Tag Archives: hena

Hena Side Effects: পাকা চুল ঢাকতে নিয়মিত হেনা করেন? দেখুন কী ক্ষতি করছেন! জানুন কারা চুলে একদম মেহেন্দি করাবেন না

পাকা চুল ঢাকার জন্য মেহেন্দি করা খুবই জনপ্রিয়। বহু প্রাচীন যুগ থেকেই এই পদ্ধতিতে চুলে রং করা এবং চুলের যত্নে মেহেন্দি ব্যবহৃত হয়ে আসছে। মেহেন্দি পরিচিত হেনা বলেও পরিচিত।
পাকা চুল ঢাকার জন্য মেহেন্দি করা খুবই জনপ্রিয়। বহু প্রাচীন যুগ থেকেই এই পদ্ধতিতে চুলে রং করা এবং চুলের যত্নে মেহেন্দি ব্যবহৃত হয়ে আসছে। মেহেন্দি পরিচিত হেনা বলেও পরিচিত।

 

চুলে হেনা লাগানোর একাধিক পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। উপকারের বদলে চুলের ক্ষতিও করতে পারে হেনার ছোঁয়া। জানুন হেনা দিলে চুলে কী কী ক্ষতি হতে পারে।
চুলে হেনা লাগানোর একাধিক পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। উপকারের বদলে চুলের ক্ষতিও করতে পারে হেনার ছোঁয়া। জানুন হেনা দিলে চুলে কী কী ক্ষতি হতে পারে।

 

হেনা থেকে অনেকের ত্বকেই অ্যালার্জি হতে পারে। অ্যালার্জির অংশ হিসেবে ত্বকে চুলকুনি, লাল হয়ে যাওয়া, ফুলে ওঠা, স্ক্যাল্পে সংক্রমণ-সহ নানা সমস্যা হতে পারে।
হেনা থেকে অনেকের ত্বকেই অ্যালার্জি হতে পারে। অ্যালার্জির অংশ হিসেবে ত্বকে চুলকুনি, লাল হয়ে যাওয়া, ফুলে ওঠা, স্ক্যাল্পে সংক্রমণ-সহ নানা সমস্যা হতে পারে।

 

হেনা দিলে চুল বেশ শুষ্ক ও রুক্ষ হয়ে যায়। চুলের কেরাটিন খুব ক্ষতিগ্রস্ত হয়। স্বাভাবিক তেল ও আর্দ্রতা নষ্ট হয়ে চুল খড়ের মতো ভঙ্গুর হয়ে যায়। চুলে হেনা করলে তেল দিন বেশি করে। প্রয়োজন কন্ডিশনিং এবং ময়শ্চরাইজিং।
হেনা দিলে চুল বেশ শুষ্ক ও রুক্ষ হয়ে যায়। চুলের কেরাটিন খুব ক্ষতিগ্রস্ত হয়। স্বাভাবিক তেল ও আর্দ্রতা নষ্ট হয়ে চুল খড়ের মতো ভঙ্গুর হয়ে যায়। চুলে হেনা করলে তেল দিন বেশি করে। প্রয়োজন কন্ডিশনিং এবং ময়শ্চরাইজিং।

 

নিয়মিত হেনা করলে চুলের ধরনের সঙ্গে পাল্টে যায় রংও। চুলে লালচে বাদামি রং ধরে যায়।
নিয়মিত হেনা করলে চুলের ধরনের সঙ্গে পাল্টে যায় রংও। চুলে লালচে বাদামি রং ধরে যায়।

 

কোনও কোনও ক্ষেত্রে স্ক্যাল্পে প্রচণ্ড চুলকানি হয়। অনেক সময় জ্বলুনির অনুভূতিও দেখা দিতে পারে। এই সমস্যা এড়াতে মাথা ভাল করে ধুয়ে নিন। বেশি ক্ষণ মেহেন্দি রাখবেনও না মাথায়।
কোনও কোনও ক্ষেত্রে স্ক্যাল্পে প্রচণ্ড চুলকানি হয়। অনেক সময় জ্বলুনির অনুভূতিও দেখা দিতে পারে। এই সমস্যা এড়াতে মাথা ভাল করে ধুয়ে নিন। বেশি ক্ষণ মেহেন্দি রাখবেনও না মাথায়।

 

ক্ষতির হাত থেকে চুল বাঁচাতে ভাল মানের হেনা কিনুন সব সময়। প্রতি বার ব্যবহারের আগে প্যাচ টেস্ট করুন। চুলের বিশেষ যত্ন নিন।
ক্ষতির হাত থেকে চুল বাঁচাতে ভাল মানের হেনা কিনুন সব সময়। প্রতি বার ব্যবহারের আগে প্যাচ টেস্ট করুন। চুলের বিশেষ যত্ন নিন।