Tag Archives: Bharatiya nyay sanhita

Mahua Moitra: ‘পাজামা’ মন্তব্যের জের…! মহুয়ার বিরুদ্ধে FIR দিল্লি পুলিশের, ‘গ্রেফতার করতে নদিয়ায় আসুন’ পাল্টা চ্যালেঞ্জ তৃণমূল সাংসদের

নয়াদিল্লি: কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে ন্যায় সংহিতার সেকশন ৭৯ অনুসারে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ। জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান রেখা শর্মার বিরুদ্ধে তাঁর ‘পাজামা’ মন্তব্যের জেরে এই অভিযোগ দায়ের করা হয়েছে। ফৌজদারি নয়া দণ্ডবিধি ন্যায় সংহিতা চালু হওয়ায় মাত্র এক সপ্তাহের মধ্যেই এই আইনের কোপে পড়লেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

হাথরসে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরেই ঘটনার শুরু। প্রসঙ্গত সেখানকার পরিস্থিতি সরেজমিনে দেখতেই হাথরস পৌঁছেছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান রেখা শর্মা। তারই একটি ভিডিও প্রকাশ্যে আসে যেখানে দেখা যায় একজন লোক রেখা শর্মার পিছনে ছাতা ধরে হাঁটছেন। যা নিয়ে সোশাল মিডিয়ায় সরব হন নেটিজেনরা। সেখানেই মহুয়া মন্তব্য করেন, ‘তিনি তাঁর বসের পাজামা ধরতে ব্যস্ত।’ মহুয়ার এই মন্তব্য ঘিরেই শুরু হয় বিতর্ক।

অভিযোগ ওঠে একজন মহিলা ও জাতীয় মহিলা কমিশনের প্রধানকে নিয়ে ‘অপমানজনক’ সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন তৃণমূল সাংসদ। এই ঘটনায় লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দেওয়ার পাশাপাশি দিল্লি পুলিশেও অভিযোগ জানায় জাতীয় মহিলা কমিশন। কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে তিন দিনের মধ্যে কমিশনকে রিপোর্ট দেওয়ার কথাও বলা হয়।

আরও পড়ুন: লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভাগ্য পরীক্ষা আজ! নিট ইউজি-মামলায় শুনানি সুপ্রিম কোর্টে, কাউন্সেলিং শুরু কবে?

যদিও এই ঘটনার প্রেক্ষিতে জাতীয় মহিলা কমিশনের পাশাপাশি দিল্লি পুলিশকে পাল্টা নিশানা করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মহিলা কমিশনের বার্তা তুলে ধরেই মহুয়া লেখেন, ‘দিল্লি পুলিশ আসুন অবিলম্বে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিন। যদি তিনদিনের মধ্যে আমাকে গ্রেফতার করতে চান, তাহলে নদিয়ায় আসুন। এখন আমি নদিয়াতেই রয়েছি।’ একইসঙ্গে কটাক্ষের সুরে তিনি লেখেন, ‘আমি আমার নিজের ছাতা নিজে ধরতে পারি।’

New law in India: আজ থেকেই লাগু ভারতীয় ন্যায় সংহিতা, নতুন আইনে কার বিরুদ্ধে দায়ের হল প্রথম এফআইআর?

নয়াদিল্লি: ভারতীয় দণ্ডবিধি অথবা আইপিসি-র বদলে আজ থেকেই লাগু হয়ে গেল ভারতীয় ন্যায় সংহিতা৷ নতুন এই ফৌজদারি আইনেই আজ থেকে রুজু হবে নতুন মামলা, চলবে বিচারপ্রক্রিয়া৷ নতুন এই আইনে দিল্লির একজন হকারের বিরুদ্ধে প্রথম মামলা দায়ের করল দিল্লি পুলিশ৷

জানা গিয়েছে, নতুন দিল্লি রেল স্টেশনের কাছে একটি ফুটব্রিজের অংশ আটকে রেখে ব্যবসা করার জন্য নতুন আইনের ২৮৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই মামলা দায়ের করা হয়েছে৷

আরও পড়ুন: ভোট মিটতেই বাড়ল পেট্রল-ডিজেলের দাম! মাসের শুরুতেই ধাক্কা, একলাফে কতটা বৃদ্ধি?

অভিযোগ, ওই হকার রাস্তার একাংশ দখল করে জলের বোতল এবং গুটখার মতো জিনিস বিক্রি করছিলেন৷ রবিবার রাতে টহলদারির সময় তা চোখে পড়ে এক পুলিশ অফিসারের৷ ওই হকারের অস্থায়ী স্টলের কারণে রাস্তা দিয়ে যাতায়াতে অসুবিধা হচ্ছিল৷ পুলিশ বার বার অনুরোধ করলেও তিনি তা সরাতে রাজি হননি৷ এর পরই পুলিশ ওই হকারের বিরুদ্ধে মামলা দায়ের করে৷

ভারতীয় ন্যায় সংহিতার পাশাপাশি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩ এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম ২০২৩- এই তিনটি আজ থেকে লাগু হয়ে গেল৷ এর ফলে ব্রিটিশ আমলের তিনটি আইন বাতিল হয়ে গেল৷ আইপিসি ছাডা়ও কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এই তালিকায় রয়েছে৷

সোমবার, ১ জুলাই থেকে নতুন যত এফআইআর দায়ের হবে, সেগুলির বিচার ভারতীয় ন্যায় সংহিতা আইন অনুযায়ী হবে৷ যদিও পুরোন মামলাগুলির বিচার আইপিসির অধীনেই হবে৷