Tag Archives: Google Maps

RG Kar Case: আরজি করের নৃশংস ঘটনার আসল অপরাধী কে? Google কি পারবে তাদের ধরিয়ে দিতে? রহস্যে নতুন মোড়…

কলকাতা: Google কি পারবে অপরাধীকে ধরিয়ে দিতে? আজকাল স্মার্ট ফোনের ছড়াছড়ি। আর স্মার্ট ফোন মানেই বেশিরভাগ ক্ষেত্রেই সেটা এন্ড্রোয়েড আর সেখানে গুগল ম্যাপস প্রি-ইনস্টলড।

গুগল স্ট্রিট ভিউ এখন কলকাতার রাস্তাতেও দেখা যাচ্ছে। অতীত বলছে পূর্বে বেশ কিছু অপরাধ বা দুর্ঘটনার তদন্ত করতে গিয়ে এই গুগল ম্যাপ তদন্তকারীদের কাছে এক বিরাট হাতিয়ার হয়ে উঠেছে। প্রশ্ন উঠছে কলকাতার বুকে সদ্য ঘটে থাকা আরজি করের মতো ঘৃণ্য ঘটনায় কি গুগল কিছু সাহায্য করতে পারবে?

আরও পড়ুন- বিরাট ক্ষতিকর…! ‘তেলাপিয়া’ মাছ-ই ডেকে আনছে ভয়ঙ্কর বিপদ, যা বলছেন গবেষকরা, শুনলে আঁতকে উঠবেন

আমরা এই ব্যাপারে যোগাযোগ করেছিলাম শ্রীরামপুরের চাতরা নিবাসী গুগলএর আঞ্চলিক গাইড শৌনক দাসের সঙ্গে। পেশায় তিনি একজন চিকিৎসক হলেও দীর্ঘ ৮ বছর ধরে গুগল ম্যাপসের টিমকে সাহায্য করে যাচ্ছেন। আগে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে Google-এর সদর দফতর বেশ কিছুবার গেছেন ম্যাপস সংক্রান্ত কর্মশালায়। আরজি কর মেডিক্যাল কলেজ, হাসপাতালে এক চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে দেশ উত্তাল। ইতিমধ্যেই আদালতের নির্দেশে গোটা বিষয়টির তদন্ত করছে সিবিআই। তদন্তে নেমে একাধিক প্রযুক্তির ব্যবহার করছে তারা৷ বিজ্ঞানসম্মত পদ্ধতিতে বিভিন্নভাবে তদন্ত এগোচ্ছে। এরই মধ্যে শৌনক মনে করছেন এখানে ফরেনসিক ক্ষেত্রে গুগল ম্যাপস নিশ্চই কিছুটা হলেও সাহায্য করবে।

আরও পড়ুন-  বলুন তো, স্ত্রী-রা কি রাখি পড়াতে পারেন স্বামীকে? ৯৯ শতাংশই ‘এই’ ভুলটা করেন, আপনিও কি তাই করছেন? আজই শুধরে নিন…

কেননা যে কোনও অ্যান্ড্রোয়েড ফোনে নিজে থেকেই প্রতিনিয়ত লোকেশন গুগল ম্যাপসে সেভ হয়ে থাকে by default। সেক্ষেত্রে সেদিন রাতে ঠিক কি ঘটেছিল সেটা সেখানে থাকা সবাইয়ের ফোনের  ম্যাপস লোকেশন হিস্টরিতে সেভ থাকবে ও সেটা ফোন লোকেশন টাওয়ার এর থেকেও আরও বেশি accurate থাকবে। এমনকি জিপিএস লোকেশন গুগল ম্যাপসে সাহায্য করে থাকে  একেবারে পিন পয়েন্ট লোকেশন (সেই জায়গার ভৌগোলিক দ্রাঘিমাংশ , অক্ষাংশ দিয়ে)। তিনি আরও বলেন যদিও ব্যাপারটি বিচারাধীন বিষয়। তদন্তের পুরো বিষয়টি CBI টিম দেখছেন। তিনি বিশ্বাস করেন গুগল ম্যাপস এক্ষেত্রে তদন্তকারী টিমকে সাহায্য করবেই।

Google Maps : গুগল ম্যাপে বাড়ি বা অফিসের ঠিকানা বদলাতে চান? জানুন সহজ পদ্ধতি

গুগল ম্যাপস : বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেভিগেশন অ্যাপগুলির মধ্যে ‘গুগল ম্যাপস’ অন্যতম। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ব্যবহার করেন। গুগল ম্যাপসে একাধিক নিফটি ফিচার্স রয়েছে যার সাহায্যে ইউজার তাঁর বাড়ি এবং কাজের জায়গার ঠিকানা যোগ বা পরিবর্তন করতে পারেন। এর ফলে সার্চ বারে আর আলাদা করে টাইপ করার দরকার পড়বে না।

বাড়ি বা কাজের জায়গা যোগ করে রাখলে সময়ও বাঁচে। কীভাবে? ধরা যাক, ইউজার নতুন কোনও জায়গায় গিয়েছেন। এখন তিনি সেখান থেকে দ্রুত বাড়ি ফিরতে বা কাজের জায়গায় পৌঁছতে চান। এক্ষেত্রে আগে থেকে ঠিকানা সেট করে রাখলে দিকনির্দেশ পেতে কোনও অসুবিধা হবে না। ওয়েব এবং মোবাইল ভার্সন, দুটোতেই এই সুবিধা পাওয়া যায়। তবে মোবাইল ভার্সনে ঠিকানা পরিবর্তন করা অপেক্ষাকৃত সহজ।

আরও পড়ুন : ইনস্টাগ্রামে পাঠানো ম্যাসেজও এবার করা যাবে এডিট! কতক্ষণ সময় পাবেন তার জন্য? দেখে নিন

যারা গুগল ম্যাপস নতুন ব্যবহার করছেন, নতুন চাকরিতে যোগ দিয়েছেন কিংবা অন্য জায়গায় বাড়ি ভাড়া নিয়েছেন, তাঁদের বাড়ি বা কাজের ঠিকানা যোগ বা পরিবর্তনের জন্য কী করতে হবে, তার সহজ গাইডলাইন দেওয়া হল এখানে। এর জন্য বড়জোড় এক মিনিট সময় লাগবে।

আরও পড়ুন : যত খুশি ছবি সেভ করার জন্য ১২৮ জিবি পর্যাপ্ত? আইফোনের স্টোরেজ নিয়ে যা বলল Apple

গুগল ম্যাপসে বাড়ি বা কাজের ঠিকানা যোগ করা বা পরিবর্তনের পদ্ধতি: মোবাইলে গুগল ম্যাপস অ্যাপ খুলে উপরের ডানদিকে প্রোফাইল পিকচার বাটনে ক্লিক করতে হবে।

এখানে পাওয়া যাবে সেটিংস অপশন। তাতে ক্লিক করলে আরও কিছু অপশন আসবে। এর মধ্যে থেকে ‘এডিট হোম অর ওয়ার্ক’ অপশনে ক্লিক করতে হবে।

এবার থ্রি ডট মেনুতে ক্লিক করে ‘এডিট হোম’ অপশন বাছতে হবে। লিখতে হবে বাড়ির ঠিকানা। একইভাবে কাজের ঠিকানা এডিট করতে হবে।

এই সময় গুগল ম্যাপস তিনটি অপশন দেবে। বর্তমান অবস্থান ব্যবহার করুন, ঠিকানা টাইপ করুন অথবা মানচিত্র থেকে অবস্থান বেছে নিন।

এই তিনটি অপশন থেকে যে কোনও একটি বেছে নিয়ে সেভ অপশনে ক্লিক করতে হবে।

সেটিংসে না ঢুকেও বাড়ি বা কাজের জায়গার ঠিকানা বদল করা যায়। এর জন্য ‘সেভড’ বিভাগে যেতে হবে। এখান থেকে থ্রি ডট মেনুতে গিয়ে ঠিকানা বদল করতে পারবেন ইউজার।