Tag Archives: Euro Cup 2020

Cristiano Ronaldo: মাত্র ১৪ সেকেন্ডে ৯২ মিটার দৌড়ে দুর্ধর্ষ গোল! এই বয়সেও ‘সুপারম্যান’ রোনাল্ডো

মিউনিখ: শনিবার ইউরো কাপে জার্মানি বনাম পর্তুগাল ম্যাচ নিঃসন্দেহে এখনও পর্যন্ত এই টুর্নামেন্টের সেরা ম্যাচ ৷ গোটা ম্যাচে সবমিলিয়ে ছ-ছ’টা গোল এদিন উপভোগ করলেন দর্শকরা ৷ যার মধ্যে দুটি আবার আত্মঘাতী গোল ৷ পর্তুগাল ৪-২ গোলে ম্যাচটি হারলেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর করা ম্যাচের প্রথম গোলটি নিয়ে চর্চা এখন তুঙ্গে ৷ কারণ গোলটি আপাতভাবে দেখতে সহজ হলেও ভিডিও রিপ্লে দেখলেই পরিষ্কার হবে, যে ঠিক কোন জায়গা থেকে দৌড়ে এসে বলটি শেষপর্যন্ত জালে ঢোকাতে সফল হন সিআরসেভেন ৷

ম্যাচের মাত্র ১৫ মিনিটের মাথাতেই গোল করে পর্তুগালকে এগিয়ে দেন রোনাল্ডো ৷ পর্তুগাল তাদের ডিফেন্সে সে সময় লোক বাড়ায়। নিজেদের বক্সেই ছিলেন রোনাল্ডো। জার্মানির টনি ক্রুসের বাড়ানো ক্রস হেড করে বিপদমুক্ত করেন তিনি। সেখান থেকেই শুরু হয় পর্তুগালের কাউন্টার অ্যাটাক। রোনাল্ডোর হেড থেকে বল পান বার্নার্ডো সিলভা। ডান প্রান্ত ধরে বল নিয়ে এগিয়ে যান তিনি। মাঠের মাঝখান দিয়ে সোজা গোল বরাবর ছুটে যান তিনি ৷ ৩২ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে মোট ৯২ মিটার দৌড়ে দিয়েগো জোটার বাড়ানো বল ঠান্ডা মাথায় গোলে ঠেলে দেন রোনাল্ডো ৷  গোটা মাঠ তিনি দৌড়ে গিয়েছিলেন ১৫ সেকেন্ডেরও কম সময় !

পর্তুগাল এই ম্যাচ হারায় তাদের পক্ষে পরের রাউন্ডে যাওয়াটা এখন যথেষ্ট কঠিন চ্যালেঞ্জ ৷ কারণ নিজেদের পরের ম্যাচে তাদের খেলতে হবে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের বিরুদ্ধে ৷ গ্রুপ-‘এফ’ থেকে এখন ফ্রান্স, জার্মানি এবং পর্তুগালের মধ্যে কোন দুই দল পরের রাউন্ডে যায়, সেটাই দেখার ৷

EURO 2020, England vs Scotland: ওয়েম্বলিতে ম্যাচ গোলশূন্য ড্র, স্কটিশদের কাছে আটকে গেল ইংল্যান্ড

ইংল্যান্ড: ০

স্কটল্যান্ড: ০

লন্ডন: ঘরের মাঠেও স্কটল্যান্ডের বিরুদ্ধে বিশেষ সুবিধা করে উঠতে পারল না ইংল্যান্ড ৷ শুক্রবার ওয়েম্বলিতে জিতলেই শেষ ষোলোয় স্থান নিশ্চিত হয়ে যেত গ্যারেথ সাউথগেটের দলের ৷ কিন্তু ম্যাচে একটাও গোল করতে ব্যর্থ ব্রিটিশরা ৷ অন্যদিকে ম্যাচ ড্র করায় ইউরোর প্রি-কোয়ার্টার ফাইনালে যাওয়ার আশা জিইয়ে রাখল স্কটল্যান্ড ৷

শুক্রবার রাতে মর্যাদার লড়াইয়ে জিততে পারল না ফডেনরা ৷ নেপথ্যে হ্যারি কেনের ব্যর্থতা ৷ গোলের অসংখ্য সুযোগ এদিন নষ্ট করেছেন ইংল্যান্ডের ফুটবলাররা ৷ জন স্টোনস প্রায় গোলে বল ঢুকিয়েই দিয়েছিলেন  ৷ বার পোস্টে লেগে তা ফিরে আসে ৷ তুলনায় কম হলেও গোলের সুযোগ পেয়েছিলেন স্কটিশরাও ৷ এই ম্যাচ ড্র হওয়ায়  ইউরোতে ‘ডি’ গ্রুপে আপাতত দ্বিতীয় স্থানে থাকল ইংল্যান্ড ৷

চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে এর আগের ম্যাচে ০-২ গোলে হেরেছিল স্কটল্যান্ড ৷ ইংল্যান্ডকে আটকে দেওয়ার পর এখনও পরের রাউন্ডে যাওয়ার আশা জিইয়ে রাখল স্কটিশরা ৷ এর জন্য পরের ম্যাচে ক্রোয়েশিয়াকে হারাতেই হবে তাদের ৷

EURO 2020, Croatia vs Czech Republic: পেরিসিচের গোলে স্বস্তি ক্রোটদের, ম্যাচ ১-১ ড্র

ক্রোয়েশিয়া: ১ (ইভান পেরিসিচ-৪৭’)

চেক প্রজাতন্ত্র: ১ (প্যাট্রিক শিক-৩৭’-পেনাল্টি)

গ্লাসগো: গ্লাসগোর হ্যাম্পডেন পার্কে ঠিক যেমন লড়াইটা ম্যাচে এদিন আশা করা হয়েছিল, তেমনটাই ঘটল বাস্তবেও ৷ চেক প্রজাতন্ত্রকে কড়া টক্কর দেওয়ার মতো ক্ষমতা যে ক্রোয়েশিয়ার এই দলের রয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না ৷ ২০১৮ রাশিয়া বিশ্বকাপে রানার্স ক্রোটরা এখন আর হেলাফেলা করার মতো কোনও টিম নয় ৷ এদিন প্রথমে পিছিয়ে পড়েও শেষপর্যন্ত ১-১ গোলে ম্যাচ ড্র রাখতে সফল ক্রোয়েশিয়া ৷

ম্যাচের ৩৭ মিনিটে পেনাল্টিতে গোল করে চেক প্রজাতন্ত্রকে এগিয়ে দেন প্যাট্রিক শিক ৷ প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে খুব বেশি সময় এই লিড ধরে রাখতে পারেননি চেকরা ৷ ম্যাচের ৪৭ তম মিনিটে গোল করে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান ইভান পেরিসিচ ৷ এর আগে সোমবার গ্লাসগোর এই মাঠেই স্কটল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছিল চেক প্রজাতন্ত্র ৷

এদিকে আজ, শুক্রবার রাতেই নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল ইংল্যান্ড ৷ ২০১৮ রাশিয়া বিশ্বকাপে রানার্স ক্রোয়েশিয়াকে ১-০ হারিয়ে চলতি ইউরো কাপে যাত্রা শুরু করেছে ইংল্যান্ড। প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে হেরেছে স্কটল্যান্ড। দুই দেশের কাছেই শুক্রবারের ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিল ফডেনদের লক্ষ্য জিতে এক ম্যাচ বাকি থাকতেই শেষ ষোলোয় খেলা নিশ্চিত করা। স্কটল্যান্ডকে অবশ্য এই ম্যাচ জিততেই হবে শেষ ষোলোয় যোগ্যতা অর্জনের আশা বাঁচিয়ে রাখার জন্য।

EURO 2020, Sweden vs Slovakia: ম্যাচের একমাত্র গোল পেনাল্টিতে, স্লোভাকিয়াকে ১-০ গোলে হারাল সুইডেন

সুইডেন: ১ ( এমিল ফর্সবার্গ-৭৭’-পেনাল্টি)

স্লোভাকিয়া: ০

স্টকহোম: টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল স্পেনের বিরুদ্ধে যে লড়াইটা প্রথম ম্যাচেই দেখিয়েছিল জেন অ্যান্ডারসনের দল ৷ তাতে এবারের ইউরো কাপে সুইডেনকে সমীহ না করে উপায় নেই ৷ ওই ম্যাচে গোলশূন্য ড্র করার পর আজ, শুক্রবার স্লোভাকিয়ার বিরুদ্ধে প্রত্যাশামতোই জয় পেল সুইডেন ৷ ম্যাচে এদিন পেনাল্টিতে একটিমাত্র গোল সুইডেনের হয়ে  করেন এমিল ফর্সবার্গ ৷ প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে তেড়েফুঁড়ে নামেন সুইডিশরা ৷ যদিও গোলের বেশ কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারছিলেন না তাঁরা ৷ শেষপর্যন্ত গোল এল ম্যাচের ৭৭ মিনিটে ৷

এদিন ম্যাচের প্রথমার্ধে অবশ্য বিরক্তিকর ফুটবলই দেখা গিয়েছে ৷ যার ফলস্বরূপ প্রথম ৪৫ মিনিটে কোনও গোলই হয়নি ৷ এই ম্যাচ জিতলেই টুর্নামেন্টের শেষ ষোলোয় জায়গা করে নেওয়ার সুযোগ ছিল স্লোভাকিয়ার সামনে ৷ কারণ পোল্যান্ডকে গত ম্যাচে ২-১ গোলে হারিয়েছিল তারা ৷ কিন্তু শেষপর্যন্ত তা হয়নি ৷ ম্যাচের ৭৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে কোনও ভুল করেননি সুইডেনের ফর্সবার্গ ৷ ম্যাচও ১-০ গোলে জিতে নেয় জেন অ্যান্ডারসনের দল ৷

EURO 2020, Netherlands vs Austria: অ্যামস্টারডমে কমলা ঝড় ! অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় নেদারল্যান্ডস

নেদারল্যান্ডস: [মেমফিস ডিপে-১১’ (পেনাল্টি), ডামফ্রাইস-৬৭’]

অস্ট্রিয়া: ০

অ্যামস্টারডম: এবারের ইউরোতে শুরু হয় গিয়েছে কমলা ঝড় ৷ ইউক্রেনের পর এবার অস্ট্রিয়াকে হারিয়ে টুর্নামেন্টের শেষ ষোলোয় জায়গা করে নিল নেদারল্যান্ডস ৷ বৃহস্পতিবার রাতে ২-০ গোলে ম্যাচ জিতল ডাচরা ৷ ম্যাচের ১১ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন মেমফিস ডিপে ৷ এরপর দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে নেদারল্যান্ডসের হয়ে দ্বিতীয় গোলটি করেন ডামফ্রাইস ৷ ম্যাচের শুরুতেই পেনাল্টি পেয়ে যাওয়ায় বিপক্ষকে আরোই চাপে ফেলতে সক্ষম হয় নেদারল্যান্ডস ৷ ডেঞ্জেল ডামফ্রাইসকে ডেভিড অ্যালাবা ফাউল করায় পেনাল্টি পায় নেদারল্যান্ডস ৷ সেখান থেকে গোল করতে কোনও সমস্যা হয়নি ডিপের ৷

এদিন গ্রুপ-‘সি’-র অন্য ম্যাচে উত্তর ম্যাসিডোনিয়াকে হারিয়ে ইউরো কাপের শেষ ষোলোয় যাওয়ার আশা বাঁচিয়ে রাখল ইউক্রেনও। বৃহস্পতিবার ২-১ ব্যবধানে জিতেছে তারা। গোল করেন আন্দ্রি ইয়ারমোলেঙ্কো এবং রোমান ইয়ারেমচুক। বুখারেস্টে ২৯ মিনিটের মাথায় গোল করেন ওয়েস্ট হ্যামের ফরোয়ার্ড ইয়ারমোলেঙ্কো। পাঁচ মিনিট পরে তাঁর পাস থেকে দলের দ্বিতীয় গোল ইয়ারেমচুকের। দ্বিতীয়ার্ধে এজগার আলিয়োস্কি পেনাল্টি মিস করার পরেও ফিরতি বলে গোল করে দেন।

Euro 2020, Italy Vs Switzerland: জোড়া গোল লোকাতেল্লির, সুইৎজারল্যান্ডকে ৩-০-এ উড়িয়ে দিয়ে শেষ ষোলোয় ইতালি

ইতালি: ৩ (ম্যানুয়েল লোকাতেল্লি- ২৬’, ৫২’, ইমমোবাইল-৮৯’)

সুইৎজারল্যান্ড: ০

রোম: ইতালিকে থামানো যাচ্ছে না ৷ তুরস্কের পর এবার সুইৎজারল্যান্ডকে হারিয়ে এবারের ইউরো কাপের প্রথম দল হিসেবে শেষ ষোলোয় জায়গা করে নিল ইতালি  ৷ ম্যাচে জোড়া গোল করলেন লোকাতেল্লি ৷ অপর গোলটি ইমমোবাইলের ৷

এই নিয়ে টানা ২৯ ম্যাচ অপরাজিত আজুরিরা ৷ ১০ ম্যাচ টানা ক্লিন শিটে জয় ৷ করা হয়ে গিয়েছে ৩১ গোলও ৷ যা অবশ্যই বড় রেকর্ড ৷ বুধবার সুইৎজ়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও ৪-৩-৩ ছকে দল সাজিয়েছিলেন ইতালি কোচ রবের্তো মানচিনি। ২৬ মিনিটে দলকে ১-০ এগিয়ে দেন লোকাতেল্লি। দ্বিতীয়ার্ধেও এক ছবি। ৫২ মিনিটে দ্বিতীয় গোলটি পায় ইতালি। দলকে ২ গোলে এগিয়ে দেন লোকাতেল্লি ৷ পেনাল্টি বক্সের বাইরে থেকে নেওয়া বাঁ-পায়ের শটে বল জালে জড়িয়ে দেন তিনি। ৮৯ মিনিটে পেনাল্টি বক্সের বাইরে থেকে নেওয়া দুরন্ত শটে ৩-০ করেন ইমমোবাইল।

Euro 2020, France-Germany: দেশঁর চালেই বাজিমাত ফ্রান্সের, জার্মানিকে ১-০ গোলে হারাল বিশ্বচ্যাম্পিয়নরা

ফ্রান্স- ১ (ম্যাটস হুমেলস-২০’)

জার্মানি- ০

প্যারিস: একই গ্রুপে রয়েছে পর্তুগাল, ফ্রান্স, জার্মানি এবং হাঙ্গেরি ৷ এবারের ইউরো কাপে গ্রুপ-‘এফ’-কে নিঃসন্দেহে গ্রুপ অফ ডেথ বলা চলে ৷ মঙ্গলবার হাঙ্গেরিকে ০-৩ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে রোনাল্ডোর পর্তুগাল ৷ রাতেই ছিল ফ্রান্স বনাম জার্মানি মহারণ ৷ প্রত্যাশামতোই জার্মানিকে হারিয়েই এবারের ইউরো অভিযান শুরু করল বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ৷ 

২০১৬ সালের ইউরো কাপের সেমিফাইনালে জার্মানিকে ২-০ গোলে হারিয়েছিল ফ্রান্স। এবার অবশ্য ম্যাচে গোল হল মাত্র একটি ৷ ম্যাচের ২০ মিনিটে পোগবা বাঁ-প্রান্তে বল বাড়িয়েছিল লুকাস হার্নান্দেজকে। বায়ার্ন মিউনিখের এই ডিফেন্ডার জার্মানির পেনাল্টি বক্সের মধ্যে সেন্টার করে এমবাপের উদ্দেশে। বল ক্লিয়ার করতে গিয়ে শেষপর্যন্ত নিজের গোলেই ঢুকিয়ে দেন আড়াই বছর পরে জার্মানির জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটানো ম্যাটস হুমেলস। ম্যাচে আগাগোড়া বল দখলের লড়াইয়ে জার্মানি এগিয়ে থাকলেও গোলের সুযোগগুলিকে কাজে লাগাতে পারেননি তাঁরা ৷ রক্ষণকে জমাট রেখেই দলের আক্রমণ ভাগ সাজিয়েছিলেন ফ্রান্সের কোচ দেশঁ ৷ শেষপর্যন্ত তাতে জার্মানি ম্যাচ উতরোতে সফল বিশ্বচ্যাম্পিয়নরা ৷

এদিকে এদিন হাঙ্গেরির বিরুদ্ধে জোড়া গোল করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পেরিয়ে গেলেন মিশেল প্লাতিনিকে। ইউরোয় এতদিন যে রেকর্ড ছিল ফরাসি কিংবদন্তির দখলে, সেই রেকর্ড ভেঙ্গে দিলেন রোনাল্ডো। ম্যাচের শুরু থেকে দেখে বোঝা যায়নি হাঙ্গেরি তিন গোলে ম্যাচটা হারতে পারে। প্রতিটা ইঞ্চিতে লড়াই করছিল তারা। বুদাপেস্টে ঘরের মাঠে দর্শকদের চিৎকার কাজটা সহজ করে দিয়েছিল। কিন্তু দিনের শেষে খেলার মানই পার্থক্য গড়ে দেয়। এদিন যেমনটা ঘটল। আন্তর্জাতিক গোলের ক্ষেত্রে রোনাল্ডোর সংখ্যা দাঁড়াল ১০৬। আর তিনটে গোল করলেই ইরানের আলি দাইকে স্পর্শ করবেন তিনি। এই জয় প্রমাণ করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল নিজেদের সেরা ছন্দেই টুর্নামেন্ট খেলতে এসেছে। রোনাল্ডো নিজেই স্বীকার করেছেন ইউরো চ্যাম্পিয়ন দলের তুলনায় এই দলের মান বেশি।