Tag Archives: Dress Code

Anant Ambani wedding: পুত্র অনন্তের বরযাত্রীতে নীতা যে পিচ রঙের ঘাগরাটি পরেছিলেন সেটি বুনতে কত সময় লেগেছে জানেন?

মুম্বই: ১২ জুলাই ধুমধাম করে বিয়ে হল অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টের। আম্বানিদের বিকেসির বিয়েবাড়িতে একে একে উদয় হয়েছিলেন নিমন্ত্রিত তারকারা। তাঁদের সাজপোশাকের জৌলুসও ছিল চমকপ্রদ। বরকনের বেশে ভক্তদের মন ভরিয়েছেন অনন্ত-রাধিকা। তবে মুকেশপত্নী নীতা আম্বানিই কেড়ে নিলেন স্পটলাইট। ভারতীয় কারুশিল্প এবং ঐতিহ্যের পৃষ্ঠপোষকতার প্রসঙ্গ উঠলে অনায়াসে আইকন হতে পারেন নীতা। পুত্র অনন্তর ‘বরাত’ বা বরযাত্রীতে যাওয়ার জন্য নীতা সেজেছিলেন পিচ রঙের এক স্নিগ্ধ অথচ জমকালো ঘাগড়ায়। আবু জানি ও সন্দীপ খোসলার ডিজাইন করা রণঘাট ঘাগরা সেটি।
অপরূপ সাজে ছেলের বিয়েতে তারাদের ভিড়ে মধ্যমণি হলেন মা নীতা।

ডিজাইনার আবু জানি এবং সন্দীপ খোসলা কিছু ছবি শেয়ার করেছিলেন। ভারতীয় শিল্পীদের অতুল্য প্রতিভাকে উদযাপন করার বিষয়ে নীতা আম্বানির বিশেষ যত্ন । সেই সঙ্গে তিনি সারা বিশ্বের দরবারে তুলে ধরলেন দেশের সাংস্কৃতিক উত্তরাধিকারকেও।
ভারত এবং ভারতীয় কারুশিল্পকে গোটা বিশ্বের স্টাইল স্টেটমেন্ট করে তুলেছেন নীতা। পুপিচ রঙা সিল্ক ঘাগরায় পিচ রঙের সঙ্গে ভিন্টেজ ব্রোঞ্জ, ব্লাশিং পিঙ্ক এবং পেস্তা সবুজের মতো রঙেরও মিশেল ঘটেছিল। এই ঘাগরার সঙ্গে নীতা পরেছিলেন একটি সূক্ষ্ম নেটের ব্লাউজ। যার মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে সিলভার জারদৌসির সঙ্গে সোনার জড়ির কাজ। সেই সঙ্গে নীতার পোশাকে এক রাজকীয়তা এনে দিয়েছে সোয়ারভ্স্কি ক্রিস্টাল।
এই বিশেষ পোশাকটি প্রায় ৪০ দিনেরও বেশি সময় ধরে হাতে বুনেছেন দেশের অন্যতম সেরা ডিজাইনার বিজয় কুমার এবং মণিকা মৌর্য।

নীতাকে ঘাগরাটি পরিয়েছেন প্রখ্যাত ড্রেপিং শিল্পী ডলি জৈন। এই বিশেষ ঘাগরাটির সঙ্গে নীতা নিয়েছিলেন প্যাস্টেল শেডের একটি ঐতিহ্যবাহী রণঘাট দোপাট্টাও। নীতা কেশসজ্জার দায়িত্বে ছিলেন হেয়ারস্টাইলিস্ট অমিত ঠাকুর। একটি ছিমছাম অথচ চটকদার খোঁপা বেঁধে দিয়েছিলেন তিনি। আর সেই খোঁপায় সাজিয়ে দিয়েছিলেন টাটকা ফুলও। সঙ্গে হালকা-ছিমছাম অথচ নিখুঁত সুন্দর মেক-আপ। এর দায়িত্বে ছিলেন তনভি চেম্বুরকর।

অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানের ড্রেস কোড ছিল ‘রেসপ্লেনডেন্টলি ইন্ডিয়ান’। যার অর্থ হল, জমকালো ভারতীয় পোশাক। এই বিয়ে অবিস্মরণীয় হয়ে উঠেছে। কারণ এই অনুষ্ঠানে সংস্কৃতি এবং ঐতিহ্যের মেলবন্ধন ঘটেছে। বিবাহ অনুষ্ঠান শুরু হওয়ার আগে পরিবার তথা মুকেশ আম্বানি, অনন্ত আম্বানি, ইশা আম্বানি, আনন্দ পিরামল, আকাশ আম্বানি এবং শ্লোকা আম্বানিকে নিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন নীতা। পাপারাৎজিদের জন্য পোজও দিয়েছেন।

আরও পড়ুন- বৃষ্টিভেজা মুম্বইয়ের রাস্তায় রিকশা চড়ে চলছেন কিম কারদাশিয়ান! দেখুন ভিডিও

অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানে সামিল হওয়া তারকাদের পরনেও ছিল ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক। যা হয়ে উঠেছে ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের উদযাপন। আসর মাতিয়েছিলে গোটা বলিউড! সঙ্গে হলিউড শিল্পীরাও। কে ছিলেন না অতিথির তালিকায়! প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস থেকে শুরু করে কিম কার্দাশিয়ান, ক্লোয়ি কার্দাশিয়ান, রাম চরণ, জন সিনা, রেমা, জ্যাকি শ্রফ, শাহরুখ খান, গৌরি খান, অমিতাভ বচ্চন, রাজকুমার রাও, পত্রলেখা, অনন্যা পাণ্ডে, শানায়া কাপুর, অর্জুন কাপুর, খুশি কাপুর, সারা আলি খান প্রমুখরা।

Paris Olympics 2024: সামনে এল প্যারিস অলিম্পিকে ভারতের জার্সি ও কিট, খেলোয়াড়দের দেওয়া হল সংবর্ধনা

২৬ জুলাই থেকে শুরু হতে চলেছে প্যারিস অলিম্পিক। তার আগে রবিবার খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হল। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য বললেন, “ভারতীয় দল অলিম্পিকে নতুন ইতিহাস তৈরি করবে”। বিগত কয়েক বছরে খেলাধুলার উন্নতিতে কেন্দ্রীয় সরকার একাধিক পদক্ষেপ করেছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি ঊষাও।

ফেয়ারওয়েল অনুষ্ঠানে ক্রীড়াবিদদের জার্সি এবং কিট উন্মচন করা হয়। কেন্দ্রীয় মন্ত্রী মান্ডব্য বলেন, “ভারতীয় দল অলিম্পিকে আরও উন্নতি করবে বলে আমি আত্মবিশ্বাসী। ২০১৬ সালে রিও-তে দুটি পদক থেকে টোকিও অলিম্পিকে আমরা ৭টি পদক জিতি। নীরজ চোপড়ার স্বর্ণপদক ভারতকে পয়েন্ট টেবিলে ৬৭ তম স্থান থেকে ৪৭ তম স্থানে তুলেছে। আমি আশা করি ভারতীয় খেলোয়াড়রা এবার পদক তালিকায় দেশকে আরও উপরে নিয়ে যাবে”।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি ঊষা এবং কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি। টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম নিয়েও এদিন আলোচনা হয়। প্যারিসে খেলোয়াড়দের সবরকম সাহায্য করা হবে জানানা পিটি ঊষা। তিনি বলেন, “ডাঃ দিনেশ পারদিওয়ালার নেতৃত্বে আমরা একটি শক্তিশালী দল তৈরি করেছি। এই দলে স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ, ওয়েলনেস এক্সপার্ট, পুষ্টিবিদ, ফিজিওথেরাপিস্ট এবং একজন স্লিপ সায়েন্টিস্ট রয়েছেন”।

প্যারিস অলিম্পিকে ভারতীয় খেলোয়াড়দের তিন ধরনের কিট দেওয়া হয়েছে। আনুষ্ঠানিক পোশাক, খেলার জার্সি এবং ভ্রমণের পোশাক। মান্ডব্য বলেন, “এই অনুষ্ঠান শুধু কিট উন্মোচনের অনুষ্ঠান নয়। বরং কোটি কোটি ভারতীয়র স্বপ্ন এবং আকাঙ্ক্ষার প্রতীক, যা ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে প্যারিসে যাচ্ছে”।

আরও পড়ুনঃ Indian Cricketers Retirement: শুধু বিরাট-রোহিত-জাদেজা নয়, আরও ৫ ভারতীয় ক্রিকটারের শীঘ্রই অবসর! জানুন বিস্তারিত

এবারের প্যারিস অলিম্পিকে ভারতীয় দলে জ্যাভলিন থ্রোয়ে স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়া, ১৬ জনের পুরুষ হকি টিম, ২১ শ্যুটার সহ মোট ১২০ জন খেলোয়াড় রয়েছেন। পিটি ঊষা বলেন, “প্রথমবার ক্রীড়াবিদ, কোচিং এবং সার্পোট স্টাফদের অংশগ্রহণ ভাতা দেবে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন। আগের অলিম্পিকগুলোর তুলনায় প্যারিসে ভারত সেরা পারফরম্যান্স করবে বলে আমি আশাবাদী”।