Tag Archives: Mallika Sherawat

Mallika Sherawat: ‘ভিগে হোঁট তেরে’ নায়িকাকে দেখে ঝড় উঠেছিল পুরুষ-হৃদয়ে, সেই মল্লিকা শেরাওয়াত এখন কোথায়? বিশ্বাস হবে না!

এক কালে প্রায় রোজই কোনও না কোনও কারণে সংবাদ শিরোনামে দেখা যেত মল্লিকা শেরাওয়াতকে। এমনকী নায়িকার অভিনীত বিভিন্ন সাহসী দৃশ্য দর্শকের স্মৃতিতে এখনও টাটকা।
এক কালে প্রায় রোজই কোনও না কোনও কারণে সংবাদ শিরোনামে দেখা যেত মল্লিকা শেরাওয়াতকে। এমনকী নায়িকার অভিনীত বিভিন্ন সাহসী দৃশ্য দর্শকের স্মৃতিতে এখনও টাটকা।
ইমরান হাশমির সঙ্গে মল্লিকার উষ্ণ সমীকরণ সে কালে তুমুল জনপ্রিয়তাও পেয়েছিল। যদিও এখন আর সে ভাবে বড় পর্দায় দীর্ঘদিন দেখা যায় না তাঁকে।
ইমরান হাশমির সঙ্গে মল্লিকার উষ্ণ সমীকরণ সে কালে তুমুল জনপ্রিয়তাও পেয়েছিল। যদিও এখন আর সে ভাবে বড় পর্দায় দীর্ঘদিন দেখা যায় না তাঁকে।
এক সময় পুরুষ-হৃদয়ে ঝড় তোলা সেই নায়িকা মল্লিকা শেরাওয়াত এখন কোথায়? তিনি কি আর কখনও বলিউডে কাজ করবেন না?
এক সময় পুরুষ-হৃদয়ে ঝড় তোলা সেই নায়িকা মল্লিকা শেরাওয়াত এখন কোথায়? তিনি কি আর কখনও বলিউডে কাজ করবেন না?
কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছিল মল্লিকার। তাঁকে বড় পর্দায় দেখা না গেলেও ইনস্টাগ্রামের পাতায় তিনি বেশ সক্রিয়। মাঝে মাঝেই নানা ধরনের রিল পোস্ট করেন অভিনেত্রী।
কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছিল মল্লিকার। তাঁকে বড় পর্দায় দেখা না গেলেও ইনস্টাগ্রামের পাতায় তিনি বেশ সক্রিয়। মাঝে মাঝেই নানা ধরনের রিল পোস্ট করেন অভিনেত্রী।
এক সংবাদপত্রের ইন্টারভিউতে মল্লিকাকে কিছুদিন আগে প্রশ্ন করা হয়, তাঁর হাতে কি কোনও কাজ নেই? চাঁচাছোলা ভাষায় মল্লিকার উত্তর, “অনেক হিরোরাই রাতে দেখা করার জন্য বলতেন। আমি প্রশ্ন করতাম কেন আমি রাতে দেখা করতে যাব? আমায় এমনটাও শুনতে হয়েছে যেহেতু সিনেমায় আমি অনেক বোল্ড দৃশ্যে অভিনয় করেছি। সেখানে রাতে দেখা করতে আমার কী অসুবিধা! আমার হাত থেকে কাজ চলে গিয়েছে কারণ বড় বড় নায়কদের সঙ্গে আপোস করতে রাজি হইনি। আমি এমনটা নই। পর্দায় সাহসী দৃশ্যে অভিনয় করেছি বলে নায়কদের এই ভাবনা চিন্তা আমি কখনও মেনে নিতে পারিনি।”
এক সংবাদপত্রের ইন্টারভিউতে মল্লিকাকে কিছুদিন আগে প্রশ্ন করা হয়, তাঁর হাতে কি কোনও কাজ নেই? চাঁচাছোলা ভাষায় মল্লিকার উত্তর, “অনেক হিরোরাই রাতে দেখা করার জন্য বলতেন। আমি প্রশ্ন করতাম কেন আমি রাতে দেখা করতে যাব? আমায় এমনটাও শুনতে হয়েছে যেহেতু সিনেমায় আমি অনেক বোল্ড দৃশ্যে অভিনয় করেছি। সেখানে রাতে দেখা করতে আমার কী অসুবিধা! আমার হাত থেকে কাজ চলে গিয়েছে কারণ বড় বড় নায়কদের সঙ্গে আপোস করতে রাজি হইনি। আমি এমনটা নই। পর্দায় সাহসী দৃশ্যে অভিনয় করেছি বলে নায়কদের এই ভাবনা চিন্তা আমি কখনও মেনে নিতে পারিনি।”
প্রথম ছবি 'মার্ডার' মুক্তি পাওয়ার দু'বছরের মধ্যে 'সিরিয়াল কিসার' হিসাবে জনপ্রিয় হয়ে ওঠেন বলি অভিনেতা ইমরান হাশমি। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি প্রায় হইচই ফেলে দেয় সেই সময়। সে ছবিতে প্রচুর যৌন অনুষঙ্গ এবং মুহুর্মুহু চুম্বনের দৃশ্য ছিল ইমরান ও মল্লিকা শেরাওয়াতের।
প্রথম ছবি ‘মার্ডার’ মুক্তি পাওয়ার দু’বছরের মধ্যে ‘সিরিয়াল কিসার’ হিসাবে জনপ্রিয় হয়ে ওঠেন বলি অভিনেতা ইমরান হাশমি। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি প্রায় হইচই ফেলে দেয় সেই সময়। সে ছবিতে প্রচুর যৌন অনুষঙ্গ এবং মুহুর্মুহু চুম্বনের দৃশ্য ছিল ইমরান ও মল্লিকা শেরাওয়াতের।
পর্দায় তাঁদের রসায়ন নিয়ে বিস্তর কথা হয়। যদিও পরবর্তী কালে এক সাক্ষাৎকারে তাঁর প্রথম ছবির অভিনেত্রীকে নিয়ে ভালমন্দ কথা বলেন ইমরান। অভিনেতা বলেন, মল্লিকার সঙ্গে চুম্বনের দৃশ্যে অভিনয় তাঁর জীবনের অন্যতম খারাপ অভিজ্ঞতা। শুধু তা-ই নয়, মল্লিকার হলিউড সফর নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি অভিনেতা।
পর্দায় তাঁদের রসায়ন নিয়ে বিস্তর কথা হয়। যদিও পরবর্তী কালে এক সাক্ষাৎকারে তাঁর প্রথম ছবির অভিনেত্রীকে নিয়ে ভালমন্দ কথা বলেন ইমরান। অভিনেতা বলেন, মল্লিকার সঙ্গে চুম্বনের দৃশ্যে অভিনয় তাঁর জীবনের অন্যতম খারাপ অভিজ্ঞতা। শুধু তা-ই নয়, মল্লিকার হলিউড সফর নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি অভিনেতা।
করণ জোহরের শোয়ে এসে মল্লিকাকে 'ব্যাড কিসার'-এর তকমা দেন ইমরান। এমনকি, মল্লিকাকে নিয়ে ব্যঙ্গবিদ্রুপও করেন। পরে কর্ণের শোয়ে এসে মল্লিকাও পাল্টা জবাব দেন। কিন্তু ইমরান হাশমি বলিউডে একের পর এক হিট দিয়েও গেলেও হারিয়ে যান মল্লিকা। দেশ ছেড়ে লস অ্যাঞ্জেলসের বাসিন্দা মল্লিকা কি ফের বলিউডে ফিরবেন?
করণ জোহরের শোয়ে এসে মল্লিকাকে ‘ব্যাড কিসার’-এর তকমা দেন ইমরান। এমনকি, মল্লিকাকে নিয়ে ব্যঙ্গবিদ্রুপও করেন। পরে কর্ণের শোয়ে এসে মল্লিকাও পাল্টা জবাব দেন। কিন্তু ইমরান হাশমি বলিউডে একের পর এক হিট দিয়েও গেলেও হারিয়ে যান মল্লিকা। দেশ ছেড়ে লস অ্যাঞ্জেলসের বাসিন্দা মল্লিকা কি ফের বলিউডে ফিরবেন?
মল্লিকার ফ্যানেদের জন্যই রয়েছে একটি বিশেষ ও বড় খবর। কারণ প্রায় দু'দশক পর ফের হিন্দি ছবির পর্দায় ফিরছেন মল্লিকা শেরাওয়াত।
মল্লিকার ফ্যানেদের জন্যই রয়েছে একটি বিশেষ ও বড় খবর। কারণ প্রায় দু’দশক পর ফের হিন্দি ছবির পর্দায় ফিরছেন মল্লিকা শেরাওয়াত।
রাজকুমার রাও ও তৃপ্তি দিমরি অভিনীত ছবি 'ভিকি বিদ্যা কা উয়ো ওয়ালা ভিডিও' ছবিতে এক আধুনিক মহিলার চরিত্রে দেখা যাবে মল্লিকাকে।
রাজকুমার রাও ও তৃপ্তি দিমরি অভিনীত ছবি ‘ভিকি বিদ্যা কা উয়ো ওয়ালা ভিডিও’ ছবিতে এক আধুনিক মহিলার চরিত্রে দেখা যাবে মল্লিকাকে।
সম্প্রতি ছবির ট্রেলার মুক্তি পেয়েছে এবং নজর কেড়েছেন মল্লিকা। ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে আগামী ১১ অক্টোবর, ২০২৪।
সম্প্রতি ছবির ট্রেলার মুক্তি পেয়েছে এবং নজর কেড়েছেন মল্লিকা। ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে আগামী ১১ অক্টোবর, ২০২৪।

Bollywood Gossip: ইমরান হাশমি নন, ‘মার্ডার’ ছবিতে মল্লিকার বিপরীতে এই অভিনেতাকে পছন্দ ছিল নির্মাতাদের

প্রায় বছর কুড়ি আগের কথা। ২০০৪ সালে মুক্তি পেয়েছিল ইমরান হাশমি এবং মল্লিকা শেরাওয়াত অভিনীত ‘মার্ডার’। আর এই ছবি মুক্তির সঙ্গে সঙ্গেই রাতারাতি তারকা হয়ে গিয়েছিলেন তাঁরাও। ‘মার্ডার’ পরিচালনা করেছিলেন অনুরাগ বসু এবং প্রযোজনা করেছিলেন মুকেশ ভাট। মুক্তির পর ছবিটি দুর্দান্ত সাফল্য পেয়েছিল, কিন্তু এই ছবি নিয়ে ভক্তদের থেকে এসেছিল মিশ্র প্রতিক্রিয়া। তবে অনেকেই হয়তো জানেন না যে, এই ‘মার্ডার’ ছবির নায়ক বা মুখ্য অভিনেতা হিসেবে প্রথমেই ইমরান হাশমিকে বেছে নেওয়া হয়নি। বরং সেই চরিত্রে অভিনয়ের জন্য বেছে নেওয়া হয়েছিল রজনীশ দুগ্গলকে।

প্রধান চরিত্রে যদি রজনীশ দুগ্গল অভিনয় করতেন, তাহলে তাঁর জীবনটাই হয়তো বদলে যেতে পারত। তবে সেই চরিত্র হাতছাড়া করার একটা কারণও রয়েছে। সিদ্ধার্থ কন্ননের সঙ্গে এক সাম্প্রতিক সাক্ষাৎকারে রজনীশ জানিয়েছেন যে, ২০০৩ সালের মার্চ মাসে মিস্টার ইন্ডিয়ার তকমা জয় করার মাত্র দিন তিনেকের মধ্যে ওই চরিত্রের অফার তাঁর কাছে এসেছিল। ওই প্রতিযোগিতায় আসলে তাঁর মেন্টর ছিলেন মুকেশ ভাট এবং মহেশ ভাট। ফলে এই ছবির জন্য তাঁদের থেকেই আসে অফারটা।

‘১৯২০’ অভিনেতা বলেন, “একদিন অতিথি বক্তা হিসেবে ছিলেন মহেশ ভাট। তিনি এলেন, সকলকে খুঁটিয়ে পরীক্ষা করলেন এবং আমাদের নিজেদের বিষয়ে প্রশ্ন করলেন। সকলেই নিজের নাম বলেছিলেন এবং তাঁরা কেন সেই জায়গায় আছেন, সেই কথাও বলেছিলেন। কিন্তু আমি সেখানে আমার থাকার কারণ হিসেবে জানিয়েছিলাম যে, ‘আমি এখানে এসেছি জয় করতে’। মনে হয়, আমার সেই আত্মবিশ্বাসেই মুগ্ধ হয়েছিলেন তাঁরা।”

আরও পড়ুন-   শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে সাইক্লোন রিমল! ভয়ঙ্কর দুর্যোগের আশঙ্কা বাড়ছে দক্ষিণবঙ্গে, উত্তরেও কি চলবে তাণ্ডব? আবহাওয়ার বিরাট আপডেট

রজনীশ আরও জানান, প্রতিযোগিতায় জেতার পরের দিনই মুকেশ ভাট দিল্লির এক তরুণের বিষয়ে জানতে চেয়েছিলেন। সেই সময়ই প্রযোজক অংশুমান স্বামী তাঁর দিকে নির্দেশ করেন। তিন দিন পরে ভাটদের অফিসে ডাক পড়ে রজনীশের।

স্মৃতিচারণ করে অভিনেতা বলেন, ভাট বলেছিলেন যে, তিনি ইমরান হাশমিকে রি-লঞ্চ করতে চাইছেন। আর এ-ও জানিয়েছিলেন যে, তিনি রিমা গিল (মল্লিকার আসল নাম) নামে দিল্লির এক মেয়েকে ছবিতে নিতে চান। এমনকী তিনি আমায় ‘মার্ডার’-এর দারুণ অ্যালবামটাও শোনান।ভাট আরও রজনীশকে জানিয়েছিলেন যে, দু’টো চরিত্র রয়েছে – একটা স্বামীর এবং আর একটা প্রেমিকের। এদিকে রজনীশকে দু’টো চরিত্রেই তাঁর মানানসই বলে মনে হয়েছিল। এরপর তাঁকে দুই চরিত্রের মধ্যে একটি বেছে নিতে বলা হয়। সাহসী চিত্রনাট্য এবং ঘনিষ্ঠ দৃশ্যের কথা শোনার পরে রজনীশ জানিয়েছিলেন যে, তাঁর এক প্রেমিকা (বর্তমান স্ত্রী পল্লবী) রয়েছেন। ফলে তিনি চুম্বনের দৃশ্য করতে পারবেন না।

আরও পড়ুন-     চরম আর্থিক অনটন! দিনে মাত্র ৫০ টাকা আয়, খরচ বাঁচাতে যা করতেন নায়িকা…! বিখ্যাত পরিচালকের মেয়ের রোজগার শুনলে আঁতকে উঠবেন

রজনীশ বলেন, ভাট এই কথা শুনে অবাক হয়েছিলেন। কিন্তু রজনীশের কথা তিনি বুঝেছিলেন এবং প্রেমিকার জন্য অভিনেতার এহেন সিদ্ধান্তকে সম্মানও জানিয়েছিলেন। সৌভাগ্যক্রমে, বিক্রম ভাটের ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘১৯২০’-র হাত ধরে বি-টাউনে অভিষেক ঘটেছিল রজনীশের।