Tag Archives: Ed Summoned

ED summons Chandranath Sinha: সাতসকালে ইডির দফতরে হাজির চন্দ্রনাথ সিনহা, নিয়োগ দুর্নীতি মামলায় তলব মন্ত্রীকে

কলকাতাঃ ইডি দফতরে আসলেন চন্দ্রনাথ সিনহা। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন‍্য ডাকা হয় ইডি দফতরে।   তাই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।

আরও পড়ুনঃ ছি! একদিকে চলছে প্রতিবাদ, অন‍্যদিকে ফের পাঁচতারা হোটেলে শ্লীতাহানির শিকার গায়িকা

মার্চের এক সকালে চন্দ্রনাথ সিনহার বোলপুরের নিচুপট্টির বাড়িতে হানা দেয় ইডি৷ প্রায় ১৪ ঘণ্টা ধরে চলে তল্লাশি৷ পরের ইডি সূত্রে দাবি করা হয়, চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে নগদ ৪১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে৷ বর্তমানে তিনি কারা দফতরের মন্ত্রী। সূত্রের খবর, লোকসভা নির্বাচনের প্রাক্কালে চন্দ্রনাথ সিনহার বাড়িতে তল্লাশি চালানোর সময় মন্ত্রীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছিল ইডি। শুধু নগদ টাকাই নয়, মন্ত্রীর মোবাইল ফোন সহ বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে ইডি৷

সেখান থেকে কিছু তথ্য হাতে পেয়েছেন অফিসাররা। তাই চন্দ্রনাথকে এবার তলব করা হয়েছে। বাড়ি থেকে ৪১ লক্ষ টাকা নগদ বাজেয়াপ্ত করেছিল ইডি। আর চন্দ্রনাথের মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেন অফিসাররা। সেই ফোন থেকে তথ্য পাওয়ায় সেগুলি এখন যাচাই করতে চায় ইডি। তাই ডেকে পাঠানো হয়েছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে। কারও মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হলে সেই ব্যক্তিকে ডেকে পাঠানো হয়। তাঁর সামনেই ফোন থেকে তথ্য উদ্ধার করে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর আইনজীবী মারফত চিঠি দিয়ে জানানো হয় যেই ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছিল সেই ফোনটি ফেরত দেওয়ার জন‍্য।

আরও পড়ুনঃ মেডিক্যাল কলেজগুলির সুরক্ষায় ৪০ কোটি টাকা বরাদ্দ, সিসিটিভি লাগাতে স্বাস্থ্যভবনের উদ্যোগ

ইডি সূত্রে খবর, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে চন্দ্রনাথের নাম উঠে আসে। বলাগড়ের বহিষ্কৃত তৃণমূল কংগ্রেসের যুবনেতা কুন্তল ঘোষ গ্রেফতার হন। তার সূত্র ধরেই মন্ত্রী চন্দ্রনাথের বাড়িতে হানা দেয় ইডি। নিয়োগ ‘দুর্নীতি’র তদন্তে নেমে কুন্তলের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। সেই তল্লাশি অভিযানের সময় একটি রেজিস্টার খাতা তদন্তকারীদের হাতে আসে। সেখানে ১০০ জন চাকরিপ্রার্থীর তালিকা লেখা ছিল। চন্দ্রনাথের মাধ্যমেই ১০০ জন চাকরিপ্রার্থী কুন্তলের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এমনই তথ্য আছে ইডির কাছে। বাজেয়াপ্ত করা মন্ত্রীর ফোন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই তলব করা হয়েছে চন্দ্রনাথকে।

Rituparna Sengupta: ঋতুপর্ণা সেনগুপ্ত কোথায়! এড়ালেন ইডি-র হাজিরা, কেন জানেন? এবার কী হবে?

কলকাতা: রেশন দুর্নীতি মামলায় বুধবার ইডির হাজিরা এড়ালেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ৫ জুন বুধবার অভিনেত্রীকে ইডি অফিসে হাজির হওয়ার জন্য নোটিস দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

ইডি সূত্রে খবর, ঋতুপর্ণা কলকাতার বাইরে থাকায় ই-মেল মারফত জানিয়ে সময় চেয়েছেন। ‘কলকাতার বাইরে থাকায় আজ যাওয়া সম্ভব নয়’, ইডিকে মেল করে জানিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ৬ তারিখের পর ডাকলে যেতে পারবেন বলে জানিয়েছেন অভিনেত্রী, খবর সূত্রের। রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণাকে তলব করেছে ইডি।

আরও পড়ুন: রক্তে জমছে কোলেস্টেরল? লিপিড প্রোফাইল বশে রাখতে রোজ এই ছোট্ট দানাটি খান! লাভ হবে

রেশন দুর্নীতি মামলায় আজ কেন আসতে পারলেন না ঋতুপর্ণা সেনগুপ্ত? কবে ফিরবেন? ইডি-র পরবর্তী পদক্ষেপ কী হবে? ইডি সূত্রে খবর, এদিন তিনি যেহেতু কলকাতায় নেই তাই তিনি আসতে পারছেন না, ফলে এরপর ইডি যেদিন মনে করবে নোটিস দিয়ে ফের তলব করবে। সেদিন তিনি আসবেন, ইডির কাছে সময়ও চেয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন: জীবনে হতাশা ঘিরে ধরলে বাঁচার পথ দেখাবে বিবেকানন্দের এই ৫ দৃপ্ত বাণী, জানুন

এর আগে অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক নয়ছয়ের মামলায় নাম জড়িয়েছিল অভিনেত্রীর। ২০১৯ সালে রোজভ্যালি মামলায় তাঁকে তলব করেছিল কেন্দ্রীয় এজেন্সি। সে সময় তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হয়েছিলেন ঋতুপর্ণা।

অর্পিতা হাজরা