Tag Archives: Sub Inspector

5 Kg Potatoes as bribe: মামলার নিষ্পত্তি করতে সাব-ইন্সপেক্টর যা ঘুষ চাইলেন…ভাইরাল অডিওতে সব ফাঁস

উত্তরপ্রদেশ: মামলা নিষ্পত্তির জন্য আলু চাইলেন সাব ইন্সপেক্টর! সেই অডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে  সাব-ইন্সপেক্টরকে বরখাস্ত করা হয়েছে।

শনিবার অতিরিক্ত পুলিশ সুপার অজয় কুমার বলেন, “অডিওতে দেখা যাচ্ছে সৌরিখ থানার চাপুন্না ফাঁড়ির ইনচার্জ সাব-ইন্সপেক্টর রামকৃপাল ঘুষ নেওয়ার চেষ্টা করছেন”। এএসপি বলেন, বিষয়টি বিবেচনা করে কনৌজের পুলিশ সুপার অমিত কুমার আনন্দ ফাঁড়ির ইনচার্জ রামকৃপালকে অবিলম্বে বরখাস্ত করেছেন।

আরও পড়ুন-সরকারি জমিই বর্ষায় সাক্ষাৎ যম! ক্রিকেট খেলতে গিয়ে প্রাণ গেল দুই পড়ুয়ার

কী ছিল সেই অডিওতে? সেখানে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, যে তিনি মামলা নিষ্পত্তির জন্য মাত্র ২ কেজি আলু দিতে পারেন। অন্য দিকে রামকৃপাল অসন্তোষ প্রকাশ করে বলেছিলেন যে ৫ কেজি আলুর চুক্তি আগে ঠিক করা হয়েছিল! ২ কেজিতে মীমাংসা হবে না। তখন তাঁকে বলতে শোনা যায়, ব্যবসায় কম আয়ের কারণে এসআইয়ের চাহিদা পূরণ করতে পারবেন না তিনি এই মুহূর্তে।

সেই ব্যক্তি আরও জানান, আপাতত ২ কেজি আলু দিতে পারবেন তিনি। রামকৃপাল তবু জোর করে চলেন, বাকি ৩ কেজি আলু মিটিয়ে দেওয়ার জন্য। এই ভাবে ঘুষ সংক্রান্ত বচসার কথা সামনে চলে আসে। ছাবিরামউয়ের সার্কেল অফিসার এই নিয়ে একটি রিপোর্ট পাঠান।

বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রাথমিক তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সার্কেল অফিসার (শহর) কমলেশ কুমারকে।