Tag Archives: cardamom tea

Cardamom Tea in Acidity: এলাচ-চায়ে চুমুক দিলেই দূর অম্বলের সমস্যা? উধাও অ্যাসিডিটি? জেনে নিন

বাঙালি পরিবারে নিছক পানীয়ের তুলনায় চায়ের গুরুত্ব আরও অনেক বেশি। চায়ের ধূমায়িত পেয়ালার সঙ্গে জড়িয়ে আবেগ থেকে রোম্যান্টিসিজম।
বাঙালি পরিবারে নিছক পানীয়ের তুলনায় চায়ের গুরুত্ব আরও অনেক বেশি। চায়ের ধূমায়িত পেয়ালার সঙ্গে জড়িয়ে আবেগ থেকে রোম্যান্টিসিজম।

 

অনেকেরই ধারণা, চায়ের সঙ্গে কিছু এলাচদানা যোগ করলেই উপকারিতা বেড়ে যায় একলাফে অনেকটাই। মনে করা হয় এলাচ-চা পান করলে কমে যায় অ্যাসিডিটি বা অম্বলের সমস্যা।
অনেকেরই ধারণা, চায়ের সঙ্গে কিছু এলাচদানা যোগ করলেই উপকারিতা বেড়ে যায় একলাফে অনেকটাই। মনে করা হয় এলাচ-চা পান করলে কমে যায় অ্যাসিডিটি বা অম্বলের সমস্যা।

 

পুষ্টিবিদ শ্বেতা জে পাঞ্চালের মতে এই ধারণা আদৌ ঠিক নয়। তিনি বলছেন, যখন চায়ের সঙ্গে দুধ মেশানো হচ্ছে, তখনই সেটা আম্লিক হয়ে যাচ্ছে। কারণ দুধ নিজেই অ্যাসিডিক।
পুষ্টিবিদ শ্বেতা জে পাঞ্চালের মতে এই ধারণা আদৌ ঠিক নয়। তিনি বলছেন, যখন চায়ের সঙ্গে দুধ মেশানো হচ্ছে, তখনই সেটা আম্লিক হয়ে যাচ্ছে। কারণ দুধ নিজেই অ্যাসিডিক।

 

অন্যদিকে জলের পিএইচ ব্যালান্স ৭। যার অর্থ, জল আম্লিক বা ক্ষারকীয় কোওটাই নয়। কিন্তু তাতে চা মিশলে পাল্টে যায় এই ভারসাম্য।
অন্যদিকে জলের পিএইচ ব্যালান্স ৭। যার অর্থ, জল আম্লিক বা ক্ষারকীয় কোওটাই নয়। কিন্তু তাতে চা মিশলে পাল্টে যায় এই ভারসাম্য।

 

চায়ের পিইএচ ব্যালান্স ৬.৪ থেকে ৬.৮ পর্যন্ত হলেই তাকে আম্লিক বলে ধরা হয়।
চায়ের পিইএচ ব্যালান্স ৬.৪ থেকে ৬.৮ পর্যন্ত হলেই তাকে আম্লিক বলে ধরা হয়।

 

চায়ে ছোট এলাচ দিলে স্বাদ পাল্টাতে পারে। কিন্তু ক্ষার ও আম্লিক ভারসাম্য একই থাকে।
চায়ে ছোট এলাচ দিলে স্বাদ পাল্টাতে পারে। কিন্তু ক্ষার ও আম্লিক ভারসাম্য একই থাকে।

 

পুষ্টিবিদের মতে চায়ে এলাচ বা অন্য মশলা দিলে তার স্বাদগন্ধ পাল্টাতে পারে। অন্য খাদ্যগুণ বাড়তে পারে। কিন্তু অ্যাসিডিটি বা অম্বল সারে না।
পুষ্টিবিদের মতে চায়ে এলাচ বা অন্য মশলা দিলে তার স্বাদগন্ধ পাল্টাতে পারে। অন্য খাদ্যগুণ বাড়তে পারে। কিন্তু অ্যাসিডিটি বা অম্বল সারে না।

Blood Sugar and High Pressure Control Tips: সকালের চায়ের জলে দিন হেঁশেলের এই ছোট্ট মশলা! একসঙ্গে কমবে ব্লাড সুগার, হাইপ্রেশার

ভারতীয় হেঁশেল নানা অসুখের মুশকিল আসানের ভাণ্ডার৷ রোগমুক্তির চাবিকাঠি লুকিয়ে আছে ভারতীয় মশলার গুণে৷
ভারতীয় হেঁশেল নানা অসুখের মুশকিল আসানের ভাণ্ডার৷ রোগমুক্তির চাবিকাঠি লুকিয়ে আছে ভারতীয় মশলার গুণে৷

 

সেরকমই সর্বরোগহরা একটি মশলা হল ছোট এলাচ৷ অনেকেই খাওয়ার পর এটা মুখশুদ্ধি হিসেবে খান৷ মশলা চায়ের অন্যতম উপকরণও ছোট এলাচ৷
সেরকমই সর্বরোগহরা একটি মশলা হল ছোট এলাচ৷ অনেকেই খাওয়ার পর এটা মুখশুদ্ধি হিসেবে খান৷ মশলা চায়ের অন্যতম উপকরণও ছোট এলাচ৷

 

স্বাদের পাশাপাশি এই মশলা গুণেরও ভাণ্ডার৷ সর্দিকাশি থেকে মুক্তি দেয় এলাচের অ্যান্টিঅক্সিড্যান্ট এবং অ্যান্টি বায়োটিক বৈশিষ্ট্য৷
স্বাদের পাশাপাশি এই মশলা গুণেরও ভাণ্ডার৷ সর্দিকাশি থেকে মুক্তি দেয় এলাচের অ্যান্টিঅক্সিড্যান্ট এবং অ্যান্টি বায়োটিক বৈশিষ্ট্য৷

 

মেটাবলজিম রেট বাড়িয়ে বাড়তি ওজন কমাতে সাহায্য করে এই মশলা৷ উপকারী উচ্চরক্তচাপ রোধের ক্ষেত্রেও৷
মেটাবলজিম রেট বাড়িয়ে বাড়তি ওজন কমাতে সাহায্য করে এই মশলা৷ উপকারী উচ্চরক্তচাপ রোধের ক্ষেত্রেও৷

 

অনেকেই জানেন না এলাচের অ্যান্টি অক্সিড্যান্ট, অ্যান্টি ইনফ্লেম্যাটরি এবং হাইপোলিপিডেমিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে ব্লাড সুগারও৷
অনেকেই জানেন না এলাচের অ্যান্টি অক্সিড্যান্ট, অ্যান্টি ইনফ্লেম্যাটরি এবং হাইপোলিপিডেমিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে ব্লাড সুগারও৷

 

দুধ চা এবং কালো চা-এই দুই ক্ষেত্রেই এলাচ ব্যবহার করতে পারেন৷ জল ফোটানোর সময় দিয়ে দিন খোসাসমেত৷ তাতেই জলে ভালভাবে মিশবে এর নির্যাস৷
দুধ চা এবং কালো চা-এই দুই ক্ষেত্রেই এলাচ ব্যবহার করতে পারেন৷ জল ফোটানোর সময় দিয়ে দিন খোসাসমেত৷ তাতেই জলে ভালভাবে মিশবে এর নির্যাস৷

 

প্রত্যেক খাবারেরই পার্শ্বপ্রতিক্রিয়া থাকে৷ তাই ডায়েটে ছোট এলাচ যোগ করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন মধুমেহ রোগীরা৷
প্রত্যেক খাবারেরই পার্শ্বপ্রতিক্রিয়া থাকে৷ তাই ডায়েটে ছোট এলাচ যোগ করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন মধুমেহ রোগীরা৷