Tag Archives: PUBG

South 24 Parganas News : পাবজি খেলায় বাধা দেওয়ায় একী করে বসল একাদশ শ্রেণির ছাত্র! চমকে যাবেন

দক্ষিণ ২৪  পরগনা : পাবজি খেলায় বাধা দেওয়ায় আত্মঘাতী একাদশ শ্রেণির এক ছাত্র। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে জয়নগর থানার অন্তর্গত কিসমত গোয়ালবেড়িয়া এলাকায়।

পরিবার সূত্রে জানা যায় জয়নগর থানার অন্তর্গত কিসমত গোয়াল বেড়িয়ার বাসিন্দা ১৭ বছরের রাহুল বৈদ্য স্থানীয় স্কুলে একাদশ শ্রেণির ছাত্র। বেশ কিছুদিন ধরে পাবজি খেলার প্রতি আসক্ত হওয়ায় তার পড়াশোনার ক্ষতি হচ্ছিল। তাই গতকাল সন্ধ্যায় তার মা তাকে পাবজি খেলতে নিষেধ করে এবং বকাবকি করে। আর এর পরেই আজ সকালেই তার ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়।

আরও পড়ুন: বিষাক্ত সাপের কামড়েও মরে না বেজি! কেন সাপ-নেউলের সম্পর্ক এত ভয়ঙ্কর! অবাক করা কারণ

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জয়নগর থানার পুলিশ এবং মৃত ছাত্রের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃত রাহুল বৈদ্যের কাকাদের দাবি এ ধরনের খেলা সরকার থেকে আইন করে বন্ধ করে দেওয়া উচিত,- তা না হলে আরও অনেক তাজা প্রাণ অঝরে ঝরে যাবে।

সুমন সাহা

MS Dhoni: ক্রিকেট ছাড়া কোন নেশায় পাগল এমএস ধোনি? ফাঁস হল গোপন তথ্য

আইপিএল ২০২৪-এ নামার জন্য অনুশীলন শুরু করে দিয়েছেন এমএস ধোনি। আসন্ন মরশুমেও চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব করতে দেখা যাবে মাহিকে।
আইপিএল ২০২৪-এ নামার জন্য অনুশীলন শুরু করে দিয়েছেন এমএস ধোনি। আসন্ন মরশুমেও চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব করতে দেখা যাবে মাহিকে।
আইপিএলের নতুন মরশুমের আগে এমএস ধোনিকে নিয়ে এক অজানা তথ্য দিলেন সিএসকের তারকা পেসার দীপক চাহার। জানালেন ক্রিকেট ছাড়া কোন নেশায় পাগল মাহি।
আইপিএলের নতুন মরশুমের আগে এমএস ধোনিকে নিয়ে এক অজানা তথ্য দিলেন সিএসকের তারকা পেসার দীপক চাহার। জানালেন ক্রিকেট ছাড়া কোন নেশায় পাগল মাহি।
এক সাক্ষাৎকারে দীপক চাহার জানিয়েছেন, ক্রিকেট ছাড়া আরও একটি জিনিসের মারাত্মক নেশা রয়েছে ধোনির। আর তা হল অনলাইন গেম খেলার নেশা। ‘PUBG’ খেলতে খুবই পছন্দ করেন ধোনি।
এক সাক্ষাৎকারে দীপক চাহার জানিয়েছেন, ক্রিকেট ছাড়া আরও একটি জিনিসের মারাত্মক নেশা রয়েছে ধোনির। আর তা হল অনলাইন গেম খেলার নেশা। ‘PUBG’ খেলতে খুবই পছন্দ করেন ধোনি।
দীপক চাহার বলেছেন, এমএস ধোনিও এই গেমটির জন্য পাগল। মহেন্দ্র সিং ধোনির সঙ্গে বিশেষ সময় কাটানো দীপক চাহার বলেছেন যে লকডাউনের সময় তাঁরা এক সঙ্গে প্রচুর PUBG খেলেছিলেন।
দীপক চাহার বলেছেন, এমএস ধোনিও এই গেমটির জন্য পাগল। মহেন্দ্র সিং ধোনির সঙ্গে বিশেষ সময় কাটানো দীপক চাহার বলেছেন যে লকডাউনের সময় তাঁরা এক সঙ্গে প্রচুর PUBG খেলেছিলেন।
এমএস ধোনি এই খেলাটির জন্য পাগল বলেও জানিয়েছেন দীপক চাহার। অবসর সময় পেলেই ধোনি অনলাইন গেম খেলেন বলেও জানিয়েছেন চেন্নাই সুপার কিংস পেসার।
এমএস ধোনি এই খেলাটির জন্য পাগল বলেও জানিয়েছেন দীপক চাহার। অবসর সময় পেলেই ধোনি অনলাইন গেম খেলেন বলেও জানিয়েছেন চেন্নাই সুপার কিংস পেসার।

PUBG Mobile India লঞ্চের টিজার পোস্ট করেও মুছে দিল Krafton! দেশে আবার ফিরছে নাকি জনপ্রিয় গেম

PUBG Mobile India জনপ্রিয় এই রয়্যাল ব্যাটল গেম দেশে ফিরছে কি না, তা কিন্তু সত্যি এবার বড়সড় এক জল্পনার বিষয় হয়ে দাঁড়িয়েছে! এত দিন পর্যন্ত নানা কথা শোনা গেলেও গেম প্রস্তুতকারী সংস্থা Krafton-এর তরফ থেকে কোনও রকম সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। ছাড়পত্র দেওয়ার কোনও রকম ইঙ্গিত মিলছিল না কেন্দ্রীয় সরকারের তরফেও। সরকার অবশ্য এখনও এই বিষয়ে হ্যাঁ বা না কিছুই বলেনি! কিন্তু সম্প্রতি নিজেদের YouTube চ্যানেলে যে PUBG Mobile India লঞ্চের টিজার প্রকাশ করেছে Krafton, তাতেই সবার চোখ কপালে উঠেছে!

সঙ্গত কারণেই দেখা দিয়েছে প্রশ্ন- তাহলে কি কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথাবার্তা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে? অথবা তা চলছে? শুধু জানতে দেওয়া হচ্ছে না? এটা ঠিক যে YouTube চ্যানেলে PUBG Mobile India গেমের টিজার লঞ্চ করার কিছুক্ষণের মধ্যেই তা আবার মুছেও দিয়েছে Krafton। কিন্তু প্রশ্ন উঠছে- সরকারের তরফ থেকে যদি আশাবাচক কিছু ইঙ্গিত না পাওয়া যায়, তাহলে কি সংস্থা এই বাড়াবাড়ি করার সাহস পাবে? কেন না, যতই মুছে দেওয়া হোক, বিষয়টা যখন PUBG Mobile India গেমের লঞ্চ, তখন তা সহজে গেম লাভারদের শ্যেনচক্ষু এড়িয়ে যাওয়ার কথা তো নয়!

সত্যি বলতে কী, এড়িয়ে কিন্তু যায়নিও! এর মধ্যেই Twitter-এ বিষয়টি নিয়ে বেশ সাড়া পড়ে গিয়েছে। অনেক ট্যুইটারেতিই প্রশ্ন তুলেছেন- তাঁরা কি সত্যিই PUBG Mobile India গেম লঞ্চের টিজার দেখলেন? আর শুধু YouTube হলেও না হয় একটা কথা ছিল! ব্যাপারটা কিন্তু শুধু সেখানেই সীমাবদ্ধ নেই। Krafton গেমের অফিসিয়াল Instagram হ্যান্ডেলেও একটা টিজার আপলোড করেছে। লিখেছে যে একেবারে নতুন রূপে দেশে ফিরে আসার অপেক্ষায় রয়েছে PUBG Mobile India; সবাই যেন তাঁদের স্কোয়াডমেটকে খবরটা তাড়াতাড়ি জানিয়ে দেন!

প্রসঙ্গত, দিন কয়েক আগেই বিশ্ববাজারে লঞ্চ করেছে PUBG Mobile New State গেম। এক্ষেত্রে ২০৫১ সালের প্রেক্ষাপটে একটি ব্যাটেল রয়্যাল গেমের আদলে তৈরি করা হয়েছে এই PUBG Mobile New State। Google Play Store-এ গিয়ে PUBG: New State গেমের প্রি-রেজিস্ট্রেশন পেইজ থেকেই করা যাবে গেমের রেজিস্ট্রেশন। সেখানেই থাকবে Install when available অপশনও। তবে দেশে আপাতত উপলব্ধ নয় PUBG: New State। কারণ আগের মতোই নিজের অবস্থানে অনড় রয়েছে দেশের তথ্যপ্রযুক্তি মন্ত্রক। দেখা যাক ভবিষ্যতে কী হয়!

FAU-G লঞ্চের তারিখ ঘোষণা করলেন অক্ষয় কুমার, PUBG মিমে মাতলেন নেটিজেনরা

FAU-G: প্রকাশ্যে এল FAU-G গেমের অ্যান্থেম। সেই সূত্রে জানা গিয়েছে, ২৬ জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের দিনই লঞ্চ করবে এই গেম। সম্প্রতি ট্যুইটারে নিজেই পুরো বিষয়টি সুনিশ্চিত করেছেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার (Akshay Kumar)। আর এর পর থেকে নানা ধরনের মিমে মেতে উঠেছেন নেটিজেনরা।

ভারত-চিন সীমান্ত সংঘর্ষের সূত্র ধরে ২ সেপ্টেম্বর তথ্য লেনদেন, ফাঁস ও তথ্য চুরির যোগে ব্যান হয়ে যায় ১১৮টি অ্যাপ। সেদিনই ব্যান হয়েছিল বহুল জনপ্রিয় PUBG গেম। ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টের ৬৯ A ধারার অধীনে PUBG-সহ সমস্ত অ্যাপকে নিষিদ্ধ করা হয়। তখন সরকারের তরফে জানানো হয়েছিল, দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় এই পদক্ষেপ করা হয়েছে। এর পর এই গেমের ফিরে আসা নিয়ে একাধিক জল্পনা তৈরি হয়েছে। এরই মাঝে দেশের বাজারে মাল্টিপ্লেয়ার অ্যাকশন গেম FAU-G-র রিলিজের বিষয়টি সংবাদ শিরোনামে উঠে আসে। অক্ষয় কুমার নিজেও গেমটির লঞ্চের বিষয় সুনিশ্চিত করেন।

মূলত ভারতীয় সেনার উপরে ভিত্তি করেই গেমটি ডিজাইন করা হয়েছে। এই বিষয়ে ট্যুইটারে একটি পোস্ট করে বলিউড সুপারস্টার জানান, ২৬ জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের দিন লঞ্চ করা হবে FAU-G। একটি ভিডিও ক্লিপ শেয়ার করার পর অক্ষয় লেখেন, দেশের মধ্যে কোনও সমস্যা হোক বা দেশের সীমান্তের সমস্যা, সর্বদা দৃঢ় ভাবে দাঁড়িয়ে রয়েছেন ভারতের বীর জওয়ানরা। এই সেনারাই আমাদের অতন্দ্র ও নির্ভীক প্রহরী। আমাদের FAU-G।

অক্ষয় কুমারের এই ভিডিও পোস্টের পর থেকেই একের পর এক মিম শেয়ার শুরু হয়েছে। অক্ষয়ের নানা ডায়লগ, ওয়েলকাম থেকে শুরু করে হেরাফেরির নানা দৃশ্যের মিমি পোস্ট বানিয়ে শেয়ার করেছেন নেটিজেনরা।

প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বরে একটি ঘোষণায় অক্ষয় কুমার এ নিয়ে বিস্তারিত জানিয়েছিলেন। অক্ষয়ের কথায়, FAU-G লঞ্চ হওয়ার পর সেই গেম থেকে প্রাপ্ত লভ্যাংশের ২০ শতাংশ সেনাদের ট্রাস্টে দেওয়া হবে। অক্ষয় কুমার নিজেই এই ট্রাস্ট শুরু করেছেন। তিনি আরও জানান, ভারতের ইয়ংস্টারদের কাছে ধীরে ধীরে বিনোদনের একটি বড় মাধ্যমে হয়ে উঠছে গেমিং। এ ক্ষেত্রে FAU-G গেমের হাত ধরে এক নতুন দিগন্তের সূচনা হতে চলেছে। তিনি আশা করছেন যে, গেমটি খেলার মধ্য দিয়ে দেশের সেনাদের আত্মত্যাগকে আরও ভালো করে উপলব্ধি করতে পারবেন দেশের যুবকেরা। আর পরোক্ষ ভাবে সেনাদের ট্রাস্টেও সাহায্য করতে পারবেন তাঁরা!

PUBG নিষিদ্ধ অ্যাপ-তালিকায় নেই, জেনেই TikTok আসক্তদের নিয়ে রসিকতা শুরু ট্যুইটারে!

সোমবার রাতে সম্ভবত অনলাইন গেম প্রেমী বহু ভারতীয় রাতে সাধ্যমতো এলাহি ভোজের আয়োজন করলেন৷ অন্তত পাতে না হলেও, মনে তো অবশ্যই ফূর্তির শেষ নেই৷ যার প্রতিফলন ট্যুইটারে তুমুল রসিকতা৷ কথা হচ্ছে, TikTok বনাম PUBG৷ দুটোই প্রায় সমান জনপ্রিয় ভারতে৷ গেমারদের কাছে PUBG সেরা৷ আবার ভিডিও প্রেমীদের কাছে TikTok যথেষ্ট জনপ্রিয়৷

সোমবার সন্ধ্যায় TikTok-সহ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করতেই, সোশ্যাল মিডিয়ায় উল্লাসে ফেটে পড়েন PUBG ব্যবহারকারীরা৷ প্রথমে অনেকেই ভেবেছিল, PUBG হয়তো চিনা অ্যাপ৷

পরে দেখা যায়, PUBG চিনা অ্যাপ নয়৷ স্বস্তির নিঃশ্বাস ফেলেন গেমাররা৷ শুরু হয়ে গিয়েছে মিম৷ ট্যুইটারে TikTok ব্যবহারকারীদের উদ্দেশে চরম রসিকতা শুরু করেছেন নেটিজেনরা৷

কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে, ১৩০ কোটি ভারতবাসীর তথ্য সুরক্ষা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা নিয়ে প্রশ্ন উঠছিল৷ দেশের ঐক্যতা, সার্বভৌমত্বের পক্ষেও এই অ্যাপগুলি ক্ষতিকর৷ নিষিদ্ধ হওয়া এই ৫৯টি অ্যাপ-এর মধ্যে TikTok, Shareit, Kwai, UC Browser, Baidu map-সহ একাধিক তথাকথিত জনপ্রিয় অ্যাপ রয়েছে৷

PUBG তৈরি করেছেন ব্রেনডেন গ্রিনে নামে এক ব্যক্তি৷ তিনি আয়ারল্যান্ডের বাসিন্দা৷ ফলে চিনা অ্যাপ তালিকায় স্বাভাবিক ভাবেই PUBG নেই৷