Tag Archives: Bribe

Arrested constable: ৩৪ বছর আগে ২০ টাকা ঘুষ! বিপাকে কনস্টেবল, আদালতের নির্দেশে গ্রেফতার

বাহারিয়া: ঘুষ নেওয়ার কারণে গ্রেফতার করা হয় এক প্রাক্তন পুলিশ কনস্টেবলকে৷ কিন্তু সমস্যা হল এই ঘুষ তিনি নিয়েছেন প্রায় ৩৪ বছর আগে৷ যার পরিমাণ ছিল ২০ টাকা৷ আদালতের নির্দেশে শেষ অবধি তাকে আটক করা হয়৷

আজ থেকে ৩৪ বছর আগের ঘটনা৷ ৬মে ১৯৯০ সাল, বাহারিয়া রেলওয়ে স্টেশন৷ রেলওয়ে কনস্টেবলের দায়িত্ব সামলাচ্ছিলেন সুরেশ প্রসাদ সিং৷ স্টেশনে দাঁড়িয়েছিলেন সীতা দেবী৷ মহেশখুন্টের বাসিন্দা তিনি৷ প্লাটফর্মে এক বান্ডিল সবজি নিয়ে যাচ্ছিলেন তিনি৷

আরও পড়ুন: চলন্ত ট্রেনের মুখোমুখি মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু! অল্পের জন্য রক্ষা, দেখুন সেই ভয়ঙ্কর ভিডিও

তখনই তাঁর কাছে যান সুরেশ প্রসাদ সিং৷ সীতা দেবীর অভিযোগ তখনই তাঁর কাছ থেকে ফিসফিস করে ঘুষ চান৷ শাড়ির গিট থেকে খুলে ২০ টাকা সুরেশের হাতে তুলে দিতে হয় সীতা দেবীকে৷

যদিও তৎকালীন রেলওয়ে ইনচার্জ ব্যাপরটি দেখেন৷ তৎক্ষনাৎ পদক্ষেপ নেয়৷ ঘুষের টাকাও উদ্ধার করা হয়৷

আরও পড়ুন: শরীর থেকে নিংড়ে বের করবে ডায়াবেটিস, কখনও পরিষ্কার করতে হবে না জলের ট্যাঙ্কও, ঘরে নিয়ে আনলেই ম্যজিক

তিন দশকেরও বেশি সময় ধরে, এই আইনি প্রক্রিয়াটি চলেছিল৷ ১৯৯৯ সাল থেকেই পলাতক ছিলেন তিনি৷ আদালতের সামনেও হাজির হননি৷ তখনই সুরেশের জামিনের বন্ড বাতিল করা হয়৷ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে৷ টাকার পরিমাণ কম হলেও এর জন্য নিজের সমস্ত জীবন অতিবাহিত করেছেন সীতা দেবী৷ দীর্ঘসময়ের পর শেষ অবধি বিচার পেলেন তিনি৷

5 Kg Potatoes as bribe: মামলার নিষ্পত্তি করতে সাব-ইন্সপেক্টর যা ঘুষ চাইলেন…ভাইরাল অডিওতে সব ফাঁস

উত্তরপ্রদেশ: মামলা নিষ্পত্তির জন্য আলু চাইলেন সাব ইন্সপেক্টর! সেই অডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে  সাব-ইন্সপেক্টরকে বরখাস্ত করা হয়েছে।

শনিবার অতিরিক্ত পুলিশ সুপার অজয় কুমার বলেন, “অডিওতে দেখা যাচ্ছে সৌরিখ থানার চাপুন্না ফাঁড়ির ইনচার্জ সাব-ইন্সপেক্টর রামকৃপাল ঘুষ নেওয়ার চেষ্টা করছেন”। এএসপি বলেন, বিষয়টি বিবেচনা করে কনৌজের পুলিশ সুপার অমিত কুমার আনন্দ ফাঁড়ির ইনচার্জ রামকৃপালকে অবিলম্বে বরখাস্ত করেছেন।

আরও পড়ুন-সরকারি জমিই বর্ষায় সাক্ষাৎ যম! ক্রিকেট খেলতে গিয়ে প্রাণ গেল দুই পড়ুয়ার

কী ছিল সেই অডিওতে? সেখানে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, যে তিনি মামলা নিষ্পত্তির জন্য মাত্র ২ কেজি আলু দিতে পারেন। অন্য দিকে রামকৃপাল অসন্তোষ প্রকাশ করে বলেছিলেন যে ৫ কেজি আলুর চুক্তি আগে ঠিক করা হয়েছিল! ২ কেজিতে মীমাংসা হবে না। তখন তাঁকে বলতে শোনা যায়, ব্যবসায় কম আয়ের কারণে এসআইয়ের চাহিদা পূরণ করতে পারবেন না তিনি এই মুহূর্তে।

সেই ব্যক্তি আরও জানান, আপাতত ২ কেজি আলু দিতে পারবেন তিনি। রামকৃপাল তবু জোর করে চলেন, বাকি ৩ কেজি আলু মিটিয়ে দেওয়ার জন্য। এই ভাবে ঘুষ সংক্রান্ত বচসার কথা সামনে চলে আসে। ছাবিরামউয়ের সার্কেল অফিসার এই নিয়ে একটি রিপোর্ট পাঠান।

বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রাথমিক তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সার্কেল অফিসার (শহর) কমলেশ কুমারকে।