Tag Archives: Blast

Explainer: লেবাননে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! কী এই ‘Pager’ বিষ্ফোরণ, জেনে নিন

বেইরুট: ভয়াবহ একাধিক বিষ্ফোরনে কেঁপে উঠেছে লেবানন৷ ঘটনায় আহত ও নিহতের সংখ্যা একাধিক ৷  তবে গোটা বিশ্বের প্রশ্ন কী এই পেজার? কী ভাবেই বা একে বিষ্ফোরণের কাজে লাগানো হয়েছে?

পেজার কী?  এটি একটি ছোট যোগাযোগ যন্ত্র, যা বার্তা পাঠানোর জন্য ব্যবহৃত হয়। ৮০-এর দশকে সারা বিশ্বে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হl। তবে, মোবাইল এবং অন্যান্য প্রযুক্তির আবির্ভাবের সাথে, পেজার প্রায় অদৃশ্য হয়ে গেছে। কিন্তু হিজবুল্লাহর মতো অনেক সন্ত্রাসী সংগঠন এবং অপরাধীরা এখনও পেজার ব্যবহার করে। কারণ এটি মোবাইল বা অন্যান্য যোগাযোগ যন্ত্রের তুলনায় অনেক বেশি নিরাপদ বলে মনে করা হয়৷

আরও পড়ুন : লেবানন জুড়ে রহস্যময় পেজার বিস্ফোরণ, আহত হাজার হাজার মানুষ, মৃত ৮! নেপথ্যে ইজরায়েল?

কিভাবে একটি পেজার কাজ করে? সহজ ভাষায়, আপনি যদি পেজারের মাধ্যমে কাউকে বার্তা পাঠাতে চান, তবে প্রথমে  আপনার ডিভাইসে রিসিভারের রেডিও ফ্রিকোয়েন্সি সেট করতে হবে  তারপরেই আপনি বার্তা পাঠাতে পারবেন। পেজারে ফোন করার সুবিধা নেই। পেজার প্রধানত তিন প্রকার। প্রথমটি হল ওয়ান ওয়ে পেজার, যাতে শুধুমাত্র মেসেজ পাওয়া যায়। দ্বিতীয়টি একটি দ্বিমুখী পেজার, যেখানে বার্তা পাঠানোর পাশাপাশি বার্তা গ্রহণে সুবিধা রয়েছে এবং তৃতীয়টি একটি ভয়েস পেজার যাতে ভয়েস রেকর্ড করে বার্তা পাঠানো যায়।

মোবাইল ফোন এবং অন্যান্য প্রযুক্তির তুলনায় পেজারগুলিকে খুব নিরাপদ বলে মনে করা হয়। বিশেষজ্ঞদের মতে এটিকে অনুসরণ করা কঠিন। এমনকি একটি পেজার থেকে পাঠানো বার্তাগুলিও ট্র্যাক করা কঠিন, এই কারণেই হিজবুল্লাহর মতো সংগঠনগুলি তাদের নিরাপত্তার কথা মাথায় রেখে এটি ব্যবহার করে।

আরও পড়ুন : পেজার বিস্ফোরণে ছারখার লেবানন, মৃত ১১, আহত বহু, ইজরায়েলকে হুঁশিয়ারি হিজবুল্লাহর

ডেটা বিশ্লেষক রাল্ফ বেডাউন জানিয়েছেন, পেজারে একটি লিথিয়াম ব্যাটারি রয়েছে। পেজার হ্যাক করা হলে এটি অতিরিক্ত গরম হয়ে যায়৷ তারপরে একটি প্রক্রিয়া শুরু হয় যাকে বলা হয় ‘থার্মাল রানওয়ে’ প্রক্রিয়া।এই প্রক্রিয়ায়, একটি রাসায়নিক শৃঙ্খল প্রতিক্রিয়া ঘটে এবং হঠাৎ ব্যাটারির তাপমাত্রা এত বেড়ে যায় যে এটি একটি বিশাল বিস্ফোরণ ঘটাতে পারে। তবে, রালফ বলেছেন যে একসাথে এত পেজার বিস্ফোরণ করা সম্ভব নয়। পেজারে ত্রুটি থাকলে তবেই সেটি সম্ভব৷ হয়তো পেজারগুলি সেই ত্রুটিগুলিও ইচ্ছাকৃত সৃষ্টি করা হয়েছিল৷

পেজার ব্লাস্টের পেছনে আরেকটি তত্ত্বও উঠে আসছে। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক মাস আগে তাইওয়ানের এক কম্পানিকে হিজবুল্লাহ প্রায় পাঁচ হাজার পেজার অর্ডার করেছিল। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে সেই খবর ছিল৷ তারা প্রতিটি পেজারে তিন গ্রাম করে বিস্ফোরক ভরেছিল। নিউইয়র্ক টাইমসের মতে, পেজারগুলি লেবাননে পৌঁছানোর আগেই ইজরায়েলে আটক করা হয়। তারপরই সেগুলির মধ্যে বারুদ বিষ্ফোরক ভরে দেওয়া হয়েছিল৷

Blast in Garbage heap: কাগজ কুড়োতে গিয়ে উড়ে গেল হাত! ভয়াবহ বিস্ফোরণ এসএন ব্যানার্জি রোডে

কলকাতা: ফের আবর্জনার স্তূপে বিস্ফোরণ! কাগজ কুড়োতে গিয়ে  হাত উড়ে গেল এক ব্যক্তির! ঘটনায় আতঙ্ক শহরের বুকে।

সূত্রের খবর, ৩৪/এ এসএন ব্যানার্জি রোডে রাস্তার ওপর সেই ভয়াবহ বিস্ফোরণ হয়। আবর্জনার মধ্যে থেকেই আসে বিস্ফোরণের শব্দ। কাগজ কুড়োচ্ছিলেন এক ব্যক্তি। তাঁর হাত উড়ে যায় বিস্ফোরণে। রক্তাক্ত এবং গুরুতর জখম অবস্থায় তাঁকে নীল রতন সরকার মেডিক্যাল কলেজ বা এনআরএসে নিয়ে যাওয়া হয়েছে।

৩৭ টি বিশ্বকর্মা পুজো হত এখানেই! চলত চোরা টক্কর! আর এখন? দেখলে কান্না পাবে… 

শনিবার দুপুর ১টা বেজে ৪৫ মিনিটে তালতলা পুলিশের কাছে খবর আসে। ওসি তালতলা সেখানে গিয়ে জানতে পারেন যে আহতকে এনআরএস-এ নিয়ে যাওয়া হয়েছে। ব্লোচম্যান সেন্টের প্রবেশ পথে একটি প্লাস্টিকের ব্যাগ পড়ে ছিল। আহত ব্যক্তির নাম বাপি দাস। বয়স ৫৮ বছর। তাঁর ডান কব্জিতে আঘাত রয়েছে বলে জানা যায়।।

এলাকাটি সিকিউরিটি টেপ দিয়ে ঘিরে ফেলা হয়। তার পর বিডিডিএস দলকে ডাকা হয়। তদনুসারে বিডিডিএস কর্মীরা পৌঁছে ব্যাগ ও আশেপাশের এলাকা তল্লাশি করেন। তাদের ছাড়পত্রের পর যান চলাচলের অনুমতি দেওয়া হয়।

ইছাপুরের লেফটেন্যান্ট তারাপদ দাস জানান আহত বাপির তেমন কোনও পেশা নেই। এখানে-ওখানে ঘুরে বেড়াতেন। সম্প্রতি, এস এন ব্যানার্জি রোডের ফুটপাতে বসবাস শুরু করেছেন। হাসপাতাল সূত্রে খবর, বাপির চিকিৎসা চলছে; বিবৃতি এখনও রেকর্ড করা হয়নি কারণ রোগীর কিছু সময়ের প্রয়োজন।

শুক্রবার সকালেও একই ঘটনা ঘটেছিল। ব্যাপক আতঙ্ক ছড়িয়েছিল হাওড়ায়! বন্ধ কারখানার সামনে হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ! বিকট শব্দে চমকে যান এলাকাবাসী। হাওড়া মালিপাচঘোরা থানার চরাহা এলাকায় একটি বন্ধ কারখানার সামনে আবর্জনা তোলার সময়ে একই ভাবে বিস্ফোরণ ঘটে।

আরও পড়ুন- রাতে ঘুমনোর আগে নাভিতে ফেলুন ফোঁটা ফোঁটা তেল…কোন তেল আপনার জন্য? জেনে নিন!

বিস্ফোরণে গুরুতর আহত হন দুই সাফাই কর্মী।  রক্তাক্ত অবস্থায় ছিটকে পড়েন তাঁরা। তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে জয়সোয়াল হাসপাতালে। কী থেকে বিস্ফোরণ? ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আবর্জনায় বোমা রাখা ছিল বলে সন্দেহ পুলিশের।  একই ঘটনার পুনরাবৃত্তি শনিবার!

Blast At Howrah Factory: আবর্জনা তোলার সময় বিকট শব্দে বিস্ফোরণ! রক্তাক্ত অবস্থায় উদ্ধার ২ সাফাইকর্মী…আতঙ্ক হাওড়ায়!

হাওড়া:  শুক্রবার সকালে ব্যাপক আতঙ্ক হাওড়ায়! বন্ধ কারখানার সামনে হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ! বিকট শব্দে চমকে গেলেন এলাকাবাসী। হাওড়া মালিপাচঘোরা থানার চরাহা এলাকায় একটি বন্ধ কারখানার সামনে আবর্জনা তোলার সময়ে ঘটনাটি ঘটে।

আরও পড়ুন- রাতে ঘুমনোর আগে নাভিতে ফেলুন ফোঁটা ফোঁটা তেল…কোন তেল আপনার জন্য? জেনে নিন!

বিস্ফোরণে গুরুতর আহত হন দুই সাফাই কর্মী।  রক্তাক্ত অবস্থায় ছিটকে পড়েন তাঁরা। তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে জয়সোয়াল হাসপাতালে। কী থেকে বিস্ফোরণ? ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আবর্জনায় বোমা রাখা ছিল বলে সন্দেহ পুলিশের।

Air Conditioner death: রেস্তোরাঁয় মর্মান্তিক ঘটনা! এসি মেশিনের বিস্ফোরণে চলে গেল তরতাজা প্রাণ, আহত আরও

ভয়াবহ দুর্ঘটনা। এসি মেশিনের বিস্ফোরণে চলে গেল তরতাজা একটি প্রাণ। রেস্তোরাঁয় এসি সারানোর সময়ে ভয়াবহ এই ঘটনাটি ঘটে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি অপর ব্যক্তি।
ভয়াবহ দুর্ঘটনা। এসি মেশিনের বিস্ফোরণে চলে গেল তরতাজা একটি প্রাণ। রেস্তোরাঁয় এসি সারানোর সময়ে ভয়াবহ এই ঘটনাটি ঘটে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি অপর ব্যক্তি।
এয়ার কন্ডিশনার সারানোর সময়ে ভয়াবহ এই ঘটনাটি ঘটে। একটি এয়ার-কন্ডিশনারের আউটডোর ইউনিট হঠাৎই প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে।
এয়ার কন্ডিশনার সারানোর সময়ে ভয়াবহ এই ঘটনাটি ঘটে। একটি এয়ার-কন্ডিশনারের আউটডোর ইউনিট হঠাৎই প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে।
এতে আহত হন দুই ব্যক্তি। একজন ৫০ বছর বয়সি প্রৌঢ়, যিনি রবিবার চিকিৎসার সময়ে মারা যান। অন্য একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
এতে আহত হন দুই ব্যক্তি। একজন ৫০ বছর বয়সি প্রৌঢ়, যিনি রবিবার চিকিৎসার সময়ে মারা যান। অন্য একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
দুই কর্মীর মধ্যে তারানাথের ৭০ শতাংশ পুড়ে গেলেও সুজিত পালের শরীর ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল, জানিয়েছেন দমকলে এক আধিকারিক। রবিবার তারানাথ হাসপাতালে চিকিৎসা চলাকালীন ক্ষতবিক্ষত হয়ে মারা যান। সুজিত পাল মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
দুই কর্মীর মধ্যে তারানাথের ৭০ শতাংশ পুড়ে গেলেও সুজিত পালের শরীর ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল, জানিয়েছেন দমকলে এক আধিকারিক। রবিবার তারানাথ হাসপাতালে চিকিৎসা চলাকালীন ক্ষতবিক্ষত হয়ে মারা যান। সুজিত পাল মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

Nadia News: সোনার গহনা নির্মাণ করতে গিয়ে ব্লোল্যাম্প ব্লাস্ট! আগুনে ঝলসে জখম দুই স্বর্ণ কারিগর

নদিয়া: বাড়িতেই সোনা রুপোর অলংকার নির্মাণ করতে গিয়ে ব্লোল্যাম্প ব্লাস্ট করে ঝলসে গেল দুজনের সর্বাঙ্গ। অল্পের জন্য প্রাণে বাঁচলেন দুই কারিগর। কাকাকে বাঁচাতে এসে ভাইপোরও পুড়ল প্রায় সর্বাঙ্গ। দুজনেই গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি হাসপাতালে।

সোনার দোকানে অনেক সময় আমরা দেখতে পাই সোনা গলাতে এক ধরনের গ্যাসের সিলিন্ডার থেকে আগুন বের হতে। অত্যন্ত দ্রুত গতিতে সেই আগুন বের হয় যাতে খুব সহজেই কঠিন সোনাকে গলানো যায়। তবে সেই আগুনেই যে এমন মর্মান্তিক ঘটনা ঘটে যাবে তা হয়তো বুঝতে পারেনি দোকানের কারিগর।

ঘটনাটি নদিয়ার শান্তিপুর নিশ্চিন্তপুর এলাকার। সেখানকার অসীম দত্ত বাড়িতে বসেই বিভিন্ন দোকানের পাইকারি সোনা রুপোর অলংকার নির্মাণ করে থাকেন, আর পাঁচটা সাধারণ দিনের মত আজ কাজ করছিলেন ব্লোল্যাম্প নিয়ে। সেটাই হয়তো গরম হয়ে কোনও কারনে তীব্র শব্দ করে বিস্ফোরণ করে গরম গ্যাস সারা শরীরে লাগে।

আরও পড়ুনঃ Bankura News: ইচ্ছে ও জেদ একমাত্র সম্বল! বাঁকুড়ার এই দম্পতির জীবন সংগ্রাম জানলে অবাক হবেন

আগুন লেগে যায় অসীম দত্তের গেঞ্জিতে। পাশের ঘর থেকে ছুটে আসে ভাইপো দীপন। কাকাকে প্রাণে বাঁচালেও তারও প্রায় সর্বাঙ্গে প্রচন্ড গরম গ্যাস সারা গায়ে স্পর্শ করে। পরিবারের অন্য সদস্যরা তড়িঘড়ি দুজনকেই শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে সেখানেই প্রাথমিক চিকিৎসার করার পর ভর্তি রাখা হয়। বর্তমানে তাদের চিকিৎসা চলছে। গ্যাস চোখে লাগলে বড়সড় ক্ষতি হতে পারতো দুজনেরই বলে এমনটাই জানাচ্ছেন চিকিৎসকেরা।

Mainak Debnath

Pandua Blast: পাণ্ডুয়ায় বোমা বিস্ফোরণে মৃত্যু কিশোরের! গুরুতর জখম আরও দুই, অভিষেকের সভার আগেই বিপত্তি

পাণ্ডুয়া: ভোটের আবহে মর্মান্তিক দুর্ঘটনা। হুগলির পাণ্ডুয়ার তিন্না নেতাজি পল্লি কলোনীতে বোমা ফেটে মৃত্যু হল এক কিশোরের। গুরুতর জখম হয়েছে আরও দুই কিশোর। জানা গিয়েছে, পরিত্যক্ত বোমাকেই বল ভেবে খেলতে গিয়ে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা।

সূত্রের খবর ঘটনার পরেই জখম তিন কিশোরকে পাণ্ডুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় একজনের মৃত্যু হয়। দুজনকে আশঙ্কাজনক অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়।ঘটনার তদন্ত শুরু করেছে হুগলি গ্রামীন পুলিশ।

আরও পড়ুন: ৭,২৯৩ কোটি টাকা! জিএসটি আদায়ে রেকর্ড করল রাজ্য, ডবল ইঞ্জিন রাজ্যগুলিকে পিছনে ফেলে এপ্রিলে সেরা বাংলা

প্রসঙ্গত সোমবারই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে পাণ্ডুয়ায়। সেই সভাস্থল থেকে ঢিল ছোড়া দুরত্বে ঘটেছে ভয়াবহ এই ঘটনা! জানা গিয়েছে মৃত কিশোরের নাম রাজ বিশ্বাস। আহত দুই কিশোর রুপম বল্লভ ও সৌরভ চৌধুরী। প্রত্যেকেরই বয়স ১১ থেকে ১৩ এর মধ্যে।

স্থানীয় সূত্রে খবর, সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ পাণ্ডুয়ার তিন্না এলাকার একটি পুকুরপাড় থেকে হঠাৎই বিস্ফোরণের শব্দ শোনেন স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি পুকুর পাড়ে ছুটে এলে তাঁরা দেখতে পান দেখতে পান তিন কিশোর গুরুতর জখম অবস্থায় পড়ে রয়েছে। দেখা যায়, তিনজনের মধ্যে দুই জন জীবিত কিন্তু কারও হাত নেই কারও পা নেই! অন্য একটি বাচ্চাকে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে থাকতে দেখা যায় পুকুরপাড়ে। জখম তিন কিশোরকে পাণ্ডুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।একজনের মৃত্যু হয়। দুজনকে আশঙ্কা জনক অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন: ঘণ্টার পর ঘণ্টা হাঁটা ছাড়ুন…! প্রতিদিন ‘নিয়ম’ মেনে ঠিক ৩০ মিনিট হাঁটুন! শরীরে ঘটবে ৪ দুর্ধর্ষ ম্যাজিক

স্থানীয় এক বাসিন্দা সুকান্ত মিস্ত্রি বলেন, প্রতিদিনের মতন তিনি স্নান করতে যাচ্ছিলেন সেই সময় বিস্ফোরণের শব্দ শুনতে পান। তড়িঘড়ি পুকুর পাড়ে গিয়ে দেখেন জখম অবস্থায় পড়ে রয়েছে তিন কিশোর। কী ভাবে ঘটনাস্থলে বোমা এল? কে বা কারা সেখানে বোমা রেখে গিয়েছিল? এই বিষয়ে কারও কিছু জানা নেই। বাচ্চারা প্রতিদিনের মতো খেলতে ওই জায়গায় যায়। সেখানেই প্রচণ্ড বিস্ফোরণে প্রাণ যায় একজনের গুরুতর যখন আরও দু’জন।

গোটা ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া। ঘটনার তদন্ত শুরু করেছে হুগলি গ্রামীন পুলিশ। এই ঘটনার পর থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে নাগরিক নিরাপত্তা নিয়ে। ভোটের আগেই এই ধরনের বিস্ফোরণ আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

রাহী হালদার

তথ্য সৌজন্যে: সোমনাথ ঘোষ

Bombing: প্রাণ বাঁচাতে বাড়ি ছেড়ে পালাচ্ছেন মহিলারা! আহত কমপক্ষে ১০, ভোটের আগেই উত্তপ্ত মুর্শিদাবাদ

মুর্শিদাবাদ: লোকসভা ভোটের মুখে বোমাবাজিতে উত্তপ্ত মুর্শিদাবাদ। ছাগলের ধান খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ। ব্যাপক বোমাবাজি এলাকায়। প্রাণ বাঁচাতে গ্রাম ছেড়ে পালালেন মহিলারা। শনিবার সকালে এই সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের ভরতপুর।

রাস্তার ওপর চলে ব্যাপক বোমাবাজি। বোমের আঘাতে জখম হন ১০ জন গ্রামবাসী। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তাদের সেখানেই চিকিৎসা চলছে।

আরও পড়ুন: দ্রুত শেষ হয়ে যায় ল‍্যাপটপের চার্জ? এই ‘সিক্রেট বাটন’ অন করে দিন, কয়েকগুণ বেড়ে যাবে ব‍্যাটারি, ৯৯% লোকজন জানেই না

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে মুর্শিদাবাদের ভরতপুর থানার অন্তর্গত সরডাঙ্গা বিন্দারপুর গ্রামে পুরনো বিবাদকে নিয়ে নতুন করে গোষ্ঠীর সংঘর্ষের ঘটনাটি ঘটে। এক পক্ষের ছাগল অন্য পক্ষের ফসল খাওয়া নিয়ে গন্ডগোলের সূত্রপাত হয়।

প্রাথমিকভাবে বাক-বিতণ্ডা শুরু হলেও কিছুক্ষণের মধ্যে ধস্তাধস্তিতে পরিণত হয়। গন্ডগোল চলাকালীন এক পক্ষ অন্য পক্ষের ওপরে ব্যাপক বোমাবাজি শুরু করে বলে অভিযোগ। বোমের আঘাতে আহত হন মহিলা বৃদ্ধ-সহ প্রায় ১০ জন। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে একে একে গ্রাম ছাড়তে শুরু করেন মহিলারা।

আরও পড়ুন: রোদ লেগে পুড়ে যাচ্ছে ত্বক? রান্নাঘরেই আছে অস্ত্র, নিমেষে গায়েব হবে জেদি ট্যান

মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সাংগঠনিক সভাপতি অপূর্ব সরকার, তার দাবি ‘ গ্রাম্য বিবাদ নিয়ে গন্ডগোল। এই সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভরতপুর থানার পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রামেমোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী।

কৌশিক অধিকারী

Blast: মোবাইল থেকেই? খেলতে গিয়ে আচমকা বিস্ফোরণ! বিকট আওয়াজে ছিটকে পড়ল তিন শিশু! তারপর যা হল…

দক্ষিণ দিনাজপুর: খেলতে খেলতে বিস্ফোরণের জেরে আহত হল তিন শিশু। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের গোটাহার এলাকায়। ঘটনার জেরে আহত মোট তিন জন শিশুর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।

বর্তমানে আর দুজন শিশু গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে সঠিক কিভাবে বিস্ফোরণের জেরে ওই তিনজন শিশু আহত হয়েছে তা এখনও পরিষ্কার নয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। পাশাপাশি কী থেকে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখার জন্য পুলিশকে জানিয়েছেন।

আরও পড়ুন: ৯ বছরের খুদের বস্তাবন্দি দেহ উদ্ধার! অপহরণের পর দাবি লক্ষ লক্ষ মুক্তিপণ, তাহলে কেন খুন? কারণ জানলে শিউরে উঠবেন

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খেলার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল তিন শিশু। আচমকা ভয়াবহ একটি শব্দ। ওই তিন শিশু মোবাইলের ব্যাটারি জাতীয় কিছু নিয়ে খেলছিল হঠাৎ করে সেই সময় ওই ব্যাটারি বিস্ফোরণ ঘটে। পরিবার সূত্রে জানা যায়, আহত তিন শিশুর মধ্যে দুই ভাই রয়েছে। তাদের নাম দেবজিৎ দত্ত(৯), সৌমিজিৎ দত্ত(৫)। এছাড়াও আহত হয় পাপাই দত্ত(৬)।

ঘটনার পর তিনি শিশুকে তড়িঘড়ি গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিন শিশুর মধ্যে এক শিশু অবস্থা গুরুতর হওয়ায় তাকে কলকাতায় রেফার করে গঙ্গারামপুর হাসপাতালের চিকিৎসকরা।

পাশাপাশি দুই শিশু গুরুতর আহত অবস্থায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছে। তবে খেলতে খেলতে কীভাবে এমন বিস্ফোরণ ঘটলো তা জানা নেই বলে জানিয়েছেন আহত শিশুর মা সোমা দত্ত। মোবাইলের ব্যাটারি ফেটেই বিস্ফোরণ হয়েছে বলে সন্দেহ। পুরো ঘটনা খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ।

সুস্মিতা গোস্বামী