Tag Archives: Bankiput

Summer Travel: দিঘা, মন্দারমণি, তাজপুর নয়! দিঘার খুব কাছে খুব সস্তায় এই নির্জন সমুদ্রে বেড়াতে যান! জানুন বিস্তারিত

তীব্র গরম পড়েছে। সামনে গরমের ছুটি শুরু হচ্ছে। প্রতিবারের মত এবারও উপায় না থাকায়, দিঘা প্ল্যান করছেন! কিন্তু মন চাইছে অন্য কোথাও যেতে? তাহলে এবার গরমের ছুটিতে চলে আসুন এই সমুদ্র সৈকতে।
তীব্র গরম পড়েছে। সামনে গরমের ছুটি শুরু হচ্ছে। প্রতিবারের মত এবারও উপায় না থাকায়, দিঘা প্ল্যান করছেন! কিন্তু মন চাইছে অন্য কোথাও যেতে? তাহলে এবার গরমের ছুটিতে চলে আসুন এই সমুদ্র সৈকতে।
পূর্ব মেদিনীপুর জেলার ৬৫ কিলোমিটার বিস্তৃত উপকূল ভূ-ভাগ। অথচ দিঘা মন্দারমনির মত কয়েকটি হাতে গোনায় সমুদ্র সৈকত জনপ্রিয়তা লাভ করেছে। কিন্তু দিন দিন ওই সব সমুদ্র সৈকতের ভিড়ে অনেক সময় বেড়ানোর মজা নষ্ট হয়ে যাচ্ছে। তাই এবার গরমের ছুটিতে ভিড়ভাট্টা ছাড়াই এই নির্জন সমুদ্র সৈকতে ঘুরে বেড়ানোর আনন্দ।
পূর্ব মেদিনীপুর জেলার ৬৫ কিলোমিটার বিস্তৃত উপকূল ভূ-ভাগ। অথচ দিঘা মন্দারমণির মত কয়েকটি হাতে গোনা সমুদ্র সৈকত জনপ্রিয়তা লাভ করেছে। কিন্তু দিন দিন ওই সব সমুদ্র সৈকতের ভিড়ে অনেক সময় বেড়ানোর মজা নষ্ট হয়ে যাচ্ছে। তাই এবার গরমের ছুটিতে ভিড়ভাট্টা ছাড়াই এই নির্জন সমুদ্র সৈকতে ঘুরে বেড়ানোর আনন্দ
কলকাতা থেকে ১৭০ কিলোমিটার এবং কাঁথি শহর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থিত নানান ধরনের গাছ গাছালির জঙ্গলে ঘেরা বাঁকিপুট সমুদ্র সৈকত। সৈকতের নীরবতা পর্যটকদের শান্তি দেবে, যা সাধারণত খুঁজে বেড়ায়।
কলকাতা থেকে ১৭০ কিলোমিটার এবং কাঁথি শহর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থিত নানান ধরনের গাছ গাছালির জঙ্গলে ঘেরা বাঁকিপুট সমুদ্র সৈকত। সৈকতের নীরবতা পর্যটকদের শান্তি দেবে, যা সাধারণত খুঁজে বেড়ায়।
লাল কাঁকড়া এখানে একমাত্র আপনার সঙ্গী হবে। আপনার বা আপনাদের শান্তিকে ব্যাহত করতে উন্মত ভিড় এখানে নেই। অবিনস্ত ঢেউ পায়ে চুম্বন করে। পাখির কিচিরমিচির এবং দিগন্তের ধারে যাত্রা করা জাহাজ ও নৌকার দৃশ্য মনকে স্বর্গীয় সুখের অনুভব দেবে।
লাল কাঁকড়া এখানে একমাত্র আপনার সঙ্গী হবে। আপনার বা আপনাদের শান্তিকে ব্যাহত করতে উন্মত ভিড় এখানে নেই। অবিনস্ত ঢেউ পায়ে চুম্বন করে। পাখির কিচিরমিচির এবং দিগন্তের ধারে যাত্রা করা জাহাজ ও নৌকার দৃশ্য মনকে স্বর্গীয় সুখের অনুভব দেবে।
জোয়ারের সময়, জলের স্তর সৈকতের কাছাকাছি চলে আসে। ভাটার সময় সমুদ্র বেশ দূরে সরে যায়। চারপাশের সুন্দর পরিবেশ আর ঘন জঙ্গলের নীরবতা, চাওয়ার থেকে বেশি কিছু পূরণ করে।
জোয়ারের সময়, জলের স্তর সৈকতের কাছাকাছি চলে আসে। ভাটার সময় সমুদ্র বেশ দূরে সরে যায়। চারপাশের সুন্দর পরিবেশ আর ঘন জঙ্গলের নীরবতা, আপনার চাওয়ার থেকে বেশি কিছু পূরণ করে দেবে।
বাঁকিপুটে থাকা ও খাওয়ার জায়গা বলতে ঝিনুক রেসিডেন্সি। অনেকটা জায়গা জুড়ে এর অবস্থান। রেসিডেন্সি সাজানোর গোছানো। এসি ও নন এসি রুম পাওয়া যায় ঝিনুক রেসিডেন্সিতে। রুমের ট্যারিফ সাধ্যের মধ্যেই। রুমের ট্যারিফ চার বেলা খাওয়া দাওয়া নিয়েই।
বাঁকিপুটে থাকা ও খাওয়ার জায়গা বলতে ঝিনুক রেসিডেন্সি। অনেকটা জায়গা জুড়ে এর অবস্থান। রেসিডেন্সি সাজানোর গোছানো। এসি ও নন এসি রুম পাওয়া যায় ঝিনুক রেসিডেন্সিতে। রুমের ভাড়া সাধ্যের মধ্যেই। রুমের ভাড়া চার বেলা খাওয়া দাওয়া নিয়েই।
কলকাতা থেকে বাসে বা ট্রেনে করে কাঁথি সেখান থেকে অথবা যে কোন ছোট গাড়ি রিজার্ভ করে বাঁকিপুট পৌঁছানো যায় সহজেই। আশেপাশে রয়েছে পেটুয়াঘাট মৎস্য বন্দর, দরিয়াপুর লাইট হাউস, কপালকুণ্ডলা মন্দিরসহ একাধিক ঐতিহাসিক স্থান। সহজেই ঘুরে আসা যায় এই জায়গাগুলিও।
কলকাতা থেকে বাসে বা ট্রেনে করে কাঁথি সেখান থেকে অথবা যে কোন ছোট গাড়ি রিজার্ভ করে বাঁকিপুট পৌঁছানো যায় সহজেই। আশেপাশে রয়েছে পেটুয়াঘাট মৎস্য বন্দর, দরিয়াপুর লাইট হাউস, কপালকুণ্ডলা মন্দিরসহ একাধিক ঐতিহাসিক স্থান। সহজেই ঘুরে আসা যায় এই জায়গাগুলিও।
দিঘার অতিরিক্ত পর্যটকের ভিড়ভাট্টা এড়িয়ে, এবার গরমের ছুটিতে শান্ত নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ এবং প্রায় নতুন একটি সমুদ্র সৈকত হোক আপনার গন্তব্য।
দিঘার অতিরিক্ত পর্যটকের ভিড়ভাট্টা এড়িয়ে, এবার গরমের ছুটিতে শান্ত নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ এবং প্রায় নতুন একটি সমুদ্র সৈকত হোক আপনার গন্তব্য।