Tag Archives: Dilip Kumar

Dilip Kumar: দিলীপ কুমারের সাধের পালি হিল বাংলো এখন বিলাসবহুল বহুতল, ১৭২ কোটিতে বিক্রি হল অ্যাপার্টমেন্ট

মুম্বই: দিলীপ কুমারের সাধের পালি হিল বাংলো এখন বিলাসবহুল বহুতল, ১৭২ কোটিতে বিক্রি হল অ্যাপার্টমেন্ট। ২০২৩ সালে ভেঙে ফেলা হয় প্রয়াত অভিনেতা দিলীপ কুমারের পালি হিল-এর বাংলো। অভিনেতার মৃত্যুর বছর দুয়েকের মধ্যেই ভাঙা পড়ে বাংলো। প্রায় ১.৭৫ লক্ষ বর্গ ফুট এলাকা নিয়ে অবস্থিত এই বাংলো ভেঙে নির্মাণ করা হয় ১১ তলের বিলাসবহুল, আলিশান বহুতল। জানা যাচ্ছে, এই বহুতলে একটি ট্রিপলেক্স অ্যাপার্টমেন্ট বিক্রি হয়েছে ১৭২ কোটিতে। কিনেছে অ্যাপকো ইনফ্রাটেক সূত্রের খবর, যে ট্রিপলেক্স অ্যাপার্টমেন্টি বিক্রি হয়েছে সেটি ৯৫২৭ স্কয়্যার ফিটের। ৯,১০ ও ১১ তল জুড়ে। অ্যাপার্টমেন্টটির দাম ১৫৫ কোটি। প্রতি স্কয়্যার ফিটের দাম ১.৬২ লাখ। জানা যায়, লেনদেনে স্ট্যাম্প ডিউটি বাবদ দেওয়া হয়েছে ৯.৩ কোটি, রেজিস্ট্রেশন ফি ৩০ হাজার।

বহুতলের নীচের তলায় দিলীপ কুমারের নামে একটি সংগ্রহশালাও তৈরি হবে। যেখানে থাকবে অভিনেতার ব্যবহৃত পোশাক-সহ বহু দুর্মূল্য ছবি। সংগ্রহশালায় আগত অতিথিদের জন্য আলাদা প্রবেশদ্বারও থাকছে।

দিলীপ কুমারের পালি হিল-এর বাংলোর জায়গায় যে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট তৈরি হয়েছে, সেটির নাম ‘দ্য লেজেন্ড’। আবাসনের দায়িত্বে রয়েছে ‘আশার গ্রুপ’। ১৯৫৪ সালে মুম্বইয়ের অভিজাত পালি হিল এলাকায় বাংলোটি তৈরি করেছিলেন দিলীপ কুমার। তখন জমির দাম ছিল ১.৪ লক্ষ টাকা। আইনি জটিলতা মিটতেই সেই জমি কিনে বহুতল বানায় এক রিয়্যাল এস্টেট সংস্থা। কয়েকশো কোটি টাকায় বিক্রি হয় সেই জমি। একটা সময় মুম্বইয়ে দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম ছিল অভিনেতার এই বাংলো।

Dharmendra on Dilip Kumar: ‘ধরম দেখো সাহাবের চোখের পলক পড়ল, সায়রার কথাটা শুনে চমকে উঠেছিলাম!’

#মুম্বই: কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারকে (Dilip Kumar Death) হারিয়ে বাকরুদ্ধ বলিউডের আরেক প্রবাদপ্রতিম শিল্পী ধর্মেন্দ্র (Dharmendra on Dilip Kumar)। বুধবার সকাল সাড়ে সাতটায় মুম্বইয়ের খারে হিন্দুজা হাসপাতালে প্রয়াত হন দিলীপ কুমার। তার পর বান্দ্রায় তাঁর বাড়িতে হাজির হয়েছিল প্রায় গোটা বলিউড। ‘দিলীপ সাব’কে শেষবার চোখে দেখতে গিয়েছিলেন ধর্মেন্দ্রও। দিলীপ কুমারকে নিজের দাদা বলে সম্বোধন করেন ধর্মেন্দ্র। নিজের সোশ্যাল মিডিয়ায় দাদাকে হারিয়ে তাঁর সঙ্গে শেষ ছবি শেয়ার করেছেন অভিনেতা।

ট্যুইটারে শেষশয্যায় দিলীপ কুমারের মাথার পাশে বসে থাকার ছবি শেয়ার করেছেন ধর্মেন্দ্র। কান্নায় ভেঙে পরা ধর্মেন্দ্রর ছবিই বলে দিয়েছে তাঁর মনের অবস্থা। ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সায়রা যখন বলল, ধরম দেখো সাহাবের চোখের পলক পড়ল, বন্ধুরা আমার প্রাণ বেরিয়ে গিয়েছিল। মালিক আমার প্রিয় ভাইকে জন্নত দিন।’ এরই সঙ্গে আরেকটি ট্যুইটে ধর্মেন্দ্র লিখেছেন, ‘বন্ধুরা, আমি দেখাতে পারি না। আমার আবেগকে ধরে রাখতে পারি না। নিজের মনে করে যা বলার বলে ফেলি।’

সকালেই দিলীপ কুমারের মৃত্যুর খবর পেয়ে আরেকটি ট্যুইট করেছিলেন ধর্মেন্দ্র। সেখানে দিলীপ কুমারের সঙ্গে নিজের একটি আদুরে ছবি শেয়ার করেছিলেন তিনি। ক্যাপশনে ধর্মেন্দ্র লিখেছিলেন, ‘ইন্ডাস্ট্রিতে আমার দাদাকে হারিয়ে খুবই শোকাহত। দিলীপ সাহাব যেন জন্নতে যেতে পারেন।’ পরে ৮৫ বছরের অভিনেতা শেষবার গিয়ে দেখে এসেছেন দিলীপ কুমারকে। ধর্মেন্দ্র বাংলা ছবি ‘পাড়ি’-তে দিলীপ কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন। সেটি ছিল হিন্দি ছবি ‘আনোখা মিলন’-এর রিমেক।

কিংবদন্তি তারকা দিলীপ কুমারের আসল নাম মহম্মদ ইউসুফ খান। তৎকালীন ব্রিটিশ ভারত, বর্তমান পাকিস্তানের অন্তর্ভুক্ত পেশোয়ারে একটি সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন ১৯২২ সালের ১১ ডিসেম্বর। বাবা লালা গোলাম সারওয়ার, মা আয়েশা বেগম। বাবা ছিলেন ফল ব্যবসায়ী। ১৯৩০ সালে পরিবার নিয়ে মুম্বইয়ে চলে আসেন তাঁরা। কর্মজীবনের শুরুতে দিলীপ কুমার ছিলেন ক্যান্টিন মালিক, পাশাপাশি শুকনো ফল সরবরাহকারী। ১৯৪৪ সালে ‘জোয়ার ভাটা’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পণ। ১৯৪৭ ও ১৯৪৮ সালে যথাক্রমে ‘জুগনু’ ও ‘শহিদ’ সিনেমা বাণিজ্যসফল হওয়ার পর আর পিছন ফিরে তাকাননি। ১৯৭৬ পর্যন্ত চুটিয়ে অভিনয় করেন। কয়েক বছর বিরতির পর আবার পুরোদমে। ১৯৯৮ সালে তাঁর শেষ ছবি ‘কিলা’।

Haryana BJP on Dilip Kumar Death: ‘হিন্দু নাম ধার করে ফিল্ম জগতে রোজগার করা ইউসুফ খানের মৃত্যু অপূরণীয়’, বিজেপির ট্যুইটে বিতর্ক!

#মুম্বই: বুধবারই প্রয়াত হয়েছেন হিন্দি চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার (Dilip Kumar Death)। সেই মৃত্যুর খবর নিয়ে ট্যুইট করে বিতর্কে জড়াল বিজেপি। হরিয়ানার বিজেপি সোশ্যাল মিডিয়া ও আইটি সেলের (Haryana BJP’s social media and IT wing) তরফে অভিনেতার মৃত্যুতে যে ট্যুইট করা হয়, তা নিয়েই চরম বিতর্ক শুরু হয়েছে। যার জেরে শিবসেনা নেতৃ ও অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর (Urmila Matondkar) তীব্র আক্রমণ করেছেন। বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ৯৮ বছর বয়সে প্রয়াত হন দিলীপ কুমার।

অরুণ যাদবের তরফে হিন্দিতে দিলীপ কুমারের মৃত্যুর পর ট্যুইট করা হয়েছে, ‘মহম্মদ ইউসুফ খান (দিলীপ কুমার), যিনি হিন্দু নাম ধার করে ফিল্ম জগতে টাকা রোজগার করেছেন, তাঁর মৃত্যু ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে অপূরণীয়। পরিবারকে গভীর সমবেদনা জানানো হচ্ছে। তাঁর আত্মাকে ঈশ্বর শান্তি দিক।’

এই ট্যুইটের পরই বিতর্ক শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। বিজেপির এমন ‘সাম্প্রদায়িক’ ট্যুইটকে তীব্র কটাক্ষ করেছেন শিবসেনা নেতৃ ও অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসে যোগ দিয়েছিলেন উর্মিলা। পরে সেখান থেকে বেরিয়ে শিবসেনায় যোগ দেন তিনি। হরিয়ানা বিজেপির ট্যুইটের তীব্র সমালোচনা করে উর্মিলার পাল্টা ট্যুইট, ‘লজ্জা হওয়া উচিত’। সঙ্গে থাম্বস ডাউন ইমোজি শেয়ার করেছেন উর্মিলা।

গতকাল দিলীপ কুমারের পারিবারিক বন্ধু ফয়জল ফারুকির তরফে দিলীপ কুমারের ট্যুইটার অ্যাকাউন্ট থেকেই তাঁর মৃত্যুর খবর শেয়ার করা হয়। এর পরই দেশ-বিদেশের নানা কাজের সঙ্গে যুক্ত মানুষ শোক প্রকাশ করেছেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দও ট্যুইটারে শোকজ্ঞাপন করেছেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস নেতা রাহুল গান্ধীও রয়েছেন সেই তালিকায়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বান্দ্রায় দিলীপ কুমারের বাড়িতেও গিয়েছিলেন শেষশ্রদ্ধা জানাতে। সীমান্তের ওপার থেকে পাক প্রধানমন্ত্রী ইমরান খানও ট্যুইট করে শোকবার্তা দিয়েছেন। শোকবার্তা ট্যুইট করেছে ইজরায়েল সরকারও।