Tag Archives: Belgium

বিশ্বের ২ নম্বর দল ! বেলজিয়ামের সোনালী প্রজন্মের বিশ্বজয়ের এটাই শেষ সুযোগ কাতারে

#ব্রাসেলস: ফুটবল বিশ্বের সেরা দলের তালিকায় এক নম্বরে ব্রাজিল, দুই নম্বরে বেলজিয়াম। ইউরোপের ফুটবলের অন্যতম শক্তিধর দেশ হলেও, একমাত্র গত বিশ্বকাপ বাদ দিলে বিশ্বকাপ ফুটবলে তাদের পারফরম্যান্স আহামরি কিছু ছিল না। রাশিয়ায় আয়োজিত ২০১৮ সালের বিশ্বকাপে তারা তৃতীয় স্থানে শেষ করেছিল। বেলজিয়ামের সোনালী প্রজন্মের কাতার বিশ্বকাপই শেষ বিশ্বকাপ হতে চলেছে।

কেভিন ডি ব্রুইন ইতিমধ্যেই ঘোষনা করেছেন কাতার বিশ্বকাপই তার শেষ বিশ্বকাপ হতে চলেছে। ডিব্রুইন, থিবাউ কোরটয়েস, ইডেন হ্যাজার্ড, রোমেলু লুকাকু সমৃদ্ধ বেলজিয়াম এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট। ২০১২ সালে এই সোনালী প্রজন্মের ফুটবলাররা নেদারল্যান্ডসকে ৪-২ গোলে হারিয়ে দেশের সমর্থকদের মধ্যে নতুন আশা জাগালেও বড় মঞ্চে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।

আরও পড়ুন – ভারতীয় ক্রিকেটারদের অতিরিক্ত মাথায় চড়ানোর ফল! শোচনীয় পরাজয়ে বিদ্ধ করলেন শোয়েব

২০১৪ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে যায় বেলজিয়াম। চার বছর পর ফ্রান্সের কাছে সেমিফাইনালে হেরে যায় বেলজিয়াম। এটাই রেড ডেভিলসদের বিশ্বকাপে এখনও পর্যন্ত সেরা পারফরম্যান্স। টুর্নামেন্ট জেতার যোগ্যতা থাকা সত্ত্বেও, প্রতিভাবান ফুটবলার থাকা সত্ত্বেও বারবার ব্যর্থ হয়েছে এই ফুটবল পাগল দেশের ফুটবলাররা।

২০১৬ ও ২০২০ সালের ইউরো কাপেও কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয় তাদের। অনেক ফুটবল পন্ডিত বেলজিয়ামের কাপ জেতার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রাক্তন বেলজিয়ান কোচ জর্জ লিকেন্স কাপ জেতার জন্য বেলজিয়ান ফুটবলারদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। লিকেন্স বলেন, কোনও ট্রফি না জিতেই আমরা ফিফার ক্রমতালিকায় শীর্ষে ছিলাম। এর কোনও মানে নেই।

যখন কোনও কিছু করার তুমি সাহস দেখাতে পারো না, কোনও কিছুই তোমার সঙ্গে থাকবে না। মার্টিনেজের ছেলেদের মধ্যে এই মানসিকতা ও ইচ্ছা নেই। বেশিরভাগ বেলজিয়ান তারকাদের বয়স ৩০ এর বেশি। তাই এই বিশ্বকাপই তাদের শেষ বিশ্বকাপ মনে করা হচ্ছে। ২২ বছর বয়সী লয়েস অপেণ্ডা, ২১ বছর বয়সী চার্লস দে কেটেলারি, ২১ বছর বয়সী আমাদউ ওনানা বেলজিয়ামের নতুন প্রজন্মের প্রতিশ্রুতিমান ফুটবলার।

এই বিশ্বকাপে পুরোনো তারকাদের পাশাপাশি এরাও জ্বলে উঠবেন বলে আশা কোচ মার্টিনেজ সহ দেশের ফুটবলপ্রেমীদের। দলের অধিনায়ক ইডেন হ্যাজার্ড মনে করেন এই বিশ্বকাপ তাদের কাছে এক বিরাট চ্যালেঞ্জ নিজেদের যোগ্যতা প্রমান করার। হ্যাজার্ড বলেন, সোনালী প্রজন্ম নিয়ে কথা হয়, অবশ্যই তার মধ্যে কিছু সত্যতা রয়েছে।

আমরা প্রায় এক দশক একসঙ্গে কাটিয়েছি। অবশ্যই আমাদের কাছে অবিশ্বাস্য ফুটবলাররা রয়েছেন, কিন্তু আমরা এখনও কিছু জিততে পারিনি। আমাদের যদি সোনালী প্রজন্মের নামটাকে সার্থক করতে হয়, তবে আমাদের ঐ কাজটা করতেই হবে।

Viral Video: সাংঘাতিক ! মেট্রো স্টেশনে মহিলাকে পিছন থেকে ধাক্কা মেরে রেললাইনে ফেলে দিল যুবক ! তারপর ?

ব্রাসেলস: মাত্র ৩০ সেকেন্ডের ভিডিও (Viral video) ৷ কিন্তু ভয় ধরিয়ে দেওয়ার জন্য ওইটুকু ভিডিওই যথেষ্ট ৷ ঘটনাটি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের একটি মেট্রো স্টেশনে ঘটেছে ৷ যেখানে ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা এক মহিলাকে পিছন দিক থেকে ধাক্কা দিয়ে লাইনে ফেলে দেয় এক যুবক ৷ ঠিক সময় ট্রেনের চালক ট্রেনটি এমার্জেন্সি ব্রেক কষে থামানোয় এ যাত্রায় কোনওমতে প্রাণে বেঁচে গিয়েছেন ওই মহিলা (Man deliberately pushes woman in front of train) ৷

আরও পড়ুন– কন্ডোমে রেড হট সস ব্যবহারের ট্রেন্ড ডেকে আনছে সর্বনাশ, সতর্কতা জারি চিকিৎসকদের!

ঘটনাটির সিসিটিভি ফুটেজ দেখে আঁতকেই উঠতে হয় ৷ দেখা যায় প্ল্যাটফর্মে মেট্রোর অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন এক মহিলা ৷ বাকি যাত্রীরাও দাঁড়িয়ে ছিলেন সেখানে ৷ ট্রেনটি প্ল্যাটফর্মে যখন ঢুকে পড়েছে, ঠিক সেই সময় পিছন থেকে আচমকা এসে মহিলাকে সজোরে ধাক্কা মারে এক যুবক ৷ টাল সামলাতে না পেরে সোজা রেললাইনে গিয়ে পড়েন ওই মহিলা ৷ আর একটু হলেই ট্রেনের চাকার তলায় কাটা পড়তেন ওই মহিলা ! গোটা ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ায় তা দেখে পড়ে চমকেই উঠেছেন প্রত্যেকে ৷ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় এখন ব্যাপকভাবে ভাইরাল (Viral Video) ৷

আরও পড়ুন-বাড়ি ফিরে ক্লান্ত হয়ে পড়তেন, তাই মনের মানুষকে উপহার হিসেবে দিলেন নতুন প্রেমিকা!

The Brussels Times-এর খবর অনুযায়ী মহিলাকে রেললাইনে পড়ে যেতে আগেই দেখতে পারেন ট্রেনের চালক ৷ সেইসময় এমার্জেন্সি ব্রেক কষে ট্রেনটি থামান তিনি ৷ ওই মহিলাকে ঘটনার পর রেললাইন থেকে তুলে এনে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ অভিযুক্ত যুবক যে মহিলাকে ধাক্কা মারে, সে সেইসময় স্টেশন থেকে পালিয়ে গেলেও পরে পুলিশ তাকে ধরে ফেলে ৷ কেন সে এমন ঘটনা ঘটাল, তা তদন্ত করে দেখছে পুলিশ ৷