Tag Archives: fishing cat

Howrah News: মাকে ফিরে পেল দুই বাঘরোল শাবক, পরিবেশ কর্মীদের তৎপরতাতেই শেষ রক্ষা

হাওড়া:  মায়ের কাছে ফিরল সন্তানেরা। কয়েক দিন আগে এক মর্মান্তিক ঘটনা সামনে আসে। কিছু অসাধু মানুষের হাতে অসময়ে প্রাণ হারায় এক বাঘরোল। সেই ঘটনায় যুক্ত ছ’জন অভিযুক্তকে বনদফতরের তৎপরতায় গ্রেফতার করে পুলিশ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই তার পুনরাবৃত্তি।

তবে এবার কোনও রকম বিপদের মুখে পড়ার আগেই পরিবেশ কর্মীদের নজরে আসে পুরো বিষয়টি। কুকুরের তাড়া খেয়ে মায়ের থেকে আলাদা হয়ে যায় দুই বাঘরোল শাবক। যদিও তাদের উদ্ধার করা হয়েছে। কয়েক ঘণ্টা চেষ্টার পর সেই দুই শাবককে ফেরানো সম্ভব হয়েছে তাদের মায়ের কাছে। জানা যায়, প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় পুনরায় মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে তাদের।

আরও পড়ুন:   মোবাইল বাজেয়াপ্ত করল ইডি, ম্যারাথন তল্লাশি শেষে কী বললেন তাপস রায়?

পরিবেশকর্মী চিত্রক প্রামাণিক জানান, সুস্থ স্বাভাবিক বন্যপ্রাণকে ধরে বন বিভাগে দেওয়া সংরক্ষণ নয়। বন্যপ্রাণকে তার নিজের এলাকাতে থাকতে দিলে তবেই এলাকার বাস্তুতন্ত্র বজায় থাকবে।

রাকেশ মাইতি

Howrah News: উদ্ধার রাজ্য প্রাণীর মৃতদেহ! দোষীদের গ্রেফতারে রাতভর অভিযান বন দফতরের

হাওড়া: বাঘরোল মেরে গ্রেফতার ৬। দোষীদের গ্রেফতারে রাতভর চলল বন দফতরের অভিযান। এ রাজ্যেই নিরাপদ নয় রাজ্য প্রাণী! রাজ্য প্রাণীর টিকে থাকাই যেন দিন দিন কঠিন হয়ে পড়ছে।সকালের আলো ফুটলে প্রায়ই সড়কের উপর নিথর দেহ পড়ে থাকতে দেখা যাচ্ছে জেলার বিভিন্ন প্রান্তে।

শেয়াল, খটাশ, বন বিড়াল, ভাম, গন্ধগোকুল, গোসাপ, বাঘরোল এর মত প্রাণী।একাংশের মানুষের কাছেও নিরাপদ নয় বন্যপ্রাণীরা। গত দুই বছর আগে হাওড়ার বাগনানে পুকুরের মাছ বাঁচাতে দু’টি বাঘরোল হত্যার ঘটনা সামনে আসে। তারপর আবারও হাওড়ায় রাজ্য প্রাণী হত্যার ঘটনা। এবার জগৎবল্লভপুর ব্লকের শঙ্করহাটি ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে উদ্ধার মৃত বাঘরোল।

আরও পড়ুন: বছর শুরুর প্রথম দিনেই একদল ‌যুবক যা করল! ধন্য ধন্য করছে জেলার মানুষ

এই ঘটনা সামনে আসে হাওড়া জেলার যৌথ পরিবেশ মঞ্চের মাজু ইউনিটের সদস্যের তৎপরতায়। এর পর জেলা জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের তরফ থেকে।পশ্চিমবঙ্গের রাজ্যপ্রাণী বাঘরোল Fishing Cat বিপন্নতার জন্য বাঘরোল International Union for Conservation of Nature (IUCN) এর Red List বা লাল তালিকায় আনা হয়। বাঘরোল ১৯৭২ সালের ভারতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুসারে বাঘরোল প্রথম শ্রেণীর তালিকাভুক্ত।

এই আইন অনুসারে বাঘরোল একটি বিপন্ন প্রজাতি। এই প্রাণী শিকার, চোরাচালান বেআইনি এবং শাস্তিযোগ্য। শনিবার বাঘরোল হত্যার খবর পৌঁছতে দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় বন দফতর। হাওড়া ডিএফ্ও, জেলা আরবান রেঞ্জার অফিসার,বন দফতর কর্মীরা ও পুলিশ অভিযান চালিয়ে মৃত বাঘরোল উদ্ধার এবং অভিযুক্ত ৬ জনকে গ্রেফতার করে।

রাকেশ মাইতি