Tag Archives: FAU-G

FAU-G লঞ্চের তারিখ ঘোষণা করলেন অক্ষয় কুমার, PUBG মিমে মাতলেন নেটিজেনরা

FAU-G: প্রকাশ্যে এল FAU-G গেমের অ্যান্থেম। সেই সূত্রে জানা গিয়েছে, ২৬ জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের দিনই লঞ্চ করবে এই গেম। সম্প্রতি ট্যুইটারে নিজেই পুরো বিষয়টি সুনিশ্চিত করেছেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার (Akshay Kumar)। আর এর পর থেকে নানা ধরনের মিমে মেতে উঠেছেন নেটিজেনরা।

ভারত-চিন সীমান্ত সংঘর্ষের সূত্র ধরে ২ সেপ্টেম্বর তথ্য লেনদেন, ফাঁস ও তথ্য চুরির যোগে ব্যান হয়ে যায় ১১৮টি অ্যাপ। সেদিনই ব্যান হয়েছিল বহুল জনপ্রিয় PUBG গেম। ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টের ৬৯ A ধারার অধীনে PUBG-সহ সমস্ত অ্যাপকে নিষিদ্ধ করা হয়। তখন সরকারের তরফে জানানো হয়েছিল, দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় এই পদক্ষেপ করা হয়েছে। এর পর এই গেমের ফিরে আসা নিয়ে একাধিক জল্পনা তৈরি হয়েছে। এরই মাঝে দেশের বাজারে মাল্টিপ্লেয়ার অ্যাকশন গেম FAU-G-র রিলিজের বিষয়টি সংবাদ শিরোনামে উঠে আসে। অক্ষয় কুমার নিজেও গেমটির লঞ্চের বিষয় সুনিশ্চিত করেন।

মূলত ভারতীয় সেনার উপরে ভিত্তি করেই গেমটি ডিজাইন করা হয়েছে। এই বিষয়ে ট্যুইটারে একটি পোস্ট করে বলিউড সুপারস্টার জানান, ২৬ জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের দিন লঞ্চ করা হবে FAU-G। একটি ভিডিও ক্লিপ শেয়ার করার পর অক্ষয় লেখেন, দেশের মধ্যে কোনও সমস্যা হোক বা দেশের সীমান্তের সমস্যা, সর্বদা দৃঢ় ভাবে দাঁড়িয়ে রয়েছেন ভারতের বীর জওয়ানরা। এই সেনারাই আমাদের অতন্দ্র ও নির্ভীক প্রহরী। আমাদের FAU-G।

অক্ষয় কুমারের এই ভিডিও পোস্টের পর থেকেই একের পর এক মিম শেয়ার শুরু হয়েছে। অক্ষয়ের নানা ডায়লগ, ওয়েলকাম থেকে শুরু করে হেরাফেরির নানা দৃশ্যের মিমি পোস্ট বানিয়ে শেয়ার করেছেন নেটিজেনরা।

প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বরে একটি ঘোষণায় অক্ষয় কুমার এ নিয়ে বিস্তারিত জানিয়েছিলেন। অক্ষয়ের কথায়, FAU-G লঞ্চ হওয়ার পর সেই গেম থেকে প্রাপ্ত লভ্যাংশের ২০ শতাংশ সেনাদের ট্রাস্টে দেওয়া হবে। অক্ষয় কুমার নিজেই এই ট্রাস্ট শুরু করেছেন। তিনি আরও জানান, ভারতের ইয়ংস্টারদের কাছে ধীরে ধীরে বিনোদনের একটি বড় মাধ্যমে হয়ে উঠছে গেমিং। এ ক্ষেত্রে FAU-G গেমের হাত ধরে এক নতুন দিগন্তের সূচনা হতে চলেছে। তিনি আশা করছেন যে, গেমটি খেলার মধ্য দিয়ে দেশের সেনাদের আত্মত্যাগকে আরও ভালো করে উপলব্ধি করতে পারবেন দেশের যুবকেরা। আর পরোক্ষ ভাবে সেনাদের ট্রাস্টেও সাহায্য করতে পারবেন তাঁরা!

অপেক্ষার অবসান! ২৬শে জানুয়ারি লঞ্চ হবে দেশীয় ব্যাটেল গেম FAU-G

FAU-G: মোবাইল গেমারদের জন্য সুখবর! অবশেষে সামনে এল ভারতীয় ব্যাটেল গেম FAU-G (ফিয়ারলেস অ্যান্ড উইনাইটেড গার্ডস)-এর মুক্তির তারিখ। ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের দিন লঞ্চ হবে nCore গেমস পরিচালিত FAU-G গেমটি। লঞ্চের তারিখের সঙ্গে সঙ্গে গেমটির টিজারও রিলিজ করেছে nCore গেমস। ভিডিওটিতে দেখা যাচ্ছে লাদাখ পার্বত্য এলাকায় এলাকায় ভারতীয় সৈন্যদের অ্যাসল্ট রাইফেল হাতে যুদ্ধ করতে।

উল্লেখ্য, ৪ মাস আগে FAU-G গেমটির ঘোষণা করা হয়েছিল। এই গেমটির প্রি-রেজিস্ট্রেশন গত বছর নভেম্বর মাস থেকে শুরু হয়েছিল। এই গেমটি এতো জনপ্রিয় হয়ে ওঠে যে প্রি-রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হওয়ার মাত্র ২৪ ঘন্টার মধ্যে ১ কোটি ইউজার তাতে অংশগ্রহণ করে। গত বছর সেপ্টেম্বরে, জনপ্রিয় ব্যাটেল-রয়্যাল গেম PUBG Mobile ব্যান হওয়ার খবর প্রকাশিত হওয়ার অল্প সময়ের মধ্যেই এই দেশীয় গেমটির ঘোষণা করা হয়। ২৫শে অক্টোবর গেমটির একটি টিজার প্রকাশিত হয়েছিল যা দেখে মনে হচ্ছিল, গ্যালভান সীমান্তে সংঘটিত ভারত-চীন উত্তেজনা এবং দুই দেশের সেনাবাহিনীর মুখোমুখি লড়াইকে কেন্দ্র করেই এই ব্যাটেল গেমটির প্রেক্ষাপট তৈরি করা হয়েছে।

এনকোর গেমস, বলিউড অভিনেতা অক্ষয় কুমার ট্যুইটারে FAU-G গেমটির লঞ্চের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। বেঙ্গালুরু-ভিত্তিক সংস্থা এনকোর গেমস, এই গেমটি তৈরি করেছে। এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘আত্মনির্ভর ভারত’প্রকল্পের অংশ হিসেবে তৈরি করা হয়েছে। আর এই গেম প্রাপ্ত আয়ের ২০% ভারত কে বীর নামের ট্রাস্টে দান করা হবে বলে জানা গিয়েছে।

এর আগে অবশ্য ঠিক ছিল ডিসেম্বর মাসে লঞ্চ করবে গেম। পরে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী ২৬ জানুয়ারি গেম লঞ্চ করবে। ইনস্টাগ্রামে টিজার প্রকাশ করেছেন অক্ষয় কুমার।