Tag Archives: EPL

ক্লাব ক্যারিয়ারে এবার ৭০০ গোল! সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন রোনাল্ডো

#লন্ডন: তিনি নাকি বুড়ো হয়ে গিয়েছেন। অচল হয়ে গিয়েছেন। পয়সার লোভে খেলে যাচ্ছেন জোর করে। ইদানিং ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সম্পর্কে এরকমই লেখা হত বিভিন্ন মিডিয়াতে। পর্তুগালকে নেশনস লিগের সেমিফাইনালে তুলতে পারেননি। তাকে নিতে অস্বীকার করেছে বহু ইউরোপিয়ান ক্লাব। বারবার ক্রিশ্চিয়ানো রোনালদোকে বাতিলের খাতায় ফেলে দিচ্ছেন? উপায় নেই।

আরও পড়ুন – দেশের হয়ে খেলার সময় যত চোট, আইপিএলে তো হয় না! মৌচাকে ঢিল কপিলের

পর্তুগিজ যুবরাজ বরং সমালোচকদের জবাব দিচ্ছেন মাঠের পারফরম্যান্সেই। কে বলবে, তার বয়সটা ৩৭ পেরিয়েছে! ক্যারিয়ারে একের পর এক অর্জনের মুকুট পরা রোনালদো এবার নাম লেখালেন আরেক ইতিহাসে। ক্লাব ফুটবলে প্রথম ফুটবলার হিসেবে ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন পর্তুগিজ মহাতারকা।

বর্তমানে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলা রোনালদো ৭০০ গোলের মাইলফলক ছুঁলেন ৯৪৫ ম্যাচে। ৬৯১ গোল নিয়ে তার পরে আছেন আর্জেন্টাইন খুদেরাজ লিওনেল মেসি। ২০০২-০৩ মৌসুমে রোনালদো তার প্রথম গোলটি করেছিলেন স্পোর্টিং লিসবনের হয়ে। ৭০০ গোলের ৫টি লিসবনের জার্সিতে। রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০, জুভেন্টাসে ১০১ ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে গোল ১৪৪টি।

রোববার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে রোনালদোই করেন দলের জয়সূচক গোলটি। তাতে এভারটনকে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। গুডিসন পার্কে ৫ মিনিটের মাথায়ই পিছিয়ে পড়েছিল ইউনাইটেড। বক্সের বাইরে থেকে দারুণ বাঁকানো শটে ডেভিড দা গিয়াকে পরাস্ত করেন ইয়বি।

তবে সেই গোল শোধ করতে বেশি সময় নেয়নি ইউনাইটেড। ১০ মিনিট পরই মার্শালের পাস থেকে বাঁ পায়ের শটে সমতা ফেরান ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যান্থোনি। ২৯ মিনিটে ইনজুরির কারণে উঠে যান মার্শাল, এরিক টেন হাগ বদলি হিসেবে নামান রোনালদোকে। সেই রোনালদোই লিড এনে দেন ইউনাইটেডকে।

বিরতির ঠিক আগে ৪৪ মিনিটে কাসেমিরোর পাস থেকে বাঁ পায়ের নিচু শটে ইতিহাস গড়া গোলটি করেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা। ম্যাচ শেষে ইউনাইটেড কোচ মেনে নিয়েছেন রোনাল্ডো শেষ এরকম যারা বলেন তাদের আজকের খেলাটি দেখা উচিত।

Manchester United : রোনাল্ডোকে বসিয়ে রেখে লিভারপুলের বিরুদ্ধে দুরন্ত জয় ম্যান ইউনাইটেডের

ম্যান ইউ -২
লিভারপুল -১

#লন্ডন: গুঞ্জনটা শোনা গিয়েছিল আগেই। সেটাই সত্য হল। লিভারপুলের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদো সাইডবেঞ্চে রেখে দল সাজালেন এরিক টেন হাগ। রাখলেন না অধিনায়ক হ্যারি মাগুয়েরকেও। তার এই সিদ্ধান্ত যেন হাতে হাতে ফল দিল। ব্রাইটন আর ব্রেন্টফোর্ডের কাছে টানা দুই হারে মৌসুম শুরু করা ম্যানচেস্টার ইউনাইটেড হারাল বর্তমান রানার্সআপ লিভারপুলকে।

আরও পড়ুন – East Bengal : ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি অস্ট্রেলিয়ার জর্ডান ও’দোহার্তি, প্রশংসা স্টিফেনের

টেন হাগের অধীনে এটিই ইউনাইটেডের প্রথম জয়। ওল্ড ট্র্যাফোর্ডে সোমবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে জিতেছে ইউনাইটেড। জেডন স্যানচো দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান মার্কাস র‌্যাশফোর্ড। শেষ দিকে লিভারপুলের একমাত্র গোলটি করেন মহমেদ সালাহ। গত মৌসুমে দুই দেখায় ৫-০ আর ৪-০ গোলে লিভারপুলের কাছে হেরেছিল ইউনাইটেড।

স্বভাবতই এই ম্যাচে ফেবারিট ছিল লিভারপুল। তারা বল দখল আর শটে এগিয়েও ছিল। কিন্তু টেন হাগের হিসেবি পরিকল্পনার সঙ্গে পেরে উঠেনি অলরেডরা। শুরু থেকে আক্রমণাত্মক ছিল ইউনাইটেড। দশম মিনিটেই গোল পেতে পারত তারা। ব্রুনো ফের্নান্দেসের পাস ডি-বক্সে পেয়ে কোনাকুনি শট নেন অ‍্যান্থনি এলাঙ্গা, যা বাধা পায় পোস্টে।

বেশিক্ষণ অবশ্য অপেক্ষা করতে হয়নি ইউনাইটেডকে। ছয় মিনিট পরেই এগিয়ে যায় স্বাগতিকরা। বাঁ দিক থেকে এলাঙ্গার পাস ডি-বক্সে নিয়ন্ত্রণে নিয়ে প্লেসিং শটে গোল করেন তরুণ ইংলিশ ফরোয়ার্ড স্যানচো। দ্বিতীয়ার্ধের শুরুতে আরও গোল খেয়ে বসে লিভারপুল। ৫৩তম মিনিটে ব্যবধান ২-০ করেন র‌্যাশফোর্ড।

ডি-বক্সে ঢুকে জোরালো শটে কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন ইংলিশ ফরোয়ার্ড। ৮১তম মিনিটে ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তুলেছিলেন সালাহ। ট্রেন্ট-অ্যালেকজ্যান্ডার আর্নল্ডের কর্নারে জোরালো শট নেন ফাবিও কারবাইয়ো, গোলরক্ষক ডি গিয়া ঝাঁপিয়ে ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বল পেয়ে নিচু হেডে জাল খুঁজে নেন সালাহ।

তবে ইউনাইটেড আর সুযোগ দেয়নি লিভারপুলকে। ৮৬ মিনিটে রাশফোর্ডের বদলি হিসেবে রোনালদোকে নামান টেন হাগ। অল্প সময়ে কিছু করে দেখাতে না পারলেও বিজয়ীর বেশে মাঠ ছেড়েছেন পর্তুগিজ যুবরাজ। হাইভোল্টেজ ম্যাচে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ১৯ থেকে ১৪ নম্বরে উঠে গেছে ইউনাইটেড। এখনও জয়ের দেখা না পাওয়া লিভারপুল ২ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে।

Benjamin Mendy : যৌন রাক্ষস বেঞ্জামিন মেন্ডি ! মহিলাদের ঘুমের মধ্যে ধর্ষণ করা ছিল নেশা

#লন্ডন: বড় বড় তারকা ফুটবলারদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নতুন কিছু নয়। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে শুরু করে রোনাল্ডিনহো, ওয়েন রুনি, গিগস – প্রচুর নামি ফুটবলারদের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। কিন্তু তাই বলে ১৩ জন মহিলাকে ধর্ষণ – এটা বোধহয় সর্বকালীন রেকর্ড। ইংল্যান্ডের অন্যতম শীর্ষ ক্লাব ম্যানচেস্টার সিটির ফুটবলার বেঞ্জামিন মেন্দির বিরুদ্ধে ধর্ষণ এবং যৌন নিপীড়নের অভিযোগের শুনানি শুরু হয়েছে।

আরও পড়ুন – Sourav Ganguly on Virat Kohli : এশিয়া কাপে কোহলির বিরাট কামব্যাক দেখছেন সৌরভ, দিলেন পূর্ণ সমর্থন

সোমবার ছিল শুনানীর দ্বিতীয় দিন। অপরাধ প্রমাণিত হলে কঠোর শাস্তি হতে পারে জেল থেকে জামিনে বের হওয়া এই ফরাসি ফুটবলারের। ইংল্যান্ডের চেস্টার ক্রাউন আদালতে মেন্দি অবশ্য তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। দ্বিতীয় দিনের শুনানীতে মোট ১৩ জন নারী সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন। সবাই মেন্দির বিরুদ্ধে কথা বলেছেন।

কয়েকজন আদালতে অভিযোগের সমর্থনে প্রমাণও দাখিল করেছেন। সরকারি আইনজীবী আদালতে বলেছেন, মেন্দি যতটা ফুটবল খেলেন, তার চেয়েও বেশি মেয়েদের সঙ্গে অসভ্যতা করেন। উনি নিজেকে প্রচুর ক্ষমতাশালী মনে করেন। মেয়েদের ওপর বলপ্রয়োগ করেন। ধর্ষণ, যৌন নিপীড়নের মতো ঘটনা ঘটিয়ে থাকেন। তিনি মনে করেন ক্ষমতা দেখিয়ে শাস্তি থেকে বেঁচে যাবেন।

তদন্তকারীরা জানিয়েছেন, লুই সাহা মাতুরি নামের এক ব্যক্তির মাধ্যমে মেয়েদের ফাঁদে ফেলতেন মেন্দি। মেয়েদের নিজের বাড়িতে নিয়ে গিয়ে তাদেরকে যৌন নিপীড়ন করতেন। ২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত মাতুরিকে এ জন্য মোটা টাকাও দিয়েছেন মেন্দি।

প্রমাণ হিসেবে ম্যানচেস্টার সিটির ফুটবলারের বাড়ির দরজার সিসিটিভির ফুটেজও আদালতে জমা দিয়েছেন তদন্তকারীরা। ছাড়া বাকি আটজন মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছেন মাতুরিকে। ২৮ বছরের ফরাসি ফুটবলারের বিরুদ্ধে আটবার ধর্ষণ, একবার যৌন নিপীড়ন এবং একবার ধর্ষণচেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রথম ৯টি অভিযোগের শুনানী আগেই শেষ হয়েছে। সব ক্ষেত্রেই মেন্দি অভিযোগ অস্বীকার করেছেন। এখনো কোনো রায় দেননি আদালত। আশা করা হচ্ছে, দশম অভিযোগের শুনানী প্রক্রিয়া তিন মাসের মধ্যে শেষ হবে। অপরাধ প্রমাণিত হলে মেন্দির ফুটবল ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে।

Cristiano Ronaldo : হাঁটুর বয়সী ফুটবলারদের পেছনে ফেলে ফের অভাবনীয় কীর্তি রোনাল্ডোর

#লন্ডন: প্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে প্রথম মৌসুমেই ভিন্ন দুই মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। গত বছরের সেপ্টেম্বরের পর এবার এপ্রিলেও সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার। দলগতভাবে এপ্রিল মাসটি খুব একটা ভাল কাটেনি ম্যানচেস্টার ইউনাইটেডের।

আরও পড়ুন – David Warner Instagram reel : ইনস্টাগ্রামে এবার মেয়ে সেজে রিল করতে চান ডেভিড ওয়ার্নার! বাছা হয়ে গিয়েছে পার্টনার

পুরো মাসে ছয় ম্যাচ খেলে তাদের জয় মাত্র একটিতে। লাগাতার হতাশাজনক পারফরম্যান্সে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের টিকিট খুইয়েছে ইংল্যান্ডের ঐতিহাসিক ক্লাবটি। তবে নিজের পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন রোনালদো। ইউনাইটেডের একমাত্র জয়ের ম্যাচেই করেন দারুণ এক হ্যাটট্রিক।

সব মিলিয়ে মোট পাঁচটি গোল করেছেন তিনি। সবগুলো গোলই ছিল নন পেনাল্টি গোল এবং তার এই পাঁচ গোল থেকে ইউনাইটেড পেয়েছে চার পয়েন্ট।

এমন পারফরম্যান্সের সুবাদে ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইন বা গ্যাব্রিয়েল হেসুসকে পেছনে ফেলে রোনালদোই জিতেছেন এপ্রিলের সেরা খেলোয়াড়ের পুরস্কার।

যা চলতি মৌসুমে তার দ্বিতীয় এবং সবমিলিয়ে ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো মাসসেরার স্বীকৃতি।এই পুরস্কার গ্রহণ করে রোনালদো লিখেছেন, ‘আমার দ্বিতীয় প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কার, সবমিলিয়ে ক্যারিয়ারে ষষ্ঠ। আজকে আমি আমার শুরুর দিনগুলোর মতোই খুশি।

জয় ও সাফল্যের ক্ষুধা কখনও কমে না আমার। সবাইকে ধন্যবাদ যারা এটি সম্ভব করেছেন। রোনাল্ডো মনে করেন ইউনাইটেড ভক্তরা তাকে আগের মতোই ভালোবাসেন। কিন্তু মাঠের খেলায় গ্যারান্টি হয় না। সাফল্য এবং ব্যর্থতা লেগেই থাকে।

Ronaldo vs Ralf Rangnick : তুলে নেওয়ায় কোচের ওপর ক্ষেপলেন রোনাল্ডো! রাগে ছুড়ে ফেললেন জ্যাকেট

#ম্যাঞ্চেস্টার: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের নতুন কোচের সঙ্গে একেবারেই মানিয়ে নিতে পারছেন না তারকা স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বারবারই সামনে আসছে দুজনের ইগোর লড়াই। ইংলিশ প্রিমিয়ার লিগে পরপর দুই ম্যাচ পর বুধবার ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড জয় পেল। কিন্তু ম্যাচ শেষের আগে ইউনাইটেড কোচ রাল্ফ রাংনিক তারকা স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে তুলে নেওয়ায় কোচের উপর বেজায় চটলেন রোনাল্ডো।

আরও পড়ুন – Shikhar Dhawan on Venkatesh Iyer : ভেঙ্কটেশ আইয়ারকে কেন বোলিং দেওয়া হয়নি ? ব্যাখ্যা দিলেন শিখর ধাওয়ান

যা ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে ইউনাইটেডের ৩-১ ব্যবধানে জয়ের চেয়েও বেশি করে আলোচনার শিরোনামে চলে এল। রোনাল্ডো মাঠ ছাড়ার পরে ডাগ আউটে গিয়ে তার মনোভাব একেবারেই গোপন রাখেননি। মাঠ ছাড়ার সময় তার মুখের অভিব্যক্তি ক্যামেরায় এড়ায়নি। “কেন আমি ? কেন আমি ? আমায় কেন আপনি তুলে নেবেন ?” মাঠ ছাড়ার আগে তাকে বিড়বিড় করতে দেখা যায়, মাঠ ছাড়ার পর রাগে তার জ্যাকেট তিনি ফ্লোরে ছুড়ে ফেলেন।

আরও পড়ুন – Lionel Messi Argentina : মেসিকে বিশ্রাম! আর্জেন্টিনা জার্সিতে কলম্বিয়া এবং চিলির বিরুদ্ধে নেই মহাতারকা

হঠাৎ করে তাকে তুলে নেওয়ায় তিনি এতটাই হতাশ হয়ে পড়েন যে একা আলাদা হয়ে বসে থাকেন। পরে কোচ রাংনিক এসে তাকে আশ্বস্ত করেন। নিতম্বে চোটের কারণে গত ৩ রা জানুয়ারি থেকে তিনি দলের বাইরে ছিলেন। দুই ম্যাচ পর ফিরে ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে তেমন কোনো প্রভাব তিনি বিস্তার করতে পারছিলেন না।

বরং ইউনাইটেডের আক্রমণভাগের তরুণ খেলোয়াড়রাই দাপিয়ে বেড়াচ্ছিলেন। এন্থনি এলাঙ্গা, মাসন গ্রিনউড, মার্কাস রাসফোর্ড ইউনাইটেডের হয়ে গোল করেন। ৭০ মিনিটে গ্রিনউড ইউনাইটেডকে ২-০ গোলে এগিয়ে দেওয়ার পর, রাংনিক রোনাল্ডোকে তুলে রক্ষণকে মজবুত করতে হ্যারি মাগুইরেকে নামান।

তাকে তুলে নেওয়ার পর রোনাল্ডোর প্রতিক্রিয়া সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাংনিক বলেন, এই প্রতিক্রিয়া স্বাভাবিক। একজন স্ট্রাইকার সবসময় গোল করতে চায়। কিন্তু সে একটি ছোট চোট সারিয়ে ফিরেছে এবং এটা মনে রাখা প্রয়োজন যে সামনে আরো একটা ম্যাচ আছে।

আমি দেখেছি সে আমায় জিজ্ঞাসা করল আমি কেন ? আমি তাকে বলেছিলাম দলের স্বার্থেই আমাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছিল। তবে রোনালদোর সঙ্গে তার সম্পর্ক খারাপ এটা মানতে রাজি নন ইউনাইটেডের জার্মান ম্যানেজার। তার যুক্তি রোনাল্ডোর বয়স বেড়েছে। এখন তাকে বুঝে ব্যবহার করতে হবে।

Solskjaer out Man United : টানা ব্যর্থতায় বরখাস্ত হতে পারেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কোচ ওলে সোলস্কার

#লন্ডন: ওলের দায়িত্বে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অধঃপতনে বেশ চিন্তিত ক্লাব বোর্ডের সদস্যরা এবং খুব তাড়াতাড়ি হয়তো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেন। ক্লাব ভেবেছিল মরসুমের শেষ অবধি ওলেকে রাখবেন এবং তার পরে ভেবে দেখার সময় পাবে পরিবর্ত কোচ কে হবে? কিন্তু প্রিমিয়ার লিগের বড় ক্লাবগুলোর বিরুদ্ধে অপমানজনক হার, দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করছে ক্লাবকে। প্রথমে লিভারপুলের কাছে ০-৫ এবং পরে ম্যাঞ্চেস্টার ডার্বিতে ০-২ গোলে হার, হতাশাজনক পরিস্থিতিতে চলেছে গেছে ম্যান ইউয়ের প্রদর্শন।

আরও পড়ুন – East Bengal ISL new season : রিয়াল মাদ্রিদের স্টাইলে নতুন মরশুমে ইস্টবেঙ্গলের সাফল্য দেখা যাবে, আশাবাদী ডিয়াজ

ওল্ড ট্রাফোর্ডে ০-২ তে হেরে যাওয়ার পর ওলেকে নিয়ে বেশ সমালোচনা শুরু হয়েছে। সমর্থকরা ছাড়াও ক্লাবের বেশ কিছু প্রাক্তন প্লেয়ারও অসন্তুষ্ট এই নরওয়েজীয় কোচের ওপর। বারো ম্যাচে ছয়টি পরাজয় ক্লাবকে বাধ্য করে তার পদ নিয়ে চিন্তিত হতে। আগের মরশুমে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকার পর সমর্থকরা বেশ প্রত্যাশা নিয়েছিল সলস্কায়েরের ওপর, কিন্তু এহেন প্রদর্শন দেখে সব আশা ভেঙে যায় তাদের। স্টেডিয়ামে, রাস্তায়, পাবে ওলে আউট ব্যানার নিয়ে গলা ফাটাচ্ছেন ক্লাবের সমর্থকরাই।

ম্যাঞ্চেস্টার সিটি এবং লিভারপুলের বিরুদ্ধে লজ্জাকর হারের সময় সমর্থকরাই মনোবল বাড়ানোর বদলে, নিজের ক্লাবকেই অপমান করছিল। কারণ তারা অনেক আশা করেছিলেন ওলের ওপর। শুধু সমর্থকরা নয় বোর্ডও ওলেকে ভরসা করে সাড়ে ১৩ কোটি ইউরো খরচ করেছিল রোনাল্ডো, ভারান এবং সাঞ্চোকে আনার জন্য। তার এই পরিণাম থেকে হতাশ হওয়াটা স্বাভাবিক।

তবে ওলে সরলে কে আসবে সেটা নিয়ে এতো তাড়াতাড়ি কিছু ভাবতে পারেনি ক্লাব। জোসে মরিনহো এবং লুই ফান হালের ফ্লপ শো এর পর ওলেও একই পথেই চলছে। ক্লাবের বেশ কিছু পুরনো প্লেয়ার অসন্তুষ্ট কোচকে নিয়ে, তারা মনে করছেন ওলে ঠিক মতো পরিকল্পনা করতে পারছেন না। এদের মধ্যে রয়েছেন পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্দেজ। লিভারপুলের বিরুদ্ধে প্রেসিংয়ে খেলতে ব্যর্থ হলে ওলে রক্ষণাত্মক সজ্জায় সাজান ম্যান ইউকে। পেপ গুয়ার্দিওয়ালা অত্যন্ত সহজেই ওলের এই ছক ভেঙে দেন। ভ্যান ডি বিকের মত প্রতিভাবান প্লেয়ারকে বসিয়ে রেখে নষ্ট করছেন তিনি।

Ronaldo vs Tottenham : বুড়ো হাড়ে ভেলকি রোনাল্ডোর, নিন্দুকদের দিলেন কড়া জবাব

 

#লন্ডন: খাতায়-কলমে বয়স হয়েছে ৩৬। একজন পেশাদার ফুটবলার হিসেবে অনেকটাই। সাধারণত এই বয়সে সর্বোচ্চ পর্যায় খেলা চালিয়ে যাওয়া ফুটবলার খুব বেশি পাওয়া যায় না। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বাকিদের থেকে আলাদা। শনিবার টটেনহ্যাম হটস্পারকে ৩-০ গোলে পরাজিত করেছে ম্যান ইউ। নিজে একটা গোল করেছেন, একটা করিয়েছেন। যতক্ষণ ৭০ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন নিজেকে উজাড় করে দিয়েছেন। গত রবিবার নিজেদের ঘরের মাঠে লিভারপুলের বিরুদ্ধে পাঁচ গোল হজম করতে হয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে।

আরও পড়ুন – Ashwin vs New Zealand: অশ্বিনকে দলে নিয়ে নিউজিল্যান্ড ব্যাটিংকে স্পিনের জাঁতাকলে ফেলতে চায় ভারত

তাই এদিন হ্যারি কেনের দলের বিরুদ্ধে ইউনাইটেড ঘুরে দাঁড়াতে পারে কিনা দেখার ছিল। প্রথম থেকে সর্বশক্তি উজার করে দিল লাল জার্সিধারীরা। ব্রুনো ফার্নান্দেজের একটা ওভারহেড বল দুরন্ত ভলিতে গোল করেন রোনাল্ডো। দ্বিতীয়টা চমৎকার অ্যাসিস্ট করেন কাভানিকে। শেষ গোলটা করেন মার্কাস রাসফর্ড। তবে এই প্রথম লিভারপুলের কাছে হারের পর মুখ খুললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

পরিষ্কার জানালেন ম্যান ইউ পাঁচ গোলে হারলে সমালোচনা স্বাভাবিক ব্যাপার। কিন্তু গুরুত্বপূর্ণ ছিল পুরো দল কিভাবে ঘুরে দাঁড়ায়। সেটা আজ তারা সকলে মিলে করে দেখিয়েছেন। বুঝিয়ে দিয়েছেন তাদের হিসেবের বাইরে রাখা সহজ নয়। এটাই তাকে তৃপ্তি দিয়েছে। দলের অভিজ্ঞ ফুটবলার হিসেবে নিজের অভিজ্ঞতা এবং দক্ষতা বাকিদের সঙ্গে ভাগ করে নেওয়া তার কাজ। ম্যানেজার ওলে গুনার সোলসকারকে সরিয়ে দেওয়া নিয়ে দাবি উঠেছিল। রোনাল্ডো এবং বাকি ফুটবলাররা আপাতত কোচের চাকরি বাঁচাতে সক্ষম হলেন।

নিজের পারফরম্যান্স নিয়ে আলাদা করে উচ্ছ্বসিত হতে রাজি নন পর্তুগিজ তারকা। নিজের কাজ করেছেন মাত্র। সিনিয়র ফুটবলার হিসেবে এটাই তার দায়িত্ব বলে মনে করেন। এই জয়ের ফলে লিগ টেবিলে কিছুটা উন্নতি হল ম্যান ইউনাইটেডের। রোনাল্ডো অবশ্য মনে করেনি এখনও প্রচুর কঠিন ম্যাচ বাকি রয়েছে। পরের সপ্তাহে ম্যাঞ্চেস্টার ডার্বি। পেপ গার্দিওলার দলের বিপক্ষে জিততে গেলে নিজেদের সেরাটা উজাড় করে দিতে হবে বলছেন রোনাল্ডো।

Liverpool EPL Top : সালাহ,ফির্মিনোর দাপটে উড়ে গেল ওয়াটফর্ড, বড় জয় লিভারপুলের

ওয়াটফর্ড – ০

লিভারপুল – ৫

(মানে, ফির্মিনো (৩),সালাহ,)

#লিভারপুল: অ্যাওয়ে ম্যাচে ওয়াটফর্ডকে একপ্রকার উড়িয়ে দিল ক্লপের লিভারপুল। শনিবার ৫ গোলে জিতল লিভারপুল। এই ম্যাচে জয়ের ফলে টেবিলের শীর্ষে চলে গেল তারা। অন্যদিকে নতুন ক্লাবের হয়ে শুরুটা ভাল হল না প্রাক্তন প্রিমিয়ার লিগ জয়ী কোচ ক্লাডিও রেনেইরির। এই মাসের শুরুতেই ওয়াটফর্ডের দায়িত্ব নেন তিনি। শুরু থেকেই ওয়াটফর্ড ডিফেন্সের উপর চাপ ফেলতে থাকে লিভারপুলের মানে, ফির্মিনো এবং সালাহ্। ব্রাজিলের হয়ে খেলতে যাওয়ার জন্য এই ম্যাচে প্রথম দলের গোলকিপার অ্যালিসনকে পাননি ক্লপ। তার জায়গায় নামেন কেলেহার।

প্রথম অর্ধেই ২ গোলে এগিয়ে যায় লিভারপুল। ৯ মিনিটের মধ্যেই সালাহের অসাধারণ একটি পাস থেকে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন সাদিও মানে। এদিন প্রিমিয়ার লিগে নিজের ১০০তম গোলটি করলেন তিনি। ৩৭ মিনিটে লিভারপুলের হয়ে দ্বিতীয় গোলটি করেন ববি ফির্মিনো। তবে এই গোলটি কতটা সঠিক তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। গোলের সময় অফসাইড ছিলেন ফির্মিনো,বলে মনে করছেন তারা।দুটি গোলের ক্ষেত্রেই ওয়াটফর্ড ডিফেন্সকে দায়ী করা যেতে পারে।

টটেনহ্যাম থেকে আসা ড্যানি রোস, ক্যথকার্টদের বারবারই দিশেহারা করেন লিভারপুলের ফ্রন্ট লাইন। দ্বিতীয় অর্ধেও গোলের ধারা অব্যাহত রাখে লিভারপুল। শুরুতেই লিড দ্বিগুণ করে দেয় তারা। জেমস মিলনারের পাস থেকে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন ফির্মিনো। তার ঠিক দুই মিনিট পর একক দক্ষতায় গোল করেন মিশরের সুপারস্টার মহম্মদ সালাহ।বক্সের বাঁদিক থেকে একা তিনজনকে কাটিয়ে অসাধারণ একটি গোল করেন তিনি।

এই গোলের সাথেই তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে আফ্রিকান সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে আসেন।মোট ১০৪টি গোল আছে তার নামের পাশে এখন। ম্যাচে ওয়াটফর্ড সুযোগ তৈরি করলেও গোল করতে ব্যার্থ হয় বারবার। সার, সিসোকোরা চেষ্টা করলেও গোলের মুখ খুলতে পারেননি তারা। ম্যাচের শেষ মিনিটে ফির্মিনো গোল করে নিজের হ্যাট্রিক সম্পূর্ণ করেন।এই জয়ের ফলে ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এল লিভারপুল।

United 7 : ওল্ড ট্র্যাফোর্ডে নিজের পছন্দের ৭ নম্বর ফিরে পাচ্ছেন রোনাল্ডো

#লন্ডন: স্বয়ং রানী এলিজাবেথ নাকি রোনাল্ডোর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সি চেয়ে পাঠিয়েছেন। এমন গুজব রটেছিল। আসলে প্রিমিয়ার লিগের ইতিহাসে অন্যতম সেরা ফুটবলারকে ফিরে পেয়ে ইংলিশদের মেজাজ দারুণ খুশি। ইউনাইটেড সমর্থকদের কথা না হয় ছেড়ে দেওয়া গেল। খচখচ করছিল একটা ব্যাপার। কিছুটা সন্দেহ ছিল। জুভেন্টাস ছেড়ে নিজের পুরোনো ডেরা ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে নাম লিখিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কী তাঁর ‘সিআর-৭’ উপমা ধরে রাখতে পারবেন?

৭ নম্বর জার্সি না পেলে এই উপমার যথার্থতা ফুটে ওঠে কীভাবে? ইউনাইটেডে যে ৭ নম্বর জার্সি এডিনসন কাভানির! কিন্তু সেই সন্দেহের সমাপ্তি টেনেছে ইউনাইটেডই। টুইট করে ক্লাবটি জানিয়েছে, ৭ নম্বর জার্সিটি ফিরিয়ে দেওয়া হচ্ছে পর্তুগিজ তারকাকেই। কীভাবে সম্ভব হল এটি? খুব সহজে যে হয়েছে, সেটি বলা যাবে না। ইংলিশ ফুটবলের নিয়মের মধ্যে পুরো বিষয়টি হলেও এতে কিছুটা কৌশল খাটাতে হয়েছে।

রোনাল্ডো ইউনাইটেডে সই করার আগেই কাভানিকে ৭ নম্বর জার্সি দেওয়া হয়েছিল। প্রিমিয়ার লিগের নিয়মানুযায়ী, কোনো খেলোয়াড়কে নির্দিষ্ট একটা জার্সি দেওয়ার মানে সেটি নথিভুক্ত করে ফেলা। সেই জার্সি পরেই তাঁকে খেলতে হবে গোটা মরশুম। যদি কোনো ফুটবলার জার্সি পাওয়ার পর মরশুমের মাঝখানে ক্লাব ছেড়ে চলে যান, তবেই কেবল সেই জার্সি হাতবদল হতে পারে।

ম্যাঞ্চেস্টার যে কৌশল খাটিয়েছে, সেটি হচ্ছে দলের ২১ নম্বর জার্সিধারী খেলোয়াড় ড্যানিয়েল জেমসকে ছেড়ে দিয়েছে তারা। উরুগুয়ে জাতীয় দলে কাভানি ২১ নম্বর জার্সি পরে খেলেন। তাই ইউনাইটেডে তাঁর ২১ নম্বর পরতে আপত্তি নেই। এখন কাভানিকে ২১ দিয়ে রোনাল্ডোকে দেওয়া হবে তাঁর প্রিয় জার্সি নম্বর ৭। ওল্ড ট্র্যাফোর্ডে খেলেই আজকের বড় তারকা হয়ে ওঠা রোনাল্ডোর। নিজ দেশের ক্লাব স্পোর্টিং লিসবনে ক্যারিয়ার শুরুর এক বছরের মাথাতেই ২০০৩ সালে তিনি যোগ দেন ইউনাইটেডে।

সেখানে তিনি পেয়ে যান ডেভিড বেকহামের ছেড়ে যাওয়া ৭ নম্বর জার্সিটি। এরপর ২০০৯ সালে সে সময়কার রেকর্ড ট্রান্সফার ফিতে যোগ দেন রিয়াল মাদ্রিদে। সেখানে প্রায় সবকিছু জিতে রোনাল্ডো নতুন চ্যালেঞ্জ নিতে ২০১৮ সালে যান ইতালির তুরিনে, জুভেন্টাসে খেলতে। রিয়াল, জুভেন্টাস—দুই ক্লাবেই তিনি ৭ নম্বর জার্সি পরেছেন। এক যুগ পর ফিরেছেন নিজের পুরোনো ক্লাবে। আবারও ৭ নম্বর জার্সিতে। জাতীয় দলের হয়ে জোড়া গোল করেছেন। চেনা মাঠে আবার কবে তাঁর পায়ের চিহ্ন পড়বে সেই অপেক্ষায় সকলে।

Red Devils : সিটি নয়, ম্যান ইউনাইটেডে ফিরলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

তুরিন: লিওনেল মেসির পর এবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২১ বছরের সম্পর্ক শেষ করে বার্সেলোনা ছেড়েছেন মেসি। তিন বছরের সম্পর্ক শেষ করে জুভেন্টাস ছাড়তে চলেছেন পর্তুগীজ সুপারস্টার। পরের পর্ব সম্ভবত ইংল্যান্ডে। আবার ম্যানচেস্টার। তবে এবার ইউনাইটেড নয়, সিটি। এমনটাই শোনা যাচ্ছিল। কিন্তু শোনা যাচ্ছে রোনাল্ডোর এজেন্ট জর্জ মেন্ডিস কথা চালাচ্ছেন ইউনাইটেডের সঙ্গে। সেক্ষেত্রে নিজের পুরনো ক্লাবে ফিরতে পারেন পর্তুগিজ।

চুক্তি হতে পারে ২০২৩ পর্যন্ত। ইউনাইটেড রোনাল্ডোকে ফিরে পেতে ইচ্ছুক।এই মুহূর্তে লিসবনে আছেন তিনি। মেডিকেল পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর হয়তো সরকারি ঘোষণা হতে পারে। ইতিমধ্যেই ফ্রান্সের ডিফেন্ডার ভারানে এবং সঞ্চোকে নিয়েছে তারা। শুক্রবার দুপুরে সতীর্থ ফুটবলারদের সঙ্গে দেখা করে করমর্দন করে ব্যক্তিগত বিমানে ইতালি ছাড়েন রোনাল্ডো। গুঞ্জন অবশেষে ধীরে ধীরে সত্যে পরিণত হতে যাচ্ছে।

জুভেন্তাস কোচ মাসিমিলিয়ানো আলেগ্রিই নিশ্চিত করে দিলেন যে, রোনাল্ডো আর ইতালির ক্লাবটিতে থাকছেন না। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আলেগ্রি বলেছেন, ‘ক্রিশ্চিয়ানো গতকাল আমাকে বলেছে যে ও যত শিগগির সম্ভব ক্লাব ছাড়তে চায়। এটাই সত্যি, এটাই নিশ্চিত। সে কারণেই ও আজকের অনুশীলনে ছিল না, আগামীকাল এম্পোলির বিপক্ষে ম্যাচেও থাকবে না। এখন চলুন আমরা এম্পোলিকে নিয়ে কথা বলি।’

২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে ১০ কোটি ইউরোতে জুভেন্তাসে গিয়েছিলেন পর্তুগিজ মহাতারকা। করোনার কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত জুভেন্তাস এখন রোনাল্ডোর বিশাল অংকের বেতন দিতে পারছে না। তাই ৩৬ বছর বয়সী পর্তুগিজ মহাতারকার ক্লাব ছাড়া নিয়ে আলেগ্রির কোনো আক্ষেপ নেই, ‘ঘটনা ঘটতেই থাকে, এটাই জীবনের নিয়ম। জুভেন্তাস ঠিকই থাকছে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রোনাল্ডো ওর অবদান রেখেছে, সব সময় নিজের সেরাটা দিয়েছে, এখন ও চলে যাচ্ছে। জীবন থেমে থাকবে না।’

জুভেন্তাসে তিন বছরে ১৩৪ ম্যাচে ১০১ গোল করেছেন সিআর সেভেন। জিতেছেন সিরি আ লিগের দুই শিরোপা। কিন্তু তাকে ঘিরে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন দেখেছিল জুভেন্তাস, যা তিনি পূরণ করতে পারেননি। এই অপূর্ণতা নিয়েও আলেগ্রি কোনো আফসোস করছেন না। তিনি বলেন, ‘রোনাল্ডো যা করেছে সেটার জন্য তাকে ধন্যবাদ দিতেই হবে। সে তরুণদের জন্য উদাহরণ গড়ে গেছে। কিন্তু যেটা বলেছি আমি, জীবন এগিয়ে যাবে জীবনের নিয়মে’।

 সিটিকে সরিয়ে শেষ মুহূর্তে লড়াইয়ে ঢুকে পড়েছে ইউনাইটেড। তাই রোনাল্ডো যদি রেড ডেভিলসদের হয়ে খেলেন, অবাক হওয়ার কিছু থাকবে না।নিজেদের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারকে ফিরে পেলে আনন্দে পাগল হয়ে যাবেন ম্যান ইউ
সমর্থকরা।