Tag Archives: Mehendi

Eid 2024: মেহেন্দির রং হবে গাঢ়, থাকবে বহু দিন! ইদের স্পেশ্যাল মেহেন্দি ডিজাইন ও টিপস

Mehandi Design in Eid 2024: ইদ-উল-ফিতর মানে খুশির ইদ৷ এই দিন দেশজুড়ে উৎসবের মেজাজ৷ খাওয়া দাওয়ার সঙ্গে রয়েছে সাজের বহর৷ মেহেন্দি ছাড়া ইদ উদযাপন যেন জমেই না৷ আর এই মেহেন্দির লেটেস্ট ডিজাইন থেকে মেহেন্দির রং টিকিয়ে রাখার উপায় জানুন৷ ইদের জন্য অনেক নতুন ও সুন্দর ডিজাইনের মেহেন্দি ট্রেন্ডে রয়েছে, যেগুলো আপনি নিজের হাতে সাজাতে পারেন।
Mehandi Design in Eid 2024: ইদ-উল-ফিতর মানে খুশির ইদ৷ এই দিন দেশজুড়ে উৎসবের মেজাজ৷ খাওয়া দাওয়ার সঙ্গে রয়েছে সাজের বহর৷ মেহেন্দি ছাড়া ইদ উদযাপন যেন জমেই না৷ আর এই মেহেন্দির লেটেস্ট ডিজাইন থেকে মেহেন্দির রং টিকিয়ে রাখার উপায় জানুন৷ ইদের জন্য অনেক নতুন ও সুন্দর ডিজাইনের মেহেন্দি ট্রেন্ডে রয়েছে, যেগুলো আপনি নিজের হাতে সাজাতে পারেন।
সূক্ষ্ম জালি নকশা করতে পারেন। জালের মাঝখানে ছোট ফুল বা বিন্দুর মতো নকশাও করতে পারেন। আঙুলে জালিকাযুক্ত নকশা তৈরি করে আপনার হাতকে আরও আকর্ষণীয় করে তুলতে পারেন।
সূক্ষ্ম জালি নকশা করতে পারেন। জালের মাঝখানে ছোট ফুল বা বিন্দুর মতো নকশাও করতে পারেন। আঙুলে জালিকাযুক্ত নকশা তৈরি করে আপনার হাতকে আরও আকর্ষণীয় করে তুলতে পারেন।
ফুলের আকৃতির মেহেন্দি সবসময় হিট। হাত জুড়ে ফুলের নকশা জনপ্রিয় চিরকাল। আপনি চাইলে গোলাপ, কুঁড়ি, পদ্ম বা বেলি ফুলের নকশা বেছে নিতে পারেন। পাশাপাশি আপনি পাতার আকারও তৈরি করতে পারেন, যা আপনার হাতকে আরও সুন্দর করে তুলবে।
ফুলের আকৃতির মেহেন্দি সবসময় হিট। হাত জুড়ে ফুলের নকশা জনপ্রিয় চিরকাল। আপনি চাইলে গোলাপ, কুঁড়ি, পদ্ম বা বেলি ফুলের নকশা বেছে নিতে পারেন। পাশাপাশি আপনি পাতার আকারও তৈরি করতে পারেন, যা আপনার হাতকে আরও সুন্দর করে তুলবে।
হাতে বিভিন্ন ধরনের মোটিফ তৈরি করাও এবারের ট্রেন্ডে রয়েছে। আপনি মেহেন্দিতে চাঁদ এবং তারা, ঈদের শুভেচ্ছা বা ধর্মীয় প্রতীকও অন্তর্ভুক্ত করতে পারেন।
হাতে বিভিন্ন ধরনের মোটিফ তৈরি করাও এবারের ট্রেন্ডে রয়েছে। আপনি মেহেন্দিতে চাঁদ এবং তারা, ঈদের শুভেচ্ছা বা ধর্মীয় প্রতীকও অন্তর্ভুক্ত করতে পারেন।
এবারও আরবি মেহেন্দির অনেক নতুন প্যাটার্ন ট্রেন্ডে রয়েছে। আরবি মেহেন্দি ডিজাইনগুলি তাদের বিস্তারিত এবং জটিল কাজের জন্য পরিচিত। এর মধ্যে রয়েছে জ্যামিতিক আকৃতি, পাতার নকশা এবং ফুলের লতার মতো নকশা।
এবারও আরবি মেহেন্দির অনেক নতুন প্যাটার্ন ট্রেন্ডে রয়েছে। আরবি মেহেন্দি ডিজাইনগুলি তাদের বিস্তারিত এবং জটিল কাজের জন্য পরিচিত। এর মধ্যে রয়েছে জ্যামিতিক আকৃতি, পাতার নকশা এবং ফুলের লতার মতো নকশা।
এবার গ্লিটারের মেহেন্দিও বেশ ট্রেন্ডি। মেহেন্দি শুকানোর পরে, এতে সোনালি বা রুপালি গ্লিটার লাগাতে পারেন। গ্লিটার মেহেন্দি হাতকে চকচকে এবং বিশেষ লুক দেয়। তবে গ্লিটার মেহেন্দি লাগানোর আগে নিশ্চিত হয়ে নিন যে আপনার গ্লিটারে অ্যালার্জি নেই।
এবার গ্লিটারের মেহেন্দিও বেশ ট্রেন্ডি। মেহেন্দি শুকানোর পরে, এতে সোনালি বা রুপালি গ্লিটার লাগাতে পারেন। গ্লিটার মেহেন্দি হাতকে চকচকে এবং বিশেষ লুক দেয়। তবে গ্লিটার মেহেন্দি লাগানোর আগে নিশ্চিত হয়ে নিন যে আপনার গ্লিটারে অ্যালার্জি নেই।
মেহেন্দি লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন, চেষ্টা করবেন হাতের একটি উষ্ণ তাপ দিতে৷ কারণ এতেই মেহেন্দির রং গাঢ় হয় এবং অনেকদিন থাকে৷ লবঙ্গ, তেল এই দিয়েও শুকনো মেহেন্দির উপর রাখতে পারেন৷ রং ভাল হবে৷
মেহেন্দি লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন, চেষ্টা করবেন হাতের একটি উষ্ণ তাপ দিতে৷ কারণ এতেই মেহেন্দির রং গাঢ় হয় এবং অনেকদিন থাকে৷ লবঙ্গ, তেল এই দিয়েও শুকনো মেহেন্দির উপর রাখতে পারেন৷ রং ভাল হবে৷

Hena Side Effects: পাকা চুল ঢাকতে নিয়মিত হেনা করেন? দেখুন কী ক্ষতি করছেন! জানুন কারা চুলে একদম মেহেন্দি করাবেন না

পাকা চুল ঢাকার জন্য মেহেন্দি করা খুবই জনপ্রিয়। বহু প্রাচীন যুগ থেকেই এই পদ্ধতিতে চুলে রং করা এবং চুলের যত্নে মেহেন্দি ব্যবহৃত হয়ে আসছে। মেহেন্দি পরিচিত হেনা বলেও পরিচিত।
পাকা চুল ঢাকার জন্য মেহেন্দি করা খুবই জনপ্রিয়। বহু প্রাচীন যুগ থেকেই এই পদ্ধতিতে চুলে রং করা এবং চুলের যত্নে মেহেন্দি ব্যবহৃত হয়ে আসছে। মেহেন্দি পরিচিত হেনা বলেও পরিচিত।

 

চুলে হেনা লাগানোর একাধিক পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। উপকারের বদলে চুলের ক্ষতিও করতে পারে হেনার ছোঁয়া। জানুন হেনা দিলে চুলে কী কী ক্ষতি হতে পারে।
চুলে হেনা লাগানোর একাধিক পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। উপকারের বদলে চুলের ক্ষতিও করতে পারে হেনার ছোঁয়া। জানুন হেনা দিলে চুলে কী কী ক্ষতি হতে পারে।

 

হেনা থেকে অনেকের ত্বকেই অ্যালার্জি হতে পারে। অ্যালার্জির অংশ হিসেবে ত্বকে চুলকুনি, লাল হয়ে যাওয়া, ফুলে ওঠা, স্ক্যাল্পে সংক্রমণ-সহ নানা সমস্যা হতে পারে।
হেনা থেকে অনেকের ত্বকেই অ্যালার্জি হতে পারে। অ্যালার্জির অংশ হিসেবে ত্বকে চুলকুনি, লাল হয়ে যাওয়া, ফুলে ওঠা, স্ক্যাল্পে সংক্রমণ-সহ নানা সমস্যা হতে পারে।

 

হেনা দিলে চুল বেশ শুষ্ক ও রুক্ষ হয়ে যায়। চুলের কেরাটিন খুব ক্ষতিগ্রস্ত হয়। স্বাভাবিক তেল ও আর্দ্রতা নষ্ট হয়ে চুল খড়ের মতো ভঙ্গুর হয়ে যায়। চুলে হেনা করলে তেল দিন বেশি করে। প্রয়োজন কন্ডিশনিং এবং ময়শ্চরাইজিং।
হেনা দিলে চুল বেশ শুষ্ক ও রুক্ষ হয়ে যায়। চুলের কেরাটিন খুব ক্ষতিগ্রস্ত হয়। স্বাভাবিক তেল ও আর্দ্রতা নষ্ট হয়ে চুল খড়ের মতো ভঙ্গুর হয়ে যায়। চুলে হেনা করলে তেল দিন বেশি করে। প্রয়োজন কন্ডিশনিং এবং ময়শ্চরাইজিং।

 

নিয়মিত হেনা করলে চুলের ধরনের সঙ্গে পাল্টে যায় রংও। চুলে লালচে বাদামি রং ধরে যায়।
নিয়মিত হেনা করলে চুলের ধরনের সঙ্গে পাল্টে যায় রংও। চুলে লালচে বাদামি রং ধরে যায়।

 

কোনও কোনও ক্ষেত্রে স্ক্যাল্পে প্রচণ্ড চুলকানি হয়। অনেক সময় জ্বলুনির অনুভূতিও দেখা দিতে পারে। এই সমস্যা এড়াতে মাথা ভাল করে ধুয়ে নিন। বেশি ক্ষণ মেহেন্দি রাখবেনও না মাথায়।
কোনও কোনও ক্ষেত্রে স্ক্যাল্পে প্রচণ্ড চুলকানি হয়। অনেক সময় জ্বলুনির অনুভূতিও দেখা দিতে পারে। এই সমস্যা এড়াতে মাথা ভাল করে ধুয়ে নিন। বেশি ক্ষণ মেহেন্দি রাখবেনও না মাথায়।

 

ক্ষতির হাত থেকে চুল বাঁচাতে ভাল মানের হেনা কিনুন সব সময়। প্রতি বার ব্যবহারের আগে প্যাচ টেস্ট করুন। চুলের বিশেষ যত্ন নিন।
ক্ষতির হাত থেকে চুল বাঁচাতে ভাল মানের হেনা কিনুন সব সময়। প্রতি বার ব্যবহারের আগে প্যাচ টেস্ট করুন। চুলের বিশেষ যত্ন নিন।

Mehendi: সামান্য উপকরণ দিয়েই বাড়িতে বানিয়ে ফেলুন কেমিক্যাল মুক্ত খাঁটি মেহেন্দি, জানুন কীভাবে?

উত্তর দিনাজপুর: শীত পড়তেই বিয়ের মরশুম শুরু! আর বিয়ে হোক কিংবা পুজো শুভ অনুষ্ঠানে মেয়েদের মেহেন্দি পড়ার একটি রীতি প্রচলিত রয়েছে। বিয়ের সাজগোজের অন্যতম অংশই হল এই মেহেন্দি । কেবল হাত নয় আজকাল পায়েও মেহেন্দি করার চল রয়েছে। কিন্তু এখন মেহেন্দি মানেই তা কেমিক্যালে ভর্তি।

মেহেন্দির রং ধরে রাখতে ব্যবহার করা হয় নানা রকমের রাসায়নিক, যা ত্বকের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। তাই বাজার থেকে কেনা মেহেন্দি না পড়ে সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন কেমিক্যাল মুক্ত খাঁটি মেহেন্দি । তেজপাতা এবং চা দিয়ে খুব সহজ পদ্ধতিতেই মেহেন্দি বানিয়ে ফেলা সম্ভব। আর এই মেহেন্দি হাতের পাশাপাশি আপনি চুলে রং করার কাজেও ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন-       দুঃসংবাদ! ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী, শোকস্তব্ধ বিনোদন জগত

আরও পড়ুন-         আত্মঘাতী প্রেমিকা! হেনস্থা ও ব্ল্যাকমেলের অভিযোগে গ্রেফতার ‘পুষ্পা’-খ্যাত অভিনেতা, কে তিনি?

বিউটি এক্সপার্ট প্রিয়াঙ্কা দাস জানান, ঘরোয়া পদ্ধতিতে মেহেন্দি বানাতে প্রথমে ২ কাপ জলে ৪-৫টি তেজপাতা ফেলে ভাল করে ফুটিয়ে নিতে হবে। জল ফুটে অর্ধেক হয়ে এলে তাতে মিশিয়ে দিতে হবে দু’চামচ চা পাতা। এরপর মিশ্রণটিকে আরও কিছুক্ষন ফোটাতে হবে।

এরপর একটি পাত্রে মেহেন্দির গুঁড়ো নিয়ে তার সঙ্গে ভাল করে মিশিয়ে নিতে হবে চিনির গুঁড়ো। চিনি আর মেহেন্দি গুঁড়ো মিশে গেলে তাতে চা তেজপাতার জল অল্প করে মিশিয়ে ঘন করে গুলি নিতে হবে। এবার টিউবে ভরে হাত রাঙান মেহেন্দিতে। যেমন হবে রং, তেমনই খাঁটি এই মেহেন্দি। শুধু হাতেই নয় এই মেহেন্দি চুলে দিলেও নিমিষেই অসাধারণ কালার আসবে আপনার চুলে।

পিয়া গুপ্তা

Beauty Tips: মেহেন্দির রঙ গাঢ় হচ্ছে না? নকশা আঁকার আগেই হাতে ঘষতে হবে এই উপাদান

কলকাতা: শীতের দেখা নেই। কিন্তু গত কয়েক সপ্তাহে একের পর এক বিয়ে বাড়ি দেখা গিয়েছে। অগ্রহায়ণ মাস পড়তেই শুরু হয়ে যায় বিয়ের মরশুম। আজকাল বাঙালি বিয়ের আসরেও লেগেছে পশ্চিম ভারতীয় ধাঁচ। গত প্রায় এক দশক ধরে বাঙালি বিয়েতে জনপ্রিয় হয়েছে মেহেন্দি করার রেওয়াজ।

বাঙালি বিবাহ আচারে মেহেন্দি শুধুই সাজের অঙ্গ। তবে অন্য প্রদেশে এই মেহেন্দির সঙ্গে জড়িয়ে থাকে শুভাশুভের বোধ। মেহেন্দির রঙ কতখানি গাঢ় হল, তার উপর নির্ভর করে নববধূর সৌভাগ্য—এমনই বিশ্বাস করা হয়।

তবে শুধু নববধূই নয়, বিবাহ অনুষ্ঠান বা অন্য কোনও শুভ অনুষ্ঠানেও হাতে মেহেন্দি করার প্রচলন রয়েছে। সেক্ষেত্রেও হাতে মেহেন্দির রঙ গাঢ় হওয়া নিয়ে সমস্যায় পড়েন মহিলারা। অনেক মহিলার হাতেই মেহেন্দির রঙ গাঢ় হয়ে ওঠে না, তাঁরা সমস্যায় পড়েন।

আরও পড়ুন: এই সবজিটি চেনেন? খান কখনও? গ্যাস-বদহজমের সমস্যার মহৌষধ, জানুন

উত্তরপ্রদেশের লখনউয়ের একজন পেশাদার মেহেন্দি শিল্পী নাজিয়া দীর্ঘদিন ধরেই মেহেন্দি পরানোর কাজ করছেন। নাজিয়া তাঁর বোন রুবিনা এবং শাবিনার সঙ্গে মেহেন্দি আঁকার ব্যবসা করে থাকেন। শিল্পী নাজিয়া বলেন, হাতে গাঢ় রঙের মেহেন্দি পেতে চাইলে কিছু বিষয়ে নজর দেওয়া জরুরি।

আরও পড়ুন: ওলকপি দেখলেই মুখ গোমরা? শীতের এই সবজি আপনার পেটের সমস্ত রোগ সারাবে, জানুন

দেখে নেওয়া যাক এক নজরে—

১. মেহেন্দি লাগানোর আগে হাত ভাল করে ধুয়ে নিতে হবে।

২. এরপর মেহেন্দি লাগানো হয়ে গেলে দুই থেকে তিন ঘণ্টা মেহেন্দি শুকাতে দিতে হবে।

৩. এরপর লেবু ও চিনির দ্রবণ লাগিয়ে নিতে হবে।

৪. তারপর আবার হাতে মেহেন্দি শুকিয়ে নিতে হবে।

এছাড়া, নাজিয়া জানান, মেহেন্দি লাগানোর আগে হাতে যদি ভিক্স জাতীয় ভেপার রাব লাগানো যায়, তাহলেও মেহেন্দির রঙ গাঢ় হয়ে যায়।

নাজিয়া দীর্ঘদিন ধরেই মেহেন্দি পরান। ৫০০ টাকা থেকে শুরু হয় দু’হাতে মেহেন্দি পরানো। তবে নকশার উপর এই দাম নির্ভর করে। ব্রাইডাল মেহেন্দির মূল্য স্বাভাবিক ভাবেই বেশি হয়ে থাকে। বিয়ের মরশুমে লখনউয়ে নাজিয়ার কাছে ভিড় জমে যায়। শুধু তো নববধূই নয়, বিবাহে উপস্থিত অন্য আত্মীয় বন্ধুরাও মেহেন্দি আঁকাতে আসেন।

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Lawsonia Inermis Leaves: শীতকালে মাথায় দলা দলা খুশকি দূর করার ওস্তাদ, সহজলভ্য এই পাতাটি চেনেন? খুবই পরিচিত

ভারতীয়দের মধ‍্যে যে কোনও শুভ অনুষ্ঠানেই হাতে মেহেন্দি পরার চল আছে। বিশেষ করে মেয়েদের সাজের অংশ হিসেবেই মেহেন্দি পরার জনপ্রিয়তা। এই পাতাকে ইংরেজিতে বলে লসোন ইনারমিস। হেনা বা মেহেন্দি পাতা নামেই এটি বেশি পরিচিত। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
ভারতীয়দের মধ‍্যে যে কোনও শুভ অনুষ্ঠানেই হাতে মেহেন্দি পরার চল আছে। বিশেষ করে মেয়েদের সাজের অংশ হিসেবেই মেহেন্দি পরার জনপ্রিয়তা। এই পাতাকে ইংরেজিতে বলে লসোন ইনারমিস। হেনা বা মেহেন্দি পাতা নামেই এটি বেশি পরিচিত। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
এই পাতার ঔষধি গুণ রয়েছে প্রচুর, যা আমরা অনেকেই জানি না। শুধু মেহেন্দি পরাই নয়, হাতে এবং পায়ের পাতায় লাগানো মেহন্দি শরীর ঠান্ডা করতে এবং মানসিক অবসাদ কমাতে সাহায‍্য করে।
এই পাতার ঔষধি গুণ রয়েছে প্রচুর, যা আমরা অনেকেই জানি না। শুধু মেহেন্দি পরাই নয়, হাতে এবং পায়ের পাতায় লাগানো মেহন্দি শরীর ঠান্ডা করতে এবং মানসিক অবসাদ কমাতে সাহায‍্য করে।
ব্যথা সারাতে খুবই উপকারী এই পাতা। কাঁধ ও পিঠের ব্যথাতে খুব উপকারী মেহেন্দি পাতা। মেহেন্দি পাতার রস আর সরষের তেল একসঙ্গে মিশিয়ে মালিশ করলে ব্যথা দূর হয়ে যাবে। এক সপ্তাহ টানা করতে পারলে ভাল ফল পাওয়া যায়।
ব্যথা সারাতে খুবই উপকারী এই পাতা। কাঁধ ও পিঠের ব্যথাতে খুব উপকারী মেহেন্দি পাতা। মেহেন্দি পাতার রস আর সরষের তেল একসঙ্গে মিশিয়ে মালিশ করলে ব্যথা দূর হয়ে যাবে। এক সপ্তাহ টানা করতে পারলে ভাল ফল পাওয়া যায়।
কার না ঘন কালো চুল পেতে ইচ্ছা করে। কিন্তু কাজের ব্যস্ততার কারণে চুলের যত্ন ঠিক মতো নেওয়া হয়ে ওঠে না। তাই চুল কালো করার সহজ উপায় হিসাবে গ্রহণ করুন মেহেন্দি পাতার রস। এই পাতার রস ব্যবহারে আপনি সহজে পেতে পারেন ঘন কালো চুল।
কার না ঘন কালো চুল পেতে ইচ্ছা করে। কিন্তু কাজের ব্যস্ততার কারণে চুলের যত্ন ঠিক মতো নেওয়া হয়ে ওঠে না। তাই চুল কালো করার সহজ উপায় হিসাবে গ্রহণ করুন মেহেন্দি পাতার রস। এই পাতার রস ব্যবহারে আপনি সহজে পেতে পারেন ঘন কালো চুল।
মাথায় শীতকালে খুশকি বাড়ে। খুশকি দূর করতে মেহেন্দি পাতা নিন এবং সঙ্গে একটি ডিম। মেহেন্দি পাতার বাটায় একটি ডিম ভেঙ্গে একসঙ্গে মাথায় মাখুন। এভাবে আধ ঘণ্টা রাখুন। আর এ নিয়ম মেনে দুই সপ্তাহ চলুন। দেখবেন আপনার মাথা থেকে খুশকি দূর হয়েছে।
মাথায় শীতকালে খুশকি বাড়ে। খুশকি দূর করতে মেহেন্দি পাতা নিন এবং সঙ্গে একটি ডিম। মেহেন্দি পাতার বাটায় একটি ডিম ভেঙ্গে একসঙ্গে মাথায় মাখুন। এভাবে আধ ঘণ্টা রাখুন। আর এ নিয়ম মেনে দুই সপ্তাহ চলুন। দেখবেন আপনার মাথা থেকে খুশকি দূর হয়েছে।
মেহেন্দি পাতার অনেক উপকারিতার মধ্যে পা ফাটা দূর করাও একটি । শীতকালে দেখা যায় অনেকেরই পা ফাটে । আবার অনেকের সারা বছরই পা ফাটে । যাদের পা ফাটে তারা যদি মেহেন্দি পাতা ফাটা স্থানে ব্যবহার করেন, তাহলে তাদের পা ফাটাও দূর হয়ে যাবে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
মেহেন্দি পাতার অনেক উপকারিতার মধ্যে পা ফাটা দূর করাও একটি । শীতকালে দেখা যায় অনেকেরই পা ফাটে । আবার অনেকের সারা বছরই পা ফাটে । যাদের পা ফাটে তারা যদি মেহেন্দি পাতা ফাটা স্থানে ব্যবহার করেন, তাহলে তাদের পা ফাটাও দূর হয়ে যাবে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)