Tag Archives: Video

Mamata Banerjee : ‘নীতিশ কুমার BJP তে গেলে জোটে প্রভাব পড়বে না’, নীতীশকে গুরুত্বে নারাজ মমতা

Mamata Banerjee : নীতীশকে গুরুত্বে নারাজ মমতা।‘নীতীশ কুমার বিজেপিতে গেলে জোটে প্রভাব পড়বে না’। ‘বিহারে নীতীশের জনপ্রিয়তা কমছে’। ‘নীতীশ কুমারের বিজেপিতে গেলে জোটের লাভ’।‘তেজস্বীদের কাজ করতে সুবিধা হবে’ । ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন বাংলা নিউজ ভিডিও (Watch Bangla news video)৷

Watch Video: মোবাইল ফোনে সিম কার্ড নেই! তাও বিন্দাস দেখা যাচ্ছে ভিডিও, ঝক্কাস এই প্রযুক্তি এল বলে!

: সম্প্রতি সরকার একটি ডাইরেক্ট-টু-মোবাইল সার্ভিস চালু করার প্রস্তুতি নিচ্ছে। যার ফলে ব্যবহারকারীরা সিম কার্ড ছাড়াই নিজেদের ফোনে ভিডিও দেখার সুযোগ পাবেন। এই যুগান্তকারী প্রযুক্তিটি আইআইটি কানপুর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের মধ্যে একটি সহযোগিতামূলক প্রচেষ্টার ফলাফল। Photo- Representative
: সম্প্রতি সরকার একটি ডাইরেক্ট-টু-মোবাইল সার্ভিস চালু করার প্রস্তুতি নিচ্ছে। যার ফলে ব্যবহারকারীরা সিম কার্ড ছাড়াই নিজেদের ফোনে ভিডিও দেখার সুযোগ পাবেন। এই যুগান্তকারী প্রযুক্তিটি আইআইটি কানপুর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের মধ্যে একটি সহযোগিতামূলক প্রচেষ্টার ফলাফল। Photo- Representative
কীভাবে এটি কাজ করবে?ইন্টারনেট ছাড়া এফএম রেডিও-র মাধ্যমে গান শোনার মতোই এটিও মোবাইল ব্যবহারকারীদের ইন্টারনেট বা ডেটা প্রয়োজন ছাড়াই তাঁদের নিজেদের প্রিয় টিভি চ্যানেল এবং শো অ্যাক্সেস করতে সক্ষম করবে। এটি টেরেস্ট্রিয়াল ব্রডকাস্টিং কমিউনিকেশনের কাঠামো ব্যবহার করে কাজ করবে। Photo- Representative
কীভাবে এটি কাজ করবে?
ইন্টারনেট ছাড়া এফএম রেডিও-র মাধ্যমে গান শোনার মতোই এটিও মোবাইল ব্যবহারকারীদের ইন্টারনেট বা ডেটা প্রয়োজন ছাড়াই তাঁদের নিজেদের প্রিয় টিভি চ্যানেল এবং শো অ্যাক্সেস করতে সক্ষম করবে। এটি টেরেস্ট্রিয়াল ব্রডকাস্টিং কমিউনিকেশনের কাঠামো ব্যবহার করে কাজ করবে। Photo- Representative
দেশব্যাপী পরীক্ষানিরীক্ষা চলছে:সরকার সারা দেশে ১৯টি শহরে এই ডাইরেক্ট-টু-মোবাইল সার্ভিসের জন্য ট্রায়াল শুরু করার পরিকল্পনা করেছে। সংরক্ষিত ৪৭০-৫৮২ MHz স্পেকট্রাম ব্যান্ড পরীক্ষানিরীক্ষার পর্যায়ে ব্যবহার করা হবে। এই প্রযুক্তির লক্ষ্য হবে, মোবাইল নেটওয়ার্কের লোড কমানো, সম্ভাব্য ভাবে ভিডিও বাফারিং হ্রাস করা এবং ইন্টারনেটের গতি বৃদ্ধি করা। Photo- Representative
দেশব্যাপী পরীক্ষানিরীক্ষা চলছে:
সরকার সারা দেশে ১৯টি শহরে এই ডাইরেক্ট-টু-মোবাইল সার্ভিসের জন্য ট্রায়াল শুরু করার পরিকল্পনা করেছে। সংরক্ষিত ৪৭০-৫৮২ MHz স্পেকট্রাম ব্যান্ড পরীক্ষানিরীক্ষার পর্যায়ে ব্যবহার করা হবে। এই প্রযুক্তির লক্ষ্য হবে, মোবাইল নেটওয়ার্কের লোড কমানো, সম্ভাব্য ভাবে ভিডিও বাফারিং হ্রাস করা এবং ইন্টারনেটের গতি বৃদ্ধি করা। Photo- Representative
পিটিআই-এর মতে, তথ্য ও সম্প্রচার সেক্রেটারি অপূর্ব চন্দ্র আরও জানিয়েছেন যে, সফল ভাবে বাস্তবায়নের পরে এই পরিষেবাটি ৫জি নেটওয়ার্কগুলিতে ২৫ থেকে ৩০ শতাংশ ভিডিও ট্র্যাফিক হ্রাস করতে পারে। এই পরীক্ষা সফল হলে দ্রুত ইন্টারনেট সংযোগেের অবদান থাকবে, যা দেশের মধ্যে ডিজিটাল বিবর্তন এবং কনটেন্ট ডেলিভারিকে উৎসাহিত করবে। Photo- Representative 
পিটিআই-এর মতে, তথ্য ও সম্প্রচার সেক্রেটারি অপূর্ব চন্দ্র আরও জানিয়েছেন যে, সফল ভাবে বাস্তবায়নের পরে এই পরিষেবাটি ৫জি নেটওয়ার্কগুলিতে ২৫ থেকে ৩০ শতাংশ ভিডিও ট্র্যাফিক হ্রাস করতে পারে। এই পরীক্ষা সফল হলে দ্রুত ইন্টারনেট সংযোগেের অবদান থাকবে, যা দেশের মধ্যে ডিজিটাল বিবর্তন এবং কনটেন্ট ডেলিভারিকে উৎসাহিত করবে। Photo- Representative
সেক্রেটারি অপূর্ব চন্দ্র আরও উল্লেখ করেছেন যে, ডাইরেক্ট-টু-মোবাইল পরিষেবা টেলিভিশন ছাড়াই ভারতের ৮ থেকে ৯ কোটি মানুষের জন্য বিশেষ তাৎপর্য রাখবে। বর্তমানে দেশের ২৮০ মিলিয়ন পরিবারের মধ্যে মাত্র ১৯০ মিলিয়নের পরিবারের কাছে টিভি রয়েছে।
সেক্রেটারি অপূর্ব চন্দ্র আরও উল্লেখ করেছেন যে, ডাইরেক্ট-টু-মোবাইল পরিষেবা টেলিভিশন ছাড়াই ভারতের ৮ থেকে ৯ কোটি মানুষের জন্য বিশেষ তাৎপর্য রাখবে। বর্তমানে দেশের ২৮০ মিলিয়ন পরিবারের মধ্যে মাত্র ১৯০ মিলিয়নের পরিবারের কাছে টিভি রয়েছে।
আনুমানিক ৮০ কোটি স্মার্টফোন ব্যবহারকারী ভিডিও কনটেন্ট ভোক্তাদের ৬৯ শতাংশ, এই প্রযুক্তির লক্ষ্য হবে বাকি শতাংশ মানুষকে বিরামহীন ভিডিও অ্যাক্সেস অফার করা।
আনুমানিক ৮০ কোটি স্মার্টফোন ব্যবহারকারী ভিডিও কনটেন্ট ভোক্তাদের ৬৯ শতাংশ, এই প্রযুক্তির লক্ষ্য হবে বাকি শতাংশ মানুষকে বিরামহীন ভিডিও অ্যাক্সেস অফার করা।
আইআইটি কানপুরের সাংখ্য ল্যাব দ্বারা তৈরি, ডাইরেক্ট-টু-মোবাইল সার্ভিস প্রযুক্তি শুধুমাত্র উন্নত ভিডিও অ্যাক্সেস নয় বরং এটি কিন্তু ডেটা ট্রান্সমিশন এবং ডেটা অ্যাক্সেসের খরচ কমানোরও ক্ষেত্রেও বিশেষ অবদান রাখবে বলে মনে করা হচ্ছে।
আইআইটি কানপুরের সাংখ্য ল্যাব দ্বারা তৈরি, ডাইরেক্ট-টু-মোবাইল সার্ভিস প্রযুক্তি শুধুমাত্র উন্নত ভিডিও অ্যাক্সেস নয় বরং এটি কিন্তু ডেটা ট্রান্সমিশন এবং ডেটা অ্যাক্সেসের খরচ কমানোরও ক্ষেত্রেও বিশেষ অবদান রাখবে বলে মনে করা হচ্ছে।

Rashid Khan: রাশিদ খানের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত

Rashid Khan : রশিদ খানের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন Swagatalakshmi Dasgupta, দেখে নিন বাংলা নিউজ ভিডিও (Watch bangla news video)৷

Sandipta Sen Wedding: ‘ওঁর সঙ্গে কাঁদতেও ভাললাগে…’, নিজেদের গল্প ভাগ করলেন সন্দীপ্তা, বিয়ের ভিডিওতে ঠাসা চমক

কলকাতাঃ গত ৭ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী সন্দীপ্তা সেন। প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহ সম্পন্ন হয় তাঁর। যদিও, বিয়ের পরেই সোশ‍্যাল মিডিয়াতে ছবি ভাগ করে নেন দম্পতি। তবে, এবার প্রকাশ‍্যে এল বিয়ের ভিডিও। ডিসেম্বরের সন্ধ্যায় পিসি চন্দ্র গার্ডেনসে বসেছিল সন্দীপ্তা-সৌম্যর বিয়ের আসর।

 

View this post on Instagram

 

A post shared by SANDIPTA SEN (@sandiptasen)

আরও পড়ুনঃ হইচই সিরিজ এই প্রথমবার হিন্দিতে! জাতীয় মাধ‍্যমে সোহিনী, রাজনন্দিনীর ‘সম্পূর্ণা’

অভিনেত্রী নিজেই তাঁদের বিয়ের ভিডিও নিজের সোশ‍্যাল মিডিয়াতে শেয়ার করেন গতকাল। এবং ক‍্যাপশনে লেখেন ‘আমাদের গল্প’। বিয়ের ভিডিও-তে সন্দীপ্তা বলেন যে সৌম্য তাঁর নিজের থেকেও বেশি তাঁর খেয়াল রাখে, তাই সেরকম মানুষকে বিয়ে করতেই হত। তিনি আরও বলেন যে, সৌম্যর সঙ্গে হাসতে, কাঁদতে দুটোই তাঁর ভাললাগে। সেইজন‍্যই তাঁরা একসঙ্গে আছেন। অপরদিকে, সৌম্য বলেন তাঁরা দুজন-দুজনের জন‍্য একেবারে সঠিক।

দুধে আলতা রঙা বেনারসিতে সেজে উঠেছিলেন সন্দীপ্তা। তার সঙ্গে মানানসই সোনার গয়না। কপালে চন্দনের সাজ। হালকা মেকআপ। সঙ্গে হালকা গোলাপি শেরওয়ানি এবং সাদা ধুতি পরেছিলেন সৌম্য। মাথায় টোপর, গলায় বরমালা। মহিলা পুরোহিতদের তত্ত্বাবধানে বৈদিক মতে হয়েছিল তাঁদের বিয়ে। পৌরোহিত্য করেছেন অধ্যাপক নন্দিনী ভৌমিক এবং তাঁর দল। সন্দীপ্তা-সৌম্যর বিয়েতে সাক্ষী রইলেন তাঁদের পরিবার, কাছের বন্ধুরা এবং বিনোদন জগতের তারকারা।

ভারতীয় ক্রিকেট দলকে সেরার সেরা তকমা দিলেন Sourav Ganguly, দেখুন দাদা কী বললেন

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা উচিত রোহিত-বিরাটদের। কেপটাউনে ঐতিহাসিক জয়ের পর ভারতীয় ক্রিকেট দলকে সেরার সেরা তকমা দিলেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। দেখে নিন বাংলা নিউজ ভিডিও (Watch Bangla news video)৷

নিজের বাড়িতে ডাকাতির ছক কষেছিলেন বাড়ির বউ নিজেই, এ কেমন ফুলন দেবী

Agarpara য় ডাকাত বউ! নিজের বাড়িতেই ডাকাতির ছক মহিলার! আগরপাড়ায় ভয়াবহ ডাকাতি এক বাড়িতে। বাড়ি থেকে লক্ষাধিক টাকার গয়না লুট। তদন্তে চাঞ্চল্যকর তথ্য পায় পুলিশ। নিজের বাড়িতেই ডাকাতির ছক গৃহকর্ত্রীর। বিশেষ চাহিদাসম্পন্ন মেয়েকে বেঁধে রেখে ডাকাতি। নিজের সোনার গয়না গোপনে বন্ধক মহিলার। বন্ধকী সোনা ফেরত না পেরে ডাকাতির ছক। দেখুন বাংলা নিউজ ভিডিও (Watch bangla news video)।

Utttarkashi Tunnel Rescue: সুড়ঙ্গে ঢুকছে জল! আরও জটিল হচ্ছে উত্তরকাশীতে উদ্ধারকাজ

Utttarkashi Tunnel Rescue Operation : উত্তরকাশীতে সুড়ঙ্গে ১৬ দিন ধরে আটকে শ্রমিকরা। শ্রমিকদের উদ্ধারে আরও সমস্যার আশঙ্কা। উত্তরকাশীতে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। সুড়ঙ্গের ভেতর ঢুকছে জল। রেসকিউ পাইপ চুঁইয়ে ঢুকছে জল। বৃষ্টির সম্ভাবনায় বাড়ল আশঙ্কা। দেখে নিন বাংলা নিউজ ভিডিও (Watch bangla news video)৷

Rahul Dravid: বিশ্বকাপ পর্যন্ত ছিল চুক্তি, ভারতীয় দলে এবার দ্রাবিড়ের ভবিষ্যৎ কী ?

Rahul Dravid: বিশ্বকাপ পর্যন্ত ছিল চুক্তি, ভারতীয় দলে এবার দ্রাবিড়ের ভবিষ্যৎ কী ? দেখুন বাংলা নিউজ ভিডিও  (Watch bangla news video)৷

Nepal plane crash: মাঝ আকাশেই বিমানে আগুন! দেখুন নেপাল দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তের ভিডিও

#নেপাল: নেপালের পোখরায় মাঝ আকাশেই বিমানে আগুন। ৭২ জন যাত্রীকে নিয়ে মাটিতে ভেঙে পড়ল বিমান। পরিষ্কার আবহাওয়ায় অবতরণের ঠিক আগে কী ভাবে দুর্ঘটনা? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

রবিবার সকাল ১০টা ৩২ মিনিটে কাঠমাণ্ডু থেকে ৬৮ জন যাত্রী নিয়ে পোখরার উদ্দেশে রওনা দিয়েছিল ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি। বিমানে ৪ জন বিমানকর্মীও ছিলেন। দুর্ঘটনায় প্রায় কারোরই বেঁচে থাকার আশঙ্কা নেই বলে মনে করছেন উদ্ধারকারীরা।

আরও পড়ুন: ‘ভোটের পর উধাও’ বিধায়ক গ্রামে গেলেন ‘দিদির দূত’ হয়ে, ঢুকতেই বাঁধল গোল! চরম কাণ্ড

এর মধ্যেই সামনে এসেছে দুর্ঘটনার আগে বিমানের শেষ মুহূর্তের ভিডিও।

৩২ ফুট উচ্চতা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ার পরেই গোটা বিমানেই দাউ দাউ করে আগুন লেগে যায়। প্রথমেই বিমানযাত্রীদের উদ্ধারে নামে এলাকাবাসী। তার পরে হাত লাগায় প্রশাসন এবং বিমানবন্দর কর্তৃপক্ষ। জানা গিয়েছে, পোখরা পুরনো বিমানবন্দর এবং পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের মাঝেই ভেঙে পড়েছিল বিমানটি।

ঘটনাস্থল থেকে ইতিমধ্যেই ৪০ জনের দেহ উদ্ধার করা হয়েছে। বিমানে উপস্থিত ৫ ভারতীয়ের মৃত্যুর আশঙ্কা। ৫ ভারতীয় ছাড়াও দুর্ঘটনাগ্রস্ত বিমানে ছিলেন ৪ রুশ, ১ আইরিশ, ২ দক্ষিণ কোরীয় যাত্রী।

আরও পড়ুন: মিড ডে মিলের টাকায় ‘দুয়ারে সরকার’ ক্যাম্প! ফের বড় দুর্নীতির ‘হদিশ’ শুভেন্দু অধিকারীর

ঘটনার খবর পাওয়া মাত্রই মন্ত্রিসভার বিশেষ বৈঠক ডাকেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল প্রচণ্ড। বৈঠকে সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ঊর্ধ্বতন আধিকারিকেরা। তারপরেই তিনি ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন। গোটা উদ্ধারকাজ প্রক্রিয়া সেখান থেকেই পর্যবেক্ষণ করেন তিনি।

গত কয়েক বছরে নেপালে কমপক্ষে ২৭টি বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে। গত ৬ মাসের মধ্যে পোখরা এলাকায় এ নিয়ে ২ টি বিমান দুর্ঘটনা ঘটল। বারবার কেন ঘটছে এই দুর্ঘটনা?

এদিন আবহাওয়া ভালই ছিল পোখরায়। কোনও ভৌগোলিক জটিলতারও মুখোমুখি হতে হয়নি বিমানের চালককে। তাই দুর্ঘটনার পিছনে কোনও বড় ধরনের যান্ত্রিক কারণ ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। পাশাপাশি, বিমানের স্বাস্থ্য়পরীক্ষায় নজরদারি নিয়েও প্রশ্ন উঠেছে। বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কমিটি তৈরির কথা ভাবছে নেপাল সরকার। কিন্তু ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা ব্ল্যাক বক্স উদ্ধার হওয়ার পরেই নিশ্চিত ভাবে জানা যাবে বলে জানাচ্ছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।