Tag Archives: Brendon McCullum

Ind vs Eng: বিশাখাপত্তনমে নতুন বাজবল! দ্বিতীয় টেস্টের আগে ভারতকে হুঁশিয়ারী ম্যাকালামের

বিশাখাপত্তনম: হায়দরাবাদ টেস্ট ভারতকে হারিয়ে ফুরফুরে মেজাজে ইংল্যান্ড। টেস্ট সিরিজ শুরুর আগে তাদের নামের সঙ্গে ফেভারিট তকমা না থাকলেও, একটা ম্যাচ সব হিসেব-নিকেশ পাল্টে দিয়েছে। বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্ট খেলতে নামার আগে আত্মবিশ্বাসে ভরপুর ব্রিটিশরা। এমনকী বাজবলের নতুন রূপও নিয়ে আসতে পারেন বলে জানিয়েছেন ইংল্যান্ড কোচ ব্র্যান্ডন ম্য়াকালাম।

ভারতীয় দল সূত্রে খবর বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টে টার্নিং ট্র্যাক চেয়েছে ভারতীয় দল। তাই ভারতের অস্ত্রেই তাদের ফের মাত দেওয়ার জন্য পাল্টা আক্রমণের পথ বেছে নিচ্ছেন ইংল্যান্ড কোচ। বাজবলের এত দিন মানে ছিল প্রতিপক্ষ দলের বোলারদের ভয় না পেয়ে বা চেপে বসতে না দিয় পাল্টা আক্রমণ। এবার বোলিংয়ের ক্ষেত্রেও একই নীতি নিতে চলেছেন ব্র্যান্ডন ম্যাকালাম।

এক রেডিওর সঙ্গে সাক্ষাৎকারে ম্যাকালাম বলেছেন,”যদি পরিস্থিতি তেমন দেখি যে পুরোপুরি স্পিনিং ট্র্যাক রয়েছে তাহলে আমরা ৪ জন স্পিনার নিয়েও নামতে পারি। দলে কোনও পেসার থাকবে না। আমাদের সফরকারী দলে যথেষ্ট স্পিনাক রয়েছে। শোয়েল বসিরও যোগ দিয়েছেন দলের সঙ্গে। বিশাখাপত্তনমে আমরা শুধু স্পিন আক্রমণ নিয়েও নামতে পারি।”

আরও পড়ুনঃ Rinku Singh: দুঃখের দিন শেষ! এবার বাবাকে বড় উপহার দিচ্ছেন রিঙ্কু সিং

শুধু চার স্পিনার খেলানোর হুঙ্কারই নয়, নিজের দলের স্পিনারদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ব্র্যান্ডন ম্যাকালাম। হার্টলি প্রথন শ্রেণির উইকেটে মাত্র ৪০ উইকেটের অভিজ্ঞতা নিয়ে ভারতের মত দলের বিরুদ্ধে যেভাবে বোলিং করেছে তা প্রশাংর। লিচের হাল্কা চোট থাকলেও তাঁর খেলা নিয়ে কোও সমস্যা হবে না বলেই মনে করেন ম্যাকালাম। এছাড়া বিশাখাপত্তনমে বশিরের টেস্ট অভিষেক দেখার জন্যও মুখিয়ে রয়েছেন ইংল্যান্ড কোচ। ভারতকে পাল্টা চাপে রাখতে কোনও কসুর রাখছে না ইংল্যান্ড।

KKR, Brendon McCullum : অনেক হয়েছে আর নয়! দলকে এবার কড়া বার্তা নাইট কোচ ম্যাকালামের

#মুম্বই: টানা তিন ম্যাচে হার। পরাজয়ের হ্যাটট্রিক শুধুমাত্র পয়েন্ট তালিকার সপ্তম স্থানে নাইটদের ঠেলে দেয়নি, একই সঙ্গে কঠিন করে তুলেছে প্লে-অফের রাস্তাকেও। সাত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের পকেটে এখন ৬ পয়েন্ট। প্রথম চার দলের মধ্যে থাকতে হলে অবিলম্বে জয়ের রাস্তায় ফেরা দরকার। শনিবার সেই লক্ষ্যেই নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে নামবে শ্রেয়স আয়ারের দল। তবে কাজটা সহজ নয়।

আরও পড়ুন – Sachin Tendulkar on Mumbai Indians : চরম ব্যর্থতা সত্ত্বেও কেন মুম্বই ইন্ডিয়ান্স নিয়ে আশাবাদী সচিন? জানতে পড়ুন

প্রতিপক্ষ যে গুজরাত টাইটান্স! ছয় ম্যাচ খেলে পাঁচটিতেই জিতেছে হার্দিক পান্ডিয়ার দল। ১০ পয়েন্ট নিয়ে রয়েছে সবার উপরে। একসময় কলকাতাও ছিল তালিকার এক নম্বরে। কিন্তু ক্রমাগত হারে বদলে গিয়েছে যাবতীয় হিসেবনিকেষ। মাথাচাড়া দিয়েছে নানা প্রশ্ন। কোচ ব্রেন্ডন ম্যাকালাম অবশ্য ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী।

তাঁর কথায়, ভেঙে পড়ার প্রশ্ন নেই। মনোবল হারালে চলবে না। জয়ে ফেরার রাস্তা দ্রুত খুঁজে নিতে হবে। পরপর কয়েক ম্যাচ হারলে খেলোয়াড়দের মধ্যে হাল ছেড়ে দেওয়ার প্রবণতা চলে আসে। তাই আমাদের সতর্ক থাকতে হবে। আগেও এমন কঠিন সময় সামলেছি আমরা। এবারও চ্যালেঞ্জটা নিচ্ছি।

মাঠে পরিকল্পনার বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যার কথা স্বীকার করেছেন ম্যাকালাম। তবে জস বাটলারের সেঞ্চুরি ও যুজবেন্দ্র চাহালের পাঁচ উইকেট সত্ত্বেও মাত্র সাত রানে হারের মধ্যে ইতিবাচক দিক খুঁজছেন তিনি। নাইট কোচের কথায়, এতবড় টার্গেট তাড়া করে আমরা মাত্র সাত রানে হেরেছি। এতেই পরিষ্কার যে, দল খারাপ খেলেনি। মুশকিল হল, আসল সময়ে ভুল করে ফেলছি। সেই রোগ সারিয়ে দলকে জয়ের রাস্তায় ফেরানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ম্যাকালামের।