Tag Archives: cotton

Heat Resistant Cotton: বাজারে এসেছে তাপ প্রতিরোধী তুলো! কী কাজে লাগে? জানলে অবাক হবেন

দক্ষিণ ২৪ পরগনা: বাজারে এসেছে তাপ প্রতিরোধী তুলো। সাধারণ তুলোর থেকে কিছুটা আলাদা এই তুলো। এই তুলোর কোটিং ব্যবহার করলে আগুন ছড়িয়ে পড়ার হাত থেকে রেহাই পাওয়া যায়। সাধারণত মাটির জিনিসপত্র পোড়ানোর সময় ব্যবহার করা হচ্ছে এই তুলো। আগে মাটির জিনিসপত্র পোড়ানোর জন্য একটি বড় উনান ‘পন’ করা হত। সেখানে সেগুলি রেখে আগুন ধরানো হত।এই পনের উপরে মাটি দিয়ে কোটিং করা হত। ভিতরের তাপ যাতে বাইরে বের না হয়, এছাড়াও আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য আগে মাটির প্রলেপ দেওয়া হত।

ইটের ভাটাতেও এই পদ্ধতি ব্যবহার করা হয়। কিন্তু অনেকসময় দেখা গিয়েছে মাটির কোটিং ব্যবহার করলেও পনের চারিদিকে প্রচন্ড উত্তাপ থেকে যায়। যার ফলে যে কোনও সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকেই যেত।ফলে পনগুলি লোকালয় থেকে একটু দূরে করা হত। তবে বর্তমানে বাজারে তাপ প্রতিরোধী তুলো আসায় সেই তুলোর কোটিং করা হচ্ছে।

আরও পড়ুন: গরমে আইসক্রিম খেলে শরীর ঠান্ডা হয় নাকি গরম? সত্যি জানলে চমকে যাবেন

এই তুলো সম্পূর্ণ তাপ শুষে নেয়। ফলে বাইরে তাপ ছড়িয়ে পড়া রোধ করা যায়। এই পদ্ধতি ব্যবহার করে উপকৃত হচ্ছেন তারা। ভবিষ্যতে এই প্রযুক্তি ব্যবহার করে মৃৎশিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প গ্রহণ করেছে তারা।

নবাব মল্লিক