Tag Archives: Goutam Deb

Buddhadeb Bhattacharjee: ‘গড়িয়াহাটের বড় বাড়িতে থাকুন’, গৌতম দেবের অনুরোধ শুনে যা বলেছিলেন বুদ্ধদেব, শুনে শ্রদ্ধায় অবনত হয়ে যাবেন সকলে

কলকাতা: দু কামরার ছোট্ট ফ্ল্যাটেই ‘সুখী’ ছিলেন তিনি৷ নিজে যে ঘরে থাকতেন, সেটি আরও ছোট৷ মেঝে ছিল স্যাঁতস্যাঁতে৷ চিকিৎসকরা পরামর্শ দিয়েছিলেন যে, সিওপিডি-র সমস্যা থাকায় ওই স্যাঁতস্যাঁতে ঘর তাঁর জন্য ঠিক নয়৷ যদিও তার আগেই দু’দুবার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন তিনি। সুতরাং, ‘ঘর’ পাল্টাতে তাঁর কোনও সমস্যা হওয়ারই কথা ছিল না। কিন্তু তিনি, তিনি থেকে গেলেন অনন্যই। তিনি, বুদ্ধদেব ভট্টাচার্য।

বৃহস্পতিবার বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের পর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে যান রাজ্যের প্রাক্তন আবাসন মন্ত্রী গৌতম দেব। ধরে আসা গলায় তিনি বলেন, ”আবাসন মন্ত্রী ছিলাম৷ বুদ্ধদাকে বলেছিলাম আপনি মুখ্যমন্ত্রী, এই ছোট ফ্ল্যাট ছেড়ে গড়িয়াহাটে আবাসন দফতরের বড় বাড়ি আছে, ওখানে এসে আপনি থাকুন৷ রাজি হননি৷”

আরও পড়ুন: দু কামরার ফ্ল্যাট, অ্যাম্বাসাডর আর ধুতি- পাঞ্জাবি৷ বুদ্ধদেব বরাবরই ব্যতিক্রমী

বুদ্ধদেবের দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী এবং মন্ত্রিসভার সতীর্থ ছিলেন গৌতম৷ হাসপাতালে ছিলেন গৌতম। অপারেশন হয় তাঁর। বুদ্ধদেবের প্রয়াণের খবর পেয়ে সেখান থেকেই পাম অ্যাভিনিউ চলে এসেছিলেন তিনি৷

আজীবন পাম অ্যাভিনিউয়ের যে দু কামরার ফ্ল্যাটে কাটিয়েছেন, সেই ফ্ল্যাট ছেড়ে অন্যত্র যেতে রাজি হননি বুদ্ধদেব৷ শুধু শারীরিক সমস্যার ক্ষেত্রেই নয়, মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁর নিরাপত্তার কথা ভেবেও পাম অ্যাভিনিউয়ের ওই ফ্ল্যাট ছাড়তে পরামর্শ দেওয়া হয়েছিল বুদ্ধদেবকে৷ তখনও রাজি হননি তিনি৷

ধুতি-পাঞ্জাবি পরে রাজনীতি, সাদা অ্যাম্বাসাডর গাড়ি চড়ে যাতায়াত, সাধারণ জীবনযাপন বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে যেন সমর্থক হয়ে গিয়েছিল৷ রাজনীতিতে বরাবরের সৌজন্য বজায় রাখা কম কথার, প্রচার বিমুখ মানুষটি আজীবন নিজের এই নীতি বজায় রেখেছেন৷ বর্তমান বঙ্গ রাজনীতিতে যা বিরল৷ বুদ্ধদেবের প্রয়াণে তাই একটা যুগের অবসান হল, একথা বলাই যায়৷