Tag Archives: clean

Katjunagar Lake Dredging: কলকাতার এই বড় ঝিল সংস্কারের কাজ শুরু হল অবশেষে! কাউন্সিলরের উদ্যোগে ভোলবদল এলাকার

কলকাতা: সাউথ সিটি মলের পিছনে কাটজুনগর ঝিল প্রায় সাড়ে ৮ বিঘা। গত কয়েক বছর ধরে পাঁক আর কাদা জমতে জমতে ঝিল বুজে যেতে বসেছিল। সেখানেই এবার কাউন্সিলরের উদ্যোগে নতুন করে ড্রেজিংয়ের কাজ শুরু হয়েছে। ঝিলটি পরিষ্কার করার জন্য প্রায় ৪০ বছর ধরে দাবি জানাচ্ছিলেন এলাকাবাসী। অবশেষে সুরাহা হল।

পুজোর সময় আশেপাশের সমস্ত এলাকার প্রতিমা বিসর্জনও হত এই ঝিলে। কাদা জমে যাওয়ায় প্রতিমা বিসর্জনও বন্ধ হতে বসেছিল। শুধু তাই নয়,বছর কয়েক আগেও যে ঝিলে সাঁতার কাটত শিশুরা। জল পচে দুর্গন্ধ বেরোতে শুরু করায় স্নানের জন্যও এই ঝিলের জল ব্যবহার করা বন্ধ করে দিয়েছিলেন এলাকাবাসী। ঝিল সংলগ্ন বাড়িগুলিতেও জলের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন সবাই। পরিবেশের স্বার্থেই নড়েচড়ে বসে প্রশাসন।

স্থানীয় কাউন্সিলর মৌসুমী দাস উদ্যোগ নিয়ে সংস্কার শুরু করিয়েছেন। বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার নিজুক্ত হয়েছেন। হাতানিয়া দোয়ানিয়া নদী থেকে ড্রেজিংয়ের মেশিন নিয়ে আসা হয়েছে। প্রায় ৫০-৬০ টন কাদা উঠেছে ঝিল থেকে। ঝিলের চারপাশ শাল খুঁটি দিয়ে ঘেরা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে ঝিল সৌন্দর্য্যায়ন ও জল পরিশোধনের কাজ শুরু হয়েছে।

আরও পড়ুন- ‘স্বর্গের রথে’র সারথি পূজা, শববহন করে দিন বদলাচ্ছেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী

এই ঝিলের ড্রেজিং গভীর অবধি চলবে। পরিবেশ বাঁচাতে কলকাতায় নতুন করে ঝিল খনন এবং সংরক্ষণের কাজ চলতে থাকবে। কাউন্সিলর মৌসুমী জানিয়েছেন, প্রথম পর্যায়ে ৫০ লক্ষ টাকা খরচ হয়েছে। দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে। চার পাশে লোহার ফেন্সিং এবং হাঁটার রাস্তা হবে। পাশাপাশি জল পরিশোধন করে সাঁতার ট্রেনিং সেন্টার চালু করার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

Washing Machine Detergent: মেশিনের সঙ্গে বদলান ডিটারজেন্টও, না হলে ময়লা কাপড়ই পরতে হবে, কোনও ভাবেই কাজ দেবে না, কোন মেশিনে কোন সাবান লাগবে জেনে নিন

ওয়াশিং মেশিন আবিষ্কারের ফলে আমরা কাপড় ধোয়ার ঝামেলা থেকে মুক্তি পেয়েছি। তবে বিভিন্ন মডেল এবং ওয়াশিং মেশিনের ধরন এখনও আমাদেরকে বিভ্রান্তিতে ফেলে। আমরা যদি বাজারে যাই, তাহলে টপ লোড এবং ফ্রন্ট লোড ওয়াশিং মেশিনের অনেক ধরনের মডেল দেখতে পাওয়া যাবে।
ওয়াশিং মেশিন আবিষ্কারের ফলে আমরা কাপড় ধোয়ার ঝামেলা থেকে মুক্তি পেয়েছি। তবে বিভিন্ন মডেল এবং ওয়াশিং মেশিনের ধরন এখনও আমাদেরকে বিভ্রান্তিতে ফেলে। আমরা যদি বাজারে যাই, তাহলে টপ লোড এবং ফ্রন্ট লোড ওয়াশিং মেশিনের অনেক ধরনের মডেল দেখতে পাওয়া যাবে।
শুধু তাই নয়, কোম্পানিগুলো এই দুটি ওয়াশিং মেশিনের জন্য বিভিন্ন ডিটারজেন্ট ব্যবহার করতে বলে। এমন পরিস্থিতিতে ওয়াশিং মেশিন ক্রয় করেও আমাদের অনেক সমস্যায় পড়তে হয়। তাই যাঁরা জানতে চান টপ লোড এবং ফ্রন্ট লোডের ডিটারজেন্ট কী বা কেমন হওয়া উচিত, এই লেখাটি তাঁদের জন্যই।
শুধু তাই নয়, কোম্পানিগুলো এই দুটি ওয়াশিং মেশিনের জন্য বিভিন্ন ডিটারজেন্ট ব্যবহার করতে বলে। এমন পরিস্থিতিতে ওয়াশিং মেশিন ক্রয় করেও আমাদের অনেক সমস্যায় পড়তে হয়। তাই যাঁরা জানতে চান টপ লোড এবং ফ্রন্ট লোডের ডিটারজেন্ট কী বা কেমন হওয়া উচিত, এই লেখাটি তাঁদের জন্যই।
ফ্রন্ট এবং টপ লোড ওয়াশিং মেশিনের মধ্যে পার্থক্য কোথায়?টপ লোড মানে যে ওয়াশিং মেশিনের ওপরে ঢাকনা থাকে। এতে কাপড় ধোয়ার মোটর নিচের দিকে বসানো হয়। এই মোটরটি খুব শক্তিশালী যা দ্রুত কাপড় পরিষ্কারের জন্য ব্লেড ঘোরায়। এই ওয়াশিং মেশিনে বেশি কাপড় ধোয়া যায় এবং এটি ফ্রন্ট লোডের তুলনায় সস্তাও। কিন্তু এগুলির জন্য প্রচুর জল এবং ডিটারজেন্ট প্রয়োজন হয়।
ফ্রন্ট এবং টপ লোড ওয়াশিং মেশিনের মধ্যে পার্থক্য কোথায়?টপ লোড মানে যে ওয়াশিং মেশিনের ওপরে ঢাকনা থাকে। এতে কাপড় ধোয়ার মোটর নিচের দিকে বসানো হয়। এই মোটরটি খুব শক্তিশালী যা দ্রুত কাপড় পরিষ্কারের জন্য ব্লেড ঘোরায়। এই ওয়াশিং মেশিনে বেশি কাপড় ধোয়া যায় এবং এটি ফ্রন্ট লোডের তুলনায় সস্তাও। কিন্তু এগুলির জন্য প্রচুর জল এবং ডিটারজেন্ট প্রয়োজন হয়।
ফ্রন্ট লোড ওয়াশিং মেশিনে, ঢাকনাটি উপরের দিকে নয় বরং সামনের দিকে থাকে। বিশেষজ্ঞদের মতে, টপ লোডের চেয়ে এতে ধোয়া ভাল হয়। এতে কম জলের প্রয়োজন হয় এবং কম ডিটারজেন্টের প্রয়োজন হয়। এছাড়াও কাপড় ধোয়ার সময় শব্দও কম করে এবং ডিজাইনও ভাল।
ফ্রন্ট লোড ওয়াশিং মেশিনে, ঢাকনাটি উপরের দিকে নয় বরং সামনের দিকে থাকে। বিশেষজ্ঞদের মতে, টপ লোডের চেয়ে এতে ধোয়া ভাল হয়। এতে কম জলের প্রয়োজন হয় এবং কম ডিটারজেন্টের প্রয়োজন হয়। এছাড়াও কাপড় ধোয়ার সময় শব্দও কম করে এবং ডিজাইনও ভাল।
ডিটারজেন্টের মধ্যে পার্থক্য কী? ফ্রন্ট লোডে জলের প্রয়োজন কম, তাই এতে কম ফেনাযুক্ত ডিটারজেন্ট ব্যবহার করা হয়। কিন্তু টপ লোডে বেশি জলের প্রয়োজন হয়, তাই এমন ডিটারজেন্ট ব্যবহার করতে বলা হয় যা বেশি ফেনা তৈরি করে। টপ লোডে ডিটারজেন্ট কম থাকলে কাপড় ঠিকমতো ধোয়া হবে না।
ডিটারজেন্টের মধ্যে পার্থক্য কী? ফ্রন্ট লোডে জলের প্রয়োজন কম, তাই এতে কম ফেনাযুক্ত ডিটারজেন্ট ব্যবহার করা হয়। কিন্তু টপ লোডে বেশি জলের প্রয়োজন হয়, তাই এমন ডিটারজেন্ট ব্যবহার করতে বলা হয় যা বেশি ফেনা তৈরি করে। টপ লোডে ডিটারজেন্ট কম থাকলে কাপড় ঠিকমতো ধোয়া হবে না।
অতএব, কোম্পানিগুলি মেশিন অনুযায়ী ডিটারজেন্ট ব্যবহার করার পরামর্শ দেয়। আমাদেরও এই পদ্ধতি অবলম্বন করে কাপড় ধোয়া উচিত। তবে এটাও মনে রাখতে হবে সুস্থ থাকতে হলে জামাকাপড় এবং বাথরুম দুটোরই পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখা উচিত।
অতএব, কোম্পানিগুলি মেশিন অনুযায়ী ডিটারজেন্ট ব্যবহার করার পরামর্শ দেয়। আমাদেরও এই পদ্ধতি অবলম্বন করে কাপড় ধোয়া উচিত। তবে এটাও মনে রাখতে হবে সুস্থ থাকতে হলে জামাকাপড় এবং বাথরুম দুটোরই পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখা উচিত।