Tag Archives: Dharmendra

Dharmendra on Jaya: ফিরলেন প্রিয় গুড্ডির কাছে, সোশ্যাল মিডিয়ায় জয়াকে নিয়ে মন খুললেন ধর্মেন্দ্র!

#মুম্বই: “বহু বছর পরে… আমার গুড্ডির সঙ্গে… গুড্ডি… যে এক সময়ে আমার বড়সড় ফ্যান ছিল”!

উপরের কথাগুলো নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটা সাদা-কালো ছবি পোস্ট করে তার সঙ্গে লিখেছেন ধর্মেন্দ্র (Dharmendra)। সঙ্গে লিখেছেন যে খুশির খবর আছে! সেই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাচ্ছে জয়া বচ্চনকে (Jaya Bachchan)।

করণ জোহরের (Karan Johar) আসন্ন রোমান্টিক ছবি রকি অউর রানি কি প্রেম কাহানি (Rocky Aur Rani Ki Prem Kahani) ছবি তৈরির কথা ঘোষণা হতেই বলিপাড়ায় চর্চা শুরু হয়ে গিয়েছে। এই ছবিতে বড় চমক হিসেবে থাকছে বলিউডের প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রর অভিনয়। এছাড়াও এই ছবিতে দেখা যাবে আলিয়া ভাট (Alia Bhatt), রণবীর সিং (Ranveer Singh), জয়া বচ্চন এবং শাবানা আজমিকে (Shabana Azmi)। ছবির প্রোমো টিজারে আলিয়া ও রণবীরের ভয়েস ওভার শুনতে পাওয়া গিয়েছে।

একটি ট্যাবলয়েডের নেওয়া সাক্ষাৎকারে ধর্মেন্দ্র বলেছেন, যে তিনি এই ছবিতে একজন রোমান্টিক হিরোর চরিত্রে অভিনয় করবেন এবং তিনি ভীষণ খুশি এমন একটা চরিত্র পেয়ে। মূলত তিনি জয়া বচ্চনের বিপরীতে রোম্যান্স করবেন বলে জানিয়েছেন। তিনি আরও বলেছেন, যে এখনও তিনি ক্যামেরা ভালবাসেন এবং ক্যামেরাও তাঁকে ভীষণ ভালবাসে। তাই ক্যামেরা সংক্রান্ত যে কোনও সুযোগ তিনি হাতছাড়া করতে চান না। এছাড়াও এই প্রথম করণ জোহরের সঙ্গে ধর্মেন্দ্র কোনও প্রোজেক্টে কাজ করতে চলেছেন। ফলে এটা একটা যুগান্তকরী ছবি হতে চলেছে। একদিকে করণ যেমন জনপ্রিয় রোমান্টিক ছবি বানিয়েছেন তেমনই ৭০ ও ৮০ দশকে একের পর এক রোমান্টিক ছবিতে অভিনয় করেছেন ধর্মেন্দ্র।সূত্রের খবর, আগামী অগস্ট মাস থেকেই প্রবীণ এই অভিনেতা শুটিং ফ্লোরে কামব্যাক করতে চলেছেন। এখন তিনি মুম্বইের পাশে লোনাভালায় নিজের ফার্ম হাউজে সুন্দর সময় কাটাচ্ছেন।

 

View this post on Instagram

 

A post shared by Dharmendra Deol (@aapkadharam)

সম্প্রতি ৮৫ বছর বয়সী এই অভিনেতা নিজের Instagram হ্যান্ডেলে নতুন ছবির পোস্টারও শেয়ার করেছেন। তিনি লিখেছেন “আমার সকল বন্ধুদের আমি জানাতে চাই, আমি করণ জোহর পরিচালিত একটি রোমান্টিক ছবি দিয়ে আবার বলিউডে কামব্যাক করতে চলেছি। আপনারা সবাই আমাকে আবার রুপোলি পর্দায় দেখতে চলেছেন, তাই আমি বেশ উচ্ছ্বসিত”।

রকি অউর রানি কি প্রেম কাহানির চিত্রনাট্য ঈশিতা মৈত্র (Ishita Moitra), শশাঙ্ক খৈতান (Shashank Khaitan) ও সুমিত রায় (Sumit Roy) লিখেছেন। ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছে ধর্মা প্রোডাকশনস (Dharma Productions)। আরও একটি বিষয় হল এই ছবি দিয়ে পাঁচ বছর পর করণ জোহর আবার পরিচালক হিসাবে কামব্যাক করছেন।

 

Dharmendra on Dilip Kumar: ‘ধরম দেখো সাহাবের চোখের পলক পড়ল, সায়রার কথাটা শুনে চমকে উঠেছিলাম!’

#মুম্বই: কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারকে (Dilip Kumar Death) হারিয়ে বাকরুদ্ধ বলিউডের আরেক প্রবাদপ্রতিম শিল্পী ধর্মেন্দ্র (Dharmendra on Dilip Kumar)। বুধবার সকাল সাড়ে সাতটায় মুম্বইয়ের খারে হিন্দুজা হাসপাতালে প্রয়াত হন দিলীপ কুমার। তার পর বান্দ্রায় তাঁর বাড়িতে হাজির হয়েছিল প্রায় গোটা বলিউড। ‘দিলীপ সাব’কে শেষবার চোখে দেখতে গিয়েছিলেন ধর্মেন্দ্রও। দিলীপ কুমারকে নিজের দাদা বলে সম্বোধন করেন ধর্মেন্দ্র। নিজের সোশ্যাল মিডিয়ায় দাদাকে হারিয়ে তাঁর সঙ্গে শেষ ছবি শেয়ার করেছেন অভিনেতা।

ট্যুইটারে শেষশয্যায় দিলীপ কুমারের মাথার পাশে বসে থাকার ছবি শেয়ার করেছেন ধর্মেন্দ্র। কান্নায় ভেঙে পরা ধর্মেন্দ্রর ছবিই বলে দিয়েছে তাঁর মনের অবস্থা। ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সায়রা যখন বলল, ধরম দেখো সাহাবের চোখের পলক পড়ল, বন্ধুরা আমার প্রাণ বেরিয়ে গিয়েছিল। মালিক আমার প্রিয় ভাইকে জন্নত দিন।’ এরই সঙ্গে আরেকটি ট্যুইটে ধর্মেন্দ্র লিখেছেন, ‘বন্ধুরা, আমি দেখাতে পারি না। আমার আবেগকে ধরে রাখতে পারি না। নিজের মনে করে যা বলার বলে ফেলি।’

সকালেই দিলীপ কুমারের মৃত্যুর খবর পেয়ে আরেকটি ট্যুইট করেছিলেন ধর্মেন্দ্র। সেখানে দিলীপ কুমারের সঙ্গে নিজের একটি আদুরে ছবি শেয়ার করেছিলেন তিনি। ক্যাপশনে ধর্মেন্দ্র লিখেছিলেন, ‘ইন্ডাস্ট্রিতে আমার দাদাকে হারিয়ে খুবই শোকাহত। দিলীপ সাহাব যেন জন্নতে যেতে পারেন।’ পরে ৮৫ বছরের অভিনেতা শেষবার গিয়ে দেখে এসেছেন দিলীপ কুমারকে। ধর্মেন্দ্র বাংলা ছবি ‘পাড়ি’-তে দিলীপ কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন। সেটি ছিল হিন্দি ছবি ‘আনোখা মিলন’-এর রিমেক।

কিংবদন্তি তারকা দিলীপ কুমারের আসল নাম মহম্মদ ইউসুফ খান। তৎকালীন ব্রিটিশ ভারত, বর্তমান পাকিস্তানের অন্তর্ভুক্ত পেশোয়ারে একটি সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন ১৯২২ সালের ১১ ডিসেম্বর। বাবা লালা গোলাম সারওয়ার, মা আয়েশা বেগম। বাবা ছিলেন ফল ব্যবসায়ী। ১৯৩০ সালে পরিবার নিয়ে মুম্বইয়ে চলে আসেন তাঁরা। কর্মজীবনের শুরুতে দিলীপ কুমার ছিলেন ক্যান্টিন মালিক, পাশাপাশি শুকনো ফল সরবরাহকারী। ১৯৪৪ সালে ‘জোয়ার ভাটা’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পণ। ১৯৪৭ ও ১৯৪৮ সালে যথাক্রমে ‘জুগনু’ ও ‘শহিদ’ সিনেমা বাণিজ্যসফল হওয়ার পর আর পিছন ফিরে তাকাননি। ১৯৭৬ পর্যন্ত চুটিয়ে অভিনয় করেন। কয়েক বছর বিরতির পর আবার পুরোদমে। ১৯৯৮ সালে তাঁর শেষ ছবি ‘কিলা’।

সুখবর ধর্মেন্দ্র-হেমা মালিনীর পরিবারে, ফের দাদু-দিদা হলেন বলিউডের এভারগ্রিন জুটি

#মুম্বই: বলিউডের সুপারহিট জুটি ধর্মেন্দ্র ও হেমা মালিনীর ঘরে খুশির খবর, আরও একবার দাদু-দিদিমা হলেন এই সুপারহিট জুটি ৷ ধর্মেন্দ্র ও হেমা মালিনীর ছোট মেয়ে অহনা ২৬ নভেম্বর যমজ সন্তানের জন্ম দিয়েছেন ৷ ধর্মেন্দ্র ও হেমা মালিনী-সহ পুরো পরিবারের লোকজনের অত্যন্ত হয়েছেন ৷ অহনা দেওল নামে এক আনভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে এই তথ্য দেওয়া হয়েছে ৷

 

View this post on Instagram

 

A post shared by ?Ahana Deol Vohra (@a_tribe)

জানতে পারা গিয়েছে এখনও হাসপাতাল থেকে তাঁকে ছাড়া হয়নি ৷ ২০১৪ সালে অহনা বৈভব বোহরাকে বিয়ে করেছেন ২০১৫ সালে প্রথম সন্তানের জন্ম দিয়েছিলেন অহনা ৷ প্রথম পুত্র সন্তানের নাম দারেন বোহরা রেখেছিলেন ৷ অহনা তাঁর পরিবারের থেকে একদমই আলাদা তিনি স্রোতের বিপরীতে হেঁটেছেন অর্থাৎ অভিনয় জগতে পদার্পণ করেননি ৷

তবে মা হেমা মালিনীর মত ক্ল্যাসিক্যাল ডান্সে বিশেষ পারদর্শি অহনা ৷ তবে অহনার দিদি এষা বলিউডের বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন ৷

বাইরে বৃষ্টি, পেল্লাই ড্রয়িং রুমেই ওয়াক সারলেন ধর্মেন্দ্র, শেয়ার করলেন ভিডিও

#মুম্বই: নিজের ঘরে আটকা পরে গেলে সত্যি কিছুই করার থাকে না। এই গোটা লকডাউনে সেটা বোধহয় খুব ভালভাবেই টের পেয়েছি আমরা।বহু মানুষ আছেন যারা নিয়মিত শরীর চর্চার মধ্যে থাকেন। কিন্তু গোটা লকডাউনে কিছুই করার সুযোগ বা সম্ভাবনা হয়ে ওঠেনি। কিন্তু ভাবুন তো যদি আপনার পেল্লাই একখানা বাড়ি থাকে তাহলে তার ভেতরেই হেঁটে রীতিমতন ফিট থাকতে পারেন অপনি।

যেমনটা দেখা যাচ্ছে ধর্মেন্দ্র পাঁজিকে।বাইরে বৃষ্টি বেরোতে পারছেন না। তাই বসার ঘরের ভেতরেই সারছেন ডেইলি ওয়াক।

তিনি যখন বলিউডে কাজ করতেন, সেই সময় তাঁকে বলা হত ‘হি ম্যান’।সেই সুঠাম শরীর ৮৪’তে না থাকলেও সুস্থ থাকার জন্য শরীর চর্চা মাস্ট।বিশাল ড্রয়িংরুমে হাঁটার সেই ভিডিও শেয়ার করলেন  ধর্মেন্দ্র দেওল।