Tag Archives: Biopic

Kazi Nazrul Islam biopic: বাংলায় প্রথমবার কাজী নজরুল ইসলামের বায়োপিক, বিদ্রোহী কবির চরিত্রে কে?

কলকাতা: বাংলায় প্রথম বার হতে চলেছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বায়োপিক। মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা কিঞ্জল নন্দ। পরিচালনায় দায়িত্বে রয়েছেন পরিচালক আব্দুল আলিম। ছবিতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনের শৈশব থেকে শেষ জীবন পর্যন্ত তুলে ধরা হবে। নজরুলের এই বায়োপিকে থাকছে আরও চমক। অন্যান্য চরিত্রে থাকবে খ্যাতনামী অভিনেতারা।

অভিনেতা কিঞ্জল নন্দ জানান, এ বছরই শীতকালে এই ছবির শ্যুটিং শুরু হবে। ছবিতে অনেকটা ‘প্রস্থেটিক’ মেকআপের বিষয় রয়েছে। বহু ঐতিহাসিক চরিত্র এই ছবিতে জীবন্ত হয়ে উঠবে। পর্দায় কবি কাজী নজরুল ইসলামের চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য বর্তমানে নজরুল ইসলাম সম্পর্কে পড়াশোনা করছেন অভিনেতা কিঞ্জল।

আরও পড়ুন: চলতি মাসেই কেরালা হয়ে দেশে ঢুকছে বর্ষা, দিনক্ষণ জানিয়ে বড় আপডেট দিল মৌসম ভবন

বাংলা এবং বাংলার বাইরে ছবির শ্যুটিং হবে। ছবির চিত্রনাট্য লিখছেন সৌগত বসু। বর্তমানে স্ক্রিপ্ট প্রায় শেষ। এখনও চলছে কাজী নজরুল ইসলামের জীবনের নানান গবেষণা। সঙ্গীত পরিচালনার জন্য কথা চলছে জয় সরকারের সঙ্গে। ছবির সম্পাদনা করবেন অর্ঘকমল মিত্র।

পরিচালক আব্দুল আলিম জানান “এই ছবিটি নিয়ে আমরা শ্যুটিংয়ে খুব তাড়াহুড়ো করতে চাই না। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনের সবটাই তুলে ধরা হবে এই ছবিতে৷ আমরা প্রতিটি দিক নিখুঁত ভাবে গবেষণা করছি।”

সৌরভের বায়োপিকে তাঁর ‘বাবা’ কে? বড় নাম সামনে, গোটা দেশ যাঁর ‘ভক্ত’

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। এ খবর তো এখন সবার জানা। সেই বায়োপিকের জন্য সৌরঊ ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। এ খবর তো এখন সবার জানা। সেই বায়োপিকের জন্য সৌরঊ ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
তবে এরই মধ্যে অনেকগুলি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সৌরভের বায়োপিকে সৌরভের পরিবারের লোকজন হিসেবে কাদের অভিনয় করতে দেখা যাবে!
তবে এরই মধ্যে অনেকগুলি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সৌরভের বায়োপিকে সৌরভের পরিবারের লোকজন হিসেবে কাদের অভিনয় করতে দেখা যাবে!
সৌরভের বায়োপিকে মূখ্য ভূমিকায় অভিনয় করবেন আয়ুষ্মান খুরানা। এ খবর এখন সবার জানা। একটা সময় ঋত্বিক রোশন, রণবীর কাপুরের নামও শোনা গিয়েছিল।
সৌরভের বায়োপিকে মূখ্য ভূমিকায় অভিনয় করবেন আয়ুষ্মান খুরানা। এ খবর এখন সবার জানা। একটা সময় ঋত্বিক রোশন, রণবীর কাপুরের নামও শোনা গিয়েছিল।
সৌরভের স্ত্রী ডোনার ভূমিকায় কে অভিনয় করবেন, সেটাও এখনও জানা যায়নি। আবার সৌরভের মা নিরূপা দেবী ও বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায় হিসেবে কোন অভিনেতাদের দেখা যাবে, সে বিষয়েও পাকা খবর নেই।
সৌরভের স্ত্রী ডোনার ভূমিকায় কে অভিনয় করবেন, সেটাও এখনও জানা যায়নি। আবার সৌরভের মা নিরূপা দেবী ও বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায় হিসেবে কোন অভিনেতাদের দেখা যাবে, সে বিষয়েও পাকা খবর নেই।
তবে এবার জানা যাচ্ছে, সৌরভের বায়োপিকে সুপারস্টার রজনাকান্তকে দেখা যেতে পারে। তবে তাঁকে দেখা যাবে ক্যামিও চরিত্রে।
তবে এবার জানা যাচ্ছে, সৌরভের বায়োপিকে সুপারস্টার রজনাকান্তকে দেখা যেতে পারে। তবে তাঁকে দেখা যাবে ক্যামিও চরিত্রে।
অর্থাৎ দক্ষিণী সুপারস্টার রজনীকান্তকে দেখা যাবে খুব কম সময়ের জন্য। যদিও সিনেমার নির্মাতাদের তরফে এখনও এই খবরে শিলমোহর দেওয়া হয়নি।
অর্থাৎ দক্ষিণী সুপারস্টার রজনীকান্তকে দেখা যাবে খুব কম সময়ের জন্য। যদিও সিনেমার নির্মাতাদের তরফে এখনও এই খবরে শিলমোহর দেওয়া হয়নি।
তবে এরই মধ্যে অনেকে আন্দাজ করছেন, সৌরভের বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করবেন রজনীকান্ত। তাই হয়তো তাঁকে খুব কম সময়ের জন্য পর্দায় দেখা যাবে!
তবে এরই মধ্যে অনেকে আন্দাজ করছেন, সৌরভের বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করবেন রজনীকান্ত। তাই হয়তো তাঁকে খুব কম সময়ের জন্য পর্দায় দেখা যাবে!
সৌরভের ক্রিকেটার হওয়ার পিছনে তাঁর বাবা ও মায়ের অবদান সব থেকে বেশি। ফলে নির্মাতারা এই দুটি চরিত্র নিশ্চয়ই আলাদা কোনও পরিকল্পনা করবেন!
সৌরভের ক্রিকেটার হওয়ার পিছনে তাঁর বাবা ও মায়ের অবদান সব থেকে বেশি। ফলে নির্মাতারা এই দুটি চরিত্র নিশ্চয়ই আলাদা কোনও পরিকল্পনা করবেন!

Mohammed Shami: নিজের বায়োপিকে কাকে হিরো হিসেবে দেখতে চান মহম্মদ শামি? নাম শুনলে চমকে যাবেন

বিশ্বকাপের পর থেকে চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামির। চোট নিয়েই বিশ্বকাপে খেলেছিলেন তিনি। ৭ ম্যাচে ২৪ উইকেট নিয়ে হয়েছেন প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেট শিকারী।
বিশ্বকাপের পর থেকে চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামির। চোট নিয়েই বিশ্বকাপে খেলেছিলেন তিনি। ৭ ম্যাচে ২৪ উইকেট নিয়ে হয়েছেন প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেট শিকারী।
গোড়ালির চোটের চিকিৎসা করতে লন্ডনেও গিয়েছেন মহম্মদ শামি। কবে ফের ২২ গজে ফিরবেন সেবিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছুই জানা যায়নি। এরই মধ্য়ে নিজের বায়োপিক নিয়ে মন্তব্য করলেন শামি।
গোড়ালির চোটের চিকিৎসা করতে লন্ডনেও গিয়েছেন মহম্মদ শামি। কবে ফের ২২ গজে ফিরবেন সেবিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছুই জানা যায়নি। এরই মধ্য়ে নিজের বায়োপিক নিয়ে মন্তব্য করলেন শামি।
News18-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মহম্মদ শামির কাছে জানতে চাওয়া তাঁর বায়োপিক হলে কাকে তিনি অভিনয় করতে অর্থাৎ হিরো হিসেবে দেখতে চান। এই প্রশ্নের উত্তরে যা উত্তর দিলেন তা শুনে অবাক হন সকলেই।
News18-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মহম্মদ শামির কাছে জানতে চাওয়া তাঁর বায়োপিক হলে কাকে তিনি অভিনয় করতে অর্থাৎ হিরো হিসেবে দেখতে চান। এই প্রশ্নের উত্তরে যা উত্তর দিলেন তা শুনে অবাক হন সকলেই।
এর আগে একাধিক ভারতীয় ক্রিকেটারের জীবনী নিয়ে সিনেমা হয়েছে। নিজের বায়োপিক নিয়ে শামি বলেন,'আমি এখনও নিজের বায়োপিক নিয়ে কিছুই ভাবিনি। তবে আমাকে নিয়ে বায়োপিক করা উচিৎ'।
এর আগে একাধিক ভারতীয় ক্রিকেটারের জীবনী নিয়ে সিনেমা হয়েছে। নিজের বায়োপিক নিয়ে শামি বলেন,’আমি এখনও নিজের বায়োপিক নিয়ে কিছুই ভাবিনি। তবে আমাকে নিয়ে বায়োপিক করা উচিৎ’।
এরপরই নিজের বায়োপিকে কাকে অভিনয় করতে দেখতে চান সেই প্রশ্নের উত্তরে শামি বলেন,"ক্রিকেট ছাড়ার পর আমার তেমন কিছু থাকবে না। আমাকে দিয়েই লিড রোল করানো যায়। নিজের বায়োপিকে নিজেই অভিনয় করব।"
এরপরই নিজের বায়োপিকে কাকে অভিনয় করতে দেখতে চান সেই প্রশ্নের উত্তরে শামি বলেন,”ক্রিকেট ছাড়ার পর আমার তেমন কিছু থাকবে না। আমাকে দিয়েই লিড রোল করানো যায়। নিজের বায়োপিকে নিজেই অভিনয় করব।”
এছাড়া কবে ক্রিকেটকে বিদায় জানাবেন মহম্মদ শামি সে সম্পর্কেও মুখ খুলেছেন তারকা পেসার। তিনি বলেছেন, যতদিন মনে হবে আমি নিজের সেরাটা দিতে পারছি ততদিন খেলবে। যেদিন সকালে উঠে মাঠে যেতে বিরক্ত লাগবে। সেদিন ক্রিকেটকে বিদায় জানাব।
এছাড়া কবে ক্রিকেটকে বিদায় জানাবেন মহম্মদ শামি সে সম্পর্কেও মুখ খুলেছেন তারকা পেসার। তিনি বলেছেন, যতদিন মনে হবে আমি নিজের সেরাটা দিতে পারছি ততদিন খেলবে। যেদিন সকালে উঠে মাঠে যেতে বিরক্ত লাগবে। সেদিন ক্রিকেটকে বিদায় জানাব।

বলিউডের কোন তারকা করতে চলেছে বড় পর্দায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে অভিনয়? দেখুন ভিডিও

দীর্ঘ বেশ কয়েক মাস ধরে জল্পনা চলছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে অভিনয় করবে বলিউডের কোন তারকা। অবশেষে কোন তারকা করতে চলেছেন বড় পর্দায় সৌরভের অভিনয়? দেখুন ভিডিও।

সৌরভের বায়োপিকে কে? আর কোনও লুকোচুরি নেই, এবার একেবারে পাকা খবর

কলকাতা: সৌরভ যেমন সব কিছু নিয়ে passionate, আয়ুষ্মান খুরানাও তাই, প্রচন্ড passionate। সৌরভের বায়োপিক করার প্রথম আলোচনা থেকেই আয়ুষ্মানের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

গল্প শুনে সিদ্ধান্ত নেওয়া নয়, প্রথম থেকেই সব কাজ ফেলে পর্দায় সৌরভ হয়ে ওঠার ব্যাপারে আয়ুষ্মানের উৎসাহ ছিল দেখার মতো। আসলে প্রাক্তন ভারত অধিনায়েক চরিত্রে অভিনয় করার অফারের আগে থেকেই সৌরভের ফ্যান আয়ুষ্মান। তাই সৌরভের বায়োপিক করার জন্য আয়ুষ্মান খুরানাই এগিয়ে রয়েছেন।

সৌরভের সঙ্গে একবার এই নিয়ে বৈঠক হবে। তার পরে চূড়ান্ত ঘোষণা। এই প্রতিটি কথার বক্তা সৌরভের বাল্যবন্ধু ও তাঁর বায়োপিকের সঙ্গে জড়িত সঞ্জয় দাসের।

আরও পড়ুন- সৌরভ গঙ্গোপাধ্যায় কত টাকার মালিক? ‘দাদা’র মোট সম্পত্তির পরিমাণ চমকে দেবে

আসলে বছর দুয়েক আগে যখন প্রথম সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের খবর নিউজ18 বাংলায় এক্সক্লুসিভ প্রকাশিত হয়, তখন সবার প্রথম সাক্ষাৎকারে নিউজ18 বাংলাকে সৌরভ জানিয়েছিলেন, নিজের চরিত্রে পর্দায় তিনি রণবীর কাপুরকে দেখতে চান। সেই কারণে উদ্যোক্তাদের তরফে একাধিকবার আলোচনাও হয়েছিল বলে খবর।

শেষ পর্যন্ত রণবীর নন, আয়ুষ্মানকে কেন নির্বাচন করা হল? সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে উপরের লাইনগুলো বললেন সঞ্জয় দাস। এটা ঠিক সৌরভের পছন্দ অনুযায়ী রণবীর কাপুরকে চেয়েছিলেন সিনেমার সঙ্গে জড়িত সবাই।

সৌরভের বায়োপিকের রাইট কেনা লভ রঞ্জন ফ্লিমসের সঙ্গে কাজও করেছেন রণবীর। তবে সময়ের অভাব এবং একাধিক বায়োপিক চরিত্রে অভিনয় করতে রাজি ছিলেন না রণবীর। তাই পরবর্তী পছন্দ হিসেবে বেশ কয়েকজনের সঙ্গে আলোচনা হয়।

ভিকি কৌশল, হৃত্বিকও সেই তালিকায় ছিলেন। তবে শেষ পর্যন্ত আয়ুষ্মানকে নির্বাচন করা হয়। বলিউডের এই নায়ককে সৌরভের চরিত্রে নেওয়ার ক্ষেত্রে যে রকম তাঁর প্যাশনকে দেখা হয়েছে, ঠিক সেরকমই বাঁহাতি আয়ুষ্মান অনেকটাই প্রাধান্য পেয়েছেন।

সৌরভের মতো আয়ুষ্মানও বাঁ হাতে ব্যাট করেন।‌ একটা পর্যায়ে পর্যন্ত ক্রিকেটও খেলেছিলেন। সিনেমার অনেকটা অংশ জুড়েই রয়েছে ক্রিকেট। ফলে শুটিংয়ের সময় কোনও অসুবিধা হবে না। টেকনিক্যালি এবং অনেকটা ন্যাচারাল মনে হবে।

আরও পড়ুন- ক্রিকেটে ফের ব্যক্তিগত ৪০০ রান, ইতিহাস তৈরি করলেন ভারতীয় ব্যাটার

ইতিমধ্যেই সৌরভের সঙ্গে একবার দেখাও হয়েছিল আয়ুষ্মানের। একদিনের বিশ্বকাপ ফাইনালে দুজনের সাক্ষাৎ হয়। তবে সেই সময় বায়োপিক সংক্রান্ত কোনও কথা হয়নি বলেই খবর। তবে খুব তাড়াতাড়ি ফের বৈঠক হতে চলেছে দুজনের। আর তারপরই সরকারিভাবে আয়ুষ্মানের নাম ঘোষণা করা হবে।

শুধু আয়ুষ্মান নয়, বায়োপিকের পরিচালকের নামও চূড়ান্ত হয়ে গিয়েছে। প্রাথমিকভাবে কথা হয়েছিল চক দে ইন্ডিয়ার ডিরেক্টর সিমিত আমিনের সঙ্গে। কিন্তু শেষমেশ সেটা ফলপ্রসূ হয়নি।

বিক্রমাদিত্য মোতআনেকে দেখা যাবে সৌরভের বায়োপিকের পরিচালক হিসাবে। সিনেমার সঙ্গে যুক্ত সৌরভের বাল্যবন্ধু সঞ্জয় দাস জানান, “অনেকের সঙ্গেই কথা হয়েছিল। তবে তিনি যেভাবে সিনেমাটা করতে চেয়েছেন তা সত্যিই আকর্ষণীয় হবে।”

Yuvraj Singh Biopic: খুব শীঘ্রই বায়োপিক আসছে যুবরাজের, নিজের ভূমিকায় কাকে দেখতে চান? জানিয়ে দিলেন যুবি

তারকা ক্রিকেটারের জীবনী নিয়ে বায়োপিক তৈরি বলিউডে কোনও নতুন বিষয় নয়। এবার কলকাতায় নিজের ক্রিকেট অ্যাকাডেমির উদ্বোধনে এসে সুখবর দিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন স্টার যুবরাজ সিং।
তারকা ক্রিকেটারের জীবনী নিয়ে বায়োপিক তৈরি বলিউডে কোনও নতুন বিষয় নয়। এবার কলকাতায় নিজের ক্রিকেট অ্যাকাডেমির উদ্বোধনে এসে সুখবর দিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন স্টার যুবরাজ সিং।
কলকাতার রাজারহাটের মার্লিন রাইজ স্পোর্টস রিপাবলিকের ক্রিকেট উৎসাহীদের জন্য সেন্টার অফ এক্সিলেন্স এবং "হাই-পারফরম্যান্স সেন্টার" -এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুবরাজ সিং।
কলকাতার রাজারহাটের মার্লিন রাইজ স্পোর্টস রিপাবলিকের ক্রিকেট উৎসাহীদের জন্য সেন্টার অফ এক্সিলেন্স এবং “হাই-পারফরম্যান্স সেন্টার” -এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুবরাজ সিং।
সেখানেই যুবরাজ জানান খুব শীঘ্রই তাঁর বায়োপিকের কাজ শুরু হতে চলেছে। আর নিজের ভূমিকায় বড় পর্দায় কাকে দেখতে চান সেই বলিউড সুপার স্টারের নামও জানিয়ে দেন ছয় ছক্কার মালিক।
সেখানেই যুবরাজ জানান খুব শীঘ্রই তাঁর বায়োপিকের কাজ শুরু হতে চলেছে। আর নিজের ভূমিকায় বড় পর্দায় কাকে দেখতে চান সেই বলিউড সুপার স্টারের নামও জানিয়ে দেন ছয় ছক্কার মালিক।
যুবরাজ সিং জানান, রণবীর কাপুরের অ্যানিমল দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন। রণবীর অনবদ্য অভিনয় করেছেন বলেও জানান যুবি। তারপরই যুবরাজ বলেন,"আমার ইচ্ছা আমার বায়োপিকে রণবীর কাপুর অভিনয় করুক"।
যুবরাজ সিং জানান, রণবীর কাপুরের অ্যানিমল দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন। রণবীর অনবদ্য অভিনয় করেছেন বলেও জানান যুবি। তারপরই যুবরাজ বলেন,”আমার ইচ্ছা আমার বায়োপিকে রণবীর কাপুর অভিনয় করুক”।
তবে ফাইনাল কল পরিচালকের উপরই ছেড়েছেন যুবরাজ। বলেছেন,"দিনের শেষে পরিচালকের ভাবনাই শেষ কথা। উনি যে অভিনেতাকে চাইবেন, তিনিই আমার চরিত্রে করবেন। অতি দ্রুত সুখবর পেয়ে যাবেন।"
তবে ফাইনাল কল পরিচালকের উপরই ছেড়েছেন যুবরাজ। বলেছেন,”দিনের শেষে পরিচালকের ভাবনাই শেষ কথা। উনি যে অভিনেতাকে চাইবেন, তিনিই আমার চরিত্রে করবেন। অতি দ্রুত সুখবর পেয়ে যাবেন।”