরাসে। ২০২৩ সালে কোন রোগেরদের আক্রমণ দেখেছে মানবজীবন? রইল তালিকা।
করোনা JN.1 ভ‍্যারিয়েন্ট: ফের আতঙ্ক বাড়াচ্ছে করোনা। বছর শেষের আনন্দ, উদযাপনের মাঝেই চোখ রাঙাচ্ছে কোভিড। করোনার নয়া ভ‍্যারিয়েন্ট JN.1-এর হঠাৎই বাড়তে শুরু করেছে দেশে। ক্রিস মাস, নতুন বছরের ছুটির মাঝেই ফিরিয়ে আনতে হবে পুরনো অভ‍্যাস। ভিড়-ভাট্টায় ফের মাস্ক পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবে এই নতুন ভ‍্যারিয়েন্ট আতঙ্কিত না হতেও পরামর্শ চিকিত্‍সকদের।
করোনা JN.1 ভ‍্যারিয়েন্ট: ফের আতঙ্ক বাড়াচ্ছে করোনা। বছর শেষের আনন্দ, উদযাপনের মাঝেই চোখ রাঙাচ্ছে কোভিড। করোনার নয়া ভ‍্যারিয়েন্ট JN.1-এর হঠাৎই বাড়তে শুরু করেছে দেশে। ক্রিস মাস, নতুন বছরের ছুটির মাঝেই ফিরিয়ে আনতে হবে পুরনো অভ‍্যাস। ভিড়-ভাট্টায় ফের মাস্ক পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবে এই নতুন ভ‍্যারিয়েন্ট আতঙ্কিত না হতেও পরামর্শ চিকিত্‍সকদের।
স্ক্রাব টাইফাস: ২০২৩ সালেও পশ্চিমবঙ্গে বেশ কিছু এলাকায় হানা দিয়েছে স্ক্রাব টাইফাস। বিশেষত বর্ষাকালে বাড়ে এই রোগের প্রভাব। এঁটুলি পোকার মতো দেখতে ট্রম্বিকিউলিড মাইটস বা টিক-এর মতো এক প্রকার পরজীবী পোকার কামড় থেকেই এই রোগ ছড়ায়।
স্ক্রাব টাইফাস: ২০২৩ সালেও পশ্চিমবঙ্গে বেশ কিছু এলাকায় হানা দিয়েছে স্ক্রাব টাইফাস। বিশেষত বর্ষাকালে বাড়ে এই রোগের প্রভাব। এঁটুলি পোকার মতো দেখতে ট্রম্বিকিউলিড মাইটস বা টিক-এর মতো এক প্রকার পরজীবী পোকার কামড় থেকেই এই রোগ ছড়ায়।
পোকাগুলির আকার ০.২ মিলিমিটার থেকে ০.৪ মিলিমিটার পর্যন্ত হয়। জ্বর, মাথাব‍্যথা খুবই সাধারণ লক্ষণ দেখালেও স্ক্রাব টাইফাস মারাত্মক হয়ে উঠতে পারে। '২৩ সালেও বেশ কিছু শিশুর স্ক্রাব টাইফাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল।
পোকাগুলির আকার ০.২ মিলিমিটার থেকে ০.৪ মিলিমিটার পর্যন্ত হয়। জ্বর, মাথাব‍্যথা খুবই সাধারণ লক্ষণ দেখালেও স্ক্রাব টাইফাস মারাত্মক হয়ে উঠতে পারে। ‘২৩ সালেও বেশ কিছু শিশুর স্ক্রাব টাইফাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল।
অ‍্যাডিনো ভাইরাস: ২০২৩ সালের শুরুর দিকেই বাড়তে শুরু করেছিল এই ভাইরাসের প্রভাব। বহু শিশু অ‍্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। সদ‍্যজাতের দেহেই মূলত থাবা বসায় অ‍্যাডিনো। এর প্রভাবে শিশুর মৃত‍্যুও হতে পারে।
অ‍্যাডিনো ভাইরাস: ২০২৩ সালের শুরুর দিকেই বাড়তে শুরু করেছিল এই ভাইরাসের প্রভাব। বহু শিশু অ‍্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। সদ‍্যজাতের দেহেই মূলত থাবা বসায় অ‍্যাডিনো। এর প্রভাবে শিশুর মৃত‍্যুও হতে পারে।
চিনের রহস‍্যময় রোগ: চিনের উহান থেকেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল অতিমারী করোনা। ফের চিনে ছড়াচ্ছে রহস‍্যজনক রোগ। এক অজানা নিউমোনিয়াতে আক্রান্ত হতে শুরু করে সেদেশের শিশুরা। স্বাভাবিক ভাবেই সেই রহস্যময় নিউমোনিয়ায় পা রেখেছে ভারতেও।
চিনের রহস‍্যময় রোগ: চিনের উহান থেকেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল অতিমারী করোনা। ফের চিনে ছড়াচ্ছে রহস‍্যজনক রোগ। এক অজানা নিউমোনিয়াতে আক্রান্ত হতে শুরু করে সেদেশের শিশুরা। স্বাভাবিক ভাবেই সেই রহস্যময় নিউমোনিয়ায় পা রেখেছে ভারতেও।
ডিজ়িজ় এক্স: একসময় এই ভাইরাস সম্পর্কে কোনও তথ্যই ছিল না বিজ্ঞানীদের কাছে। তাই অজানা রোগের নাম দেওয়া হয়েছিল ‘ডিজ়িজ় এক্স’। ২০২৩ সালেই জোর কদমে মাথাচাড়া দিয়ে ওঠে এই ভাইরাস। ইবোলা, জ়িকা, সারসের মতো রোগের পাশাপাশি ‘ডিজ়িজ় এক্স’ নিয়েও সতর্ক করেছে ‘হু’।
ডিজ়িজ় এক্স: একসময় এই ভাইরাস সম্পর্কে কোনও তথ্যই ছিল না বিজ্ঞানীদের কাছে। তাই অজানা রোগের নাম দেওয়া হয়েছিল ‘ডিজ়িজ় এক্স’। ২০২৩ সালেই জোর কদমে মাথাচাড়া দিয়ে ওঠে এই ভাইরাস। ইবোলা, জ়িকা, সারসের মতো রোগের পাশাপাশি ‘ডিজ়িজ় এক্স’ নিয়েও সতর্ক করেছে ‘হু’।

গোটা বছর Google-এ কী কী সার্চ করলেন ভারতীয়রা? চমকে দেওয়ার মতো তালিকা

কলকাতা: শেষ হয়ে এল ২০২৩ সাল। সারা বিশ্বের মানুষ এই একবছরে সব থেকে বেশি কোন বিষয়গুলি নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন তা হিসেব করার সহজ উপায় হল Google Search-এর ফলাফল খতিয়ে দেখা।

ভারতের জন্য আলাদা একটি তালিকা তৈরি করেছে Google। তাতেই দেখা গিয়েছে, এই বছর ভারতের সব থেকে বেশি সার্চ করা বিষয় চন্দ্রযান ৩। এটা প্রত্যাশিতই ছিল।

Google-এর তৈরি করা ‘ইয়ার ইন সার্চ ২০২৩’-এর তালিকায় রয়েছে খবর, বিনোদন, মিমস, ভ্রমণ, রেসিপি এবং আরও অনেক বিভাগ।

আরও পড়ুন- বাড়ছে সাইবার হানাদারি; জেনে নিন ২০২৩ সালের মারাত্মক কয়েকটি ঘটনার কথা

দেখে নেওয়া যাক সেরা দশের তালিকা:

১. চন্দ্রযান-৩

২. কর্নাটক নির্বাচনের ফলাফল

৩. ইজরায়েল সংক্রান্ত খবর

৪. সতীশ কৌশিক

৫. বাজেট ২০২৩

৬. তুরস্কের ভূমিকম্প

৭. আতিক আহমেদ

৮. ম্যাথু পেরি

৯. মণিপুর সংক্রান্ত সংবাদ

১০. ওড়িশা ট্রেন দুর্ঘটনা

সাধারণত কোনও দেশে ভূ-রাজনৈতিক খবর নিয়ে সেদেশের মানুষের আগ্রহ থাকেই। এবার চন্দ্রযান ৩ অভিযান সফল ভাবে শেষ করেছে ভারত। বিশ্বের চতুর্থ দেশ হিসেবে নিজের নাম তুলেছে চন্দ্রপৃষ্ঠে অবতরণের ক্ষেত্রে। শুধু তাই নয় ভারত প্রথম দেশ যারা চাঁদের দক্ষিণ মেরু ছুঁয়েছে। ফলে আগ্রহ থাকবে সেটাই স্বাভাবিক।

তার পাশাপাশি ইজরায়েল-হামাস দ্বন্দ্ব যা এবছর ৭ অক্টোবর শুরু হয়, তা নিয়েও মানুষ এত বেশি আগ্রহী যে মাত্র তিন মাসে তা উঠে এসেছে তৃতীয় স্থানে।

আরও পড়ুন- ২০২৩-এর সেরা মোটরসাইকেল কোনগুলি? রইল তালিকা, দেখে নিন

‘ইয়ার ইন সার্চ ২০২৩’-এর ফলাফলকে বিভিন্ন বিভাগে ভাগ করেছে Google। এছাড়া ChatGPT, Instagram এবং ইউনিফর্ম সিভিল কোড সম্পর্কে প্রশ্নগুলির তালিকাও তৈরি করা হয়েছে। দেখা যাক কী কী বিষয়ে বিশেষ আগ্রহী ভারতীয়রা—

১. G20 কী?

২. UCC কী?

৩. ChatGPT কী?

৪. হামাস কী?

৫. ২৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে কী হয়?

৬. চন্দ্রযান ৩ কী?

৭. Instagram থ্রেড কী?

৮. ক্রিকেটে টাইম আউট কী?

৯. আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ার কী?

১০. সেঙ্গোল কী?

এই সব কিছুর বাইরে রয়েছে how to প্রশ্নের সার্চ—

১. সব থেকে জনপ্রিয় হল ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে ত্বক ও চুল রক্ষার ঘরোয়া প্রতিকার।

২. কীভাবে YouTube-এ প্রথম ৫ হাজার ফলোয়ার পাওয়া যায়।

৩. কীভাবে কাবাডির ফল ভাল হবে।

৪. কীভাবে গাড়ির মাইলেজ উন্নত করা যায়।

৫. কীভাবে দাবা গ্র্যান্ডমাস্টার হওয়া যায়।

৬. কীভাবে রাখিতে বোনকে চমকে দেওয়া যায়।

৭. খাঁটি কাঞ্জিভরম সিল্ক শাড়ি কীভাবে চিনবেন।

৮. আধার দিয়ে কীভাবে প্যান লিঙ্ক চেক করবেন।

৯. কীভাবে WhatsApp চ্যানেল তৈরি করবেন।

১০. কীভাবে Instagram-এ নীল টিক পাওয়া যায়।

ক্রীড়া ক্ষেত্রে সর্বোচ্চ সার্চ—

১. IPL

২. ক্রিকেট বিশ্বকাপ

৩. এশিয়া কাপ

৪. মহিলাদের প্রিমিয়ার লিগ

৫. এশিয়ান গেমস

৬. ইন্ডিয়ান সুপার লিগ

৭. পাকিস্তান সুপার লিগ

৮. অ্যাশেজ সিরিজ

৯. মহিলা ক্রিকেট বিশ্বকাপ

১০. এসএ২০

২০২৩-এর সেরা মোটরসাইকেল কোনগুলি? রইল তালিকা, দেখে নিন

কলকাতা: যাঁরা মোটরবাইক চালাতে ভালবাসেন, তাঁদের কাছে গাড়ির থেকে অনেক বেশি আকর্ষণীয় দু’চাকায় ভ্রমণ। ২০২৩ সালটি এমন মানুষের কাছে আরও বেশি লোভনীয় ছিল। কারণ ভারতের বাজারে এই বছর লঞ্চ করেছে একের পর এক দারুন মোটরবাইক। বেশিরভাগই ৩৫০ সিসি মোটর বাইক। দেখে নেওয়া যাক ২০২৩ সালে লঞ্চ হওয়া সেরা কিছু মোটরবাইকের তালিকা—

Royal Enfield Himalayan 450—

গত নভেম্বর মাসে Royal Enfield এই মোটরবাইকটি লঞ্চ করে ভারতের বাজারে। এর দাম শুরু ২.৬৯ লক্ষ টাকা থেকে। সর্বোচ্চ দাম ২.৮৪ লক্ষ টাকা (সব মূল্য এক্স-শোরুম)। Himalayan 450 মোটরবাইকটি ৪৫১.৬৫ সিসি, এতে রয়েছে লিকুইড কুল ইঞ্জিন, যার নাম শেরপা ৪৫০। এই ইঞ্জিন ৪০ bhp পাওয়ার আউটপুট এবং ৪০Nm টর্ক তৈরি করতে পারে।

Triumph Speed 400/ Scrambler 400 X—

২০২৩ সালের জুলাই মাসে ভারতের বাজারে দু’টি মোটরবাইক লঞ্চ করে Triumph Motorcycles। Triumph Speed 400-এর দাম ২.৩৩ লক্ষ টাকা (এক্স-শোরুম) এবং Scrambler 400 X-এর দাম ২.৬৩ লক্ষ টাকা (এক্স-শোরুম)। দু’টি মোটরবাইকেই রয়েছে লিকুইড কুলড, সিঙ্গল সিলিন্ডার ৩৯৮ সিসি ইঞ্জিন। এতে সর্বোচ্চ ৪০ bhp পাওয়ার ও ৩৭.৫Nm টর্ক উৎপন্ন হতে পারে।

KTM 390 Duke—

গত সেপ্টেম্বর মাসে ভারতের বাজারে আসে KTM 390 Duke। এর দাম শুরু হচ্ছে ৩.১০ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে। 390 Duke-এর ৩৯৯ সিসি ইঞ্জিন ৪৬ bhp পাওয়ার ও ৩৯ Nm টর্ক উৎপন্ন করে।

আরও পড়ুন- ২০২৩ সালে বড় বদল WhatsApp-এ! কী কী সুবিধা পেলেন ব্যবহারকারীরা? জানুন

Herley-Davidson X440—

Herley-Davidson-এর নতুন এই মডেলটি ভারতে লঞ্চ করা হয়েছে ২০২৩ সালের জুলাই মাসে। তখন এর দাম ছিল ২.৩৯ লক্ষ টাকা থেকে ২.৭৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)।Herley-Davidson X440-তে রয়েছে দু’টি ভাল্ব-সহ ৪৪০ সিসি সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন। ২৭ bhp পাওয়ার ও ৩৮ Nm টর্ক তৈরি করতে পারে এটি।

Aprilia RS 457—

বছরের একেবারে শেষে ডিসেম্বর মাসে লঞ্চ হয়েছে এই স্পোর্টসবাইকটি। ভারতীয় বাজারে এর দাম ৪ লক্ষ ১০ হাজার টাকা (এক্স-শোরুম)। এর লিকুইড কুলড, প্যারালাল ট্যুইন ইঞ্জিন তৈরি করতে পারে ৪৭.৬ bhp পাওয়ার এবং ৪৩.৫ Nm টর্ক।

আরও পড়ুন- ২০২৩ সালে সব থেকে বেশি লাইক পেল কোন Instagram পোস্ট! দেখে নিন সেরা দশের তালিকা

Honda CB 350—

গত নভেম্বরে লঞ্চ হওয়া এই নোটর বাইকটি ১.৯৯ লক্ষ থেকে ২.১৭ লক্ষ টাকায় (এক্স-শোরুম) পাওয়া যায়। এতে রয়েছে CB350 চালিত ৩৫০ সিসি, এয়ার কুলড, ৪ স্ট্রোক, সিঙ্গল সিলিন্ডার, PGM-FI ইঞ্জিন যা ২০.৭৮ bhp পাওয়ার এবং ২৯.৪Nm টর্ক তৈরি করতে পারে।

Year Ender 2023: ২০২৩ সালে বড় বদল WhatsApp-এ! কী কী সুবিধা পেলেন ব্যবহারকারীরা? জানুন

WhatsApp: দিন যত গড়াচ্ছে সারা বিশ্বে অপরিহার্য হয়ে উঠছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ WhatsApp। গত এক বছরে সংস্থার তরফে ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও আকর্ষণীয় করার জন্য নানা পদক্ষেপ করা হয়েছে। নানা ধরনের ফিচার যুক্ত করা হয়েছে। তার ফলে ২০২৩ সালের শেষ প্রান্তে এসে মুঠোয় বন্দি যোগাযোগ মাধ্যমের এই হাতিয়ারটি হয়ে উঠেছে আরও শানিত। বিশেষত ক্রমশ বেড়ে চলা সাইবার অপরাধ ও জালিয়াতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে একাধিক পদক্ষেপ করেছে Meta-অধীনস্থ সংস্থাটি।

২০২৩ সালে কী কী নতুন ফিচার যোগ করেছে WhatsApp, দেখে নেওয়া যাক এক নজরে—

লক চ্যাট—

ব্যবহারকারী চাইলে কোনও বিশেষ বা ব্যক্তিগত চ্যাট লুকিয়ে রাখতে পারেন। ফোন বেহাত হলেও কেউ সেই চ্যাট খুলে পড়তে পারবেন না, যতক্ষণ না সঠিক পাসকোড ব্যবহার করা হচ্ছে। সেক্ষেত্রে ব্যবহার করা যাবে পাসকোড, ফিঙ্গারপ্রিন্ট বা ফেস অথেন্টিকেশন।

সিক্রেট কোড—

এই বছরই WhatsApp-এ এসেছে এমন ফিচার যার সাহায্যে কোনও ব্যবহারকারী নির্দিষ্ট চ্যাট লুকিয়ে রাখতে পারবেন। সেক্ষেত্রে সিক্রেট কোড ব্যবহার করে ওই চ্যাট আনলক করা যাবে। ওই চার সংখ্যার কোড না জানলে লকড চ্যাট কেউ খুলে পড়তে পারবে না।

আরও পড়ুন: সঙ্গমের ইচ্ছে বাড়ায় এই সবজি! শীতে খান চিকিৎসকের পরামর্শ মেনে!

পিন মেসেজ—

বহু দিন ধরেই WhatsApp-এ কোনও গ্রুপ বা একক চ্যাট পিন করে রাখা যায় মূল ফিড-এ। এই বছর WhatsApp নিয়ে এসেছে এমন ফিচার যার সাহায্যে ব্যবহারকারী চাইলে কোনও মেসেজও আলাদা করে পিন করে রাখতে পারেন।

এইচডি ফোটো—

WhatsApp ব্যবহারকারীদের চাহিদার কথা মাথায় রেখে WhatsApp এবার নিয়ে এসেছে এমন ফিচার যাতে ‘হাই-ডেফিনিশন’ ছবি পাঠাতে পারেন তাঁরা।

আরও পড়ুন: আপনার নামের প্রথম অক্ষর P, R, S, M অথবা H? ২০২৪ কেমন কাটবে? কেমন মানুষ ‘এঁরা’? জানুন

সায়লেন্স আননোন কল—

অচেনা অজানা নম্বর থেকে যদি কেউ WhatsApp-এ কল করেন, তাহলে আর ব্যবহারকারীর কাছে কোনও নোটিফিকেশন যাবে না। এমনই ফিচার এনেছে সংস্থা।

WhatsApp চ্যানেল—

২০২৩ সালের সব থেকে বড় সংযোজন বোধহয় WhatsApp চ্যানেল। এর সাহায্যে যেকোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজেদের চ্যানেল তৈরি করে নিতে পারবেন। ফলে তাঁর অনুরাগীরা সেখান থেকেই তাঁর সম্পর্কে বিস্তারিত খবরাখবর পেয়ে যাবেন।

সেপ্টেম্বর, অক্টোবর- পর পর ২ মাসে ক্রিকেটবিশ্ব হারিয়েছিল দুই কিংবদন্তিকে

২৩ অক্টোবর ২০২৩ প্রয়াত হন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার বিষাণ সিং বেদি।
২৩ অক্টোবর ২০২৩ প্রয়াত হন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার বিষাণ সিং বেদি।
ভারতীয় ক্রিকেটের ইতিহাসে স্পিন বোলিংয়ে বিপ্লব এনেছিলেন তিনিই। সেই বিষেণ সিং বেদির চলে যাওয়ার খবরে মন খারাপ হয়েছিল বহু মানুষের।
ভারতীয় ক্রিকেটের ইতিহাসে স্পিন বোলিংয়ে বিপ্লব এনেছিলেন তিনিই। সেই বিষেণ সিং বেদির চলে যাওয়ার খবরে মন খারাপ হয়েছিল বহু মানুষের।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। ১৯৬৬ থেকে ১৯৭৮, বাঁ হাতি স্পিনার বিষেণ সিং বেদি দাপটের সঙ্গে খেলেছেন। ভারতের হয়ে ৬৭টি টেস্টে ২৬৬টি উইকেট নিয়েছিলেন তিনি। ১০টি ওডিআই খেলে ৭ উইকেট পান।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। ১৯৬৬ থেকে ১৯৭৮, বাঁ হাতি স্পিনার বিষেণ সিং বেদি দাপটের সঙ্গে খেলেছেন। ভারতের হয়ে ৬৭টি টেস্টে ২৬৬টি উইকেট নিয়েছিলেন তিনি। ১০টি ওডিআই খেলে ৭ উইকেট পান।
১৯৯০ সালে টিম ইন্ডিয়া  নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সফরে গিয়েছিল। সেই সময় ম্যানেজার ছিলেন বিষেণ সিং বেদি। বিসিসিআই-এর দল নির্বাচন কমিটিতেও ছিলেন। এমনকী মেন্টরের ভূমিকাতেও দেখা গিয়েছে তাঁকে।
১৯৯০ সালে টিম ইন্ডিয়া নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সফরে গিয়েছিল। সেই সময় ম্যানেজার ছিলেন বিষেণ সিং বেদি। বিসিসিআই-এর দল নির্বাচন কমিটিতেও ছিলেন। এমনকী মেন্টরের ভূমিকাতেও দেখা গিয়েছে তাঁকে।
ঠিক ১২ দিন আগে তাঁর মৃত্যুর গুজব ছড়ায়। হিথ স্ট্রিক বেশ ক্ষুব্ধ হন। তিনি সোশ্য়াল মিডিয়া ও কিছু মানুষের দায়িত্বজ্ঞানহীন মনোভাব নিয়ে প্রশ্নও তোলেন। তার পর ৩ সেপ্টেম্বর আচমকাই তিনি মারা যান।
ঠিক ১২ দিন আগে তাঁর মৃত্যুর গুজব ছড়ায়। হিথ স্ট্রিক বেশ ক্ষুব্ধ হন। তিনি সোশ্য়াল মিডিয়া ও কিছু মানুষের দায়িত্বজ্ঞানহীন মনোভাব নিয়ে প্রশ্নও তোলেন। তার পর ৩ সেপ্টেম্বর আচমকাই তিনি মারা যান।
তাঁর একসময়ের সতীর্থ হেনরি ওলঙ্গা হিথ স্ট্রিকের মৃত্যুসংবাদ ট্যুইট করে জানিয়েছিলেন। পরে তিনি সেই টুইট মুছে জানান, স্ট্রিক বেঁচে আছেন। কিন্তু কাকতালীয়ভাবে সেই ঘটনার ১২ দিনের মাথায় জিম্বাবোয়ের কিংবদন্তি ক্রিকেটার প্রয়াত হন।
তাঁর একসময়ের সতীর্থ হেনরি ওলঙ্গা হিথ স্ট্রিকের মৃত্যুসংবাদ ট্যুইট করে জানিয়েছিলেন। পরে তিনি সেই টুইট মুছে জানান, স্ট্রিক বেঁচে আছেন। কিন্তু কাকতালীয়ভাবে সেই ঘটনার ১২ দিনের মাথায় জিম্বাবোয়ের কিংবদন্তি ক্রিকেটার প্রয়াত হন।
একটা গোটা প্রজন্মের কাছে তিনি আবেগের আরেক নাম। ফলে স্বাভাবিকভাবেই হিথ স্ট্রিকের মৃত্যুর খবরে চোখের জল ফেলেছিলেন অনেকেই।
একটা গোটা প্রজন্মের কাছে তিনি আবেগের আরেক নাম। ফলে স্বাভাবিকভাবেই হিথ স্ট্রিকের মৃত্যুর খবরে চোখের জল ফেলেছিলেন অনেকেই।