Tag Archives: Dwayne Bravo

সব ধরনের ক্রিকেটকে বিদায়, কেরিয়ারে ইতি টানলেন ধোনির প্রিয় বন্ধু

এমএস ধোনির প্রিয় বন্ধু তিনি। ধোনিকে নিয়ে গানও বেঁধেছেন। আইপিএলে চেন্নাই সুপার কিংসে ধোনির সাফল্যের অন্যতম কাণ্ডারি তিনি। টি-২০ ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা স্লোয়ার বোলার ও অলরাউন্ডার তিনি। আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএলকে আগেই বিদায় জানিয়েছিলেন। এবার সবধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন ডোয়েইন ব্রাভো।

২০২১ সালে শেষবার ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট খেলে অবসর নিয়েছিলেন ডিজে ব্রাভো। সিএসকের হয়ে শেষ আইপিএল খেলেছিলেন ২০২৩ সালে। বর্তমানে সিএসকের মেন্টর দলেও রয়েছেন তিনি। তবে বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে তিনি। এবার পুরোপুরি কিট ব্যাগ তুলে রাখার সিদ্ধান্ত নিলেন ক্যারিবিয়ান তারকা।

তবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনিদাদ নাইট রাইডার্সের হয়ে খেলে হয়ে খেলেই অবসর নেবে বলে জানিয়েছেন ৪০ বছরে ক্রিকেট তারকা। সোশ্যাল মিডিয়ায় ব্রাভো জানিয়েছেন,”আমার ক্রিকেট কেরিয়ারের সফরটা দারুণ ছিল। এটাই সিপিএলে ত্রিনিদা নাইট রাইডার্সের হয়ে আমার শেষ বছর। জাতীয় দলের হয়ে দুবার টি-২০ বিশ্বকাপ জয় সহ, সিএসকের হয়ে আইপিএল জয়, অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে একাধিক স্মরণীয় মুহূর্ত রয়েছে। সকলকে অনেক ধন্যবাদ।”

আরও পড়ুনঃ KKR News: কেকেআর থেকে বাদ একাধিক তারকা! নিলামের আগেই বড় ধামাকা করবে নাইটরা? জানুন বিস্তারিত

প্রসঙ্গত, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সেরা সময়টা কাটিয়েছেন এমএস ধোনি নেতৃত্বে চেন্নাই সুপার কিংসের হয়ে। ধোনি ও ব্রাভোর বন্ধুত্ব নিয়ে নতুন করে কিছু বলার নেই। ব্রাভোর মত টি-২০-র কমপ্লিট প্লেয়ার খুব কম রয়েছে ক্রিকেট বিশ্বে। তাঁকে আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন বর্তমান ও প্রাক্তম সতীর্থ, বন্ধু ও পরিবাররের সদস্যরা।

DJ Bravo Srivalli Dance: ওয়ার্নার, রায়নার পর এবার ‘পুষ্পা জ্বরে’ আক্রান্ত ব্রাভো! দেখুন ভাইরাল ভিডিও

#মুম্বই: তেলগু ব্লকবাস্টার হিট ছবি ‘পুষ্পা’-র শ্রীভল্লি গানারে প্রতীকী স্টেপ করার জ্বর ছড়িয়ে পড়েছে। দেশ-বিদেশের বিভিন্ন ক্ষেত্রের মানুষেরা অল্লু অর্জুনের ‘শ্রীভল্লি’ গানের স্টেপে নাচ করছেন এবং তার ভিডিও শেয়ার করছেন। আপাতত ইন্টারনেটে শ্রীভল্লি গানের জেরে ‘পুষ্পা জ্বরে’ আক্রান্ত অনেকেই। ক্রিকেটের দুনিয়াতেও ব্যাপক সাড়া ফেলেছে অল্লু অর্জুনের এই নাচ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই গানে নেচে ভাইরাল হয়েছেন ডিজে ব্রাভো (DJ Bravo Srivalli Dance)।

প্রথমে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ডেভিড ওয়ার্নার এই গানে নেচে ভাইরাল হয়েছিলেন। এর পর সুরেশ রায়না একই গানে নেচে ভিডিও শেয়ার করে ভাইরাল হয়েছেন। এবার সেই তালিকায় ঢুকে পড়লেন ক্যারিবিয়ান ক্রিকেটার-অল রাউন্ডার ডোয়েন ব্রাভো (DJ Bravo Srivalli Dance)। শ্রীভল্লির হিন্দি ভার্সনে নেচেছেন ব্রাভো (DJ Bravo Srivalli Dance)। ভিডিও শেয়ার করে ব্রাভো ক্যাপশনে লিখেছেন, ‘ট্রেন্ডের সঙ্গে ভাসছি’। একই সঙ্গে ডেভিড ওয়ার্নার ও সুরেশ রায়নাকে ট্যাগ করে জানতে চেয়েছেন কেমন হয়েছে তাঁর নাচ।

আরও পড়ুন: মুখে জ্বলন্ত বিড়ি, রবীন্দ্র জাদেজা কার মতো সেজেছেন, বলুন তো?

 

 
 
 
View this post on Instagram
 
 
 

 

A post shared by David Warner (@davidwarner31)

 

View this post on Instagram

 

A post shared by Suresh Raina (@sureshraina3)

হার্দিক পান্ডিয়া, সাকিব উল হাসানও এই গানে নেচে ভাইরাল হয়েছেন। কয়েকদিন আগেই ভিডিও শেয়ার করে ডেভিড ওয়ার্নার তাতে ক্যাপশন লিখেছিলেন, ‘পুষ্পা এবার কী??’। ইনস্টাগ্রামে রিল শেয়ার করেন ডেভিড ওয়ার্নার। নাচ করতে করতে ডান পায়ের স্লিপারও খুলে যাচ্ছিল তাঁর। কিন্তু তাতে কী, কায়দা করে বিষয়টি সামলেছেন ক্রিকেটার। গানের হুবহু স্টেপ নকল করেছেন তিনি। শুধু তাই নয়, অল্লু অর্জুনকে নকল করেছেন গানে। কয়েকদিন আগেই জানিয়েছিলেন, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হলে পোস্ট করবেন সেই ভিডিও। কথা মতো কাজ করেছেন, কথা রেখেছেন তিনি।

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়া জুড়ে পুষ্পা ঝড়, এ বার শ্রীবল্লী গানের তালে নেচে ভাইরাল পর্তুগিজ বাবা-মেয়ে

দুই পর্বের ক্রাইম ড্রামার প্রথম অংশটি ১৭ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং সারা দেশের বক্স অফিসে সাড়া ফেলে দেয়। ছবিতে নায়িকার চরিত্রে রয়েছেন রশ্মিকা মন্দান্না। বক্স অফিসে ‘পুষ্পা’ ৩০০ কোটি টাকার ব্যবসা করেছে। ছবিটি এখনও প্রেক্ষাগৃহে রমরমিয়ে চলছে। ছবির দ্বিতীয় অংশ ‘পুষ্পা: দ্য রুল’, এই বছরের শেষের দিকে মুক্তি পাওয়ার কথা। ওটিটি-তেও চলে এসেছে প্রথম পর্বটি।

DJ Bravo retirement : বিশ্বকাপ শেষ হলেই দেশের জার্সিতে ক্রিকেটকে বিদায় জানাবেন ডোয়াইন ব্রাভো

#দুবাই: স্বয়ং মহেন্দ্র সিং ধোনি টি টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে নম্বর দেন তাকে। এই ফরম্যাটে ব্রাভোর মত অভিজ্ঞতা হাতে গোনা কয়েকজন ক্রিকেটার ছাড়া কারো নেই। ২০১৬ সালের টুর্ণামেন্টে শিরোপা জিতে তার ‘চ্যাম্পিয়ন’ গানেই উদযাপন সেরেছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ইডেনের মাঝমাঠে চ্যাম্পিয়ন গানের সুরে উত্তাল হয়েছিলেন ক্রিস গেইল, ড্যারেন স্যামি, কার্লোস ব্রাথওয়েটরা। কিন্তু বছর পাঁচেক পর ক্যারিবীয়দের মাঠের পারফরম্যান্সে মিলল না চ্যাম্পিয়ন সুর। বৃহস্পতিবার আবুধাবিতে শ্রীলঙ্কার কাছে হেরে সেমিফাইনালের আগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

আরও পড়ুন – T20 World Cup: Afganistan কি হতে পারবে ভারতের ট্রাম্পকার্ড, Semi final-র তিন পথ

আর এই কারণে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন চ্যাম্পিয়ন গানের জনক ডোয়াইন জন ব্রাভো। যাকে ডিজে ব্রাভো হিসেবেই চেনে ক্রিকেট বিশ্ব। তবে বিশ্বকাপের এবারের আসরে ক্যারিবীয়দের শেষ ম্যাচটি খেলবেন ব্রাভো। সবকিছু ঠিকঠাক থাকলে শনিবার (৬ নভেম্বর) আবুধাবিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিই হবে ব্রাভোর শেষ আন্তর্জাতিক ম্যাচ। বৃহস্পতিবার শ্রীলঙ্কার কাছে হারের পর এ সিদ্ধান্ত জানিয়েছেন মি. চ্যাম্পিয়ন। আইসিসির ম্যাচ পরবর্তী আলোচনায় স্বদেশি ড্যারেন স্যামি ও অ্যালেক্স জর্ডানকে নিজের সিদ্ধান্ত সম্পর্কে ব্রাভো বলেছেন, বিদায় বলার সময় এসে গেছে।

উইন্ডিজের হয়ে দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারে অনেক উত্থান-পতন হলেও ক্যারিয়ার ভালই ছিল। ওয়েস্ট ইন্ডিজ দল ও ক্যারিবীয় জনগণের কাছে কৃতজ্ঞ; যারা আমাকে সমর্থন দিয়েছে। এই টি-টোয়েন্টি বিশ্বকাপই যে ব্রাভোর শেষ আন্তর্জাতিক সিরিজ, তার ইঙ্গিত অবশ্য আগেই পাওয়া গিয়েছিল। গত জুলাই-আগস্টে ঘরের মাঠে অনুষ্ঠিত পাকিস্তান সিরিজে কাইরন পোলার্ড বলেছিলেন, ঘরের মাঠে এবারই শেষবারের মতো টি-টোয়েন্টি খেলছে ব্রাভো।

২০১২ ও ২০১৬-ওয়েস্ট ইন্ডিজের দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলেই ছিলেন ডোয়াইন ব্রাভো। এর আগে আরও একবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন। ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে ২০১৯ সালেই আবার ক্যারিবীয় দলে ফেরেন এই অলরাউন্ডার। ত্রিনিদাদের এই ক্রিকেটার অবশ্য আইপিএল চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।