Tag Archives: Diesel

Alert: আপনি দু’চাকা বা চার’চাকার গাড়ি চালান! পেট্রোল ও ডিজেল ভরানোর লিমিট বেঁধে দিল এই রাজ্য সরকার

: আপনি নিজের গাড়ি ব্যবহার করে যাতায়াত করেন? তাহলে এই খবরটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোন গাড়ি একবারে কতটা তেল গাড়িতে ভরতে পারবে তার জন্য নিয়ম স্থির করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে৷   এই নিয়ম অনুসারে একটি দ্বিচক্র যান বা টু হুইলার প্রতিদিন মাত্র ২০০ টাকার এবং একটি চার চক্রযান বা ফোর হুইলার গাড়ি প্রতিদিন মাত্র ৫০০ টাকা পর্যন্ত সর্বোচ্চ তেল ভরাতে পারবে৷ Photo- File 
: আপনি নিজের গাড়ি ব্যবহার করে যাতায়াত করেন? তাহলে এই খবরটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোন গাড়ি একবারে কতটা তেল গাড়িতে ভরতে পারবে তার জন্য নিয়ম স্থির করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে৷   এই নিয়ম অনুসারে একটি দ্বিচক্র যান বা টু হুইলার প্রতিদিন মাত্র ২০০ টাকার এবং একটি চার চক্রযান বা ফোর হুইলার গাড়ি প্রতিদিন মাত্র ৫০০ টাকা পর্যন্ত সর্বোচ্চ তেল ভরাতে পারবে৷ Photo- File
ত্রিপুরা সরকার পেট্রোল এবং ডিজেল ক্রয়-বিক্রয়ের সীমা নির্ধারণ করেছে। এর অধীনে টু হুইলারের মালিকরা প্রতিদিন মাত্র ২০০ টাকা আর চার চাকার গাড়ি মাত্র ৫০০ টাকা পর্যন্ত পেট্রোল ও ডিজেল কিনতে পারবেন৷  রাজ্যে আসা পণ্য ট্রেনগুলির গতি ব্যাহত হওয়ার কারণে হঠাৎই  জ্বালানি তেল ঘাটতির আশঙ্কায়  সরকার এই পদক্ষেপ নিয়েছে। Photo- File
ত্রিপুরা সরকার পেট্রোল এবং ডিজেল ক্রয়-বিক্রয়ের সীমা নির্ধারণ করেছে। এর অধীনে টু হুইলারের মালিকরা প্রতিদিন মাত্র ২০০ টাকা আর চার চাকার গাড়ি মাত্র ৫০০ টাকা পর্যন্ত পেট্রোল ও ডিজেল কিনতে পারবেন৷  রাজ্যে আসা পণ্য ট্রেনগুলির গতি ব্যাহত হওয়ার কারণে হঠাৎই  জ্বালানি তেল ঘাটতির আশঙ্কায়  সরকার এই পদক্ষেপ নিয়েছে। Photo- File
অসমের জাটিঙ্গায় বড়সড় ল্যান্ডস্লাইড হওয়ার কারণে ত্রিপুরায় আসা পণ্যবাহী ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। মেরামতের কাজ  অবশ্য শেষ হয়ে গেছে এবং ২৬ এপ্রিল যাত্রীবাহী ট্রেনের পরিষেবা শুরু হয়েছে  তবে জাটিঙ্গা হয়ে ট্রেন পরিষেবা এখনও রাতে বন্ধ রাখা হয়েছে৷ Photo- File
অসমের জাটিঙ্গায় বড়সড় ল্যান্ডস্লাইড হওয়ার কারণে ত্রিপুরায় আসা পণ্যবাহী ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। মেরামতের কাজ  অবশ্য শেষ হয়ে গেছে এবং ২৬ এপ্রিল যাত্রীবাহী ট্রেনের পরিষেবা শুরু হয়েছে  তবে জাটিঙ্গা হয়ে ট্রেন পরিষেবা এখনও রাতে বন্ধ রাখা হয়েছে৷ Photo- File
খাদ্য ও নাগরিক সরবরাহ বিভাগের অতিরিক্ত সচিব নির্মল অধিকারী বললেন, ‘‘রাজ্যে পণ্যবাহী ট্রেন চলাচলে বিঘ্ন ঘটার কারণে পেট্রোল ও ডিজেলের সরবরাহ কমে গেছে এবং তাই বিক্রির ওপর নিষেধাজ্ঞা রয়েছে। জ্বালানি-পেট্রোল ও ডিজেলের ওপর ১ মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কিছু বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’ Photo- File
খাদ্য ও নাগরিক সরবরাহ বিভাগের অতিরিক্ত সচিব নির্মল অধিকারী বললেন, ‘‘রাজ্যে পণ্যবাহী ট্রেন চলাচলে বিঘ্ন ঘটার কারণে পেট্রোল ও ডিজেলের সরবরাহ কমে গেছে এবং তাই বিক্রির ওপর নিষেধাজ্ঞা রয়েছে। জ্বালানি-পেট্রোল ও ডিজেলের ওপর ১ মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কিছু বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’ Photo- File
খাদ্য ও নাগরিক সরবরাহ দফতরের জারি করা আদেশ অনুসারে, 'দুই চাকার গাড়ি ২০০ টাকা পর্যন্ত পেট্রোল কিনতে পারবে এবং চার চাকার গাড়িগুলি ৫০০ টাকা পর্যন্ত পেট্রোল বা ডিজেল কিনতে পারবে।' Photo- File
খাদ্য ও নাগরিক সরবরাহ দফতরের জারি করা আদেশ অনুসারে, ‘দুই চাকার গাড়ি ২০০ টাকা পর্যন্ত পেট্রোল কিনতে পারবে এবং চার চাকার গাড়িগুলি ৫০০ টাকা পর্যন্ত পেট্রোল বা ডিজেল কিনতে পারবে।’ Photo- File
এদিকে পাবলিক ভেহিকেলের জন্য দিনে একটি বাসে মাত্র ৬০ লিটার ডিজেল বিক্রি করতে বলা হয়েছে যেখানে মিনি বাস, অটো রিক্সা ও থ্রি-হুইলারের ক্ষেত্রে এই সীমা হবে যথাক্রমে ৪০ লিটার ও ১৫ লিটার। Photo- File
এদিকে পাবলিক ভেহিকেলের জন্য দিনে একটি বাসে মাত্র ৬০ লিটার ডিজেল বিক্রি করতে বলা হয়েছে যেখানে মিনি বাস, অটো রিক্সা ও থ্রি-হুইলারের ক্ষেত্রে এই সীমা হবে যথাক্রমে ৪০ লিটার ও ১৫ লিটার। Photo- File

পেট্রোল গাড়িতে ডিজেল ঢেলে ফেললে কী হতে পারে? এমন ভুলে ভয়ঙ্কর কাণ্ড হবে

কলকাতা: পেট্রোল গাড়িতে ভুল করে ডিজেল ঢেলে ফেললে কী হবে? বা ডিজেল গাড়িতে পেট্রোল ঢাললে? গাড়ি চলবে? ইঞ্জিনের কোনও ক্ষতি হবে? আসলে পেট্রোল এবং ডিজেলের আলাদা আলাদা বৈশিষ্ট রয়েছে। ডিজেল কম দাহ্য। অন্য দিকে পেট্রোলের ফ্ল্যাশ পয়েন্ট বেশি। একটা ফুলকি থেকে পেট্রোলে আগুন ধরে যেতে পারে। ডিজেলে সময় লাগে।

এছাড়া পেট্রোল এবং ডিজেলের লুব্রিকেটিং বৈশিষ্টও আলাদা আলাদা। পেট্রোলে ৯১ থেকে ৯৫-এর উচ্চতর অকটেন নম্বর রয়েছে। সিটেন নম্বর ১৫ থেকে ২০-র কম। ডিজেলে সিটেন নম্বর বেশি, প্রায় ৪৫ থেকে ৫৫-র আশপাশে থাকে। অকটেন সংখ্যা ১৫ থেকে ২৫-এর মধ্যে থাকে।

আরও পড়ুন- তিন তলা থেকে পড়ে গেলেও কিছু হত না! সেই Nokia 3210 বাজারে আসছে আবার

পেট্রোল গাড়িতে ডিজেল ঢাললে: পেট্রোল গাড়ির ট্যাঙ্কের নোজাল ডিজেল ডিসপেনসারের চেয়ে ছোট। তাই পেট্রোল গাড়িতে ডিজেল ঢালার সম্ভাবনা খুব কম। কিন্তু তারপরেও যদি কেউ ভুল করে ঢেলে ফেলে তাহলে গাড়ির যে ক্ষতি হবে বলাইবাহুল্য।

পেট্রোল পরিশোধিত জ্বালানি এবং ডিজেলের চেয়ে পাতলা। স্পার্ক প্লাগের সাহায্যে এতে স্পার্ক করা হয়। এখন কেউ যদি পেট্রোল গাড়িতে ডিজেল ঢেলে চালাতে যায়, তাহলে প্রথমেই গাড়ির স্পার্ক প্লাগ এবং ফুয়েল সিস্টেম জ্যাম হয়ে যাবে।

গাড়ির ফুয়েল ফিল্টারও ক্ষতিগ্রস্ত হবে। এর ফলে ইঞ্জিনে আগুন ধরে যাবে এবং এগজস্ট থেকে ধোঁয়া বেরতে শুরু করবে। সোজা কথায়, গাড়ি থামাতে হবে। এভাবে গাড়ি চালানো যাবে না।

ডিজেল গাড়িতে পেট্রোল ঢাললে: এখন ডিজেল গাড়িতে যদি পেট্রোল ঢালা হয়? এতে ক্ষতি কম হবে। তবে হবে। ডিজেল লুব্রিকেশন অয়েল হিসেবে কাজ করে।

গাড়ি চালু করার সঙ্গে সঙ্গে ডিজেল ইঞ্জিনের প্রতিটা অংশে পেট্রোল পৌঁছে যাবে। ফলে ‘মিসফায়ার’ হবে। গাড়ি থেমে যাবে। ইঞ্জিনে কতটা পেট্রোল গিয়েছে, তার উপর ক্ষতির পরিমাণ নির্ভর করছে।

আরও পড়ুন- ফোন হারানোর পরই স্যুইচড অফ! আর চিন্তা নেই, অ্যান্ড্রয়েড ১৫ থাকলেই খুঁজে পাবেন

ডিজেল গাড়িতে পেট্রোল ঢাললে মেশিনের ঘর্ষণ বৃদ্ধি পায়। এর ফলে জ্বালানি লাইন সহ পাম্প ক্ষতিগ্রস্ত হতে পারে। এরপরেও গাড়ির ইঞ্জিন চালু রাখলে ইঞ্জিনের ক্ষতি হবে। এমনকী ইঞ্জিন স্তব্ধ হয়ে যেতে পারে। এইরকম পরিস্থিতিতে অবিলম্বে মেকানিকের কাছে গিয়ে ইঞ্জিন থেকে সমস্ত পেট্রোল বের করে পুঙ্খানুপুঙ্খভাবে পরিস্কার করা ছাড়া অন্য পথ নেই।