Tag Archives: Bollywood actresses

Guess the Celebrity: অভাগা অভিনেত্রী…! বিয়ের ১১ দিনেই গুলিবিদ্ধ স্বামী, ১১ মাস পরই মৃত্যু, এই মুখ্যমন্ত্রীর পুত্রবধূ হয়ে চরম সর্বনাশ হয়েছিল, কে এই নায়িকা?

Guess the Celebrity: অভাগা অভিনেত্রী...! বিয়ের ১১ দিনেই গুলিবিদ্ধ স্বামী, ১১ মাস পরই মৃত্যু, এই মুখ্যমন্ত্রীর পুত্রবধূ হয়ে চরম সর্বনাশ হয়েছিল, কে এই নায়িকা?
Guess the Celebrity: অভাগা অভিনেত্রী…! বিয়ের ১১ দিনেই গুলিবিদ্ধ স্বামী, ১১ মাস পরই মৃত্যু, এই মুখ্যমন্ত্রীর পুত্রবধূ হয়ে চরম সর্বনাশ হয়েছিল, কে এই নায়িকা?
অভিনেত্রীর বিয়ের মাত্র ১১ দিন পরই ঘটেছিল বড় অঘটন৷ যখন তার স্বামী গুলিবিদ্ধ হন। ১১ মাস ধরে চিকিৎসাধীন ছিলেন তাঁর স্বামী। তারপরও শেষরক্ষা হয়নি৷ অবশেষে তিনি মারা যান। সেই অভিনেত্রী হলেন লীনা চন্দভকর। সৌন্দর্যের বিচারে অনেক বড় অভিনেত্রীর সঙ্গে পাল্লা দিতেন লীনা।
অভিনেত্রীর বিয়ের মাত্র ১১ দিন পরই ঘটেছিল বড় অঘটন৷ যখন তার স্বামী গুলিবিদ্ধ হন। ১১ মাস ধরে চিকিৎসাধীন ছিলেন তাঁর স্বামী। তারপরও শেষরক্ষা হয়নি৷ অবশেষে তিনি মারা যান। সেই অভিনেত্রী হলেন লীনা চন্দভকর। সৌন্দর্যের বিচারে অনেক বড় অভিনেত্রীর সঙ্গে পাল্লা দিতেন লীনা।
লীনা চন্দভকর ১৯৬৮ সালে বলিউড ফিল্ম 'মন কা মিট' দিয়ে ইন্ডাস্ট্রিতে পা রাখেন। বিনোদ খান্না এই ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন এবং ছবির প্রযোজক ছিলেন সুনীল দত্ত। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।
লীনা চন্দভকর ১৯৬৮ সালে বলিউড ফিল্ম ‘মন কা মিট’ দিয়ে ইন্ডাস্ট্রিতে পা রাখেন। বিনোদ খান্না এই ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন এবং ছবির প্রযোজক ছিলেন সুনীল দত্ত। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।
কেরিয়ার তখন উর্ধ্বগগনে, তখনইঈ লীনা চন্দভকর ১৯৮৪ সালে সিদ্ধার্থ বন্দোদকরকে বিয়ে করেন। বিয়ের সময় তার বয়স ছিল মাত্র ২৪ বছর। সিদ্ধার্থ একটি রাজনৈতিক দলের পরিবারের সদস্য ছিলেন। তার বাবা দয়ানন্দ বান্দরকর গোয়ার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন।
কেরিয়ার তখন উর্ধ্বগগনে, তখনইঈ লীনা চন্দভকর ১৯৮৪ সালে সিদ্ধার্থ বন্দোদকরকে বিয়ে করেন। বিয়ের সময় তার বয়স ছিল মাত্র ২৪ বছর। সিদ্ধার্থ একটি রাজনৈতিক দলের পরিবারের সদস্য ছিলেন। তার বাবা দয়ানন্দ বান্দরকর গোয়ার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন।
বিয়ের পর মাঝপথেই অনেক চলচ্চিত্র ছেড়ে দেন লীনা। চলচ্চিত্র থেকে নিজেকে দূরে সরিয়ে নেন। তাদের বিয়ের ১১ তম দিনে, তার স্বামী সিদ্ধার্থ নিজের বন্দুক পরিষ্কার করছিলেন,  তখনই দুর্ঘটনাক্রমে তিনি গুলিবিদ্ধ হন।
বিয়ের পর মাঝপথেই অনেক চলচ্চিত্র ছেড়ে দেন লীনা। চলচ্চিত্র থেকে নিজেকে দূরে সরিয়ে নেন। তাদের বিয়ের ১১ তম দিনে, তার স্বামী সিদ্ধার্থ নিজের বন্দুক পরিষ্কার করছিলেন, তখনই দুর্ঘটনাক্রমে তিনি গুলিবিদ্ধ হন।
সিদ্ধার্থ বন্দোদকরের চিকিৎসা দীর্ঘ ১১ মাস ধরে চলতে থাকে, তবুও তিনি বাঁচতে পারেননি। লীনা চন্দভকর  মাত্র ২৫ বছর বয়সে বিধবা হন। এমনকি স্বামীর মৃত্যুর জন্য তাকেই দায়ী করেছিলেন অনেকে। তাঁর পরিবারের সদস্যরাও তাকে একইভাবে কটূক্তি করে।
সিদ্ধার্থ বন্দোদকরের চিকিৎসা দীর্ঘ ১১ মাস ধরে চলতে থাকে, তবুও তিনি বাঁচতে পারেননি। লীনা চন্দভকর মাত্র ২৫ বছর বয়সে বিধবা হন। এমনকি স্বামীর মৃত্যুর জন্য তাকেই দায়ী করেছিলেন অনেকে। তাঁর পরিবারের সদস্যরাও তাকে একইভাবে কটূক্তি করে।
স্বামীর মৃত্যুর পর লীনা আবার চলচ্চিত্রে ফেরেন। দিলীপ কুমার অভিনীত 'বৈরাগ' দিয়ে কামব্যাক করেন তিনি।
স্বামীর মৃত্যুর পর লীনা আবার চলচ্চিত্রে ফেরেন। দিলীপ কুমার অভিনীত ‘বৈরাগ’ দিয়ে কামব্যাক করেন তিনি।
এরপর কিশোর কুমারের সঙ্গে প্যায়ার আজনবীতে কাজ করেন। দুজনেই আবার প্রেমে পড়েন এবং কিশোরকে বিয়ে করেন। কিশোর লীনার থেকে ২০ বছরের বড় এবং লীনা তাঁর চতুর্থ স্ত্রী ছিলেন।
এরপর কিশোর কুমারের সঙ্গে প্যায়ার আজনবীতে কাজ করেন। দুজনেই আবার প্রেমে পড়েন এবং কিশোরকে বিয়ে করেন। কিশোর লীনার থেকে ২০ বছরের বড় এবং লীনা তাঁর চতুর্থ স্ত্রী ছিলেন।

Neeraj Chopra Bollywood : করিনা থেকে অনুষ্কা, নীরজের প্রশংসায় বলিউড

#টোকিও: টোকিও অলিম্পিকে শেষপাতে সোনা। সোনার ছেলে নীরজের জন্য গর্বিত গোটা দেশ। ছয় ফুট উচ্চতা, ঘাড় পর্যন্ত লম্বা চুল, পেশীবহুল বাহু। আজ ভারতের আসল বাহুবলী এই হরিয়ানার ছেলে। তাঁর প্রশংসা পঞ্চমুখ বলিউড। অনুষ্কা শর্মা থেকে করিনা কাপুর, ভিকি কৌশল থেকে অভিষেক বচ্চন, অর্জুন কাপুর, অক্ষয় কুমার, অজয় দেবগন ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছেন নীরজকে। এমনিতে ক্যাটরিনা কাইফ এবং আরো কয়েকজন বলিউড অভিনেত্রী আগে থেকেই এই ছেলের ফ্যান। রহস্য ভেদ করেছিলেন অভিষেক বচ্চন।

অনুষ্কা লিখেছেন, “একটা সোনা এল দেশে। নীরজ তুমি গোটা দেশকে গর্বিত করেছ। অনেক শুভেচ্ছা”। করিনা জাতীয় পতাকা হাতে নীরজের ছবি পোস্ট করে দুটি ইমোজি দিয়েছেন। অজয় দেবগন লিখেছেন,” তোমাকে শুভেচ্ছা জানানোর ভাষা নেই। নিজের বাবা-মাকে গর্বিত করেছ, দেশবাসীকে গর্বিত করেছ। আমি আজ নিজের খুশি ব্যক্ত করতে পারছি না। ঈশ্বর তোমায় আরো শক্তি দিক “।

অমিতাভ পুত্র লিখেছেন, ” ইতিহাস তৈরি হল আজ। নীরজের হাত ধরে দেশের প্রথম অ্যাথলেটিক পদক। ওয়েলডান “। রনবির সিং লিখেছেন, ” ভারত মাতা কি জয়, ঐতিহাসিক সোনার পদক”। অভিনেত্রী রকুলপ্রীত সিং লিখেছেন, “ওই হাত ১৩০ কোটি মানুষের শক্তি বহন করেছে। শুভেচ্ছা তোমাকে”।

অতীতে সিনেমায় নামা প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু হরিয়ানার সাধাসিধে কৃষক পরিবারের ছেলে নিজের ফোকাস ঠিক রাখতে জানেন। পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন তাঁর জায়গা রিল লাইফ নয়, ট্র্যাক অ্যান্ড ফিল্ড। আজ তার পরিণাম সকলের সামনে।