Tag Archives: Emraan Hashmi

Bollywood Gossip: ঘনিষ্ঠ দৃশ্যে আগুন ঝরান! পরপর ১৫ ফ্লপ দিয়েও ৬ কোটি পারিশ্রমিক, সেই নায়ক কে জানেন

বলিউডে এমন অনেক অভিনেতা-অভিনেত্রী আছে যারা শুরুর দিকে সফল হলেও পরে টিকে থাকতে পারেনি। এই অভিনেতার গল্প খানিকটা সেরকমই। তিনি তাঁর সাহসী রোম‍্যান্টিক সিকোয়েন্সের জন্য পরিচিত, কিন্তু ধারাবাহিকভাবে অসফল সিনেমার কারণে ইন্ডাস্ট্রি থেকে এক ধাপ পিছিয়ে যেতে হয়েছিল।
বলিউডে এমন অনেক অভিনেতা-অভিনেত্রী আছে যারা শুরুর দিকে সফল হলেও পরে টিকে থাকতে পারেনি। এই অভিনেতার গল্প খানিকটা সেরকমই। তিনি তাঁর সাহসী রোম‍্যান্টিক সিকোয়েন্সের জন্য পরিচিত, কিন্তু ধারাবাহিকভাবে অসফল সিনেমার কারণে ইন্ডাস্ট্রি থেকে এক ধাপ পিছিয়ে যেতে হয়েছিল।
অভিনেতা হলেন ইমরান হাশমি, যিনি ২০০৩ সালে ‘ফুটপাথ’ নামক একটি সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাট এবং মুকেশ ভাট তাঁর কাকা। আলিয়া ভাট, পূজা ভাট এবং শাহীন ভাটকে তাঁর বোন। মোহিত সুরি, যিনি আশিকি ২ এবং এক ভিলেনের মতো চলচ্চিত্র পরিচালনার জন‍্য পরিচিত, তিনিও তাঁর ভাই হয়।
অভিনেতা হলেন ইমরান হাশমি, যিনি ২০০৩ সালে ‘ফুটপাথ’ নামক একটি সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাট এবং মুকেশ ভাট তাঁর কাকা। আলিয়া ভাট, পূজা ভাট এবং শাহীন ভাটকে তাঁর বোন। মোহিত সুরি, যিনি আশিকি ২ এবং এক ভিলেনের মতো চলচ্চিত্র পরিচালনার জন‍্য পরিচিত, তিনিও তাঁর ভাই হয়।
প্রদত্ত তথ্য অনুসারে, তিনি ‘রাজ’ সিনেমায় সহকারী পরিচালক হিসাবে বিনোদন জগতে তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন। তারপর ‘ফুটপাথে’, তিনি বিপাশা বসুর বিপরীতে অভিনয় করেছিলেন, তবে ছবিটি ফ্লপ হয়েছিল।
প্রদত্ত তথ্য অনুসারে, তিনি ‘রাজ’ সিনেমায় সহকারী পরিচালক হিসাবে বিনোদন জগতে তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন। তারপর ‘ফুটপাথে’, তিনি বিপাশা বসুর বিপরীতে অভিনয় করেছিলেন, তবে ছবিটি ফ্লপ হয়েছিল।
তিনি ২০০৪ সালের থ্রিলার ‘মার্ডারে’ সিনেমায় যুগান্তকারী অভিনয় করেন। এবং সিনেমাটি সুপারহিট হয়েছিল। অনুরাগ বসু পরিচালিত, ইমরান হাশমি ছবিতে মল্লিকা শেরাওয়াতের, অশমিত প্যাটেলের সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করেন তিনি। এই সিনেমার মুক্তি অভিনেতাকে রাতারাতি খ্যাতির দিকে নিয়ে যায়।
তিনি ২০০৪ সালের থ্রিলার ‘মার্ডারে’ সিনেমায় যুগান্তকারী অভিনয় করেন। এবং সিনেমাটি সুপারহিট হয়েছিল। অনুরাগ বসু পরিচালিত, ইমরান হাশমি ছবিতে মল্লিকা শেরাওয়াতের, অশমিত প্যাটেলের সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করেন তিনি। এই সিনেমার মুক্তি অভিনেতাকে রাতারাতি খ্যাতির দিকে নিয়ে যায়।
সুপারহিট সেই সিনেমার পর, তিনি ‘গ্যাংস্টার’, ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বই’, ‘মার্ডার ২’, ‘দ্য ডার্টি পিকচার’, ‘জান্নাত’ এবং আরও অনেকের ছবিতে অভিনয় করেন। নিজেকে একজন প্রতিষ্ঠিত বলিউড অভিনেতা হিসেবে চিহ্নিত করার পরেও ইমরান হাশমি তাঁর ক্যারিয়ারে ধারাবাহিকভাবে ১৫টি ফ্লপ সিনেমা করছেন।
সুপারহিট সেই সিনেমার পর, তিনি ‘গ্যাংস্টার’, ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বই’, ‘মার্ডার ২’, ‘দ্য ডার্টি পিকচার’, ‘জান্নাত’ এবং আরও অনেকের ছবিতে অভিনয় করেন। নিজেকে একজন প্রতিষ্ঠিত বলিউড অভিনেতা হিসেবে চিহ্নিত করার পরেও ইমরান হাশমি তাঁর ক্যারিয়ারে ধারাবাহিকভাবে ১৫টি ফ্লপ সিনেমা করছেন।
তিনি সলমান খান অভিনীত টাইগার ৩-এ একজন প্রতিপক্ষের ভূমিকায় অভিনয় করেছিলেন। ছবিটি বক্স অফিসে ৪০০ কোটি টাকা সংগ্রহ করে বছরের চতুর্থ সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্র হয়ে ওঠে। খবরে বলা হয়েছে, ইমরান হাশমি ফিল্ম প্রতি ৬ কোটি টাকা পারিশ্রমিক নেন।

তিনি সলমান খান অভিনীত টাইগার ৩-এ একজন প্রতিপক্ষের ভূমিকায় অভিনয় করেছিলেন। ছবিটি বক্স অফিসে ৪০০ কোটি টাকা সংগ্রহ করে বছরের চতুর্থ সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্র হয়ে ওঠে। খবরে বলা হয়েছে, ইমরান হাশমি ফিল্ম প্রতি ৬ কোটি টাকা পারিশ্রমিক নেন।
তিনি তেলেগু চলচ্চিত্র, দে কল হিম ওজি দিয়ে দক্ষিণের সিনেমায় আত্মপ্রকাশ করতে চলেছেন। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন পবন কল্যাণ, প্রিয়াঙ্কা অরুল মোহন এবং অর্জুন দাস। এটি সুজিতের পরিচালনায়।

তিনি তেলেগু চলচ্চিত্র, দে কল হিম ওজি দিয়ে দক্ষিণের সিনেমায় আত্মপ্রকাশ করতে চলেছেন। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন পবন কল্যাণ, প্রিয়াঙ্কা অরুল মোহন এবং অর্জুন দাস। এটি সুজিতের পরিচালনায়।

Bollywood Gossip: ইমরান হাশমি নন, ‘মার্ডার’ ছবিতে মল্লিকার বিপরীতে এই অভিনেতাকে পছন্দ ছিল নির্মাতাদের

প্রায় বছর কুড়ি আগের কথা। ২০০৪ সালে মুক্তি পেয়েছিল ইমরান হাশমি এবং মল্লিকা শেরাওয়াত অভিনীত ‘মার্ডার’। আর এই ছবি মুক্তির সঙ্গে সঙ্গেই রাতারাতি তারকা হয়ে গিয়েছিলেন তাঁরাও। ‘মার্ডার’ পরিচালনা করেছিলেন অনুরাগ বসু এবং প্রযোজনা করেছিলেন মুকেশ ভাট। মুক্তির পর ছবিটি দুর্দান্ত সাফল্য পেয়েছিল, কিন্তু এই ছবি নিয়ে ভক্তদের থেকে এসেছিল মিশ্র প্রতিক্রিয়া। তবে অনেকেই হয়তো জানেন না যে, এই ‘মার্ডার’ ছবির নায়ক বা মুখ্য অভিনেতা হিসেবে প্রথমেই ইমরান হাশমিকে বেছে নেওয়া হয়নি। বরং সেই চরিত্রে অভিনয়ের জন্য বেছে নেওয়া হয়েছিল রজনীশ দুগ্গলকে।

প্রধান চরিত্রে যদি রজনীশ দুগ্গল অভিনয় করতেন, তাহলে তাঁর জীবনটাই হয়তো বদলে যেতে পারত। তবে সেই চরিত্র হাতছাড়া করার একটা কারণও রয়েছে। সিদ্ধার্থ কন্ননের সঙ্গে এক সাম্প্রতিক সাক্ষাৎকারে রজনীশ জানিয়েছেন যে, ২০০৩ সালের মার্চ মাসে মিস্টার ইন্ডিয়ার তকমা জয় করার মাত্র দিন তিনেকের মধ্যে ওই চরিত্রের অফার তাঁর কাছে এসেছিল। ওই প্রতিযোগিতায় আসলে তাঁর মেন্টর ছিলেন মুকেশ ভাট এবং মহেশ ভাট। ফলে এই ছবির জন্য তাঁদের থেকেই আসে অফারটা।

‘১৯২০’ অভিনেতা বলেন, “একদিন অতিথি বক্তা হিসেবে ছিলেন মহেশ ভাট। তিনি এলেন, সকলকে খুঁটিয়ে পরীক্ষা করলেন এবং আমাদের নিজেদের বিষয়ে প্রশ্ন করলেন। সকলেই নিজের নাম বলেছিলেন এবং তাঁরা কেন সেই জায়গায় আছেন, সেই কথাও বলেছিলেন। কিন্তু আমি সেখানে আমার থাকার কারণ হিসেবে জানিয়েছিলাম যে, ‘আমি এখানে এসেছি জয় করতে’। মনে হয়, আমার সেই আত্মবিশ্বাসেই মুগ্ধ হয়েছিলেন তাঁরা।”

আরও পড়ুন-   শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে সাইক্লোন রিমল! ভয়ঙ্কর দুর্যোগের আশঙ্কা বাড়ছে দক্ষিণবঙ্গে, উত্তরেও কি চলবে তাণ্ডব? আবহাওয়ার বিরাট আপডেট

রজনীশ আরও জানান, প্রতিযোগিতায় জেতার পরের দিনই মুকেশ ভাট দিল্লির এক তরুণের বিষয়ে জানতে চেয়েছিলেন। সেই সময়ই প্রযোজক অংশুমান স্বামী তাঁর দিকে নির্দেশ করেন। তিন দিন পরে ভাটদের অফিসে ডাক পড়ে রজনীশের।

স্মৃতিচারণ করে অভিনেতা বলেন, ভাট বলেছিলেন যে, তিনি ইমরান হাশমিকে রি-লঞ্চ করতে চাইছেন। আর এ-ও জানিয়েছিলেন যে, তিনি রিমা গিল (মল্লিকার আসল নাম) নামে দিল্লির এক মেয়েকে ছবিতে নিতে চান। এমনকী তিনি আমায় ‘মার্ডার’-এর দারুণ অ্যালবামটাও শোনান।ভাট আরও রজনীশকে জানিয়েছিলেন যে, দু’টো চরিত্র রয়েছে – একটা স্বামীর এবং আর একটা প্রেমিকের। এদিকে রজনীশকে দু’টো চরিত্রেই তাঁর মানানসই বলে মনে হয়েছিল। এরপর তাঁকে দুই চরিত্রের মধ্যে একটি বেছে নিতে বলা হয়। সাহসী চিত্রনাট্য এবং ঘনিষ্ঠ দৃশ্যের কথা শোনার পরে রজনীশ জানিয়েছিলেন যে, তাঁর এক প্রেমিকা (বর্তমান স্ত্রী পল্লবী) রয়েছেন। ফলে তিনি চুম্বনের দৃশ্য করতে পারবেন না।

আরও পড়ুন-     চরম আর্থিক অনটন! দিনে মাত্র ৫০ টাকা আয়, খরচ বাঁচাতে যা করতেন নায়িকা…! বিখ্যাত পরিচালকের মেয়ের রোজগার শুনলে আঁতকে উঠবেন

রজনীশ বলেন, ভাট এই কথা শুনে অবাক হয়েছিলেন। কিন্তু রজনীশের কথা তিনি বুঝেছিলেন এবং প্রেমিকার জন্য অভিনেতার এহেন সিদ্ধান্তকে সম্মানও জানিয়েছিলেন। সৌভাগ্যক্রমে, বিক্রম ভাটের ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘১৯২০’-র হাত ধরে বি-টাউনে অভিষেক ঘটেছিল রজনীশের।

Guess the Celebrity: ঠোঁটঠাসা চুম্বনে শিহরণ! ‘এই’ অভিনেতার কাছে গেলেই হাত-পা কাঁপত নায়িকাদের, বলুন তো কে?

বলিউডের এই তারকার ফ্যান-ফলোয়ারের সংখ্যা আকাশছোঁয়া৷ তাকে চেনেন না এমন মানুষের সংখ্যা প্রায় হাতেগোনা৷ যিনি ২০০৩ সালে বিপাশা বসুর সঙ্গে কেরিয়ার শুরু করেছিলেন৷ তবে প্রথম ছবিতেই নায়ক হওয়ার সুযোগ পান তিনি। তবে  সেই সময় প্রযোজক তাকে চলচ্চিত্র থেকে বাদ দেওয়ার হুমকিও দেন।
বলিউডের এই তারকার ফ্যান-ফলোয়ারের সংখ্যা আকাশছোঁয়া৷ তাকে চেনেন না এমন মানুষের সংখ্যা প্রায় হাতেগোনা৷ যিনি ২০০৩ সালে বিপাশা বসুর সঙ্গে কেরিয়ার শুরু করেছিলেন৷ তবে প্রথম ছবিতেই নায়ক হওয়ার সুযোগ পান তিনি। তবে সেই সময় প্রযোজক তাকে চলচ্চিত্র থেকে বাদ দেওয়ার হুমকিও দেন।
 ২০০৩ সালে 'ফুটপাথ' ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেন ইমরান হাশমি। বলি কেরিয়ারে অনেক হিট ছবিতে কাজ করেছেন তিনি। তবে প্রথম ছবিতে দারুণ ভয়ে ভয়ে কাজ করেছিলেন।
২০০৩ সালে ‘ফুটপাথ’ ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেন ইমরান হাশমি। বলি কেরিয়ারে অনেক হিট ছবিতে কাজ করেছেন তিনি। তবে প্রথম ছবিতে দারুণ ভয়ে ভয়ে কাজ করেছিলেন।
বলিউডের সিরিয়াল কিসার বললেই একজনের নাম সবার প্রথমে মনে আসে৷ তিনি হলেন বলিউড সুপারহিট অভিনেতা ইমরান হাশমি৷ অভিনেতার চুম্বনের দৃশ্য নিয়ে চর্চা আজও চলে৷ অন্তরঙ্গ দৃশ্যে তাঁর অভিনয় সকলেরই মন কাড়ে৷ যা নিয়ে আজও চর্চা অব্যাহত৷
বলিউডের সিরিয়াল কিসার বললেই একজনের নাম সবার প্রথমে মনে আসে৷ তিনি হলেন বলিউড সুপারহিট অভিনেতা ইমরান হাশমি৷ অভিনেতার চুম্বনের দৃশ্য নিয়ে চর্চা আজও চলে৷ অন্তরঙ্গ দৃশ্যে তাঁর অভিনয় সকলেরই মন কাড়ে৷ যা নিয়ে আজও চর্চা অব্যাহত৷
'মার্ডার' ছবির মাধ্যমে রাতারাতি সুপারস্টার হয়ে যান ইমরান হাশমি। একাধিক ছবিতে তাঁর চুম্বন দৃশ্যের আলাদাই একটা ফ্যান বেস আছে। 'আকসার', 'গ্যাংস্টার', 'জহর', 'রাজ ৩', 'জন্নত', 'আশিক বানায়া আপনে'-র মতো সমস্ত হিট ছবি তার কেরিয়ারে অন্য মাত্রা যোগ করেছে।
‘মার্ডার’ ছবির মাধ্যমে রাতারাতি সুপারস্টার হয়ে যান ইমরান হাশমি। একাধিক ছবিতে তাঁর চুম্বন দৃশ্যের আলাদাই একটা ফ্যান বেস আছে। ‘আকসার’, ‘গ্যাংস্টার’, ‘জহর’, ‘রাজ ৩’, ‘জন্নত’, ‘আশিক বানায়া আপনে’-র মতো সমস্ত হিট ছবি তার কেরিয়ারে অন্য মাত্রা যোগ করেছে।
পরবর্তীকালে একটা সময় আসে যখন তিনি ধীরে ধীরে চলচ্চিত্রে আসা বন্ধ করে দেন। ছবির শুটিং চলাকালীনই ইমরানকে পরিচালক মহেশ ভাট স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, ভালো কাজ না করলে তাঁকে ছবি থেকে বের করে দেবেন তিনি। এর জন্য প্রথম দৃশ্যে য সেরাটা দিতে হবে কারণ শুধুমাত্র সেখান থেকেই আপনাকে চূড়ান্ত করা হবে।
পরবর্তীকালে একটা সময় আসে যখন তিনি ধীরে ধীরে চলচ্চিত্রে আসা বন্ধ করে দেন। ছবির শুটিং চলাকালীনই ইমরানকে পরিচালক মহেশ ভাট স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, ভালো কাজ না করলে তাঁকে ছবি থেকে বের করে দেবেন তিনি। এর জন্য প্রথম দৃশ্যে য সেরাটা দিতে হবে কারণ শুধুমাত্র সেখান থেকেই আপনাকে চূড়ান্ত করা হবে।
ইমরান নিজেই এক সাক্ষাৎকারে বলেন,  ওই সময় তাকে বলা হয়েছিল, দর্শকরা যদি আপনাকে পছন্দ না করে তাহলে আমরা আপনার জন্য অর্থ অপচয় করব না।  ইমরান আর বলেছিলেন যে এই ভয় তার মনে ঢুকে গিয়েছিল,এবং এই ভয়ের কারণেই তিনি তাঁর প্রথম চলচ্চিত্রটি পেয়েছিলেন এবং যার ফলে জার্নিটা আর সহজ হয়ে যায়৷ তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি৷
ইমরান নিজেই এক সাক্ষাৎকারে বলেন, ওই সময় তাকে বলা হয়েছিল, দর্শকরা যদি আপনাকে পছন্দ না করে তাহলে আমরা আপনার জন্য অর্থ অপচয় করব না। ইমরান আর বলেছিলেন যে এই ভয় তার মনে ঢুকে গিয়েছিল,এবং এই ভয়ের কারণেই তিনি তাঁর প্রথম চলচ্চিত্রটি পেয়েছিলেন এবং যার ফলে জার্নিটা আর সহজ হয়ে যায়৷ তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি৷
একাধিক সুপারহিট ছবির পর একটা সময় এমন আসে ইমরানের যেখানে ব্যাক টু ব্যাক ছবি ফ্লপ হয় অভিনেতার৷ তারপর দীর্ঘ বিরতির পর সিরিয়াল কিসারের ইমেজ ঝেড়ে ফেলে কামব্যাক করেন অভিনেতা৷
একাধিক সুপারহিট ছবির পর একটা সময় এমন আসে ইমরানের যেখানে ব্যাক টু ব্যাক ছবি ফ্লপ হয় অভিনেতার৷ তারপর দীর্ঘ বিরতির পর সিরিয়াল কিসারের ইমেজ ঝেড়ে ফেলে কামব্যাক করেন অভিনেতা৷
একাধিক সুপারহিট ছবির পর একটা সময় এমন আসে ইমরানের যেখানে ব্যাক টু ব্যাক ছবি ফ্লপ হয় অভিনেতার৷ তারপর দীর্ঘ বিরতির পর সিরিয়াল কিসারের ইমেজ ঝেড়ে ফেলে কামব্যাক করেন অভিনেতা৷
একাধিক সুপারহিট ছবির পর একটা সময় এমন আসে ইমরানের যেখানে ব্যাক টু ব্যাক ছবি ফ্লপ হয় অভিনেতার৷ তারপর দীর্ঘ বিরতির পর সিরিয়াল কিসারের ইমেজ ঝেড়ে ফেলে কামব্যাক করেন অভিনেতা৷

‘মহিলাদের আকর্ষণ করতে চান? শাহরুখ নয় আমাকে দেখুন’, খোলা চ্যালেঞ্জ ইমরান হাশমির

#মুম্বই: বলিউডের রোম্যান্টিক হিরো ইমরান হাসমি (Imran Hashmi)। ভারতীয় চলচ্চিত্র সবচেয়ে বেশি চুম্বনদৃশ্য তাঁর সিনেমাতেই দেখা যায়। ইমরান আগাগোড়া চুম্বন দৃশ্যের জন্য বেশি জনপ্রিয়। ২০১৯ সালে কপিল শর্মার (Kapil Sharma) শোতে তিনি মজা করেই একটি কথা বলেছিলেন। প্রসঙ্গ উঠেছিল মহিলাদের নিজের দিকে আকর্ষিত করা নিয়ে। অনুষ্ঠানে কপিল শর্মা ও অন্যান্য কলাকুশলী-সহ উপস্থিত ছিলেন গায়ক গুরু রনধাওয়া (Guru Randhawa) ও অভিনেতা ইমরান হাসমি। সেই সময় ইমরান বলেন “যে কোনও সিনেমায় শাহরুখ খান ছবির হিরোইনকে পান ছবির শেষে। তার জন্য তাঁকে বহু কাঠখড় পোড়াতে হয়। কিন্তু আমার ক্ষেত্রে উল্টোটা হয়, আমার বেশিরভাগ ছবিতেই হিরোইনকে আমি প্রথমেই পেয়ে যাই, তার পর গল্প শুরু হয়।”

শাহরুখ খান (Shah Rukh Khan) হলেন বলিউডের রোমান্স কিং। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে (Dilwale Dulhania Le Jayenge), কুছ কুছ হোতা হ্যায় (Kuch Kuch Hota Hai) এবং বীর জারার (Veer Zaara) মতো রোম্যান্টিক ছবি অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। ইমরান হাসমি এই সব কথাগুলি বলেই একটু মশকরা করেছিলেন, শাহরুখকে প্রচুর কসরত করতে হয়, তার পর গিয়ে হিরোইনের সঙ্গে তাঁর মিলন হয়। এই সব কথার মাঝে কপিল শর্মাও চুপ করে ছিলেন না। কপিলও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ইমরানকে নিয়ে মজা করেছেন। প্রসঙ্গ টেনেছেন ভিগে হোঁট তেরে (Bheege Hoth Tere) গানের।

সেই সময় ইমরানও মজা করে অনেক কথা বলেছেন। পাশাপাশি এও বলেন, “সত্যি যদি কেউ তাঁর দিকে কোনও মহিলাকে আকর্ষিত করতে চায়, তার জন্য তাঁকে আমার থেকে ক্লাস নিতে হবে এবং আমার ছবি দেখতে হবে”।

২০১৯ সালে ইমরান, শাহরুখ খানের প্রোডাকশন হাউজ রেড চিলিজ এন্টারটেনমেন্টের (Red Chillies Entertainment) সঙ্গে কাজ করেছেন। ছবির নাম বার্ড অফ ব্লাড (Bard Of Blood)। Netflix-এ ছবিটি মুক্তি পায়। এই ছবি দিয়ে ইমরান OTT প্ল্যাটফর্মে ডেবিউ করেন। এছাড়াও আগামীতে অনেকগুলি ছবি তাঁর মুক্তির অপেক্ষায় রয়েছে। যার মধ্যে টাইগার ৩ (Tiger 3) ও চেহরে (Chehre) উল্লেখযোগ্য।