Tag Archives: Beauty Pack

Beauty Care: টানা ৭ দিন মুখে মাখুন এই ফেস-প্যাক, ব্রণ গায়েব হবে, দূর হবে ‘সান ট্যান’ ও তৈলাক্ত স্ক্যাল্পের সমস্যা

বহু সময় আগে থেকেই রূপচর্চায় মুলতানি মাটি ব্যবহার হয়। বর্তমানে বাজারে বহু কৃত্রিম ফেসপ্যাক এসেছে। তবুও কিন্তু মুলতানি মাটির জনপ্রিয়তা কমেনি বিন্দুমাত্র।
বহু সময় আগে থেকেই রূপচর্চায় মুলতানি মাটি ব্যবহার হয়। বর্তমানে বাজারে বহু কৃত্রিম ফেসপ্যাক এসেছে। তবুও কিন্তু মুলতানি মাটির জনপ্রিয়তা কমেনি বিন্দুমাত্র।
মুলতানি মাটি গোলাপ জলের সঙ্গে মিশিয়ে যেমন মুখে মাখা যায়, তেমনি দুধের সঙ্গে মিশিয়েও ব্যবহার করা যায়। দুই ক্ষেত্রেই এর সুফল পাওয়া যায়, ত্বক ঝলমল করে।
মুলতানি মাটি গোলাপ জলের সঙ্গে মিশিয়ে যেমন মুখে মাখা যায়, তেমনি দুধের সঙ্গে মিশিয়েও ব্যবহার করা যায়। দুই ক্ষেত্রেই এর সুফল পাওয়া যায়, ত্বক ঝলমল করে।
 চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসক শুভ্রজ্যোতি রায় জানান, ত্বকের যত্ন নিতে মুখে মুলতানি মাটির ফেসপ্যাক লাগানো সত্যিই ভাল। এতে ত্বক উজ্জ্বল, কোমল এবং তরতাজা হয়।
চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসক শুভ্রজ্যোতি রায় জানান, ত্বকের যত্ন নিতে মুখে মুলতানি মাটির ফেসপ্যাক লাগানো সত্যিই ভাল। এতে ত্বক উজ্জ্বল, কোমল এবং তরতাজা হয়।
প্রাকৃতিক বডি ওয়াশ হিসাবে মুলতানি মাটির কোন-ও তুলনাই হয় না। মুলতানি মাটি সারা গায়ে মেখে নিয়ে কিছুক্ষণ পর ধুয়ে ফেললে ত্বকের ট্যান অনেকটাই কমে যাবে এবং ত্বক উজ্বল হবে।
প্রাকৃতিক বডি ওয়াশ হিসাবে মুলতানি মাটির কোন-ও তুলনাই হয় না। মুলতানি মাটি সারা গায়ে মেখে নিয়ে কিছুক্ষণ পর ধুয়ে ফেললে ত্বকের ট্যান অনেকটাই কমে যাবে এবং ত্বক উজ্বল হবে।
মুলতানি মাটির সঙ্গে টম্যাটোর রস এবং চন্দনের গুঁড়ো মিশিয়ে ব্রণ-য় লাগান। ১০ মিনিট রেখে ধুয়ে ফেললে ব্রণর সমস্যা মিটবে।
মুলতানি মাটির সঙ্গে টম্যাটোর রস এবং চন্দনের গুঁড়ো মিশিয়ে ব্রণ-য় লাগান। ১০ মিনিট রেখে ধুয়ে ফেললে ব্রণর সমস্যা মিটবে।
মুলতানি মাটির সঙ্গে হলুদ গুঁড়ো, নিমের গুঁড়ো এবং চন্দনের গুঁড়ো মিশিয়ে নিন। তারপর তাতে কাঁচা দুধ দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে। এই পেস্ট একটি প্রাকৃতিক স্ক্রাবার হিসেবেও ব্যবহার করা যায়।
মুলতানি মাটির সঙ্গে হলুদ গুঁড়ো, নিমের গুঁড়ো এবং চন্দনের গুঁড়ো মিশিয়ে নিন। তারপর তাতে কাঁচা দুধ দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে। এই পেস্ট একটি প্রাকৃতিক স্ক্রাবার হিসেবেও ব্যবহার করা যায়।
সপ্তাহে অন্তত একদিন চুলে মুলতানি মাটি ঘষে স্নান করা উচিত। এরফলে ক্যাল্পে থাকা তেল পরিষ্কার হয়ে যাবে অনেকটাই। এমনকি ক্যাল্প সম্পূর্ণ পরিষ্কার থাকবে অনেকটা বেশি সময় পর্যন্ত।
সপ্তাহে অন্তত একদিন চুলে মুলতানি মাটি ঘষে স্নান করা উচিত। এরফলে ক্যাল্পে থাকা তেল পরিষ্কার হয়ে যাবে অনেকটাই। এমনকি ক্যাল্প সম্পূর্ণ পরিষ্কার থাকবে অনেকটা বেশি সময় পর্যন্ত।