Tag Archives: Gemini

Zodiac Signs in astrology: সেপ্টেম্বরে তিন গ্রহের স্থানবদল, ৪ রাশির হাতে আসবে প্রচুর টাকা, বাড়বে সুখ সমৃদ্ধি

সেপ্টেম্বর মাসেই ভাগ্য খুলে যেতে চলেছে অনেক মানুষের। সেপ্টেম্বর মাসে স্থান পরিবর্তন করবে তিন বড় গ্রহ, যার প্রভাব খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সেপ্টেম্বর মাসেই ভাগ্য খুলে যেতে চলেছে অনেক মানুষের। সেপ্টেম্বর মাসে স্থান পরিবর্তন করবে তিন বড় গ্রহ, যার প্রভাব খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
যে তিন গ্রহ স্থান পরিবর্তন করবে সেগুলি হল বুধ, সূর্য এবং শুক্র। শ্রী কালাজি বৈদিক বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষ বিভাগের প্রধান মৃত্যুঞ্জয় তিওয়ারির মতে ১২ রাশির মধ্যে ৪ রাশির জাতকদের বদলাবে ভাগ্য।
যে তিন গ্রহ স্থান পরিবর্তন করবে সেগুলি হল বুধ, সূর্য এবং শুক্র। শ্রী কালাজি বৈদিক বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষ বিভাগের প্রধান মৃত্যুঞ্জয় তিওয়ারির মতে ১২ রাশির মধ্যে ৪ রাশির জাতকদের বদলাবে ভাগ্য।
মেষরাশি: মেষরাশির জাতকদের বদলাবে ভাগ্য, চাকুরিজীবীদের কাজে উন্নতির সম্ভাবনা রয়েছে, নতুন কাজের সুযোগও মিলতে পারে। সেই সঙ্গে রয়েছে অর্থপ্রাপ্তির সুযোগও, সেই সঙ্গে সংসারেও সুখ মিলতে পারে।
মেষরাশি: মেষরাশির জাতকদের বদলাবে ভাগ্য, চাকুরিজীবীদের কাজে উন্নতির সম্ভাবনা রয়েছে, নতুন কাজের সুযোগও মিলতে পারে। সেই সঙ্গে রয়েছে অর্থপ্রাপ্তির সুযোগও, সেই সঙ্গে সংসারেও সুখ মিলতে পারে।
মিথুনরাশি: বড় কোনও ইচ্ছা পূরণ হতে পারে এই মাসে। বিনিয়োগ করলে লাভের সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে ব্যবসা বা চাকুরিজীবীদের লাভের সম্ভাবনা রয়েছে এই মাসে।
মিথুনরাশি: বড় কোনও ইচ্ছা পূরণ হতে পারে এই মাসে। বিনিয়োগ করলে লাভের সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে ব্যবসা বা চাকুরিজীবীদের লাভের সম্ভাবনা রয়েছে এই মাসে।
কন্যারাশি: সেপ্টেম্বরে গাড়ি বা বাড়ি কিনতে পারেন কন্যারাশির জাতকেরা। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য নতুন চাকরির সুযোগ মিলতে পারে, বিনিয়োগ করলে লাভের সম্ভাবনা।
কন্যারাশি: সেপ্টেম্বরে গাড়ি বা বাড়ি কিনতে পারেন কন্যারাশির জাতকেরা। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য নতুন চাকরির সুযোগ মিলতে পারে, বিনিয়োগ করলে লাভের সম্ভাবনা।
মকররাশি: এই মাসে মকররাশির জাতকদের কোথাও ধার না দেওয়াই ভাল, ফেরত পাওয়ার সম্ভাবনা কম। আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।
মকররাশি: এই মাসে মকররাশির জাতকদের কোথাও ধার না দেওয়াই ভাল, ফেরত পাওয়ার সম্ভাবনা কম। আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।

Google Gemini ভারতে মেসেজের জন্য রোল আউট করছে, জানুন এর সমস্ত খুঁটিনাটি

গুগল সম্প্রতি গুগল মেসেজ অ্যাপে জেমিনি চালু করেছে, যা ভারতের ব্যবহারকারীদের মেসেজ লেখার জন্য কোম্পানির এআই মডেল অ্যাক্সেস করতে দেবে। নিউজ 18 বাংলার টেক টিমের কিছু সদস্য ড্রাফট মেসেজ তৈরি করতে, ইভেন্টের পরিকল্পনা করার জন্য এর সঙ্গে চ্যাট করার একটি নোটিফিকেশন পেয়েছে বলে এই অ্যাপটিতে AI সক্ষমতা শুরু হয়েছে। গুগল বলেছে যে গুগল মেসেজে জেমিনি প্রাথমিকভাবে ইংরেজি সমর্থন করবে, ব্যবহারকারীদের সরাসরি মেসেজিং অ্যাপের মধ্যে এআই সহায়তা অ্যাক্সেস করতে সক্ষম করবে।

আরও পড়ুনঃ হ্যারি পটার-প্রেমী আইফোন ব্যবহারকারীদের জন্য দারুণ সুখবর; Siri-র হাত ধরে চলে যেতে পারেন হ্যারির দুনিয়ায়

Google বার্তাগুলিতে জেমিনির সঙ্গে চ্যাট শুরু করার উপায় –

কেউ যখন নিজেদের ফোনে নোটিফিকেশন পাবে, তখন “continue” অপশনে ক্লিক করতে হবে এবং বার্তাগুলিতে Google AI ব্যবহার করা শুরু করতে পারে৷ ব্যবহারকারীরা জেমিনি অ্যাপ ডাউনলোড করতে পারে এবং AI ব্যবহার করতে Google মেসেজ অ্যাপ আপডেট করতে পারে।

– নিজেদের Android ফোনে, Google Messages ওপেন করতে হবে।

– জেমিনির সঙ্গে চ্যাট অপশনে ক্লিক করতে হবে অথবা চ্যাট শুরু করতে হবে।

– প্রথমবার ব্যবহারকারীরা অন-স্ক্রিন নির্দেশাবলী অনুসরণ করতে পারে এবং তারা কথোপকথনে বিভিন্ন টোন অন্বেষণ করতে সক্ষম হবে।

– ব্যবহারকারীরা বার্তা ক্ষেত্রের উপরে থাকা পরামর্শ অপশনে ক্লিক করতে পারে।

মেসেজ অ্যাপে জেমিনি ব্যবহারকারীদের সাহায্য করতে পারে –

মেসেজে জেমিনি ব্যবহারকারীদের ধারণা তৈরি করতে, ইভেন্টের পরিকল্পনা করতে এবং প্রতিক্রিয়া লিখতে সহায়তা করতে সাহায্য করবে।

ব্যবহারকারীরা ব্যাকরণ উন্নত করতে, পেশাদারিত্বের জন্য টোন সামঞ্জস্য করতে বা হাস্যরসের স্পর্শ যোগ করতে AI পরামর্শ পেতে পারে।

এটি উল্লেখ্য যে জেমিনির সঙ্গে চ্যাটগুলি এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট করা হয় না। উপরন্তু, Gemini ব্যবহারকারীদের “IP ঠিকানার উপর ভিত্তি করে সাধারণ এলাকা বা বাড়ির ও কাজের ঠিকানার উপর ভিত্তি করে আনুমানিক অবস্থান, এবং অতীতের জেমিনি চ্যাটগুলি উন্নত করতে এবং প্রতিক্রিয়া জানাতে” ব্যবহার করে৷

“যদি কেউ এক্সটেনশন ব্যবহার করে, তাহলে জেমিনি তাদের অবস্থান এবং অন্যান্য পরিষেবার সঙ্গে চ্যাটের মতো তথ্য শেয়ার করতে পারে। এই পরিষেবাগুলি উন্নতির জন্য তথ্য ব্যবহার করতে পারে, এমনকি যদি কেউ পরে নিজেদের Gemini Apps-এর কার্যকলাপ মুছেও দেয়। এই ক্ষেত্রে যে কেউ যে কোনও সময় এক্সটেনশন বন্ধ করতে পারে।” মেসেজ অ্যাপ আগে একটি বার্তা প্রদর্শন করে, যা ব্যবহারকারীদের অ্যাপ ব্যবহার করার অনুমতি দেয়।

সংস্থাটি সতর্ক করে যে ব্যবহারকারীরা এমন কিছু লিখবে না, যা তারা পর্যালোচনা করতে চায় না বা AI উন্নত করতে Google দ্বারা ব্যবহার করা উচিত নয়।

Gemini: মিথুন রাশির জাতক-জাতিকারা কেমন ব্যক্তিত্বের অধিকারী হন? আর তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্যই বা কী? যা বলছে জ্যোতিষশাস্ত্র

মূলত যাঁদের জন্ম ২১ মে থেকে ২০ জুনের মধ্যে (Sun Sign), তাঁরাই আসলে মিথুন রাশির জাতক-জাতিকা। কিন্তু এঁরা সাধারণত কেমন হন? প্রচণ্ড ব্যস্ততার মধ্যে থাকাকালীন সমস্ত কাজ সঠিক ভাবে শেষ করার জন্য কখনও কি মনে হয়েছে যে, নিজের একটা ক্লোন থাকলে ভাল হত? অল্প কথায় বোঝাতে গেলে মিথুন রাশি ঠিক এরকমই, এমনটাই বলেন জ্যোতিষবিদেরা।
মূলত যাঁদের জন্ম ২১ মে থেকে ২০ জুনের মধ্যে (Sun Sign), তাঁরাই আসলে মিথুন রাশির জাতক-জাতিকা। কিন্তু এঁরা সাধারণত কেমন হন? প্রচণ্ড ব্যস্ততার মধ্যে থাকাকালীন সমস্ত কাজ সঠিক ভাবে শেষ করার জন্য কখনও কি মনে হয়েছে যে, নিজের একটা ক্লোন থাকলে ভাল হত? অল্প কথায় বোঝাতে গেলে মিথুন রাশি ঠিক এরকমই, এমনটাই বলেন জ্যোতিষবিদেরা।
আর এই রাশির প্রতীক হল সেলেস্টিয়াল ট্যুইনস। আর সবথেকে বড় কথা হল, এই রাশির মানুষগুলির নানা ক্ষেত্রে আগ্রহ থাকে। তবে অনেক সময় তাঁদের অন্তর্নিহিত দ্বৈততার কারণে অনেকেই তাঁদের দু’মুখো বলে ভুল করে থাকেন। আদতে মিথুন রাশির মধ্যে কোনও গোপন উদ্দেশ্য থাকে না। নানা রকম বিষয়ে উৎসাহ, শখ, কেরিয়ার এবং বন্ধুমহল - এটাই তাঁদের গণ্ডি। সমাজে সকলের সঙ্গে সুন্দর ভাবে মেলামেশা করতে ভালবাসেন। যে কারও সঙ্গে যে কোনও বিষয় নিয়ে অনায়াসে কথা বলে যেতে পারেন মিথুন রাশির জাতক-জাতিকারা।
আর এই রাশির প্রতীক হল সেলেস্টিয়াল ট্যুইনস। আর সবথেকে বড় কথা হল, এই রাশির মানুষগুলির নানা ক্ষেত্রে আগ্রহ থাকে। তবে অনেক সময় তাঁদের অন্তর্নিহিত দ্বৈততার কারণে অনেকেই তাঁদের দু’মুখো বলে ভুল করে থাকেন। আদতে মিথুন রাশির মধ্যে কোনও গোপন উদ্দেশ্য থাকে না। নানা রকম বিষয়ে উৎসাহ, শখ, কেরিয়ার এবং বন্ধুমহল – এটাই তাঁদের গণ্ডি। সমাজে সকলের সঙ্গে সুন্দর ভাবে মেলামেশা করতে ভালবাসেন। যে কারও সঙ্গে যে কোনও বিষয় নিয়ে অনায়াসে কথা বলে যেতে পারেন মিথুন রাশির জাতক-জাতিকারা।
আবার পরিবর্তন এবং রূপান্তরের ক্ষেত্রেও দুর্দান্ত মিথুন রাশি। এঁদের মধ্যে সাহসী চিন্তাভাবনার প্রবণতা দেখা যায়। দারুণ পথপ্রদর্শকও হন এঁরা, যে কোনও সৃজনশীল কাজে নিজেদের এনার্জি ব্যবহার করে থাকেন। আর সব সময় নতুন কিছু করার চেষ্টায় মুখিয়ে থাকেন তাঁরা। মিথুন এবং কন্যা উভয় রাশিই বুধ গ্রহের দ্বারা নিয়ন্ত্রিত হয়।
আবার পরিবর্তন এবং রূপান্তরের ক্ষেত্রেও দুর্দান্ত মিথুন রাশি। এঁদের মধ্যে সাহসী চিন্তাভাবনার প্রবণতা দেখা যায়। দারুণ পথপ্রদর্শকও হন এঁরা, যে কোনও সৃজনশীল কাজে নিজেদের এনার্জি ব্যবহার করে থাকেন। আর সব সময় নতুন কিছু করার চেষ্টায় মুখিয়ে থাকেন তাঁরা। মিথুন এবং কন্যা উভয় রাশিই বুধ গ্রহের দ্বারা নিয়ন্ত্রিত হয়।
আবার বুধ গ্রহকে যোগাযোগের বার্তাবাহক গ্রহ হিসেবে গণ্য করা হয়। তবে এই দুই রাশির অধিপতি এক হলেও দুই রাশির পথ কিন্তু আলাদা। যেমন - মিথুন রাশির জাতক-জাতিকারা বহির্জগতে নিজেদের আবেগ প্রকাশ করলেও কন্যা রাশির জাতক-জাতিকারা তা ভিতরে ভিতরেই করে থাকেন।
আবার বুধ গ্রহকে যোগাযোগের বার্তাবাহক গ্রহ হিসেবে গণ্য করা হয়। তবে এই দুই রাশির অধিপতি এক হলেও দুই রাশির পথ কিন্তু আলাদা। যেমন – মিথুন রাশির জাতক-জাতিকারা বহির্জগতে নিজেদের আবেগ প্রকাশ করলেও কন্যা রাশির জাতক-জাতিকারা তা ভিতরে ভিতরেই করে থাকেন।
মিথুন রাশির অধিপতি বুধ হওয়ায় এই রাশির জাতক-জাতিকারা সব সময় কথা বলতে এবং টেক্সট করতে ভালবাসেন। আর মিথুন রাশির মানুষদের কাছে অভিব্যক্তি সব সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিকই, তবে তাঁদের সব সময় ভেবেচিন্তে কথা বলার বিষয়টা মাথায় রাখা উচিত। আর এই রাশির সবথেকে বড় গুণ হল, এঁরা যে কোনও পরিস্থিতি সহজেই কাটিয়ে উঠতে সক্ষম। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
মিথুন রাশির অধিপতি বুধ হওয়ায় এই রাশির জাতক-জাতিকারা সব সময় কথা বলতে এবং টেক্সট করতে ভালবাসেন। আর মিথুন রাশির মানুষদের কাছে অভিব্যক্তি সব সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিকই, তবে তাঁদের সব সময় ভেবেচিন্তে কথা বলার বিষয়টা মাথায় রাখা উচিত। আর এই রাশির সবথেকে বড় গুণ হল, এঁরা যে কোনও পরিস্থিতি সহজেই কাটিয়ে উঠতে সক্ষম। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)