Tag Archives: Brazil vs Argentina

মেসিদের কাপ জয়ের জন্য প্রার্থনা ব্রাজিলেও! আর্জেন্টিনার পাশে গোটা লাতিন আমেরিকা

#দোহা: ক্রিকেটে ভারত বনাম পাকিস্তান যেমন, কলকাতায় ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান যেমন – তেমনই ফুটবলের ক্লাসিকো ব্রাজিল বনাম আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকার দুই ফুটবল পাগল দেশ শেষ কয়েকটা দশক ধরে মানুষের মনে জায়গা করে নিয়েছে কিংবদন্তি সব ফুটবলার উপহার দিয়ে। পেলে নাকি দিয়েগো মারাদোনা, কে বড় যেমন তর্ক চলে, তেমনই কলম্বিয়ার ভালদেরামা, ফ্যালকাও, পেরুর টিওফিলো, চিলির সালাস, অ্যালেক্সিস সানচেজ, উরুগুয়ের ফোরলান, প্যারাগুয়ের শিলেভার্ট – এরাও কেউ কম বড় ফুটবলার নন।

এরা সবাই লাতিন আমেরিকার প্রতিনিধি। সবাই আজ আর্জেন্টিনা। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরই বেশ কিছু ব্রাজিলিয়ান সমর্থক জানিয়েছিলেন, বিশ্বকাপটা যেন এবার আর্জেন্টিনা জেতে। রিও ডি জেনিরো থেকে আসা এক নারী সমর্থক কোয়ার্টার ফাইনালে বিদায় নেওয়ার পর বলেছিলেন, হারলেও আমরা ব্রাজিল সমর্থকরা দলের সঙ্গেই আছি।

এখনও এই বিশ্বকাপ বাকি আছে। আমি বাকি ম্যাচগুলো আর্জেন্টিনাকে সমর্থন করব যাতে ট্রফি দক্ষিণ আমেরিকায় আসে। তার এই দৃষ্টিভঙ্গি যে প্রায় সিংহভাগ ব্রাজিল সমর্থকেরই, তার আঁচ পাওয়া গেল ব্রাজিল ফুটবলের সহ-সভাপতির কথায়। সম্প্রতি স্পোর্টসসেন্টার ব্রাজিলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

এখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা সবাই আর্জেন্টিনা। আমি আশা করছি, তারা শিরোপাটা দক্ষিণ আমেরিকায় নিয়ে ফিরতে পারবে।নিজেদের ব্যর্থতার পর এবার লিওনেল মেসির আর্জেন্টিনাকে সমর্থন দিচ্ছে ব্রাজিল। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ফার্নান্দো সারনে সম্প্রতি আশা ব্যক্ত করেছেন, বিশ্বকাপটা যেন আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকায় নিয়ে ফেরে।

লাতিন আমেরিকানদের মধ্যে এই ভ্রাতৃত্ববোধ অবশ্য নতুন কিছু নয়। এর আগে আর্জেন্টিনার ম্যানেজার স্কালোনি জানিয়েছিলেন, আর্জেন্টিনা যদি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে না পারে, তিনি সমর্থন দেবেন ব্রাজিলকে। কারণ কুড়ি বছর হয়ে গেল, কাপ আসেনি দক্ষিণ আমেরিকায়।

ফুটবলের শিল্প সৃষ্টি করেছে যারা, বিশ্বকাপ সেই মহাদেশের থেকে এতদিন দূরে থাকবে সেটা আর্জেন্টিনার পাশাপাশি মানতে পারে না ব্রাজিলিয়ানরাও। তাই নেইমারের হাতে বিশ্বকাপ এবারের মতো দেখতে না পেলেও, মেসির হাতে বিশ্বকাপ দেখতে চাইছে ব্রাজিল সহ গোটা লাটিম আমেরিকা।

Brazil vs Argentina: গোল পেলেন না মেসি, নেইমারহীন ব্রাজিলের বিরুদ্ধে আটকে গেল আর্জেন্টিনা

বুয়েনস আইরেস: নেইমারহীন ব্রাজিলের বিরুদ্ধে আটকে গেলেন মেসি। বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে গোলশূন্য ড্র হল ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচ। ১৩ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের মূল পর্বে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে ব্রাজিল। সমসংখ্যক ম্যাচ খেলে আর্জেন্টিনার পয়েন্ট ২৯ (Brazil vs Argentina Match 0-0 Draw)।

অত্যন্ত বিরক্তিকর ফুটবলই এদিন দর্শকদের দেখতে হয়েছে ৷ ব্রাজিল বা আর্জেন্টিনা কোনও দলই নিজেদের সেরা ফর্মের ধারেকাছেও ছিল না ৷ মেসি এদিন খেললেন গোটা ম্যাচেই ৷ কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি ৷ অন্যদিকে নেইমারকে ছাড়া ব্রাজিলকেও ছন্দে দেখা যায়নি ৷ হাইভোল্টেজ ম্যাচে মোট ফাউল হয়েছে ৪২টি ৷ এ ব্যাপারে দুই দলই সমান সমান ৷ গোলের উদ্দেশে ৯টি করে ব্রাজিল এবং আর্জেন্টিনা শট নিলেও গোল আসেনি একটিতেও ৷

আরও পড়ুন– ইডেন ম্যাচের জন্য টিকিটের চাহিদার তুঙ্গে ! ক্লাব হাউজে ১০০% দর্শক প্রবেশের অনুমতি চেয়ে রাজ্য সরকারের দ্বারস্থ সিএবি

ম্যাচের শুরু থেকেই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই উত্তাপ ছড়ায়। তবে যেমন ম্যাচ হবে বলে আশা করা হয়েছিল, তার কিছুই হয়নি ৷ ম্যাচে একাধিক ফাউলে বিঘ্ন ঘটে ফুটবলের স্বাভাবিক ছন্দ। ম্যাচের ১৭ মিনিটেই প্রথম গোলের সুযোগ পায় ব্রাজিল ৷ সহজ সুযোগ নষ্ট করেন জুনিয়র ৷ এরপর ২৪ মিনিটে দি মারিয়ার বাড়ানো বল থেকে গোল করতে পারতেন মেসি ৷ কিন্তু মেসিকে আটকে দিতে সফল ব্রাজিলীয় ডিফেন্স ৷

প্রথমার্ধে ৪১তম মিনিটে আরও একটি গোলের সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। তবে ডি-বক্সের বাইরে থেকে রদ্রিগো দে পলের দূরের পোস্টে নেওয়া শট ঝাঁপিয়ে আটকান অ্যালিসন।

আরও পড়ুন– বায়োপিক নিয়ে প্রথমবার মুখ খুললেন বিশ্বনাথন আনন্দ, সিনেমার পর্দায় নিজের ভূমিকায় কাকে দেখতে চান তিনি ?

বিরতির পরেও ম্যাচে গোল করার সুযোগ পেয়েছিল দুই দল ৷ ৬০ মিনিটে অল্পের জন্য গোল পায়নি ব্রাজিল ৷