Tag Archives: Cricketer

Indian Cricketer: ভারতীয় স্পিনার, অভিনেত্রীকে বিয়ে করে পর্দায় নামতে চেয়েছিলেন, ছবি ফ্লপ হওয়ায় হারিয়ে গেলেন কোথায়…

ক্রিকেট এবং চলচ্চিত্র জগৎ— বহু বছর ধরেই একে অপরের সঙ্গে গভীর ভাবে যুক্ত। সারা বিশ্বের বহু খেলোয়াড়ই অভিনেত্রীদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, কেউ বিবাহ বন্ধনেও আবদ্ধ হয়েছেন। আবার অনেক খেলোয়াড় পরবর্তীকালে নিজেরাও অভিনয়ে নাম লিখিয়েছেন। কপিল দেব, বিনোদ কাম্বলি, সলিল আনকোলা, নভজ্যোত সিধুর মতো বহু ক্রিকেটারদের অভিনয় করেছেন। তামিল চলচ্চিত্রে অভিষেক হয়েছে ভারতের প্রাক্তন তারকা স্পিনার হরভজন সিং এবং ইরফান পাঠানের। সুনীল গাভাস্কারও মারাঠি ছবিতে কাজ করেছেন।
ক্রিকেট এবং চলচ্চিত্র জগৎ— বহু বছর ধরেই একে অপরের সঙ্গে গভীর ভাবে যুক্ত। সারা বিশ্বের বহু খেলোয়াড়ই অভিনেত্রীদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, কেউ বিবাহ বন্ধনেও আবদ্ধ হয়েছেন। আবার অনেক খেলোয়াড় পরবর্তীকালে নিজেরাও অভিনয়ে নাম লিখিয়েছেন। কপিল দেব, বিনোদ কাম্বলি, সলিল আনকোলা, নভজ্যোত সিধুর মতো বহু ক্রিকেটারদের অভিনয় করেছেন। তামিল চলচ্চিত্রে অভিষেক হয়েছে ভারতের প্রাক্তন তারকা স্পিনার হরভজন সিং এবং ইরফান পাঠানের। সুনীল গাভাস্কারও মারাঠি ছবিতে কাজ করেছেন।
সম্প্রতি বিশ্বকাপ চলাকালে হরভজন সিং-এর একটি মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। ধারাভাষ্য দেওয়ার সময় বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা এবং কেএল রাহুলের স্ত্রী আথিয়া শেঠি সম্পর্কে তির্যক মন্তব্য করে বসেন তিনি।
সম্প্রতি বিশ্বকাপ চলাকালে হরভজন সিং-এর একটি মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। ধারাভাষ্য দেওয়ার সময় বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা এবং কেএল রাহুলের স্ত্রী আথিয়া শেঠি সম্পর্কে তির্যক মন্তব্য করে বসেন তিনি।সেসময় স্ক্রিনে ভেসে উঠেছিল অনুষ্কা-আথিয়ার হাসিমুখ। ভাজ্জি বলে বসেন, ‘কী নিয়ে কথা বলছেন ওঁরা, ক্রিকেট না সিনেমা… ক্রিকেট সম্পর্কে কতটা জানেন, আমার সন্দেহ আছে।’ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোল করা হচ্ছে ভাজ্জিকে।
হরভজন সিং নিজে কিন্তু একজন ক্রিকেটার হয়েও রাজনীতিবিদ, চলচ্চিত্র অভিনেতা, টেলিভিশন তারকা। বিশ্ব ক্রিকেটে কিংবদন্তী অফ-স্পিনার হিসাবে গণ্য করা হয় তাঁকে। জলন্ধরের বাসিন্দা ভাজ্জি তাঁর প্রায় দুই দশকের আন্তর্জাতিক ক্রীড়া জীবনে ১৯৯৮ থেকে ২০১৬ পর্যন্ত ভারতীয় জাতীয় দলের হয়ে খেলেছেন। ডানহাতি এই অফ-স্পিনার ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। তারপরেই চলচ্চিত্র জগতে দেখা যায় তাঁকে।
হরভজন সিং নিজে কিন্তু একজন ক্রিকেটার হয়েও রাজনীতিবিদ, চলচ্চিত্র অভিনেতা, টেলিভিশন তারকা। বিশ্ব ক্রিকেটে কিংবদন্তী অফ-স্পিনার হিসাবে গণ্য করা হয় তাঁকে। জলন্ধরের বাসিন্দা ভাজ্জি তাঁর প্রায় দুই দশকের আন্তর্জাতিক ক্রীড়া জীবনে ১৯৯৮ থেকে ২০১৬ পর্যন্ত ভারতীয় জাতীয় দলের হয়ে খেলেছেন। ডানহাতি এই অফ-স্পিনার ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। তারপরেই চলচ্চিত্র জগতে দেখা যায় তাঁকে।
২০২১ সালের ২ ডিসেম্বর ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর হরভজন সিং তামিল স্পোর্টস ড্রামা ফিল্ম ‘ফ্রেন্ডশিপ’-এ আত্মপ্রকাশ করেন। এতে তাঁকে ভগৎ সিং নামে এক চরিত্রে দেখা গিয়েছে।
২০২১ সালের ২ ডিসেম্বর ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর হরভজন সিং তামিল স্পোর্টস ড্রামা ফিল্ম ‘ফ্রেন্ডশিপ’-এ আত্মপ্রকাশ করেন। এতে তাঁকে ভগৎ সিং নামে এক চরিত্রে দেখা গিয়েছে।
জেপিআর স্ট্যালিনের প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত ছবিটি মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে। অভিনেতারা সকলে নতুন মুখ হওয়ায় তেমন প্রচারও পায়নি। নবাগত হিসেবেই অভিনয় করেছেন ৪৩ বছরের হরভজনও। সহ-অভিনেতা ছিলেন লসলিয়া মারিয়ানেসান। এরপর অবশ্য ভাজ্জিকে আর কোনও ছবিতে দেখা যায়নি।
জেপিআর স্ট্যালিনের প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত ছবিটি মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে। অভিনেতারা সকলে নতুন মুখ হওয়ায় তেমন প্রচারও পায়নি। নবাগত হিসেবেই অভিনয় করেছেন ৪৩ বছরের হরভজনও। সহ-অভিনেতা ছিলেন লসলিয়া মারিয়ানেসান। এরপর অবশ্য ভাজ্জিকে আর কোনও ছবিতে দেখা যায়নি।
আন্তর্জাতিক ক্রীড়া জীবনের ২৩ বছরে হরভজন ভারতের হয়ে ৭১১টি উইকেট নিয়েছিলেন। ২০২১ সালে তিনি যখন অবসর ঘোষণা করেন, তখনই ‘ফ্রেন্ডশিপ’ –এর শ্যুটিং চলছিল। সোশ্যাল মিডিয়ায় তিনি তখন লিখেছিলেন, 'সব ভাল জিনিস শেষ হয়ে যায় এবং আজ আমি সেই খেলাটিকে বিদায় জানাই। এই খেলাই আমাকে জীবনের সবকিছু দিয়েছে। যাঁরা এই ২৩ বছরের দীর্ঘ যাত্রাকে সুন্দর এবং স্মরণীয় করে রেখেছেন, তাঁদের কৃতজ্ঞতা জানাই।’ ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালে একদিনের বিশ্বকাপ— দু’বারের জয়ী দলের সদস্য ছিলেন হরভজন।
আন্তর্জাতিক ক্রীড়া জীবনের ২৩ বছরে হরভজন ভারতের হয়ে ৭১১টি উইকেট নিয়েছিলেন। ২০২১ সালে তিনি যখন অবসর ঘোষণা করেন, তখনই ‘ফ্রেন্ডশিপ’ –এর শ্যুটিং চলছিল। সোশ্যাল মিডিয়ায় তিনি তখন লিখেছিলেন, ‘সব ভাল জিনিস শেষ হয়ে যায় এবং আজ আমি সেই খেলাটিকে বিদায় জানাই। এই খেলাই আমাকে জীবনের সবকিছু দিয়েছে। যাঁরা এই ২৩ বছরের দীর্ঘ যাত্রাকে সুন্দর এবং স্মরণীয় করে রেখেছেন, তাঁদের কৃতজ্ঞতা জানাই।’ ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালে একদিনের বিশ্বকাপ— দু’বারের জয়ী দলের সদস্য ছিলেন হরভজন।
হরভজন সিংয়ের স্ত্রী গীতা বসরাও একজন অভিনেত্রী ছিলেন। দিল দিয়া হ্যায়, দ্য ট্রেন, জিলা গাজিয়াবাদ এবং সেকেন্ড হ্যান্ড হাজব্যান্ডের মতো ছবিতে কাজ করেছেন গীতা।
হরভজন সিংয়ের স্ত্রী গীতা বসরাও একজন অভিনেত্রী ছিলেন। দিল দিয়া হ্যায়, দ্য ট্রেন, জিলা গাজিয়াবাদ এবং সেকেন্ড হ্যান্ড হাজব্যান্ডের মতো ছবিতে কাজ করেছেন গীতা।

6 Sixer in 6 balls, ভারতীয় Cricketer ২০ বলে ১১২ রান করে মাচালেন তহেলকা, দেখুন video

#নিউইয়র্ক: ভারতীয় বংশোদ্ভুত জসকরণ মালহোত্রা (Jaskaran Malhotra) একেবারে ধামাল মাচালেন৷ একদিনের ম্যাচে ৬ বলে ৬ ছক্কা মেরে নয়া রেকর্ড করলেন তিনি৷ ওয়ান ডে-তে হার্শেল গিবস (Herschelle Gibbs) -র পরে তিনি দ্বিতীয় ক্রিকেটারে যিনি ছয় হসে ছটি ছক্কা মারেন৷ আমেরিকার জার্সিতে ক্রিকেট খেলেন তিনি৷ পাপুয়া – নিউ গিনির বিরুদ্ধে ৫০ তম ওভারে তিনি এই কাণ্ড ঘটান৷ তিনি ১৭৩ রানের ইনিংসে ১৬ টি ছক্কা ও ৪ টি চার মারেন৷ অর্থাৎ মাত্র ২০ বলে ১১২ রান করে ফেলেন৷

মূলত পঞ্জাবের বাসিন্দা জসকরণ মালহোত্রা এটা সপ্তম ইন্টারন্যাশানাল ওয়ান ডে ছিল৷ ৩১ বছরের এই ক্রিকেটারের এর আগের সেরা স্কোর ছিল ১৮ রান ছিল৷ তিনি জোরে বোলার গাউডি টোকা-র ওভারে এই কাণ্ড করে ফেলেন৷ তিনি এদিনের ম্যাচে ৫ নম্বরে ব্যাট করতে নামেন৷ তিনি ১২৪ বল

দেখুন ভিডিও

জসকরণ মালহোত্রার আগে এই রেকর্ড প্রথমবার করেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার হার্শেল গিবস৷ তিনি ২০০৭ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে এই কাণ্ড করেছিলেন৷  তিনি ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রডের ওভাকে ৬ বলে ৬ টি ছক্কা মারেন৷

আরও পড়ুন – T20 World Cup 2021: বিশ্বকাপের দল ঘোষণার পরেই captaincy ছাড়লেন Rashid Khan!

এই মার্চ মাসে ওয়েস্টইন্ডিজের কায়রণ পোলার্ড শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে এক ওভারে ৬ টি ছক্কা মেরেছিলেন৷ এই মোকাবিলার আগে জসকরণ সিং ওয়ানডে-র ৬ টি ম্যাচ ও টি টোয়েন্টির ৬ টি ম্যাচ খেলেছিলেন৷ কিন্তু দুটি ফর্ম্যাটের কোনওটিতেই তাঁর অর্ধশতরান ছিল না৷ ওয়ানডে তে তাঁর সর্বোচ্চ স্কোর ছিল ১৮ আর টি টোয়েন্টিতে ৩৮ রান ছিল৷ লিস্ট এ ক্রিকেটে তিনি মোট ২৬ টি ম্যাচ খেলেছেন৷ ২০ গড়ে তাঁর মোট রান ৪৭৩৷ তাঁর ৩ টি অর্ধশতরান রয়েছে৷

ঠিক যেন তাঁরই কার্বনকপি, কোন তারকা ক্রিকেটারের ছেলের ছবি পোস্ট করলেন সচিন

#মুম্বই: পৃথিবীর সর্বকালীন সেরা ক্রিকেটারদের নাম নেওয়া হলে কোনও বিতর্ক ছাড়াই যে নাম অতি অবশ্যই জায়গা করে নেবে তার একটি নাম সচিন তেন্ডুলকর ৷ সচিন এক খুদের ক্রিকেট ব্যাট ধরার ধরণ দেখে নস্টালজিক হয়ে নিজের ছোটবেলার ছবি পোস্ট করেন ৷

আসলে এই খুদে আর কেউ নন, আরেক লেজেন্ডের ছেলে ৷ ব্রায়ান লারা যিনি আর একজন ক্রিকেটের সর্বকালীন লেজেন্ড ৷ সচিন ও লারা দুজনেই মোটামুটি একই সময়ে ক্রিকেট খেলেছেন ৷ ফলে এই দুই ক্রিকেট ব্যক্তিত্ব যেমন একে অপরের বন্ধু ঠিক তেমনিই তাঁরা একে অপরকে শ্রদ্ধাও করেন ৷ তাই লারা যখন নিজের খুদের ভিডিও পোস্ট করেন তখন তার ছেলের ব্যাটিং স্টান্স দেখে নস্টালজিক হয়ে যান সচিন ৷ নিজের দারুণ পপুলার ক্রিকেট খেলার ছবির সঙ্গে একই ফ্রেমে পোস্ট করেন ছবি ৷

নিজের ছেলে কীভাবে ব্যাট ধরার চেষ্টা করছে তা দেখাতেই ছেলের ভিডিও পোস্ট করেছিলেন ব্রায়ান লারা ৷ সচিন নিজের ছবি-র সঙ্গে ওই খুদের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, আরও একটি ছেলেকে আমি চিনি যার এই একইরকম গ্রিপ ছিল ৷ যে আন্তর্জাতিক ক্রিকেটে খুব একটা খারাপ খেলেনি ৷

কঠিন লড়াইয়ের মধ্যে সুখবর, বাবা হলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার

#মুম্বই: ভারতীয় দলের ক্রিকেটারের বাড়ি থেকে এল সুখবর ৷ সারা পৃথিবীতে যখন করোনা ভাইরাসে আক্রান্ত আর রোজ হাহাকারের খবর ছড়িয়েছে ৷ তারমধ্যে নতুন প্রাণের আসার খবর সবসময়েই ভীষণ আনন্দদায়ক এরকমই সুখবর দিলেন ভারতের তারকা ক্রিকেটার সুরেশ রায়না ৷

এর আগে তাঁর একটি শিশুকন্যা ছিল গার্সিয়া ৷ ২০১৬ সালে প্রথমবার বাবা হন সুরেশ রায়না ৷ রায়না ও তাঁর স্ত্রী দ্বিতীয়বারের পেরেন্টহুডের ছবি শেয়ার করেছেন ৷ সুরেশ রায়না নিজের সোশ্যাল হ্যান্ডেলে নিজেদের ছবি দিয়েছেন৷ এই সময় চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলের প্রস্তুতিতে থাকার কথা ছিল সুরেশ রায়নার ৷ কিন্তু করোনা তান্ডবে সেই টুর্নামেন্ট আপাতত ভেস্তে গিয়েছিল ৷

নিজেদের নতুন সন্তানের নাম দিয়েছেন রিও ৷ বিভিন্ন ক্রিকেট মহল থেকে সুরেশ রায়নাকে শুভেচ্ছা জানানো হয়েছে৷