Tag Archives: Mohamed Salah

Champions League Liverpool : মাদ্রিদের মাঠে অ্যাটলেটিকোর বিরুদ্ধে আজ কঠিন চ্যালেঞ্জ সালাহর লিভারপুলের

#মাদ্রিদ: গত মরশুমে ট্রফিহীন ছিল লিভারপুল। তৃতীয় স্থানে থেকে ইংলিশ প্রিমিয়ার লিগ শেষ করেছিল জুরগেন ক্লপের দল। আর চ্যাম্পিয়ন্স লিগে মহম্মদ সালাহদের দৌড় থেমেছিল কোয়ার্টার-ফাইনালে। সেই অতৃপ্তিই হয়তো এবার লিভারপুলের মূলধন। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৩টি ম্যাচে অপরাজিত জুরগেন ক্লপের দল। পাশাপাশি অ্যাওয়ে ম্যাচে প্রতিপক্ষের জালে অন্তত তিনবার করে বল জড়িয়েছেন মহম্মদ সালাহরা। চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার ওয়ান্ডা মেট্রোপলিটানোতে গ্রুপ বি’র ম্যাচে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হচ্ছে লিভারপুল।

কোচ ক্লপের কথায়, ‘আতলেতিকো বারবরই শক্তিশালী প্রতিপক্ষ। তবে আমরাও তৈরি।’ উল্লেখ্য, আক্রমণভাগে লিভারপুলকে ভরসা জোগাচ্ছেন মহম্মদ সালাহ। ইতিমধ্যেই ১০ ম্যাচে ১০টি গোল ও চারটি অ্যাসিস্ট রয়েছে তাঁর ঝুলিতে। এছাড়া রবার্তো ফারমিনোও প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ডের বিরুদ্ধে গত ম্যাচে হ্যাটট্রিক করেছেন। প্রিমিয়ার লিগ টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে লিভারপুল। তবে চোটের জন্য ছিটকে গিয়েছেন থিয়াগো আলকান্তারা।

এদিকে, ধুরন্ধর কোচ ডিয়েগো সিমোনেও ঘরের মাঠে লিভারপুলকে রোখার ছক কষছেন। তাঁর হুঙ্কার, ‘আমরা তো জিতেই আছি।’ আসলে ২০১৯-২০ মরশুমে শেষ ষোলোর লড়াই থেকে লিভারপুলকে ছিটকে দিয়েছিল আতলেতিকো মাদ্রিদ। সিমোনে যে সেই খোঁচাই ক্লপকে দিয়েছেন, তা বোঝাই যাচ্ছে। উল্লেখ্য, আতলেতিকো মাদ্রিদকে আক্রমণভাগে ভরসা জোগাচ্ছেন লুইস সুয়ারেজ।

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ-এ’র লড়াইয়ে ক্লাব ব্রাগের মুখোমুখি হচ্ছে ম্যাঞ্চেস্টার সিটি। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে লিপজিগকে উড়িয়ে দিলেও গত ম্যাচে পিএসজির বিরুদ্ধে হারের মুখ দেখতে হয়েছে পেপ গুয়ার্দিওলার দলকে। জয়ের পথে ফেরাই এখন পাখির চোখ ম্যান সিটির। শক্তির বিচারে ক্লাব ব্রাগের খেকে অনেকটাই এগিয়ে ম্যাঞ্চেস্টারের দলটি। তবুও আত্মতুষ্টিতে ভুগতে নারাজ কোচ পেপ।

তিনি বলেন, ‘ক্লাব ব্রাগ আক্রমণাত্মক ফুটবল খেলে। তাই আমাদের সতর্ক থাকতে হবে।’ কিন্তু অ্যাটলেটিকোর বিরুদ্ধে এটা প্রতিশোধ ম্যাচ হিসেবেই দেখছে লিভারপুল। ফর্মে রয়েছেন সেনেগালের সাদিও মানে। এছাড়া ডিফেন্সে ভ্যান ডাইক, মিডফিল্ডে হেন্ডেরসন, মিলনার বড় ভরসা ইপিএলের ক্লাবটির। অন্যদিকে সুয়ারেজ ছাড়াও আর্জেন্টিনার ডি পল এবং বেলজিয়ামের কারাসকো বড় ভরসা অ্যাটলেটিকো মাদ্রিদের।

Liverpool EPL Top : সালাহ,ফির্মিনোর দাপটে উড়ে গেল ওয়াটফর্ড, বড় জয় লিভারপুলের

ওয়াটফর্ড – ০

লিভারপুল – ৫

(মানে, ফির্মিনো (৩),সালাহ,)

#লিভারপুল: অ্যাওয়ে ম্যাচে ওয়াটফর্ডকে একপ্রকার উড়িয়ে দিল ক্লপের লিভারপুল। শনিবার ৫ গোলে জিতল লিভারপুল। এই ম্যাচে জয়ের ফলে টেবিলের শীর্ষে চলে গেল তারা। অন্যদিকে নতুন ক্লাবের হয়ে শুরুটা ভাল হল না প্রাক্তন প্রিমিয়ার লিগ জয়ী কোচ ক্লাডিও রেনেইরির। এই মাসের শুরুতেই ওয়াটফর্ডের দায়িত্ব নেন তিনি। শুরু থেকেই ওয়াটফর্ড ডিফেন্সের উপর চাপ ফেলতে থাকে লিভারপুলের মানে, ফির্মিনো এবং সালাহ্। ব্রাজিলের হয়ে খেলতে যাওয়ার জন্য এই ম্যাচে প্রথম দলের গোলকিপার অ্যালিসনকে পাননি ক্লপ। তার জায়গায় নামেন কেলেহার।

প্রথম অর্ধেই ২ গোলে এগিয়ে যায় লিভারপুল। ৯ মিনিটের মধ্যেই সালাহের অসাধারণ একটি পাস থেকে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন সাদিও মানে। এদিন প্রিমিয়ার লিগে নিজের ১০০তম গোলটি করলেন তিনি। ৩৭ মিনিটে লিভারপুলের হয়ে দ্বিতীয় গোলটি করেন ববি ফির্মিনো। তবে এই গোলটি কতটা সঠিক তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। গোলের সময় অফসাইড ছিলেন ফির্মিনো,বলে মনে করছেন তারা।দুটি গোলের ক্ষেত্রেই ওয়াটফর্ড ডিফেন্সকে দায়ী করা যেতে পারে।

টটেনহ্যাম থেকে আসা ড্যানি রোস, ক্যথকার্টদের বারবারই দিশেহারা করেন লিভারপুলের ফ্রন্ট লাইন। দ্বিতীয় অর্ধেও গোলের ধারা অব্যাহত রাখে লিভারপুল। শুরুতেই লিড দ্বিগুণ করে দেয় তারা। জেমস মিলনারের পাস থেকে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন ফির্মিনো। তার ঠিক দুই মিনিট পর একক দক্ষতায় গোল করেন মিশরের সুপারস্টার মহম্মদ সালাহ।বক্সের বাঁদিক থেকে একা তিনজনকে কাটিয়ে অসাধারণ একটি গোল করেন তিনি।

এই গোলের সাথেই তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে আফ্রিকান সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে আসেন।মোট ১০৪টি গোল আছে তার নামের পাশে এখন। ম্যাচে ওয়াটফর্ড সুযোগ তৈরি করলেও গোল করতে ব্যার্থ হয় বারবার। সার, সিসোকোরা চেষ্টা করলেও গোলের মুখ খুলতে পারেননি তারা। ম্যাচের শেষ মিনিটে ফির্মিনো গোল করে নিজের হ্যাট্রিক সম্পূর্ণ করেন।এই জয়ের ফলে ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এল লিভারপুল।