Tag Archives: Google

Airtel-Google Cloud: গুগল ক্লাউডের সঙ্গে গাঁটছড়া বাঁধল এয়ারটেল, গ্রাহকদের জন্য দারুণ সুবিধা !

কলকাতা: ভারতীয় ব্যবসায়ীদের ক্লাউড সমাধান দেওয়ার লক্ষ্যে গাঁটছড়া বাঁধল ভারতী এয়ারটেল এবং গুগল ক্লাউড। দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে গুগল ‘ফাস্ট ট্র্যাক ক্লাউড’ গ্রহণের জন্য ‘ক্লাউড টু ক্লাউড’ (Cloud to Cloud) সমাধান অফার করবে। শুধু তাই নয়, চুক্তির আওতায় এয়ারটেল ২০০০-এর বেশি বড় উদ্যোগ এবং এক মিলিয়নের বেশি উদীয়মান ব্যবসাতে ক্লাউড পরিচালিত পরিষেবা সরবরাহ করবে বলে জানা গিয়েছে।

অংশীদারিত্বে উভয় সংস্থাই ভারতীয় পাবলিক ক্লাউড পরিষেবা বাজারকে পাখির চোখ করেছে, যা ২০২৭ সালের মধ্যে ১৭.৮ বিলিয়ন ডলারে পৌঁছতে পারে বলে অনুমান করা হচ্ছে। এয়ারটেল মোবাইল, ব্রডব্যান্ড এবং ডিজিটাল টিভিতে গুগল ক্লাউডের পরবর্তী প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করবে। ভারতে তো বটেই বিশ্বব্যাপী এয়ারটেলের বি২বি গ্রাহকরা এই সুবিধা পাবেন।

আরও পড়ুন- প্রচণ্ড ঝড়ে উপড়ে গেল বিলবোর্ড ! মুম্বইয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু ১৪ জনের

উভয় সংস্থাই এআই/এলএল সমাধানগুলির বিকাশ এবং এআই প্রযুক্তিকে একত্রিত করবে। এর মধ্যে রয়েছে ট্রেন্ড বিশ্লেষণ, সাইট নির্বাচন, ঝুঁকি ব্যবস্থাপনা, বাজার মূল্যায়ন এবং সম্পদ ট্র্যাকিং। এর সঙ্গে বিপণন প্রযুক্তি সমাধান, গ্রাহকের চাহিদার পূর্বাভাস, কম খরচে নির্ভুল প্রাসঙ্গিক বিজ্ঞাপনগুলির সঙ্গে সামগ্রী তৈরির স্ট্রিমলাইনের জন্য ভয়েস বিশ্লেষণও থাকছে।

আরও পড়ুন– মনোনয়ন জমা দিলেন নরেন্দ্র মোদি, গোটা বারাণসী জুড়েই সাজো সাজো রব

এয়ারটেল জানিয়েছে, ইউটিলিটি সেক্টরের জন্য এন্ড টু এন্ড আইওটি সমাধান তৈরি করা হচ্ছে, যা গুগল ক্লাউড পরিষেবা এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে এক জায়গায় এনে বিরামহীন, ঝামেলামুক্ত এবং দ্রুত স্থাপন করতে পারবে। ক্লাউড বেসড সলিউশন ব্যবসাকে শক্তিশালী করতে পুণেতে ম্যানেজড সার্ভিস সেন্টার তৈরি করেছে এয়ারটেল। সেখানে রয়েছেন ৩০০-র বেশি বিশেষজ্ঞ। ক্লাউড পরিষেবাকে আরও ভালভাবে ব্যবহার এবং প্রযুক্তিগত বিকাশের জন্য তাঁরা কাজ করছেন।

ভারতী এয়ারটেলের এমডি এবং সিইও গোপাল ভিত্তল বলেন, “দেশ ডিজিটাল রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছে। কাটিং এজ ক্লাউড এবং এআই সমাধানগুলি এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে থাকবে ৷ গুগল ক্লাউডের সঙ্গে গাঁটছড়া বাঁধতে পেরে আমরা খুশি। ক্লাউডের বাজারে ব্র সুযোগ রয়েছে। সরকার, উদ্যোগ এবং উদীয়মান ব্যবসাগুলোকে পরিষেবা দেওয়ার জন্য আমরা একসঙ্গে কাজ করব।’’

গুগল ক্লাউডের সিইও থমাস কুরিয়ন বলেন, “এয়ারটেলের সঙ্গে আমাদের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ভারতে দ্রুত বেড়ে ওঠা ক্লাউড এবং এআই-এর বাজারের দিকে আমাদের এক পদক্ষেপ। এই অংশীদারিত্বে এয়ারটেলকে আরও উন্নত করা এবং গ্রাহককে ভাল পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য”।

Find My Device: গাড়ির চাবি, ব্যাগ, পার্স খুঁজে পাচ্ছেন না? কোথায় রেখেছেন হদিশ দেবে গুগলের ফাইন্ড মাই ডিভাইস নেটওয়ার্ক

কলকাতাঃ অবশেষে অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য ‘ফাইন্ড মাই ডিভাইস নেটওয়ার্ক’ ফিচার চালু করল গুগল। গত বছর এই ফিচার চালুর কথা ঘোষণা করেছিল টেক জায়ান্ট সংস্থা। তারপর থেকে এর উপর কাজ করছিলেন সফটওয়্যার ইঞ্জিনিয়াররা।

আরও পড়ুনঃ ফাঁস হয়েছে iPhone 16-এর ফিচার; আড়ম্বরপূর্ণ রঙ, পরিমার্জিত নকশা এবং ম্যাট ফিনিশ সহ লঞ্চ করা হতে পারে এই ফোন

গত সপ্তাহে একটি প্রতিবেদন থেকে জানা যায়, খুব শীঘ্রই এই ফিচার আনতে চলেছে গুগল। শেষ পর্যন্ত ৮ এপ্রিল বিশ্বব্যাপী এই নতুন ফিচার চালু করেছে টেক জায়ান্ট সংস্থা। এখন অ্যান্ড্রয়েড ইউজাররা ক্রাউডসোর্সড নেটওয়ার্ক ব্যবহার করে স্মার্টফোন এবং আনুষাঙ্গিক শনাক্ত করতে পারবেন। অ্যাপলে এই ফিচার ফাইন্ড মাই অ্যাপের মতো কাজ করে।

ব্লগ পোস্টে এই ফিচার লঞ্চের ঘোষণা করে গুগলের ভিপি ইঞ্জিনিয়ারিংয়ের এরিক কে বলেন, “আজ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শুরু করে সারা বিশ্বের অ্যান্ড্রয়েড ডিভাইসগুলিতে সম্পূর্ণ নতুন Find My Device চালু হচ্ছে৷ এক বিলিয়নের বেশি অ্যান্ড্রয়েড ডিভাইসে ক্রাউডসোর্স নেটওয়ার্কের মাধ্যমে ‘ফাইন্ড মাই ডিভাইস’ ইউজারকে হারিয়ে যাওয়া অ্যান্ড্রয়েড ডিভাইস এবং দৈনন্দিন জিনিসগুলো দ্রুত এবং নিরাপদে খুঁজে পেতে সাহায্য করবে”।

ক্রাউডসোর্স নেটওয়ার্কের উল্লেখযোগ্য বৈশিষ্ট হল, ডিভাইস অফলাইনে থাকলেও শনাক্ত করতে পারে। অর্থাৎ স্মার্টফোন বা আনুষাঙ্গিক ডিভাইস ট্র্যাক করার জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন নেই। Pixel 8 এবং Pixel 8 Pro ইউজাররা এই সুবিধা পাবেন। ডিভাইস যদি স্যুইচড অফ থাকে বা ব্যাটারি শেষ হয়ে যায়, তাহলেও সেগুলো ট্র্যাক করতে অসুবিধা হবে না। ডিভাইস চুরি হলে, এই ফিচার কাজে আসবে। ফাইন্ড মাই ডিভাইস নেট ওয়ার্কে ‘ফাইন্ড নিয়ারবাই’ বাটন রয়েছে, যা স্মার্টফোন বা ডিভাইসের সঠিক অবস্থান বের করতে সাহায্য করবে।

গুগল জানিয়েছে, ফাইন্ড মাই ডিভাইস নেটওয়ার্কের মাধ্যমে চিপোলো এবং পেবলবি থেকে ব্লুটুথ ট্র্যাকার ট্যাগগুলিকে অনুমতি দেবে এবং তাদের অবস্থান ট্র্যাক করবে। এই ট্যাগ দৈনন্দিন জিনিসপত্র যেমন চাবি, ওয়ালেট বা ব্যাগের সঙ্গে যুক্ত করা যেতে পারে। মে মাস থেকেই এই ফিচার চালু হয়ে যাবে। এই বছরের শেষ দিকে, eufy, Motorola এবং Jio-এর ব্লুটুথ ট্যাগগুলিও যোগ করা হবে।

Google: মনের খুশিতে ছবি এডিট করুন! গুগলের এআই ফটো এডিটিং ফিচার এবার বিনামূল্যে! দেখে নিন কী করতে হবে

গুগল পিক্সেল ব্যবহারকারীরা গত বছর বা তারও বেশি সময় ধরে এআই-চালিত কিছু এডিটিং ফিচার উপভোগ করছেন। এখন কোম্পানি এই সমস্ত ফিচার তার সকল ব্যবহারকারীদের অফার করছে, তাও আবার বিনামূল্যে। তাই যে সকল ব্যবহারকারীরা ফোনে ফটো এবং ভিডিও সেভ করতে Google Photos-এর উপর নির্ভর করেন, তাঁদের গুগল এআই-ভিত্তিক ফটো এডিটিং ফিচার অফার করবে।

গুগল ফটো এআই ফিচার

এই ফিচারগুলি ব্যবহারের জন্য ৮.০ বা তারও বেশি ভার্সনের একটি অ্যান্ড্রয়েড ফোন থাকা উচিত এবং আইফোন ব্যবহারকারীদের জন্য, আইওএস ১৫ বা তারও পরবর্তী আপডেট। এই ডিভাইসগুলির তালিকায় পিক্সেল ট্যাবলেটও রয়েছে এবং হার্ডওয়্যারটিতে ম্যাজিক ইরেজার, এইচডিআর ইফেক্ট এবং সিনেমাটিক ফটোর মতো ফিচারগুলি পেতে ন্যূনতম ৩ জিবি র‌্যামের প্রয়োজন।

আরও পড়ুন: ১ টন, ১.৫ টন নাকি…কোন এসি কেনা উচিত? ভুল কিনলেই হু হু করে বাড়বে ইলেকট্রিক বিল! কেনার আগে অবশ‍্যই জেনে নিন

গুগল কয়েক বছর আগে পিক্সেল ৬ সিরিজের সঙ্গেও এই ফিচারগুলি অফার করা শুরু করেছিল এবং পরে গুগল ওয়ান সাবস্ক্রিপশনের জন্য আইফোন ব্যবহারকারীদের জন্যও এটি অফার করেছিল। পিক্সেল ব্যবহারকারীরা বিনামূল্যে এআই ফিচার ব্যবহার করতে সক্ষম হয়েছিলেন।

কিন্তু এই এআই ফিচারগুলি বিনামূল্যে সমস্ত মোবাইল ডিভাইসে অফার করা সম্ভবত আরও বেশি ব্যবহারকারীদের Google Photos ব্যবহার শুরু করতে প্রলুব্ধ করবে।

গুগল ফোটোস এআই ফিচারগুলি সমস্ত মোবাইল ব্যবহারকারীদের কাছে বিনামূল্যেই আসছে।

এর সম্পূর্ণ তালিকা

– ম্যাজিক ইরেজার

– ফটো এবং ভিডিওর জন্য এইচডি ইমপ্যাক্ট

– সিনেমাটিক ইমেজ

– ব্লার

– কালার পপ

– কোলাজ এডিটিং স্টাইল

– ভিডিও এডিটিং

– পোর্ট্রেট লাইট

গুগল পিক্সেল ৬ লাইন আপের জন্য প্রাথমিক ভাবে ম্যাজিক ইরেজার ফিচারটি খোলা হয়েছে, যা দিয়ে ব্যবহারকারীরা তাঁদের ফটো থেকে সহজেই অবাঞ্ছিত বস্তু সরাতে পারবেন। এই ফিচারটি ফটোবোম্বার বা পাওয়ার লাইন সনাক্ত করতে পারে এবং কয়েকটি ট্যাপের সাহায্যে অবাঞ্ছিত বস্তু মুছে ফেলতে পারে। ব্যবহারকারীরা অন্য যে কোনও বস্তুকে মুছে ফেলতে চাইলে সার্কেল বা ব্রাশ ব্যবহার করতে পারেন।

Tech News: সেভিংসের সেরা উপায়, টাকা জমানো সহজ করে দেবে Google! রইল টিপস

টাকা সঞ্চয় করা অনেকের কাছেই একটি কঠিন কাজ বলে মনে হতে পারে। কিন্তু, এই কাজ কঠিন নাও হতে পারে, বিশেষ করে যখন কারও কাছে Google থাকে। Google অনেকগুলি সরঞ্জাম এবং পরিষেবা অফার করে, যা সকলকে আরও দক্ষতার সঙ্গে নিজেদের অর্থ পরিচালনা করতে সাহায্য করতে পারে৷ এখানে অনায়াসে টাকা বাঁচাতে সাহায্য করার জন্য নয়টি সহজ টিপস দেওয়া হল। এক নজরে দেখে নেওয়া যাক ৯টি সহজ Google টিপস, যা সহজেই অর্থ সাশ্রয় করতে সহায়তা করে।
টাকা সঞ্চয় করা অনেকের কাছেই একটি কঠিন কাজ বলে মনে হতে পারে। কিন্তু, এই কাজ কঠিন নাও হতে পারে, বিশেষ করে যখন কারও কাছে Google থাকে। Google অনেকগুলি সরঞ্জাম এবং পরিষেবা অফার করে, যা সকলকে আরও দক্ষতার সঙ্গে নিজেদের অর্থ পরিচালনা করতে সাহায্য করতে পারে৷ এখানে অনায়াসে টাকা বাঁচাতে সাহায্য করার জন্য নয়টি সহজ টিপস দেওয়া হল। এক নজরে দেখে নেওয়া যাক ৯টি সহজ Google টিপস, যা সহজেই অর্থ সাশ্রয় করতে সহায়তা করে।
Google Sheets-এর সাহায্যে বাজেট -নিজেদের খরচের হিসাব রাখতে Google Sheets ব্যবহার করতে হবে। একটি প্রাক-ডিজাইন করা টেমপ্লেট অ্যাক্সেস করতে শুধু '@budget' টাইপ করতে হবে যা ইউজারদের জন্য সমস্ত হিসাব নিজেই করে দেবে।
Google Sheets-এর সাহায্যে বাজেট -নিজেদের খরচের হিসাব রাখতে Google Sheets ব্যবহার করতে হবে। একটি প্রাক-ডিজাইন করা টেমপ্লেট অ্যাক্সেস করতে শুধু ‘@budget’ টাইপ করতে হবে যা ইউজারদের জন্য সমস্ত হিসাব নিজেই করে দেবে।
মাসিক এবং বার্ষিক বাজেট -এছাড়াও Google মাসিক এবং বার্ষিক উভয়ের জন্য টেমপ্লেট অফার করে৷ এর জন্য এই স্টেপ ফলো করতে হবে - ফাইল > নতুন > টেমপ্লেট গ্যালারি > ব্যক্তিগত-এ নেভিগেট করে, এই টেমপ্লেটগুলি খুঁজে পাওয়া যেতে পারে।
মাসিক এবং বার্ষিক বাজেট -এছাড়াও Google মাসিক এবং বার্ষিক উভয়ের জন্য টেমপ্লেট অফার করে৷ এর জন্য এই স্টেপ ফলো করতে হবে – ফাইল > নতুন > টেমপ্লেট গ্যালারি > ব্যক্তিগত-এ নেভিগেট করে, এই টেমপ্লেটগুলি খুঁজে পাওয়া যেতে পারে।
নিজেদের বাজেট শিট কাস্টমাইজ -Google Sheets-এ ব্যক্তিগতকৃত সূত্র তৈরি করে নিজেদের চাহিদা অনুযায়ী নিজের বাজেট শিট তৈরি করা যেতে পারে।
নিজেদের বাজেট শিট কাস্টমাইজ -Google Sheets-এ ব্যক্তিগতকৃত সূত্র তৈরি করে নিজেদের চাহিদা অনুযায়ী নিজের বাজেট শিট তৈরি করা যেতে পারে।
Google Shopping-এর মাধ্যমে সেরা দাম খোঁজা যেতে পারে -Google Shopping-এর মাধ্যমে দামের উপর নজর রাখা যেতে পারে এবং নিজেদের আগ্রহের পণ্যগুলি সস্তা হয়ে গেলে সেই সম্পর্কে সতর্কতা পাওয়া যেতে পারে।
Google Shopping-এর মাধ্যমে সেরা দাম খোঁজা যেতে পারে -Google Shopping-এর মাধ্যমে দামের উপর নজর রাখা যেতে পারে এবং নিজেদের আগ্রহের পণ্যগুলি সস্তা হয়ে গেলে সেই সম্পর্কে সতর্কতা পাওয়া যেতে পারে।
জিনিসের দামের ইতিহাস পরীক্ষা -কোনও জিনিস ক্রয় করার আগে এর দামের ইতিহাস চেক করা যেতে পারে। কোনও কিছু কেনাকাটা করার আগে, জিনিসের দামের ইতিহাস পরীক্ষা করে, ভাল ছাড়ে তা পাচ্ছেন কি না নিশ্চিত করতে Google Shopping-এ দেখে নেওয়া যেতে পারে।
জিনিসের দামের ইতিহাস পরীক্ষা -কোনও জিনিস ক্রয় করার আগে এর দামের ইতিহাস চেক করা যেতে পারে। কোনও কিছু কেনাকাটা করার আগে, জিনিসের দামের ইতিহাস পরীক্ষা করে, ভাল ছাড়ে তা পাচ্ছেন কি না নিশ্চিত করতে Google Shopping-এ দেখে নেওয়া যেতে পারে।
ডিলের তুলনা -বিভিন্ন খুচরা বিক্রেতার কাছ থেকে দাম তুলনা করতে এবং উপলব্ধ সেরা ডিলগুলি খুঁজে পেতে Google শপিং ব্যবহার করা যেতে পারে।
ডিলের তুলনা -বিভিন্ন খুচরা বিক্রেতার কাছ থেকে দাম তুলনা করতে এবং উপলব্ধ সেরা ডিলগুলি খুঁজে পেতে Google শপিং ব্যবহার করা যেতে পারে।
ফ্লাইটের দাম ট্র্যাক -Google সার্চে ফ্লাইট বিভাগ ব্যবহার করে অনায়াসে ফ্লাইটের দাম নিরীক্ষণ করা যেতে পারে। দাম কমলে সেই বিষয়ে বিজ্ঞপ্তি পাওয়া যেতে পারে, যা সেরা ডিলগুলি পেতে সাহায্য করবে৷
ফ্লাইটের দাম ট্র্যাক -Google সার্চে ফ্লাইট বিভাগ ব্যবহার করে অনায়াসে ফ্লাইটের দাম নিরীক্ষণ করা যেতে পারে। দাম কমলে সেই বিষয়ে বিজ্ঞপ্তি পাওয়া যেতে পারে, যা সেরা ডিলগুলি পেতে সাহায্য করবে৷
সময়ের সঙ্গে সঙ্গে দামের পরিবর্তন -ভ্রমণের জন্য সবচেয়ে সাশ্রয়ী-কার্যকর সময় নির্ধারণ করতে সময়ের সঙ্গে সঙ্গে ফ্লাইটের দামের ওঠানামা ট্র্যাক করা যেতে পারে।
সময়ের সঙ্গে সঙ্গে দামের পরিবর্তন -ভ্রমণের জন্য সবচেয়ে সাশ্রয়ী-কার্যকর সময় নির্ধারণ করতে সময়ের সঙ্গে সঙ্গে ফ্লাইটের দামের ওঠানামা ট্র্যাক করা যেতে পারে।
সাশ্রয়ী মূল্যের হোটেল -পরবর্তী ভ্রমণের জন্য হোটেলের দামের তুলনা করতে এবং কম ভাড়ায় নিরাপদ হোটেল বুক করতে Google-এর হোটেল ফাইন্ডার ব্যবহার করা যেতে পারে।
সাশ্রয়ী মূল্যের হোটেল -পরবর্তী ভ্রমণের জন্য হোটেলের দামের তুলনা করতে এবং কম ভাড়ায় নিরাপদ হোটেল বুক করতে Google-এর হোটেল ফাইন্ডার ব্যবহার করা যেতে পারে।

Google Podcast: এই অ্যাপটি বন্ধ করতে চলেছে গুগল! কী হবে আপনার ডেটার? জানুন

গুগল পডকাস্ট অ্যাপ কোম্পানির সর্বশেষ প্রোডাক্ট যা এপ্রিলের শুরু থেকে সমস্ত ব্যবহারকারীদের জন্য বন্ধ হতে চলেছে। পডকাস্ট বিভিন্ন প্ল্যাটফর্ম জুড়ে জনপ্রিয়। তাই গুগল মনে করছে এটির জন্য এখন আর আলাদা ভাবে বিজনেস চালানোর দরকার নেই। এর জন্য আগামী ২ এপ্রিল থেকে গুগল পডকাস্ট অ্যাপটি বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আপাতত বিদায় নিচ্ছে গুগল পডকাস্ট অ্যাপ।

তবে জানিয়ে রাখা ভাল যে, কোম্পানি সম্পূর্ণরূপে পডকাস্ট সেগমেন্ট বন্ধ করে দিচ্ছে না, প্রকৃতপক্ষে, ইউটিউব মিউজিক পডকাস্টের জন্য একটি গো-টু প্ল্যাটফর্ম হবে কারণ কোম্পানি দুটির অ্যাপের পরিবর্তে একটি অ্যাপে সমস্ত বিনিয়োগ করতে চায়। গুগল গত বছরের সেপ্টেম্বরে অ্যাপটি বন্ধ করার বিষয়ে জানিয়েছিল, অর্থাৎ গুগল ব্যবহারকারীদের অ্যাপ সুইচ করার জন্য পর্যাপ্ত সময় দিয়েছে।

গুগল মূলত আগামী ২ এপ্রিল থেকে পডকাস্ট অ্যাক্সেস করতে চাইলে ইউটিউব মিউজিক পরিষেবার জন্য অর্থ প্রদান করার পরামর্শ দিয়েছে। গুগল শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য এই ফিচার এনেছে এবং সার্ভিস স্যুইচিং অফার করছে। তবে এখনও পর্যন্ত নিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না যে, মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে পডকাস্ট অ্যাপ ব্যবহারীদের জন্য গুগল কী অফার করবে।

আরও পড়ুন: পাইলসের সমস্যা? বেশিক্ষণ টয়লেটে বসে থাকলেই সর্বনাশ! ঘটতে পারে চরম বিপদ! জানুন

গুগল জানিয়েছে যে, ব্যবহারকারীদের সমস্ত বিদ্যমান পডকাস্ট YouTube Music অ্যাপে তাঁরা স্থানান্তর করতে পারেন অথবা সম্পূর্ণ ভাবে অন্য একটি পডকাস্ট অ্যাপ বেছে নিতে পারেন, যার জন্য অ্যাপ ইম্পোর্ট করতে হবে এবং তারপর একটি ওপিএমএল ফাইল ইম্পোর্ট করে বর্তমান কাজ চালাতে হবে।

গুগল পডকাস্ট অন্য অ্যাপে ট্রান্সফার: এটি কীভাবে কাজ করবে?

– এর জন্য প্রথমে গুগল পডকাস্ট অ্যাপে যেতে হবে

– এক্সপোর্ট সাবস্ক্রিপশন অপশনে ক্লিক করতে হবে

– এক্সপোর্ট টু ইউটিউব মিউজিকের অধীনে এক্সপোর্ট অপশনে ট্যাপ করতে হবে

– YouTube Music অ্যাপে ট্রান্সফার অপশন বেছে নিতে হবে

এবারে সাবস্ক্রিপশন ট্রান্সফার দেখতে লাইব্রেরিতে খোঁজ নিতে হবে

পডকাস্ট অ্যাপটি এই সপ্তাহে বন্ধ হয়ে যাচ্ছে তবে ব্যবহারকারীদের কাছে এই বছরের জুলাই পর্যন্ত তাঁদের ডেটা অন্য অ্যাপে স্যুইচ করার সুবিধে দিয়েছে গুগল।

Google Drive: গুগল ড্রাইভ ব্যবহার করেন? এখনই সাবধান না হলে বিপদ, টার্গেট করছে হ্যাকাররা, সতর্কবার্তা খোদ গুগলের

গুগল ড্রাইভ ব্যবহার করলে সাবধান। টার্গেট করছে হ্যাকাররা। যে কোনও সময় তথ্য চুরি যেতে পারে। এই ভাষাতেই ইউজারদের সতর্ক করল গুগল খোদ। টেক জায়ান্ট সংস্থা জানিয়েছে, একাধিক ইউজারের কাছ থেকে গুগল অভিযোগ পেয়েছে যে তাঁদের ড্রাইভে ক্ষতিকারক লিঙ্ক পাঠানো হচ্ছে। আর তাতে ক্লিক করলেই চুরি যাচ্ছে সব তথ্য।

এরপরই ইউজারদের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করেছে গুগল। টেক জায়ান্ট সংস্থা জানিয়েছে, গুগল ড্রাইভ ইউজারদের সতর্ক থাকতে হবে। কারণ হ্যাকাররা সন্দেহজনক লিঙ্কের মাধ্যমে ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে।

ইউজারদের অ্যাকাউন্টে সন্দেহজনক ফাইল, লিঙ্ক: এই বিষয়ে গুগল বলেছে, গুগল ড্রাইভ ইউজারদের সন্দেহজনক লিঙ্ক বা ফাইল পাঠাচ্ছে হ্যাকাররা, যা ব্যক্তিগত তথ্য সম্পর্কিত নিরাপত্তা লঙ্ঘনের কারণ হতে পারে। আমরা এই সমস্যা সম্পর্কে প্রযুক্তি দলকে জানিয়েছি। এর উপর কাজ চলছে। খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে।

আরও পড়ুন: ছবি হোক বা ভিডিও, দোলের রঙ ছড়িয়ে দিন তাতেও, ক্লিক করার আগে মাথায় রাখুন এই কয়েক কায়দা

বাঁচার উপায়: সতর্কতার পাশাপাশি ইউজারদের নিরাপত্তা সংক্রান্ত কিছু টিপসও দিয়েছে গুগল। গুগল ড্রাইভে কোনও সন্দেহজনক লিঙ্ক বা ফাইল দেখলে এই ভুলগুলো করা উচিত নয়।

ইউজারের যদি মনে হয় গুগল ড্রাইভে কোনও সন্দেহজনক লিঙ্ক বা ফাইল পাঠানো হয়েছে, তাহলে ভুলেও তাতে ক্লিক করা চলবে না।

ড্রাইভে যদি কোনও অ্যাপ্রুভাল লিঙ্কও আসে তাহলেও ক্লিক করতে বারণ করেছে গুগল। এটা থেকেও সমস্যা হতে পারে। তাই ভুলেও এই কাজ করা চলবে না।

এই ধরণের লিঙ্ক এলে অবিলম্বে ব্লক করে রিপোর্ট করতে হবে। গুগল নিজেও কিছু লিঙ্ক রিপোর্ট করে।

স্প্যাম ফোল্ডার ব্যবহারের পরামর্শ দিয়েছে গুগল। গুগল ড্রাইভে সন্দেহজনক বা বিপজ্জনক ফাইল এসেছে মনে হলে সেগুলো সংরক্ষণের জন্য ২০২৩ সালে স্প্যাম ফোল্ডার চালু করে গুগল। টেক জায়ান্ট সংস্থা জানিয়েছে, সন্দেহজনক লিঙ্ক বা ফাইল এই ফোল্ডারে সরিয়ে রাখতে। যাতে নিয়মিত ফাইলের সঙ্গে সেগুলো গুলিয়ে না যায়।

নিরাপত্তা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির পরামর্শ দিয়েছে গুগল। বলা হয়েছে, সাইবার প্রতারণা থেকে বাঁচার এটাই একমাত্র পথ। যাতে সন্দেহজনক লিঙ্ক বা ফাইল সহজে চিহ্নিত করতে পারেন ইউজাররা। তবেই উপযুক্ত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

Viral News: গুগলের ম্যাপে বড় ভুল! পাহাড়ি পথে মারাত্মক হয়রান পর্যটকেরা, কোথায় জানেন?

কলকাতা: উপগ্রহচিত্র বা স্যাটেলাইট ইমেজারির মাধ্যমে গুগল ম্যাপ সব রাস্তা চেনে। চিনিয়ে দেয় আমাদের সবাইকে। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য ডিজিটাল ম্যাপ গুগল ম্যাপ। কোটি কোটি মানুষ এই ম্যাপের উপর রোজ নির্ভরশীল। কিন্তু গুগল ম্যাপও যে মাঝে মাঝে ভুল করে তার জ্বলন্ত উদাহরণ মিলেছে কর্ণাটকে।

পরিস্থিতি এমন যে সেখানকার স্থানীয় বাসিন্দাদের সাইনবোর্ড ছাপিয়ে রাস্তায় টাঙিয়ে দিতে হয়েছে। নয়তো রোজই বহু পর্যটক ভুল ম্যাপ দেখে পৌঁছে যাচ্ছে অন্য কোনও রাস্তায়। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের কোদাগু জেলায়। অপূর্ব সুন্দর পাহাড়ি এই জায়গাকে পৃথিবীর স্বর্গ বলা হয়। সেখানকার এক রিসর্ট ক্লাব মাহিন্দ্রায় যাওয়ার ম্যাপেই ধরা পড়েছে গলদ।

আরও পড়ুন: ২০২৪-এ বাচ্চাদের এই নামগুলি বিলুপ্ত হয়ে যাবে? অবাক করা সব নাম তালিকায়! জানুন

আরও পড়ুন: বাজারে খেজুরের নামে চিনা জুজুবি বিক্রি হয়! কীভাবে বুঝবেন? আসল খেজুর চেনার সহজ উপায় জানুন

এক্স হ্যান্ডেলে স্থানীয়দের সেই সাইনবোর্ডটি ভাইরাল হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘গুগল ভুল বলছে। এই রাস্তাটি ক্লাব মাহিন্দ্রায় যায় না’। গুগল ম্যাপ দেখে রোজ এত পর্যটক সেখানে উপস্থিত হয় এবং শেষে সাহায্য চায় তাঁদের কাছেই। খানিক বিরক্ত হয়েই এমন সাইনবোর্ড টাঙানোর সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয়রা।

অনেকেই এক্স হ্যান্ডেলে নিজেদের পথ হারানোর অভিজ্ঞতা শেয়ার করেছেন। গুগল ম্যাপ দেখে ভুল পথে চলে গিয়েছেন এমন অনেকেই। কেউ কেউ আবার জানিয়েছেন, পাহাড়ি কোনও জায়গায় বেড়াতে গেলে কখনওই গুগল ম্যাপের উপর পুরোপুরি নির্ভর না হতে।

Google Chrome Alert: গুগল ক্রোম নিয়ে নয়া সতর্কতা জারি করল কেন্দ্র, আপনি দুটো ভার্সন ব্যবহার করছেন এখনও?

‘নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তথ্য হাতিয়ে নিতে পারে হ্যাকাররা’। গুগল ক্রোম ইউজারদের এই ভাষাতেই সতর্ক করেছে কেন্দ্র সরকার। ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম (CERT-In)-ও নিরাপত্তা ইস্যুতে গুগল ক্রোমের র‍্যাঙ্কিং কমিয়েছে। এতেও চিন্তা বাড়ছে ইউজারদের।
‘নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তথ্য হাতিয়ে নিতে পারে হ্যাকাররা’। গুগল ক্রোম ইউজারদের এই ভাষাতেই সতর্ক করেছে কেন্দ্র সরকার। ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম (CERT-In)-ও নিরাপত্তা ইস্যুতে গুগল ক্রোমের র‍্যাঙ্কিং কমিয়েছে। এতেও চিন্তা বাড়ছে ইউজারদের।
সম্প্রতি সিকিউরিটি বুলেটিন জারি করেছে ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম। সেখানে তারা বলেছে, ‘গুগল ক্রোমে একাধিক দুর্বলতা দেখা গিয়েছে। হ্যাকাররা অনায়াসে যে কোনও সিস্টেম হ্যাক করতে পারে’। এমনটা হলে গুগল ক্রোমে ইউজারের কোনও তথ্যই আর নিরাপদ নয়।
সম্প্রতি সিকিউরিটি বুলেটিন জারি করেছে ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম। সেখানে তারা বলেছে, ‘গুগল ক্রোমে একাধিক দুর্বলতা দেখা গিয়েছে। হ্যাকাররা অনায়াসে যে কোনও সিস্টেম হ্যাক করতে পারে’। এমনটা হলে গুগল ক্রোমে ইউজারের কোনও তথ্যই আর নিরাপদ নয়।
গুগল ক্রোমের কোন ভার্সানে ঝুঁকি বেশি: বুলেটিনে স্পষ্ট ভাবে বলা হয়েছে, উইন্ডোজ এবং লিনাক্সে যারা সর্বশেষ ভার্সানের আগের ভার্সান ব্যবহার করছেন, তাঁদের ঝুঁকি সবচেয়ে বেশি। ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম দুটি ভার্সানের কথা জানিয়েছে। সেগুলি হল - উইন্ডোজ এবং ম্যাকের জন্য 122.0.6261.111/.112 -এর আগের গুগল ক্রোম ভার্সন এবং লিনাক্সের জন্য 122.0.6261.111 এর আগের গুগল ক্রোম ভার্সন।
গুগল ক্রোমের কোন ভার্সানে ঝুঁকি বেশি: বুলেটিনে স্পষ্ট ভাবে বলা হয়েছে, উইন্ডোজ এবং লিনাক্সে যারা সর্বশেষ ভার্সানের আগের ভার্সান ব্যবহার করছেন, তাঁদের ঝুঁকি সবচেয়ে বেশি। ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম দুটি ভার্সানের কথা জানিয়েছে। সেগুলি হল – উইন্ডোজ এবং ম্যাকের জন্য 122.0.6261.111/.112 -এর আগের গুগল ক্রোম ভার্সন এবং লিনাক্সের জন্য 122.0.6261.111 এর আগের গুগল ক্রোম ভার্সন।
ভারত সরকারের সাইবার সিকিউরিটি এজেন্সি বিশ্বাস করে যে গুগল ক্রোমকে দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। ক্ষতিকারক কোড ঢোকানো যায় খুব সহজেই। ফলে ইউজারের ব্যক্তিগত তথ্য অনায়াসে হাতিয়ে নিতে পারে হ্যাকাররা। প্রসঙ্গত বলে রাখা ভাল, সার্চ মার্কেটের প্রায় ৬৬ শতাংশ গুগ্ল ক্রোমের দখলে। তাই সমস্ত মোবাইল, ল্যাপটপ এবং ডেস্কটপ ইউজারদের সতর্ক হওয়া উচিত।
ভারত সরকারের সাইবার সিকিউরিটি এজেন্সি বিশ্বাস করে যে গুগল ক্রোমকে দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। ক্ষতিকারক কোড ঢোকানো যায় খুব সহজেই। ফলে ইউজারের ব্যক্তিগত তথ্য অনায়াসে হাতিয়ে নিতে পারে হ্যাকাররা। প্রসঙ্গত বলে রাখা ভাল, সার্চ মার্কেটের প্রায় ৬৬ শতাংশ গুগ্ল ক্রোমের দখলে। তাই সমস্ত মোবাইল, ল্যাপটপ এবং ডেস্কটপ ইউজারদের সতর্ক হওয়া উচিত।
কী করা উচিত: এই পরিস্থিতিতে গুগলের সর্বশেষ সংস্করণ ব্যবহারের পরামর্শ দিচ্ছেন টেক বিশেষজ্ঞরা। গুগলও জানিয়েছে, লেটেস্ট ভার্সনে ২২ ধরণের নিরাপত্তা আপডেট করা হয়েছে, যা ইউজারদের গোপনীয়তা রক্ষা করবে। কেন্দ্র সরকারও ইউজারদের সর্বশেষ সংস্করণ আপডেট করার পরামর্শ দিয়েছে। গুগল সম্প্রতি উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্সের জন্য ক্রোম আপডেট করেছে 96.0.4664.93, যা সমস্ত ইউজাররা ব্যবহার করতে পারবেন।
কী করা উচিত: এই পরিস্থিতিতে গুগলের সর্বশেষ সংস্করণ ব্যবহারের পরামর্শ দিচ্ছেন টেক বিশেষজ্ঞরা। গুগলও জানিয়েছে, লেটেস্ট ভার্সনে ২২ ধরণের নিরাপত্তা আপডেট করা হয়েছে, যা ইউজারদের গোপনীয়তা রক্ষা করবে। কেন্দ্র সরকারও ইউজারদের সর্বশেষ সংস্করণ আপডেট করার পরামর্শ দিয়েছে। গুগল সম্প্রতি উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্সের জন্য ক্রোম আপডেট করেছে 96.0.4664.93, যা সমস্ত ইউজাররা ব্যবহার করতে পারবেন।
পাশাপাশি কম পরিচিত বা অজানা ওয়েবসাইটে ভিজিটের সময় চোখ কান খোলা রাখতে হবে। থার্ড পার্টি লিঙ্কে ক্লিক করলে চলবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, নির্দিষ্ট সময় অন্তর গুগল ক্রোম ব্রাউজার আপডেট করতে হবে। তবেই সুরক্ষিত থাকবে ব্যক্তিগত তথ্য।
পাশাপাশি কম পরিচিত বা অজানা ওয়েবসাইটে ভিজিটের সময় চোখ কান খোলা রাখতে হবে। থার্ড পার্টি লিঙ্কে ক্লিক করলে চলবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, নির্দিষ্ট সময় অন্তর গুগল ক্রোম ব্রাউজার আপডেট করতে হবে। তবেই সুরক্ষিত থাকবে ব্যক্তিগত তথ্য।

Google Gemini AI: গুগলের ফাটাফাটি এআই ফিচার জেমিনি, আইফোনে কীভাবে ব্যবহার করবেন? জানুন

গুগল নিয়ে এসেছে জেনারেটিভ এআই চ্যাটবট জেমিনি। অ্যান্ড্রয়েড ফোনে তো বটেই, গুগল অ্যাপ থেকে আইফোনেও এই এআই ফিচার ব্যবহার করা যাবে। ইউজারদের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি চ্যাট এবং ছবি তৈরি করবে জেমিনি।

অ্যান্ড্রয়েডের মতো আইওএসে ডেডিকেটেড জেমিনি অ্যাপ নেই। তবে আইফোন ইউজাররা গুগল অ্যাপ থেকে ব্যবহার করতে পারবেন। তবে হ্যাঁ, বর্তমানে জেমিনি এআই ফিচার নির্বাচিত বাজারেই সীমাবদ্ধ। ফলে যে সব দেশে এই ফিচার সাপোর্ট করে সেখানকার আইফোন ইউজাররাই জেমিনি এআই চ্যাটবটের অ্যাক্সেস পেতে পারেন।

আরও পড়ুন: মা বিপাশার সঙ্গে যোগা ম্যাটে মেয়ের খুনসুটি! দেবীর কাণ্ড দেখে অবাক নেটপাড়া

এর জন্য প্রথমে গুগল অ্যাপ ইনস্টল করতে হবে। জেমিনি এআই আইওএস ১৫.০ বা পরবর্তী ভার্সনের সমস্ত আইফোনে বিনামূল্যে ব্যবহার করা যাবে। তবে জেমিনি এআই ব্যবহার করতে হলে ইউজারের গুগল অ্যাকাউন্ট এবং ইন্টারনেট সংযোগ প্রয়োজন।

আরও পড়ুন: সোহিনীর সঙ্গে বাগদান সারলেন শোভন? গায়কের হাতে আংটি দেখেই শুরু জল্পনা

গুগল অ্যাপ ইনস্টল হয়ে গেলে স্ক্রিনের উপরের দিকে একটা টগল দেখা যাবে। এ থেকে গুগল সার্চ বা জেমিনির মধ্যে যে কোনও একটা বেছে নেওয়া যাবে। অ্যান্ড্রয়েড ফোনের মতো আইফোনে ভয়েস কম্যান্ডের মাধ্যমে জেমিনি এআই চালু করা যাবে না। চ্যাটবটে অ্যাক্সেসের জন্য প্রতিবার গুগল অ্যাপ খুলতে হবে।

আইফোনে জেমিনি এআই-তে কী কী করা যাবে: ইউজারের সমস্ত প্রশ্নের উত্তর দেবে জেমিনি এআই। শুধু টেক্সট প্রম্পটের মাধ্যমে ছবি তৈরি করবে। ছবি থেকে ছবিও তৈরি করে দেবে। সোজা কথায়, চ্যাটজিপিটি বা কোপিলটের মতো এআই চ্যাটবটগুলো যা যা করতে পারে সে সব করার ক্ষমতা জেমিনি-রও রয়েছে। তবে এর জন্য গুগল ফ্লাইট, গুগল হোটেল, গুগল ম্যাপস, গুগল ওয়ার্কস্পেস এবং ইউটিউবের মতো এক্সটেনশনগুলো চালু করতে হবে।

পরামর্শও দেবে: জেমিনি এআই কীভাবে ব্যবহার করতে হয় বুঝতে না পারলে, ইউজারকে জলবৎ তরলং করে বুঝিয়ে দেবে ফিচার নিজেই। এছাড়া সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য ক্যাপশন তৈরি, দুই বা ততোধিক অনুরূপ পণ্যের তুলনা করে সঠিক পণ্য বাছাই করতে সাহায্য করা থেকে জন্মদিনের পার্টি সেলিব্রেট করার আইডিয়াও দেবে জেমিনি।