Tag Archives: District News

Richest District in West Bengal: পশ্চিমবঙ্গে সবচেয়ে ধনী জেলা কোনটি বলুন তো? কলকাতা শহর কত নম্বরে জানেন কি! চমকে দেওয়া রিপোর্ট

২০২৩ সালে প্রকাশ পেয়েছিল নীতি আয়োগের রিপোর্ট। সেই তালিকায় প্রকাশ পেয়েছিল, পশ্চিমবঙ্গের কোন জেলার আর্থিক অবস্থা ঠিক কীরকম। ২০১৫-১৬ এবং ২০১৯-২০২১ সালে পশ্চিমবঙ্গে ‘মাল্টিডায়মেনশনাল পভার্টি ইনডেক্স’ তুলনা করে দেখা গিয়েছে রাজ্যে আর্থিক অবস্থা আগের থেকে উন্নত হয়েছে।
২০২৩ সালে প্রকাশ পেয়েছিল নীতি আয়োগের রিপোর্ট। সেই তালিকায় প্রকাশ পেয়েছিল, পশ্চিমবঙ্গের কোন জেলার আর্থিক অবস্থা ঠিক কীরকম। ২০১৫-১৬ এবং ২০১৯-২০২১ সালে পশ্চিমবঙ্গে ‘মাল্টিডায়মেনশনাল পভার্টি ইনডেক্স’ তুলনা করে দেখা গিয়েছে রাজ্যে আর্থিক অবস্থা আগের থেকে উন্নত হয়েছে।
২০১৯-২০২১ সালের রিপোর্ট অনুযায়ী কোন জেলা সবচেয়ে ধনী জানেন? কেবল টাকার ভিত্তিতে নয়, শিক্ষা, পুষ্টি-সহ জীবনের বিভিন্ন মাপকাঠির ভিত্তিতে হিসেব করা হয়েছে।
২০১৯-২০২১ সালের রিপোর্ট অনুযায়ী কোন জেলা সবচেয়ে ধনী জানেন? কেবল টাকার ভিত্তিতে নয়, শিক্ষা, পুষ্টি-সহ জীবনের বিভিন্ন মাপকাঠির ভিত্তিতে হিসেব করা হয়েছে।
পশ্চিমবঙ্গের সবচেয়ে ধনী জেলা হল কলকাতা। কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী এবং রাজ্যের বৃহত্তম শহর। এটি একটি প্রধান বাণিজ্যিক ও শিল্প কেন্দ্রও বটে। কলকাতার মাথাপিছু আয় বেশি এবং দারিদ্র্যের হার কম।
পশ্চিমবঙ্গের সবচেয়ে ধনী জেলা হল কলকাতা। কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী এবং রাজ্যের বৃহত্তম শহর। এটি একটি প্রধান বাণিজ্যিক ও শিল্প কেন্দ্রও বটে। কলকাতার মাথাপিছু আয় বেশি এবং দারিদ্র্যের হার কম।
শহরটি বেশ কয়েকটি বড় সংস্থা এবং ব্যবসার আবাসস্থল। কলকাতাও একটি প্রধান পর্যটন গন্তব্য, যা শহরের অর্থনীতিতে অবদান রাখে। তাই অন্যসব জেলার তুলনায় আর্থিক ভাবে এগিয়ে রয়েছে কলকাতা জেলা।
শহরটি বেশ কয়েকটি বড় সংস্থা এবং ব্যবসার আবাসস্থল। কলকাতাও একটি প্রধান পর্যটন গন্তব্য, যা শহরের অর্থনীতিতে অবদান রাখে। তাই অন্যসব জেলার তুলনায় আর্থিক ভাবে এগিয়ে রয়েছে কলকাতা জেলা।
উত্তর ২৪ পরগণাও একটি প্রধান শিল্প জেলা এবং এখানে বেশ কয়েকটি কারখানা ও মিল রয়েছে। তা ছাড়াও হুগলিও একটি প্রধান বাণিজ্যিক ও শিল্প জেলা। এ ছাড়া হাওড়াতেও একই রকম ভাবে আর্থিক অবস্থা অনেকটাই বেশি ভাল।
উত্তর ২৪ পরগণাও একটি প্রধান শিল্প জেলা এবং এখানে বেশ কয়েকটি কারখানা ও মিল রয়েছে। তা ছাড়াও হুগলিও একটি প্রধান বাণিজ্যিক ও শিল্প জেলা। এ ছাড়া হাওড়াতেও একই রকম ভাবে আর্থিক অবস্থা অনেকটাই বেশি ভাল।
২০১৫-১৬ সালের রিপোর্টে কলকাতা জেলায় দারিদ্রসীমার নীচে রয়েছে জনসংখ্যার ২.৭২ শতাংশ মানুষ। কিন্তু সেটা তার পরের রিপোর্টে কমে গিয়েছে। ২০১৯-২০২১ সালের রিপোর্ট অনুযায়ী, কলকাতা জেলায় দারিদ্রসীমার নীচে রয়েছে জনসংখ্যার ২.৫৬ শতাংশ মানুষ।
২০১৫-১৬ সালের রিপোর্টে কলকাতা জেলায় দারিদ্রসীমার নীচে রয়েছে জনসংখ্যার ২.৭২ শতাংশ মানুষ। কিন্তু সেটা তার পরের রিপোর্টে কমে গিয়েছে। ২০১৯-২০২১ সালের রিপোর্ট অনুযায়ী, কলকাতা জেলায় দারিদ্রসীমার নীচে রয়েছে জনসংখ্যার ২.৫৬ শতাংশ মানুষ।
পুরো দেশের ভিত্তিতে ২০২২-২০২৩ সালের যে রিপোর্ট প্রকাশ পেয়েছে, তাতেও দেখা গিয়েছে, আর্থিক উন্নতি হয়েছে গোটা পশ্চিমবঙ্গের। ২০১৯-২০২১ সালের রিপোর্ট অনুযায়ী, দারিদ্রসীমার নীচে ছিল ১১.৮৯% মানুষ। ২০২২-২০২৩ সালে দারিদ্রসীমার নীচে ৮.৬০% মানুষ। আগের থেকে অনেকটা কম।
পুরো দেশের ভিত্তিতে ২০২২-২০২৩ সালের যে রিপোর্ট প্রকাশ পেয়েছে, তাতেও দেখা গিয়েছে, আর্থিক উন্নতি হয়েছে গোটা পশ্চিমবঙ্গের। ২০১৯-২০২১ সালের রিপোর্ট অনুযায়ী, দারিদ্রসীমার নীচে ছিল ১১.৮৯% মানুষ। ২০২২-২০২৩ সালে দারিদ্রসীমার নীচে ৮.৬০% মানুষ। আগের থেকে অনেকটা কম।

Hire Car Drivers: এক ফোনেই পেয়ে যান ড্রাইভার! চালক নিয়ে হয়রানির দিন শেষ, এবার স্বস্তি

অস্থায়ী চালক নিয়ে অনেকেই অজানা চালক বুক করে নিচ্ছেন। এর ফলে অনেক অপরাধমূলক কাজ যেমন গাড়ি চুরি ,হাইজ্যাক ,মিসবিহেভ এসব ঘটছে আকছার। এই কারণে বর্ধমান ড্রাইভারস এন্ড ক্যাব সার্ভিসের তরফে একটি পরিষেবা শুরু করা হচ্ছে ।

District News: স্কুলে জলে ডুবে মৃত্যু হল মেধাবী ছাত্রের, পরিবারের দাবি খুন, তীব্র উত্তেজনা

পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার রামজীবনপুর এলাকার একটি ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। চন্দ্রকোনার একটি স্কুলে নবম শ্রেণির পড়ুয়ার জলে ডুবে মৃত্যুর ঘটনায় কার্যত রহস্যের গন্ধ পাচ্ছেন পরিবারের লোকেরা৷ স্কুল অবশ্য জানাচ্ছে, জলে ডুবে মৃত্যু হয়েছে পড়ুয়ার৷

স্কুল কর্তৃপক্ষের দাবি, তাঁরা জানেন না কী ভাবে এই ঘটনা ঘটল, স্কুল কর্তৃপক্ষের কথায় স্কুলের গাফিলতি রয়েছে, তা দাবি করেছেন পরিবারের সদস্যরা। চন্দ্রকোনা রানীগঞ্জের বাসিন্দা শান্তিনাথ দত্তের ছেলে শুভজিৎ দত্ত ক্লাস নাইনের ছাত্র। আর শুভজিৎ পড়াশোনা করত রামজীবনপুর পৌরসভার বাইপাস লাগোয়া একটি বেসরকারি স্কুলে ।

স্কুল ক্যাম্পাসে জলে ডুবে শুভজিতের মৃত্যু হয়েছে আজ দুপুর একটা নাগাদ শুভজিতের পরিবারে এমনই খবর আসে স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে। আর এখানেই বাঁধে যত গন্ডগোল। শুভজিতের পরিবারের দাবি শুভজিৎ সাঁতার জানত, সে গ্রামের ছেলে, স্কুল ক্যাম্পাসে পুকুরে জলে ডুবে তার কী ভাবে মৃত্যু হল তাহলে? তাঁদের দাবি, শুভজিতের মৃত্যু হয়েছে সকালে, কিন্তু স্কুলের তরফ থেকে তাদের পরিবারে খবর দেয়া হয়েছে দুপুর একটা নাগাদ। স্কুল কর্তৃপক্ষের চরম গাফিলতির অভিযোগ তুলছেন শুভজিতের পরিবারের সদস্যরা।

যদিও স্কুল কর্তৃপক্ষের প্রধান গৌতম দাসের দাবি, বিষয়টি কী ভাবে ঘটল তিনি জানেন না। স্কুল কর্তৃপক্ষের নজরদারীর অভাবেই ঘটনাটি ঘটেছে দাবি তুলছেন সকলে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ঘাটালে, ঘটনার তদন্ত শুরু করেছে চন্দ্রকোনা টাউন থানার পুলিশ।

Sukanta Chakrabarty