Tag Archives: Derby

Derby Cancelled: আরজি কর ঘটনার প্রেক্ষিতে ডার্বি ম্যাচে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা, বন্ধ হল মোহন বনাম ইস্ট ম্যাচ

কলকাতা: রবিবার ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি ম্যাচ নিয়ে জটিলতায়!  খেলা হবে না ডার্বি ম্যাচ৷ আরজি কর কাণ্ডের জেরে অস্থিরতার আভাস ছিল, আর সেই শঙ্কাতেই যুবভারতীতে বাতিল হল মোহনবাগান ও ইস্টবেঙ্গল ম্যাচ৷

দুপুরে জরুরি বৈঠকে প্রশাসন এবং ডুরান্ড কমিটির। পিছিয়ে দেওয়া হয় দুই দলের সাংবাদিক সম্মেলনের সময়। দুপুরের পরিবর্তে হবে বিকেলে। আগে খবর হয়েছিল, সেখানে জানা গিয়েছিল আইনশৃঙ্খলা সমস্যা হতে পারে ম্যাচ আয়োজন করার ক্ষেত্রে। তাই বিধাননগর পুলিশের পক্ষ থেকে আপত্তি ছিল।

আরও পড়ুন – RG Kar Rape and Murder Case: তিনিও মেয়ের বাবা, আরজি করের ঘটনায় ফের মুখ খুললেন সৌরভ, যা বললেন দাদা

 ‌ইতিমধ্যেই দুই দলের সমর্থকের পক্ষ থেকে শ্লোগান উঠেছিল এবারের ডার্বি “উই ওয়ান্ট জাস্টিস” এর পক্ষে। দুই দলের সমর্থকরা খেলার শুরুতে মিছিল করতে পারেএরকম শোনা গিয়েছিল৷ পাশাপাশি এই স্লোগানও ভাইরাল হয়েছিল দুই গ্যালারি একই স্বর আরজি কর, আরজি কর৷

মাঠে যদি হঠাৎ করেই পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যায় তাই আগাম ব্যবস্থা নিল প্রশাসন৷ জানিয়ে দেওয়া হল ডুরান্ডের ডার্বি ম্যাচ পরিত্যক্ত৷ দুই দলের মধ্যে একটি করে পয়েন্ট ভাগ করে দেওয়া হবে৷ দুই দলই পৌঁছে গেল ডুরান্ডের নক আউট পর্বে৷

MB vs EB: শেষ মুহূর্তে গোল পেত্রাতোসের, বড় ম্যাচে সমতা ফেরাল মোহনবাগান! খেলার ফল ২-২

MB vs EB: দিমিত্রি পেত্রাতোসের গোলে সমতা ফেরাল মোহনবাগান৷ ম্যাচের ৮৭ মিনিটে দুরন্ত গোল করে সমতা ফেরান অজি তারকা৷ আপাতত খেলার ফল ২-২৷

প্রথমার্ধে ১-১ থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫৪ মিনিটে ক্লেইটন সিলভার পেনাল্টি থেকে বড় ম্যাচে এগিয়ে গেল ইস্টবেঙ্গল৷ ৮০ মিনিট পর্যন্ত খেলার ফল ২-১৷

আইএসএলের এই মরশুমের প্রথম ডার্বি ঘিরে যুবভারতী স্টেডিয়াম সরগরম৷ মোহনবাগানের হোম ম্যাচে শুরুতে গোল করে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল৷ কিন্তু বেশিক্ষণ সেই লিড ধরে রাখতে পারেনি৷ প্রথমার্ধেই খেলা জমে দই৷

ইস্টবেঙ্গলের হয়ে খেলার ৩ মিনিটে ইস্টবেঙ্গলের দারুণ আক্রমণ৷  বাঁ প্রান্তে উঠে বক্সে বল বাড়ান নিশু কুমার৷ এরপর বল জালে জড়িয়ে দিতে কোনও ভুল করেননি অজয় ছেত্রী৷

তবে এদিন এই শুরুতে এই গোল খেয়ে যাওয়াটাই চাগিয়ে দেয় মোহনবাগানকে৷ হাবাসের ছেলেরা গোল খেয়ে পিছিয়ে যাওয়ার পর ঢেউয়ের মতো আছড়ে পড়তে শুরু করে ইস্টবেঙ্গলে রক্ষণে৷

আরও পড়ুন ? Sourav Ganguly Mother: দিতে হয়েছে রক্ত, নিয়মিত মায়ের খোঁজ রাখছেন সৌরভ, কেমন আছেন নিরূপা দেবী

খেলার ১৭ মিনিটে ম্যাচে গোল করে ফিরে আসে মোহনবাগান৷ সবুজ মেরুণ জার্সিতে সাদিকুর গোল চাঙ্গা করে দেয় মোহন সমর্থকদের৷ হ্যামিলের ক্রস সাদিকুর পায়ে লাগতেই গোলে ঢুকিয়ে দেন বল৷

প্রথমার্ধে  বল মোহনবাগানের পজেশন ৬৩ শতাংশ অন্যদিকে ইস্টবেঙ্গলের বল পজেশন ৩৭ শতাংশ৷ খুব অল্প সময়ের জন্যে প্রথমার্ধের শেষবেলায় ফের পজিটিভ আক্রমণ শানায় কুয়াদ্রেয়াতের ছেলেরা৷