Tag Archives: Death Toll Rise

Khayrasole Coal Mine Blast: বীভৎস ক্ষত! মৃতদেহ শনাক্ত করতে হবে DNA টেস্ট! খয়রাশোলে মৃতের সংখ্যা বেড়ে ৮!

বীরভূম:  খয়রাশোলে খোলামুখ কয়লাখনি বিস্ফোরনের ঘটনায় আরও ২ জনের দেহাংশ উদ্ধার! তাঁদের বাড়ির লোক দেহ দাবি করলেও, দেহ DNA টেস্টের জন্য পাঠানো হবে দুর্গাপুরে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জন।
খয়রাশোলের কয়লা খাদানে বিস্ফোরণের পর উদ্ধার করা মৃতদের ময়নাতদন্ত হবে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। ডিএনএ টেস্টের জন্য ২ জনের মৃতদেহের দেহাংশ পাঠানো হবে দুর্গাপুরে। এখনও পর্যন্ত ৬ জনের মৃতদেহ শনান্ত করা গেলেও বাকি ২ জনের মৃতদেহ এখনও শনাক্ত করা যায় নি৷

আরও পড়ুন- এই গান গাইতে গিয়ে গলা দিয়ে রক্ত বেরিয়ে গিয়েছিল সোনু নিগমের! ২৭ বছর পরেও তা সুপারহিট!

সম্প্রতি বীরভূমের লোকপুরের ভাদুলিয়া কয়লা খনিতে ভয়াবহ সেই বিস্ফোরণ চিন্তায় ফেলেছে প্রশাসনকে। কাজ চলাকালীনই ভয়াবহ বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে। ছিন্নভিন্ন দেহ পড়ে থাকতে দেখা গিয়েছে খনি চত্বরে। সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে এই বিস্ফোরণ ঘটে বলে খবর। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনি পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। বিশেষ সূত্রে খবর, যেহেতু এখনও মৃতদেহ শনাক্ত করা যায় নি তাই কেবল ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হলেও। এখনই তাঁদের বাকি ১২ লক্ষ টাকা এবং সরকারি চাকরি দেওয়া হবে না। ডিএনএ টেস্টের রিপোর্ট পাওয়ার পর বাকি ক্ষতিপূরণ মিলবে।

আরও পড়ুন- কোন দেশে একটাও পথকুকুর নেই? উত্তর দিতে পারবেন না বেশিরভাগই…চ্যালেঞ্জ!

সরকারি খাদানে বেআইনিভাবে কয়লা তোলা হচ্ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ক্ষতিপূরণের দাবিতে পুলিশের সামনে বিক্ষোভ দেখান মৃতের পরিবারের সদস্য থেকে শুরু করে গ্রামবাসীরা। ক্ষতিপূরণ বাবদ ৩০ লক্ষ টাকা, একটি করে বাড়ি এবং সরকারি চাকরির দাবিতে সরব হন মৃতের আত্মীয়রা। প্রশাসন সাহায্যের আশ্বাস দেওয়ায় বিক্ষোভ তুলে নেন তাঁরা। বিধায়ক অনুপ সাহাও স্বীকার করে নিয়েছেন, কয়লাখনির দায়িত্বপ্রাপ্ত সংস্থার অসাবধানতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।