Tag Archives: Retirement

MS Dhoni Retirement: মন ভাঙল ফ্যানেদের! এই আইপিএলের পরই অবসর নেবেন ধোনি? বড় আপডেট দিলেন মাহির প্রিয়জন

কলকাতা: এবার আইপিএলে বেশ কয়েকটি ম্যাচে চেনা ছন্দে পাওয়া গিয়েছে এমএস ধোনিকে। মুম্বই ম্যাচে ধোনির ৪ বলে ২০ রানের ইনিংস, ছয়ের হ্যাটট্রিক দেখা পর উচ্ছ্বসিত ফ্যানেরা। ধোনির ব্যাটিং দেখে ফ্যানেদের একাংশ শুধু পরের আইপিএলে ধোনিকে খেলার জন্য নয়, এমনকী অবসর ভেঙে টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে ফেরার আবদারও করেছেন।

তবে ধোনি কি সত্যিই পরের আইপিএলেও খেলবেন? এই প্রশ্নর উত্তর পাওয়ার কৌতুহলই সবথেকে বেশি দেশ তথা বিশ্বজুড়ে ক্রিকেট প্রেমিদের মধ্যে। সকলেই চান ধোনিকে খেলতে দেখতে। এরই মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে ধোনির খুব কাছের মানুষ সুরেশ রায়না আগামী আইপিএলে আদৌ মাহি খেলবেন কিনা, তা নিয়ে বড় সড় আপডেট দিয়েছেন।

ভিডিওতে দেখা যায় সঞ্চালনা করছিলেন আরপি সিং ও সুরেশ রায়না। সেখানে সঞ্চালক প্রশ্ন করে আরপি সিং-কে পার্থিব প্যাটেল বলেছেন, এটাই হয়তো ধোনির শেষ আইপিএল। আপনার কী মনে হয়? জবাবে আরপি সিং বলেন, ‘আমার মনে তো হচ্ছে না।’ এরপর আরপি সিং রায়নাকে জিজ্ঞেস করেন ধোনি ২০২৫ সালের আইপিএলে খেলবেন কিনা। একবাক্যে রায়না ওই প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, ‘খেলেঙ্গে’।

আরও পড়ুনঃ KKR News: হারের পরই বিস্ফোরক গম্ভীর, বদল চাইছেন কেকেআর মেন্টর! জানুন বিস্তারিত

সুরেশ রায়নার এই ভিডিও নেট দুনিয়ায় ঝড় তুলতে বেশি সময় লাগেনি। কারণ রায়না ধোনির কতটা কাছের বন্ধু তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। সিএসকে-তে ধোনিকে ‘থালা’ বলা বলে রায়নাকে বলা হত ‘চিন্না থালা’। দুজনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরও নিয়েছিলেন একই দিনে। পারিবারিক দিক থেকেও ধোনির খুব কাছের রায়না। ফলে ধোনির কোনও বড় সিদ্ধান্তের খবর রায়নার কাছে থাকতেই পারে বলে মনে করেন ফ্যানেরা। রায়নার এহেন মন্তব্যে খুশি ফ্যানেরা।

T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপে বহু গুণ শক্তি বাড়ছে পাকিস্তানের! চাপ বাড়বে ভারতের উপর? জেনে নিন বিস্তারিত

২ জুন থেকে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। ৯ তারিখ গ্রুপ পর্বের ম্যাচ মুখোমুখি ভারত-পাকিস্তান। যেই ম্যাচ ঘিরে মার্কিন মুলুকে টিকিটের হাহাকার। লক্ষ লক্ষ টাকায় বিকোচ্ছে একটি টিকিট।
২ জুন থেকে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। ৯ তারিখ গ্রুপ পর্বের ম্যাচ মুখোমুখি ভারত-পাকিস্তান। যেই ম্যাচ ঘিরে মার্কিন মুলুকে টিকিটের হাহাকার। লক্ষ লক্ষ টাকায় বিকোচ্ছে একটি টিকিট।
আর টি-২০ বিশ্বকাপে ভারত-পাক মহারণের আগে মহাচমক দিতে পারে পাকিস্তান। সবকিছু ঠিকঠাক থাকলে পাক দলের পেস অ্যাটাকের শক্তি আরও বাড়তে চলেছে। অবসর ভেঙে ফিরছেন পাক তারকা পেসার।
আর টি-২০ বিশ্বকাপে ভারত-পাক মহারণের আগে মহাচমক দিতে পারে পাকিস্তান। সবকিছু ঠিকঠাক থাকলে পাক দলের পেস অ্যাটাকের শক্তি আরও বাড়তে চলেছে। অবসর ভেঙে ফিরছেন পাক তারকা পেসার।
২০২০ সালে মাত্র ২৭ বছর বয়য়ে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন মহম্মদ আমির। তখনও ফর্মে ছিলেন তিনি। তার আগে ৬ বছর নষ্ট হয়ে ফিক্সিং কাণ্ডে জড়িয়ে। তবে আবার ফের দেশের জার্সিতে খেলতে চাইছেন আমির।
২০২০ সালে মাত্র ২৭ বছর বয়য়ে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন মহম্মদ আমির। তখনও ফর্মে ছিলেন তিনি। তার আগে ৬ বছর নষ্ট হয়ে ফিক্সিং কাণ্ডে জড়িয়ে। তবে আবার ফের দেশের জার্সিতে খেলতে চাইছেন আমির।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় জানালেও পাকিস্তান সুপার লিগে খেলছেন আমির। ফিট ও ছন্দেও রয়েছে তিনি। চার বছর পর আবার পাকিস্তানের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করলেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় জানালেও পাকিস্তান সুপার লিগে খেলছেন আমির। ফিট ও ছন্দেও রয়েছে তিনি। চার বছর পর আবার পাকিস্তানের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করলেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় আমির জানিয়েছেন,"আমি ফের পাকিস্তানের হয়ে ক্রিকেট খেলার স্বপ্ন দেখি। জীবনে নেওয়া কোনও সিদ্ধান্ত ফের বিবেচনা করে দেখতে হয়। তাই আমি ফের ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছি।"
সোশ্যাল মিডিয়ায় আমির জানিয়েছেন,”আমি ফের পাকিস্তানের হয়ে ক্রিকেট খেলার স্বপ্ন দেখি। জীবনে নেওয়া কোনও সিদ্ধান্ত ফের বিবেচনা করে দেখতে হয়। তাই আমি ফের ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছি।”
এছাড়াও আমির বলেছেন,"আমার এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের কথা হয়েছে। তারা আমাকে দলে ফেরানোর আশ্বাস দিয়েছেন। পাকিস্তান দলে আমার প্রয়োজন আছে বলে মনে করছেন কর্তারা। সামনে টি-২০ বিশ্বকাপ। সেই লক্ষ্যেই নিজেকে প্রস্তুত রাখছি।"
এছাড়াও আমির বলেছেন,”আমার এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের কথা হয়েছে। তারা আমাকে দলে ফেরানোর আশ্বাস দিয়েছেন। পাকিস্তান দলে আমার প্রয়োজন আছে বলে মনে করছেন কর্তারা। সামনে টি-২০ বিশ্বকাপ। সেই লক্ষ্যেই নিজেকে প্রস্তুত রাখছি।”
প্রসঙ্গত, মহম্মদ আমির বরাবরই ভারতের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে একাই ধসিয়ে দিয়েছিলেন ভারতীয় ব্যাটিং লাইনকে। ফলে টি-২০ বিশ্বকাপে আমির ফিরলে ভারত-পাক লড়াই আরও জোরদার হবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
প্রসঙ্গত, মহম্মদ আমির বরাবরই ভারতের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে একাই ধসিয়ে দিয়েছিলেন ভারতীয় ব্যাটিং লাইনকে। ফলে টি-২০ বিশ্বকাপে আমির ফিরলে ভারত-পাক লড়াই আরও জোরদার হবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

IPL 2024: ৫ ভারতীয় তারকার অবসর! শেষবারের মতন নামবেন মাঠে? মন ভাঙতে চলেছে ফ্যানেদের

আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২৪। তবে এবারের আইপিএস শুরু হওয়ার আগে মন খারাপ ক্রিকেট প্রেমিদের। কারণ এই আইপিএলের পরই অবসর গ্রহণ করতে পারেন একাধিক ভারতীয় তারকা ক্রিকেটার।
আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২৪। তবে এবারের আইপিএস শুরু হওয়ার আগে মন খারাপ ক্রিকেট প্রেমিদের। কারণ এই আইপিএলের পরই অবসর গ্রহণ করতে পারেন একাধিক ভারতীয় তারকা ক্রিকেটার।
এমএস ধোনি: বয়স ৪২ পেরিয়েছে। এই বয়সে হাঁটুর অস্ত্রোপচারের পর বেশিদিন ক্রিকেট খেলা সম্ভবও নয়। ২৫০টি আইপিএল ম্যাচ খেলে ফেলেছেন তিনি। এমনিতেই অবসরের ইঙ্গিত দিয়ে রেখেছেন সিএসকে অধিনায়ক। চেন্নাইয়ের মাঠে আইপিএল খেলেই বিদায় নিতে চান বলে ইচ্ছে প্রকাশ করেছিলেন। আইপিএলের ইতিহাসে অন্যতম সফল দলকে ২০০৮ সাল থেকে নেতৃত্ব দিয়েছেন ধোনি। ৫ বারের চ্যাম্পিয়ন। এছাড়া প্রতিযোগিতার অন্যতম সেরা ম্যাচ ফিনিশারও ধোনি।
এমএস ধোনি: বয়স ৪২ পেরিয়েছে। এই বয়সে হাঁটুর অস্ত্রোপচারের পর বেশিদিন ক্রিকেট খেলা সম্ভবও নয়। ২৫০টি আইপিএল ম্যাচ খেলে ফেলেছেন তিনি। এমনিতেই অবসরের ইঙ্গিত দিয়ে রেখেছেন সিএসকে অধিনায়ক। চেন্নাইয়ের মাঠে আইপিএল খেলেই বিদায় নিতে চান বলে ইচ্ছে প্রকাশ করেছিলেন। আইপিএলের ইতিহাসে অন্যতম সফল দলকে ২০০৮ সাল থেকে নেতৃত্ব দিয়েছেন ধোনি। ৫ বারের চ্যাম্পিয়ন। এছাড়া প্রতিযোগিতার অন্যতম সেরা ম্যাচ ফিনিশারও ধোনি।
দীনেশ কার্তিক:  বয়স ৩৮ পেরিয়েছে। ২০২২ আইপিএল ভাল গেলেও গতমরসুমে আরসিবির হয়েও ভাল পারফর্ম করতে পারেননি। কিন্তু শুধু আইপিএল খেলে ফর্ম ধরে রাখাটা মুশকিল। যে সমস্যায় ভুগছেন ধোনিও। আইপিএলে ২৪২ ম্যাচে ৪৫১৬ রান করেছেন।  ইতিমধ্যেই ধারাভাষ্যকার হিসেবেও কাজ শুরু করেছেন ডিকে। তাই এবারই কার্তিকের শেষ আইপিএল হতে পারে।
দীনেশ কার্তিক: বয়স ৩৮ পেরিয়েছে। ২০২২ আইপিএল ভাল গেলেও গতমরসুমে আরসিবির হয়েও ভাল পারফর্ম করতে পারেননি। কিন্তু শুধু আইপিএল খেলে ফর্ম ধরে রাখাটা মুশকিল। যে সমস্যায় ভুগছেন ধোনিও। আইপিএলে ২৪২ ম্যাচে ৪৫১৬ রান করেছেন। ইতিমধ্যেই ধারাভাষ্যকার হিসেবেও কাজ শুরু করেছেন ডিকে। তাই এবারই কার্তিকের শেষ আইপিএল হতে পারে।
ঋদ্ধিমান সাহা: ভারতীয় দলের দরজা বন্ধ হয়ে গিয়েছে তারকা উইকেটকিপার ব্যাটার ঋদ্ধিমান সাহার। বাংলা ছেড়ে ঘরোয়া ক্রিকেটে খেলছেন ত্রিপুরার হয়ে। মোট ১৬১টি আইপিএল ম্যাচ খেলেছেন। রান করেছেন ২৭৯৮। বয়স ৩৯ পেরিয়েছে। বর্তমানে গুজরাত টাইটান্সে খেলেন। তাই এবারের আইপএলই শেষ বলে মনে করা হচ্ছে ঋদ্ধিমান সাহার।
ঋদ্ধিমান সাহা: ভারতীয় দলের দরজা বন্ধ হয়ে গিয়েছে তারকা উইকেটকিপার ব্যাটার ঋদ্ধিমান সাহার। বাংলা ছেড়ে ঘরোয়া ক্রিকেটে খেলছেন ত্রিপুরার হয়ে। মোট ১৬১টি আইপিএল ম্যাচ খেলেছেন। রান করেছেন ২৭৯৮। বয়স ৩৯ পেরিয়েছে। বর্তমানে গুজরাত টাইটান্সে খেলেন। তাই এবারের আইপএলই শেষ বলে মনে করা হচ্ছে ঋদ্ধিমান সাহার।
পীযূশ চাওলা: এবারই শেষ আইপিএল হতে পারে ভারতীয় অভিজ্ঞ লেগ স্পিনার পীযুষ চাওলার। একাধিক দলের হয়ে খেলে আইপিএলে ১৮১টি ম্যাচে ১৭৯টি উইকেট নিয়েছেন। বয়স ৩৫ বছর। কিন্তু তরুণ ক্রিকেটারদের ভিড়ে সেভাবে আর প্রথম একাদশে জায়গা পান না তিনি। বর্তমানে মুম্বই ইন্ডিয়ান্স দলে রয়েছেন।
পীযূশ চাওলা: এবারই শেষ আইপিএল হতে পারে ভারতীয় অভিজ্ঞ লেগ স্পিনার পীযুষ চাওলার। একাধিক দলের হয়ে খেলে আইপিএলে ১৮১টি ম্যাচে ১৭৯টি উইকেট নিয়েছেন। বয়স ৩৫ বছর। কিন্তু তরুণ ক্রিকেটারদের ভিড়ে সেভাবে আর প্রথম একাদশে জায়গা পান না তিনি। বর্তমানে মুম্বই ইন্ডিয়ান্স দলে রয়েছেন।
অমিত মিশ্র: এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন অভিজ্ঞ ভারতীয় লেগ স্পিনার অমিত মিশ্র। ১৬১ ম্যাচে অমিত মিশ্রর ঝুলিতে রয়েছে ১৭৩টি উইকেট। বয়স ইতিমধ্যেই তার ৪১ পেরিয়েছে। বর্তমানে লখনউ সুপার জায়ান্টস দলে থাকলেও নিয়মিত প্রথম একাদশে সুযোগ পান না। ফলে অমিত মিশ্রারও এবার শেষ আইপিএল হতে পারে।
অমিত মিশ্র: এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন অভিজ্ঞ ভারতীয় লেগ স্পিনার অমিত মিশ্র। ১৬১ ম্যাচে অমিত মিশ্রর ঝুলিতে রয়েছে ১৭৩টি উইকেট। বয়স ইতিমধ্যেই তার ৪১ পেরিয়েছে। বর্তমানে লখনউ সুপার জায়ান্টস দলে থাকলেও নিয়মিত প্রথম একাদশে সুযোগ পান না। ফলে অমিত মিশ্রারও এবার শেষ আইপিএল হতে পারে।

অবসর নিচ্ছেন কেকেআরের প্রিয় ক্রিকেটার! এই মরশুমেই শেষবার নামবেন ২২ গজে

কলকাতা: আইপিএলের সবথেকে বেশি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা ক্রিকেটারদের মধ্যে তিনি অন্যতম। ২০০৮ সালে আইপিএলের জন্ম লগ্ন থেকে যে প্লেয়াররা খেলছেন ১৬ মরশুম ধরে সেই তালিকাতেই নাম রয়েছে তাঁর। অধিনায়কত্বও করেছেন একাধিক দলের হয়ে। বিশেষ করে কলকাতা নাইট রাইডার্সের হয়ে অধিনায়কত্ব করেছেন। ব্যাট হাতে হোক আর উইকেটের পিছনে, সব জায়গাতেই নিজের ছাপ ছেড়েছেন। সেই দীনেশ কার্তিকই এবার অবসর নিতে চলেছেন।

কেকেকেআরকে বিদায় জানানোর পর আরসিবির হয়ে খেলছেন দীনেশ কার্তিক। ২০২২ আইপিএলে দারুণ পারফর্মও করেছেন ফিনিশার হিসেবে। সেই সুবাদে পেয়েছিলে ভারতের টি-২০ বিশ্বকাপ দলে সুযোগ। কিন্তু সেখানে আশানরুপ পারফর্ম করতে না পারেননি। ২০২৩ সালের আইপিএলেও একেবারেই ছন্দে পাওয়া যায়নি। বয়সও ৩৯-এর দোরগোড়ায়। বিসিসিআই সূত্রের খবর, এবার আইপিএলের পরই অবসর ঘোষণা করতে পারেন কার্তিক।

ESPNcricinfo-র রিপোর্ট অনুযায়ী, অবসরের পরিকল্পনা করে ফেলেছেন তারকা উইকেটকিপার, ব্যাটার। তবে বর্তমানে নিজের শেষ আইপিএল মরশুমে ছাপ রেখে যেতে নিজেক প্রস্তুত করছেন ডিকে। ভারতীয় দল থেকেও এখনও অবসর নেননি তিনি। তাই মনে করা হচ্ছে আইপিএলের পরই সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নেবেন কার্তিক।

আরও পড়ুনঃ Yashasvi Jaiswal: রেকর্ড বুকে যশস্বী জয়সওয়াল, ভাঙলেন গাভাসকর-কোহলিদের নজির

ক্রিকেটের বাইরে ইতিমধ্যেই ধারাভাষ্যকার হিসেবে অনেক আগেই নিজেক দ্বিতীয় ইনিংস শুরু করেছেন দীনেশ কার্তিক। ব্যাটের বদলে মাইক হাতেও যথেষ্ট সাবলীল ডিকে। তবে আইপিএলের শেষ মরশুমে আরও একবার কার্তিককে ব্যাট হাতে ও উইকেটের পিছনে সেরা ফর্মে দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।

Indian Cricketer Announced Retirement: সামনেই আইপিএল,তার আগেই হঠাৎ অবসর ঘোষণা ভারতীয় ক্রিকেটারের

ঝাড়খণ্ড: ৭ তারিখ থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্ট। আর আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএলের ১৭তম মরশুম। আর তার আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ভারতীয় ক্রিকেটার। দীর্ঘ দিন জাতীয় দলে সুযোগ না মেলাতেই ক্রিকেটকে বিদায় জানালেন, বাঁ হাতি স্পিনার শাহবাজ নাদিম।

ভারতীয় দলের হয়ে মাত্র ২টি টেস্ট খেলার সুযোগ পেয়েছিলেন শাহবাজ নাদিম। ২০১৯ সালে বিরাট কোহলি অধিনায়ক থাকাকালীন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাঁচি টেস্টে ভারতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল শাহবাজ নাদিমের। কুলদীপ যাদবের চোট থাকায় দলে সুযোগ পেয়েছিলেন তিনি। সেই ম্যাচে নাদিম ৪০ রান দিয়ে চার উইকেট নিয়েছিলেন নাদিম। ২০২১ সালে চেন্নাইতে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট খেলেছিলেন তিনি।

আশা করেছিলেন ভারতীয় দলের হয়ে ফের সুযোগ মিলবে। কিন্তু সেই পরিস্থিতি আর নেই বলে মনে করেন শাহবাজ নাদিম। তাই মাত্র ৩৪ বছর বয়সেই সব ধরনের ক্রিকট থেকে বিদায় নিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় অবসরের কথা জানিয়ে নাদিম লিখেছেন,”বিষয়টা বেশ কিছু ধরে বিবেচনা করেছি। তার পর তিন ধরনের ক্রিকেট থেকেই অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ভারতীয় দলে আমার আর সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে বলে মনে হয় না। তরুণদের সুযোগ দেওয়াই ভাল।” আগামী দিনে বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্রাঞ্চাইজি টি-২০ লিগ খেলবেন বলেও জানিয়েছেন শাহবাজ নাদিম।

 

View this post on Instagram

 

A post shared by Shahbaz Nadeem (@shahbaz1208)

আরও পড়ুনঃ KKR Team News: আইপিএল শুরুর আগেই চমক, কেকেআরের ওপেনিং জুটি ঠিক করে ফেলেছেন গম্ভীর! জেনে নিন বিস্তারিত

প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্রিকেটে শাহবাজ আহমেদের ৮টি উইকেট রয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেটে রয়েছে ৫৪২টি উইকেট। আইপিএলেও একাধিক দলের হয়ে খেলেছেন নাদিম। খেলেছেন এমএস ধোনির সিএসকে-তে। অবসরের পর আগামী জীবনের জন্য নাদিমকে শুভেচ্ছা জানিয়েছেন সতীর্থরা।

Cristiano Ronaldo Retirement: কবে অবসর নিচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? জানিয়ে দিলেন বান্ধবী জর্জিনা

নিজের ফুটবল জীবনের সেরা সময়টা ইউরোপে কাটিয়ে এসেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বর্তমানে সৌদি আরবের আল নাসেরে খেলছেন তিনি। বয়সও প্রায় চল্লিশ দোরগোড়ায়। ফলে আর কত দিন ফুটবল খেলবেন সিআরসেভেন তা নিয়ে ফুটবল বিশ্বে জল্পনার অন্ত নেই। এবার রোনাল্ডোর অবসর নিয়ে বড় আপডেট দিলেন তাঁর বান্ধবী জর্জিা রড্রিগেজ।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখান জর্জিনাকে বলতে শোনা গিয়েছে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর কত দিনের মধ্যে বুট জোড়া তুলে রাখবেন। নির্দিষ্ট সময় নিয়েও মুখ খুলছেন তিনি। প্যারিস ফ্যাশন উইকে গিয়েছিলেন যোগ দিয়েছিলেন জর্জিনা। সেখানেই রোনাল্ডোর অবসর নিয়ে প্রশ্নের সম্মুখীন হন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বান্ধবী।

ভিডিওতে জর্জিনাকে জিজ্ঞেস করা হয় আর কতদিন ফুটবল খেলবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? জর্জিনা বলেন,?ক্রিশ্চিয়ানো হয়তো আর এক বছর খেলবে। তার পর শেষ। হয়তো দু’বছরও হতে পারে। আমি আসলে সত্যিই জানি না।? ফলে বল পায়ে সবুজ গালিচায় রোনাল্ডোর ফুটবল জাদু আর বেশি দিন দেখা যাবে না।

আরও পড়ুনঃ KKR Team News: এবার আইপিএল জিতবে কেকেআর? তৈরি গম্ভীরের মাস্টার প্ল্যান! জানুন বিস্তারিত

প্রসঙ্গত, কেরিয়ারে সব কিছু পেলেও বিশ্বকাপটা এখনও অধরা রয়ে গিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। তাই আরও একবার হয়তো ২০২৬-এ শেষবার চেষ্টা করবেন স্বপ্নপূরণের। তার আগে ইউরো কাপেও দেখা যাবে রোনাল্ডো ম্যাজিক। শেষ দুটি বড় প্রতিযোগিতায় সিআরসেভেনকে দেখার জন্য মুখিয়ে বিশ্ব জুড়ে ফুটবল প্রেমিরা।

অবসর জীবন কাটবে শান্তিতে, ‘৫৫৫ রুল’ মানলেই হবে, কোটি টাকা থাকবে ব্যাঙ্কে

কলকাতা: মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস একবার বলেছিলেন, ‘গরিব হয়ে জন্মানোটা অপরাধ নয়, কিন্তু গরিব হয়ে মারা যাওয়াটা, সম্পূর্ণ নিজের দোষ’। না, এর মধ্যে কোনও হেঁয়ালি নেই। পদ্ধতিগত বিনিয়োগের মধ্যেই সব রহস্য লুকিয়ে। আর্থিকভাবে স্বাধীন হওয়ার এটাই কৌশল। বিশেষ করে অবসরকালীন বিনিয়োগের ক্ষেত্রে।

হাতে যথেষ্ট টাকা নিয়েই অবসর গ্রহণ করা উচিত। এ ব্যাপারে কোনও দ্বিমত নেই। এর জন্য অল্প বয়স থেকে বিনিয়োগ শুরু করতে হবে এবং ধারাবাহিকভাবে সেই বিনিয়োগ চালিয়ে যেতে হবে। সঙ্গে মেনে চলতে হবে একটা নিয়ম, সেটা হল ‘৫৫৫ রুল’।

আরও পড়ুন- ১ লাখ থেকে বেড়ে ৩.৭৯ কোটি টাকা; এই ৫ মিউচুয়াল ফান্ডে মিলেছে ১০০ গুণ রিটার্ন

যদি ২৫ বছর বয়সে কেউ প্রতি মাসে ৫ হাজার টাকা বিনিয়োগ শুরু করেন তাহলে ৩০ বছর পরে অর্থাৎ ৫৫ বছর বয়সে তিনি ২.৬৪ কোটি টাকার মালিক হবেন। এর মধ্যে অলৌকিক কিছু নেই। ১২ শতাংশ রিটার্ন ধরে এই হিসেব করা হয়েছে।

এর জন্য কি এসআইপি-র মাধ্যমে বিনিয়োগ করতে হবে? এসআইপি ক্যালকুলেটর অনুযায়ী, ৩০ বছর টানা পাঁচ হাজার টাকা বিনিয়োগ করলে ১.৭৬ কোটি টাকা হাতে আসে। তাহলে?

এখানেই সূত্রের তৃতীয় ‘৫’-এর প্রবেশ। প্রতি বছর বিনিয়োগ ৫ শতাংশ বাড়াতে হবে। সোজা কথায় ৫ শতাংশ বার্ষিক স্টেপ আপ করতে হবে। সময়ের সঙ্গে সঙ্গে আয় বাড়বে। সেই অনুযায়ী বিনিয়োগও বাড়াতে হবে।

১২ শতাংশ চক্রবৃদ্ধি বার্ষিক বৃদ্ধি ধরে ৫ শতাংশ বার্ষিক স্টেপ আপে প্রতি মাসে ইক্যুইটি বা ইনডেক্স এসআইপিতে ৫ হাজার টাকা বিনিয়োগ শুরু করলে ৫৫ বছর বয়সে প্রায় ২.৬৪ কোটি টাকার কর্পাস হবে।

এখন কেউ যদি ৫৫ বছরের পরিবর্তে ৫০ বছরে অবসর নিতে চান, তাহলে কি ২.৬৪ কোটি টাকার কর্পাস তৈরি সম্ভব? এর তিনটি পদ্ধতি আছে।

আরও পড়ুন- শিশুদের জন্য এবার ১০,৮০০ টাকার FD, কী কী বিশেষ সুবিধা মিলবে

প্রথমত, মাসিক এসআইপি-র পরিমাণ বৃদ্ধি।

দ্বিতীয়ত, বার্ষিক বৃদ্ধির পরিমাণ বাড়ানো।

তৃতীয়ত, ঝুঁকি নিয়ে আরও বেশি রিটার্নের খোঁজা।

বিশেষজ্ঞরা বলছেন, এক্ষেত্রে মাসিক ৯,৭০০ টাকার এসআইপি করতে হবে। এবং বার্ষিক ৫ শতাংশ বৃদ্ধি জারি রাখতে হবে। ১২ শতাংশ রিটার্নেই ৫০ বছর বয়সে ২.৬৪ কোটি টাকার লক্ষ্যপূরণ হবে।

Retirement Plan: রিটায়েরমেন্টের জন্য কিচ্ছু সঞ্চয় রাখতে পারেননি, SBI নিয়ে এসেছে ধামাকা প্ল্যান, কাটান বিন্দাস জীবন

যৌবনে মানুষ প্রবল পরিশ্রম করে, সেই সময়ে অর্থ উপার্জন করে এবং নিজেদের পছন্দের জীবন কাটায়৷ কিন্তু বার্ধক্যে টাকার যোগান আর এত থাকে না৷ মসৃণ বার্ধক্য নিশ্চিত করতে, সবাই অবসর পরিকল্পনা বা রিটায়েরমেন্ট প্ল্যান করে। কিন্তু, এমন অনেক মানুষ আছে যাঁরা প্রতিদিনের খরচ করার পর আর কিছু সঞ্চয় করতে পারেন না। এমন মানুষদের জন্য দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই একটি দারুন প্ল্যান এনেছে। এখন বৃদ্ধ বয়সে ঘরে বসেই টাকা পাবেন এবং আয়ের ওপর কোনও কর বা ট্যাক্সও দিতে হবে না।
যৌবনে মানুষ প্রবল পরিশ্রম করে, সেই সময়ে অর্থ উপার্জন করে এবং নিজেদের পছন্দের জীবন কাটায়৷ কিন্তু বার্ধক্যে টাকার যোগান আর এত থাকে না৷ মসৃণ বার্ধক্য নিশ্চিত করতে, সবাই অবসর পরিকল্পনা বা রিটায়েরমেন্ট প্ল্যান করে। কিন্তু, এমন অনেক মানুষ আছে যাঁরা প্রতিদিনের খরচ করার পর আর কিছু সঞ্চয় করতে পারেন না। এমন মানুষদের জন্য দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই একটি দারুন প্ল্যান এনেছে। এখন বৃদ্ধ বয়সে ঘরে বসেই টাকা পাবেন এবং আয়ের ওপর কোনও কর বা ট্যাক্সও দিতে হবে না।
SBI রিভার্স মর্টগেজ স্কিম চালু করেছে, যা প্রবীণ নাগরিকদের জন্য একটি সঞ্চয়ের পদ্ধতি৷  যারা অবসর গ্রহণের জন্য অর্থ সঞ্চয় করেননি। সরকারি ব্যাঙ্কগুলি নির্দিষ্ট বয়সের পর বাড়িতে বসে এমন লোকদের টাকা দেবে, যাতে তাঁরা তাদের দৈনন্দিন খরচ মেটাতে পারে বা চিকিৎসার জন্যেও এই টাকা খরচ করতে পারবেন৷  ব্যাঙ্ক এই টাকা ফেরত চায় না বা খরচের জন্য প্রাপ্ত টাকার উপর কোনও কর দিতে হয় না।
SBI রিভার্স মর্টগেজ স্কিম চালু করেছে, যা প্রবীণ নাগরিকদের জন্য একটি সঞ্চয়ের পদ্ধতি৷  যারা অবসর গ্রহণের জন্য অর্থ সঞ্চয় করেননি। সরকারি ব্যাঙ্কগুলি নির্দিষ্ট বয়সের পর বাড়িতে বসে এমন লোকদের টাকা দেবে, যাতে তাঁরা তাদের দৈনন্দিন খরচ মেটাতে পারে বা চিকিৎসার জন্যেও এই টাকা খরচ করতে পারবেন৷  ব্যাঙ্ক এই টাকা ফেরত চায় না বা খরচের জন্য প্রাপ্ত টাকার উপর কোনও কর দিতে হয় না।
রিভার্স মর্টগেজ  স্কিম কি?বিশেষ করে বয়স্কদের কথা মাথায় রেখে SBI এসবিআই-এর এই স্কিম চালু করা হয়েছে। এর আওতায় আবাসিক সম্পত্তি অর্থাৎ বাড়ির  বিনিময়ে ব্যাঙ্ক টাকা দেয়। রিভার্স মর্টগেজ মানে ব্যাঙ্ক আপনার সম্পত্তির পরিবর্তে টাকা দেবে। এতে কোনও সুদ নেওয়া হবে না বা ইএমআই দিতে হবে না। শুধু তাই নয়, বন্ধকের পুরো মেয়াদে বাড়ির মালিকানা বৃদ্ধদের কাছে থাকবে এবং সেখান থেকে তাঁদের উচ্ছেদ করা হবে না।
রিভার্স মর্টগেজ  স্কিম কি?
বিশেষ করে বয়স্কদের কথা মাথায় রেখে SBI এসবিআই-এর এই স্কিম চালু করা হয়েছে। এর আওতায় আবাসিক সম্পত্তি অর্থাৎ বাড়ির  বিনিময়ে ব্যাঙ্ক টাকা দেয়। রিভার্স মর্টগেজ মানে ব্যাঙ্ক আপনার সম্পত্তির পরিবর্তে টাকা দেবে। এতে কোনও সুদ নেওয়া হবে না বা ইএমআই দিতে হবে না। শুধু তাই নয়, বন্ধকের পুরো মেয়াদে বাড়ির মালিকানা বৃদ্ধদের কাছে থাকবে এবং সেখান থেকে তাঁদের উচ্ছেদ করা হবে না।
কিভাবে এই ঋণ কাজ করে?রিভার্স মর্টগেজ সাধারণত ৬০ বছর বয়স হয়ে যাওয়ার পর দেওয়া হয়। SBI-এর বন্ধকী ঋণ প্রকল্প ৬২ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্য। এক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নেই। এই ঋণ সম্পত্তির বিপরীতে দেওয়া হয়, তবে সবচেয়ে ভাল ব্যাপার হল আপনি চাইলে প্রতি মাসে বেতন বা পেনশনের মতো ব্যবহার করতে পারেন। বয়স্ক দম্পতির ক্ষেত্রে স্ত্রীর বয়সও কমপক্ষে ৫৫ বছর হতে হবে।
কিভাবে এই ঋণ কাজ করে?
রিভার্স মর্টগেজ সাধারণত ৬০ বছর বয়স হয়ে যাওয়ার পর দেওয়া হয়। SBI-এর বন্ধকী ঋণ প্রকল্প ৬২ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্য। এক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নেই। এই ঋণ সম্পত্তির বিপরীতে দেওয়া হয়, তবে সবচেয়ে ভাল ব্যাপার হল আপনি চাইলে প্রতি মাসে বেতন বা পেনশনের মতো ব্যবহার করতে পারেন। বয়স্ক দম্পতির ক্ষেত্রে স্ত্রীর বয়সও কমপক্ষে ৫৫ বছর হতে হবে।
এই ঋণের বিশেষত্ব কি?এই লোন পেতে গেলে সম্পত্তিটি  আবেদনকারীর  নামে হওয়া উচিত এবং এতে কোনও বকেয়া বা আগের কোনও লোন থাকলে চলবে না৷
এই ঋণের বিশেষত্ব কি?
এই লোন পেতে গেলে সম্পত্তিটি  আবেদনকারীর  নামে হওয়া উচিত এবং এতে কোনও বকেয়া বা আগের কোনও লোন থাকলে চলবে না৷
যে সম্পত্তির বিপরীতে ঋণ নেওয়া হচ্ছে তার বয়স ২০ বছরের বেশি পুরনো হলে চলবে না৷
যে সম্পত্তির বিপরীতে ঋণ নেওয়া হচ্ছে তার বয়স ২০ বছরের বেশি পুরনো হলে চলবে না৷
রিভার্স মর্টগেজ লোন শুধুমাত্র সেই সম্পত্তিতে পাওয়া যাবে যেখানে দম্পতি কমপক্ষে ১  বছর বসবাস করছেন।
রিভার্স মর্টগেজ লোন শুধুমাত্র সেই সম্পত্তিতে পাওয়া যাবে যেখানে দম্পতি কমপক্ষে ১  বছর বসবাস করছেন।
ঋণের পরিমাণ সম্পত্তির উপর নির্ভর করে নির্ধারণ করা হয়, যা ৩ লক্ষ থেকে ১ কোটি টাকা পর্যন্ত হতে পারে।
ঋণের পরিমাণ সম্পত্তির উপর নির্ভর করে নির্ধারণ করা হয়, যা ৩ লক্ষ থেকে ১ কোটি টাকা পর্যন্ত হতে পারে।
যদি সম্পত্তির বিপরীতে কোনও  গৃহ ঋণ  বা হোম লোন চালু থাকে তাহলে  আবেদনকারীর জন্য অনাপত্তি সনদ (এনওসি) জমা দিতে হবে।
যদি সম্পত্তির বিপরীতে কোনও  গৃহ ঋণ  বা হোম লোন চালু থাকে তাহলে  আবেদনকারীর জন্য অনাপত্তি সনদ (এনওসি) জমা দিতে হবে।
বেশিরভাগ ব্যাঙ্ক বন্ধকী ঋণের জন্য ২০০০ টাকা থেকে ২০,০০০ টাকা পর্যন্ত প্রসেসিং ফি নেয়৷
বেশিরভাগ ব্যাঙ্ক বন্ধকী ঋণের জন্য ২০০০ টাকা থেকে ২০,০০০ টাকা পর্যন্ত প্রসেসিং ফি নেয়৷
এই ঋণ শুধুমাত্র সর্বোচ্চ  ১৫ বছরের জন্য পাওয়া যাবে৷
এই ঋণ শুধুমাত্র সর্বোচ্চ  ১৫ বছরের জন্য পাওয়া যাবে৷
আপনি যে কোনও জায়গায় লোনের টাকা  ব্যয় করতে পারেন, এর জন্য কোনও বিধিনিষেধ বা নিয়ম নেই।
আপনি যে কোনও জায়গায় লোনের টাকা  ব্যয় করতে পারেন, এর জন্য কোনও বিধিনিষেধ বা নিয়ম নেই।
আয়করের ধারা ১০(৪৩) এর অধীনে, বন্ধকী ঋণের পরিমাণ সম্পূর্ণ করমুক্ত বলে বিবেচিত হয়।
আয়করের ধারা ১০(৪৩) এর অধীনে, বন্ধকী ঋণের পরিমাণ সম্পূর্ণ করমুক্ত বলে বিবেচিত হয়।

Retirement: বঞ্চনার শিকার! দীর্ঘ দিন পাননি সুযোগ, অবসর ঘোষণা ভারতীয় ক্রিকেটারের

কলকাতা: ২০১৬ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতীয় দলের জার্সি গায়ে অভিষেকেই নজর কেড়েছিলেন। কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক একদিনের ম্যাচেই করেছিলেন অর্ধশতরান। ৬১ বলে ৫৫ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। কিন্তু ওই শুরু আর সেই শেষ। তারপর আর ভারতীয় দলে সুযোগ মেলেনি। অবশেষে ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়ে নিলেন ঘরোয়া ক্রিকেটে অন্যতম সফল প্লেয়ার ফয়েজ ফজল।

এমএস ধোনির নেতৃত্বেই অভিষেক হয়েছিল ফয়জ ফজলের। ১টি ওডিআই ছাড়া আর সুযোগ মেলেনি। অভিষেক ম্যাচে কেএল রাহুলের সঙ্গে ইনিংস শুরু ও অর্ধশতরান করার পর আর কেন কোনও দিন জাতীয় দলের জার্সি গায়ে নামার সুযোগ মিলল না, সেই উত্তরও অজানা ফয়েজ ফজলের কাছে। তাই বিদায় বেলায় আবেগ প্রবণ এই বাঁ হাতি ব্যাটার।

ইনস্টাগ্রাম পোস্টে নিজের অবসরে কথা জানান ফয়েজ ফজল। পোস্টে তিনি লেখেন,?সোমবার নাগপুরে শেষবারের মত ক্রিকেট খেলব। ২১ বছর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে যাত্রা শুরু করেছিলাম। এই স্মৃতি আমার সারা জীবন মনে রাখব। বিদর্ভ এবং ভারতীয় দলের প্রতিনিধিত্ব করা এবং সেই জার্সি পরে আমি গর্বিত। একটি অধ্যায়ের শেষ, আরেকটি আমার জন্য অপেক্ষায়। সেখান কী সুযোগ পাই দেখা যাক।?

আরও পড়ুনঃ T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপে ভারতে অধিনায়কের নাম শুনে অবাক সৌরভ! কী বললেন ?দাদা?

প্রসঙ্গত, প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩৭টি ম্যাচ খেলে ৯১৮৩ রান করেছেন ফয়েজ ফজল। তাঁর গড় ৪১.৩৬। ঝুলিতে রয়েছে ২৪টি শতরান ও ৩৯টি অর্ধশতরান রয়েছে। দীর্ঘ সময় ধরে বিদর্ভ দলের অধিনায়কত্বও করেছেন ফয়েজ ফজল। লিস্ট এ ক্রিকেটে ৬৭.৯১ গড়ে ৩৬৪১ রান করেছেন ফয়েজ ফজল। ফয়েজ ফজলকে আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন সতীর্থরা।

রান্টি মার্টিন্সকে মনে আছে? কলকাতায় দাপিয়ে খেলা ফুটবলার এখন কোথায়? চমকে যাবেন শুনে

ভারতীয় ফুটবলে নানা সময়ে নানা বিদেশী ফুটবলার এসেছেন। কিন্তু যাদের খেলা সকলের স্মরণে থেকে গিয়েছে, যেই ফুটবলাররা নিজেদের দক্ষতার পরিচয় দিয়ে ফ্যানেদের মনে আলাদা জায়গা করে নিতে পেরেছেন, তাদের মধ্যে অন্যতম হল র‍ান্টি মার্টিনস। দীর্ঘ বছর ভারতীয় ফুটবলে দাপটের সঙ্গে খেললেও বর্তমানে কোথায় র‍ান্টি? সেই প্রশ্নের উত্তর কিন্তু অনেকের কাছেই অজানা।  (ছবিঃ সংগৃহীত)
ভারতীয় ফুটবলে নানা সময়ে নানা বিদেশী ফুটবলার এসেছেন। কিন্তু যাদের খেলা সকলের স্মরণে থেকে গিয়েছে, যেই ফুটবলাররা নিজেদের দক্ষতার পরিচয় দিয়ে ফ্যানেদের মনে আলাদা জায়গা করে নিতে পেরেছেন, তাদের মধ্যে অন্যতম হল র‍ান্টি মার্টিনস। দীর্ঘ বছর ভারতীয় ফুটবলে দাপটের সঙ্গে খেললেও বর্তমানে কোথায় র‍ান্টি? সেই প্রশ্নের উত্তর কিন্তু অনেকের কাছেই অজানা। (ছবিঃ সংগৃহীত)
আইএসএল শুরু হওয়ার আগে পর্যন্ত ভারতীয় ফুটবলের সর্বোচ্চ স্তরের প্রতিযোগিতা ছিল আই লিগ। তখন নাইজেরিয় ফুটবলারদের দাপট ছিল। এখনও আইলিগে নাইজেরিয়ার প্লেয়ারদের দেখা যায়। র‍ান্টি মার্টিনসও ২০০৪ সালে ডেম্পো থেকে ভারতীয় ক্লাব ফুটবলে নিজের কেরিয়ার শুরু করেছিলেন। তারপর আর পিছনে ফিরে তাকাকে হয়নি।    (ছবিঃ সংগৃহীত)
আইএসএল শুরু হওয়ার আগে পর্যন্ত ভারতীয় ফুটবলের সর্বোচ্চ স্তরের প্রতিযোগিতা ছিল আই লিগ। তখন নাইজেরিয় ফুটবলারদের দাপট ছিল। এখনও আইলিগে নাইজেরিয়ার প্লেয়ারদের দেখা যায়। র‍ান্টি মার্টিনসও ২০০৪ সালে ডেম্পো থেকে ভারতীয় ক্লাব ফুটবলে নিজের কেরিয়ার শুরু করেছিলেন। তারপর আর পিছনে ফিরে তাকাকে হয়নি। (ছবিঃ সংগৃহীত)
নিজের কেরিয়ারের সেরা সময়টা ডেম্পোতেই কাটিয়েছেন রান্টি। ২০০৪ সালে ডেম্পোতে যোগ দিয়েই ফেডারেশন কাপ জেতেন। গোয়ার ক্লাবের ৫ বার ভারত সেরা ট্রফি জিতেছেন তিনি। তামধ্যে ২ বার ন্যাশনাল ফুটবল লিগ জেতেন ও আইলিগ জেতেন তিনবার। ডুরান্ড জয়েরও স্বাদ ডেম্পোতে থাকাকালীন পেয়েছেন রান্টি। ডেম্পোর হয়ে ১৬৪ ম্যাচে ১৪৬ টি গোল করেন তারকা ফুটবলার।      (ছবিঃ সংগৃহীত)
নিজের কেরিয়ারের সেরা সময়টা ডেম্পোতেই কাটিয়েছেন রান্টি। ২০০৪ সালে ডেম্পোতে যোগ দিয়েই ফেডারেশন কাপ জেতেন। গোয়ার ক্লাবের ৫ বার ভারত সেরা ট্রফি জিতেছেন তিনি। তামধ্যে ২ বার ন্যাশনাল ফুটবল লিগ জেতেন ও আইলিগ জেতেন তিনবার। ডুরান্ড জয়েরও স্বাদ ডেম্পোতে থাকাকালীন পেয়েছেন রান্টি। ডেম্পোর হয়ে ১৬৪ ম্যাচে ১৪৬ টি গোল করেন তারকা ফুটবলার। (ছবিঃ সংগৃহীত)
তবে কলকাতার বড় ক্লাবে খেলার সখ দীর্ঘ দিন ধরেই ছিল রান্টি মার্টিন্সের। ২০১২ সালে প্রথমবার কলকাতায় খেলতে আসেন তিনি। প্রথমে প্রয়াগ ইউনাইডেটে খেলেন রান্টি। মাঝে একটি মরশুম রাংদাজিদ ইউনাইটেডে হয়ে ইস্টবেঙ্গলে যোগ দেন রান্টি মার্টিন্স।     (ছবিঃ সংগৃহীত)
তবে কলকাতার বড় ক্লাবে খেলার সখ দীর্ঘ দিন ধরেই ছিল রান্টি মার্টিন্সের। ২০১২ সালে প্রথমবার কলকাতায় খেলতে আসেন তিনি। প্রথমে প্রয়াগ ইউনাইডেটে খেলেন রান্টি। মাঝে একটি মরশুম রাংদাজিদ ইউনাইটেডে হয়ে ইস্টবেঙ্গলে যোগ দেন রান্টি মার্টিন্স। (ছবিঃ সংগৃহীত)
২০১৪ সালে ইস্টবেঙ্গলে সই করেন রান্টি মার্টিন্স। দাপটের সঙ্গে ফুটবল খেলেন তিনি। লাল-হলুদ জার্সি গায়েও সেরা ফর্মে পাওয়া যায় রান্টিকে। সেই সময় রান্টি ও ডুডু জুটি প্রতিপক্ষের রক্ষণের ত্রাস ছিলেন। লাল হলুদের হয়ে রন্টি ৬০টা ম্য়াচে ৪৩গোল করেন। ২ বার জেতেন সোনার বুট। তবে ইস্টবেঙ্গল জার্সি গায়ে আই লিগ জেতার সৌভাগ্য হয়নি ইস্টবেঙ্গলের।      (ছবিঃ সংগৃহীত)
২০১৪ সালে ইস্টবেঙ্গলে সই করেন রান্টি মার্টিন্স। দাপটের সঙ্গে ফুটবল খেলেন তিনি। লাল-হলুদ জার্সি গায়েও সেরা ফর্মে পাওয়া যায় রান্টিকে। সেই সময় রান্টি ও ডুডু জুটি প্রতিপক্ষের রক্ষণের ত্রাস ছিলেন। লাল হলুদের হয়ে রন্টি ৬০টা ম্য়াচে ৪৩গোল করেন। ২ বার জেতেন সোনার বুট। তবে ইস্টবেঙ্গল জার্সি গায়ে আই লিগ জেতার সৌভাগ্য হয়নি ইস্টবেঙ্গলের। (ছবিঃ সংগৃহীত)
এরপর ট্রেভর জেমস মরগ্যানের দ্বিতীয়বার যখন কোচ হয়ে আসেন ইস্টবেঙ্গলের তখন রান্টিকে বাদ দেন। তারপরই ভারত ছাড়ার সিদ্ধান্ত নেন রান্টি। তারপর মালেশিয়ার পেনাং এফসি ও আমেরিকান সকার লিগে মেরিল্যান্ড এসজিএফসি ইগলসে খেলেন। তবে বয়সের করণে ও ফর্ম না থাকায় ২০২০ সালে ফুটবলকে বিদায় জানান। জানা গিয়েছে দেশে বর্তমানে রিয়েল এস্টেট ব্যবসার করছেন তিনি। নতুন জীবনেও সাফল্য পেয়েছেন রান্টি।      (ছবিঃ সংগৃহীত)
এরপর ট্রেভর জেমস মরগ্যানের দ্বিতীয়বার যখন কোচ হয়ে আসেন ইস্টবেঙ্গলের তখন রান্টিকে বাদ দেন। তারপরই ভারত ছাড়ার সিদ্ধান্ত নেন রান্টি। তারপর মালেশিয়ার পেনাং এফসি ও আমেরিকান সকার লিগে মেরিল্যান্ড এসজিএফসি ইগলসে খেলেন। তবে বয়সের করণে ও ফর্ম না থাকায় ২০২০ সালে ফুটবলকে বিদায় জানান। জানা গিয়েছে দেশে বর্তমানে রিয়েল এস্টেট ব্যবসার করছেন তিনি। নতুন জীবনেও সাফল্য পেয়েছেন রান্টি। (ছবিঃ সংগৃহীত)