Tag Archives: Bihar Election

Prashant Kishor: ‘পাকা’ রাজনীতিকের চাল! ক্ষমতা পেলেই এক ঘণ্টার মধ্যে বিহারে কী করবেন? প্রশান্ত কিশোরের দাবিতে শোরগোল দেশে

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এবার সরাসরি রাজনীতির ময়দানে নেমে পড়লেন প্রশান্ত কিশোর। আগামী ২ অক্টোবর তাঁর দল জন সূরজ পার্টি আত্মপ্রকাশ করতে চলেছে। আর ভোটের ময়দানে নামার আগেই বড় ঘোষণা প্রশান্ত কিশোরের।
সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এবার সরাসরি রাজনীতির ময়দানে নেমে পড়লেন প্রশান্ত কিশোর। আগামী ২ অক্টোবর তাঁর দল জন সূরজ পার্টি আত্মপ্রকাশ করতে চলেছে। আর ভোটের ময়দানে নামার আগেই বড় ঘোষণা প্রশান্ত কিশোরের।
অক্টোবর মাসেই প্রশান্তের নতুন রাজনৈতিক দল 'জন সূরজ' যাত্রা শুরু করবে। সেই দল আগামী বিধানসভা নির্বাচনে অংশও নেবে।
অক্টোবর মাসেই প্রশান্তের নতুন রাজনৈতিক দল ‘জন সূরজ’ যাত্রা শুরু করবে। সেই দল আগামী বিধানসভা নির্বাচনে অংশও নেবে।
নীতীশ কুমারে সাম্রাজ্য পতনের হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন প্রশান্ত। তাঁর ঘোষণা, ক্ষমতায় আসার এক ঘণ্টার মধ্যেই বিহারে মদ ফিরবে!
নীতীশ কুমারে সাম্রাজ্য পতনের হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন প্রশান্ত। তাঁর ঘোষণা, ক্ষমতায় আসার এক ঘণ্টার মধ্যেই বিহারে মদ ফিরবে!
বিধানসভা নির্বাচনের আগে বিহারবাসীর উদ্দেশে এমনই ঘোষণা জন সূরজ পার্টির প্রধান প্রশান্ত কিশোরের।
বিধানসভা নির্বাচনের আগে বিহারবাসীর উদ্দেশে এমনই ঘোষণা জন সূরজ পার্টির প্রধান প্রশান্ত কিশোরের।
ভোটকুশলীর দায়িত্ব দূরে সরিয়ে রাজনীতির ময়দানে পা দিয়েছেন প্রশান্ত। ইতিমধ্যে তৈরি করেছেন জনসূরজ পার্টি। সম্প্রতি সাংবাদিকরা প্রশান্তকে প্রশ্ন করেন, ক্ষমতায় এলে প্রথমেই তাঁর সরকার কী পরিবর্তন আনতে পারে?
ভোটকুশলীর দায়িত্ব দূরে সরিয়ে রাজনীতির ময়দানে পা দিয়েছেন প্রশান্ত। ইতিমধ্যে তৈরি করেছেন জনসূরজ পার্টি। সম্প্রতি সাংবাদিকরা প্রশান্তকে প্রশ্ন করেন, ক্ষমতায় এলে প্রথমেই তাঁর সরকার কী পরিবর্তন আনতে পারে?
উত্তরে জন সূরজ পার্টির প্রধান পরিষ্কার জানান, “সরকার গঠনের এক ঘণ্টার মধ্যে বিহারে মদের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে”।
উত্তরে জন সূরজ পার্টির প্রধান পরিষ্কার জানান, “সরকার গঠনের এক ঘণ্টার মধ্যে বিহারে মদের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে”।
এক বছরেরও বেশি সময় ধরে বিহারে জন সূরজ যাত্রা করছিলেন প্রশান্ত কিশোর। যাত্রা শেষেই তিনি রাজনৈতিক দলের আনুষ্ঠানিক সূচনার কথা ঘোষণা করেন।
এক বছরেরও বেশি সময় ধরে বিহারে জন সূরজ যাত্রা করছিলেন প্রশান্ত কিশোর। যাত্রা শেষেই তিনি রাজনৈতিক দলের আনুষ্ঠানিক সূচনার কথা ঘোষণা করেন।
ভোটের মুখে আরজেডি নেতা তেজস্বী যাদবও এমনই এক যাত্রা শুরু করতে চলেছেন।
ভোটের মুখে আরজেডি নেতা তেজস্বী যাদবও এমনই এক যাত্রা শুরু করতে চলেছেন।
এ প্রসঙ্গে পিকে বলেন, “ওঁর (তেজস্বী যাদব) জন্য শুভেচ্ছা রইল। অন্তত ওঁ বাড়ি থেকে বেরিয়ে জনগণের মাঝে যাচ্ছে।”
এ প্রসঙ্গে পিকে বলেন, “ওঁর (তেজস্বী যাদব) জন্য শুভেচ্ছা রইল। অন্তত ওঁ বাড়ি থেকে বেরিয়ে জনগণের মাঝে যাচ্ছে।”

Prashant Kishore: বিহারে ক’টি আসনে লড়বে ‘জন সূরজ’? বড় ঘোষণা পিকে-র…! প্রশান্ত কিশোরের ফোকাসে নারী শক্তি

নয়াদিল্লি: আগেই জানিয়েছিলেন দল ঘোষণা করতে চলেছেন তিনি। এবার তাঁর দল ‘জন সূরজের’ ২০২৫ এর ভিশন প্রকাশ্যে আনলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। একধাপ এগিয়ে পিকে রবিবারই জানিয়ে দিলেন, ২৪৩ আসনের বিহার বিধানসভার সবকটি আসনেই লড়বে তাঁর দল ‘জন সূরজ’। এর মধ্যে ৪০ টি আসনেই লড়াইয়ে সামিল হবেন দলের মহিলা প্রার্থীরা।

আগামী ২ অক্টোবর মহাত্মা গান্ধির জন্মদিনে দল ঘোষণা করবেন বলে সপ্তাহ দুয়েক আগেই জানিয়ে দিয়েছিলেন প্রশান্ত কিশোর। ভোট কুশলী হিসাবে অবসর নেওয়ার পরে জন সূরজ অভিযান শুরু করেছিলেন প্রশান্ত কিশোর। বছর দুয়েক আগে শুরু হওয়া এই অভিযানকে অনেকে রাজনৈতিক দলের তকমা দিলেও প্রথমে তা অস্বীকার করেছিলেন। পিকের মত ছিল, যারা বদল চায়, এটা তাদের জন্য একটা মঞ্চ মাত্র। এখনই তিনি কোনও রাজনৈতিক দল তৈরি করছেন না।

একইসঙ্গে আগামী দিনে যে তিনি নিজের দল গড়েই প্রত্যক্ষ রাজনীতিতে নামতে চান, পিকে তার কার্যত স্পষ্ট ইঙ্গিত দিয়ে দেন বছর দুয়েক আগেই। সেই মতো জন সূরজের যাত্রা শুরু হতে চলেছে। ২ অক্টোবর আনুষ্ঠানিক আত্মপ্রকাশর কথা রয়েছে পিকের দলের। তার আগেই রবিবার ২০২৫ বিধানসভা ভোট কয়টি আসনে লড়বেন তাও জানিয়ে দিলেন।

একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে প্রশান্ত জানিয়েছেন, রাজনৈতিক পথচলার শুরুতেই গোটা রাজ্যের সবকটি আসনে প্রার্থী দিতে চলেছেন তিনি। অর্থাৎ ২৪৩ বিধানসভা আসনেই দেখা যাবে জন সূরজের প্রার্থীদের। বিশেষভাবে নারীশক্তিকে গুরুত্ব দিচ্ছেন, সেই কারণেই আসন্ন বিধানসভা ভোটে ৪০ আসনে মহিলা প্রার্থী দিতে চলেছে তাঁর দল, একথাও জানিয়েছেন প্রাক্তন ভোটকুশলী। একইসঙ্গে প্রশান্ত কিশোরের দাবি, ২০৩০ বিধানসভা ভোটে ৭০-৮০ জন মহিলা প্রার্থী দেবে ‘জন সূরজ’।

Prashant Kishor: বিরাট খবর! নিজের ‘ভবিষ্যদ্বাণী’ না মিলতেই বড় দাবি প্রশান্ত কিশোরের! তোলপাড় পড়ল দেশে

লখনউ: এতদিন নির্বাচন কৌশলী হিসেবে রাজনীতির আঙিনায় পরিচিত ছিলেন তিনি। শুধু তাই নয়, অনেক রাজনৈতিক দলের নির্বাচনী কৌশল তৈরি করে ক্ষমতায় আনলেও এখন এই নির্বাচনী কৌশলী নিজেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা করেছেন এবার। জন সুরজ পদযাত্রার স্থপতি এবং দেশের বিখ্যাত নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর বৃহস্পতিবার বলেছেন, তিনি আগামী বিধানসভা নির্বাচনে লড়বেন। প্রসঙ্গত, এবার লোকসভা ভোটের ফল নিয়ে প্রশান্ত কিশোর যা ভবিষ্যদ্বাণী করেছিলেন, তা প্রায় মেলেইনি।

প্রশান্ত কিশোর আগেই জানিয়েছিলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা যখন করব, তখন আরজেডি সভাপতি লালু প্রসাদ যাদব এবং জেডিইউ সভাপতি নীতীশ কুমারের মতো নেতাদের দাঁতে ব্যথা হবে। তিনি স্পষ্টভাবে বলেন, আমাকে ধাক্কা দেওয়া তাদের ক্ষমতায় নেই। বিহারে পদযাত্রা করা কিশোর বলেন, ”জন সুরজ সমাজের মানুষের কথা বলবে। নীতীশ কুমার ও লালু প্রসাদ যাদব আমাকে ধাক্কা দিতে পারবেন না।”

আরও পড়ুন: ভোটের ‘সাফল্য’ আসতেই বড় সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের! ১১ জুন সব নজর নবান্নে

তিনি বলেন, ”আমি যদি বিহারে লড়ি, তাহলে এত শক্তি দিয়ে লড়ব যে এই সব নেতার দাঁত ভেঙে যাবে। আপনারা নিশ্চয়ই পশ্চিমবঙ্গে আমার কাজ দেখেছেন। সমাজে অনেক মানুষ আছে যারা শুধু লড়াই করার জন্য লড়াই করে। আমি তাদের মধ্যে নই।” কিশোর আরও বলেন, ”আমি বিহারের ছেলে। সারা দেশের নেতারা যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় আমার কাছে পরামর্শ চান, তখন এই নেতারা আমাকে নিয়ে কী করবেন? সমাজের মানুষ একবার উঠে দাঁড়ালে জনশক্তির সামনে কোনও শক্তিই দাঁড়াতে পারবে না।”

পিকে-র কথায়, ”আপনি যদি যুদ্ধ করতে আসেন, তাহলে ধরে নিন আপনিও আপনার মনে বিজয়ের নীলনকশা নিয়ে এসেছেন। আমরা চিন্তা করে এখানে এসেছি, এটি একটি কঠিন কাজ। এটি করতে কতটা শক্তি প্রয়োগ করতে হবে, কত ঘাম ঝরাতে হবে, কত ব্যবস্থা করতে হবে, তা আমি জানি। সবকিছু চিন্তা করেই আমরা বিহারে এসেছি।” প্রশান্ত কিশোর আরও বলেন, ”এই সব নেতারা ভাবছেন আমরা রাজনৈতিক ভাবে ধাক্কাধাক্কি করব। কিন্তু তা যারা ভাবছেন, তারা ভুল ভাবছেন।”