Tag Archives: Hindi Movies

Parvathy Baul: পার্বতী বাউলের জীবনী অবলম্বনে হিন্দি ছবি জয়গুরু, স্থান পেল কান ফিল্ম ফেস্টিভ্যালে

কলকাতা: বাউল সঙ্গীত ও দর্শনকে আন্তর্জাতিক শিল্পের দরবারে নিয়ে গিয়েছেন তিনি। তাঁর দরাজ গলায়, তাঁর সুরের মূর্ছনায় আবেগে ভেসে যায় প্রাণ। আর আজ তাঁরই জীবন নিয়ে তৈরি ছবি বিদেশের মাটিতে সম্মানিত। তিনি পার্বতী বাউল। হিন্দি ভাষায় তৈরি হল জীবনীচিত্র। ছবির নাম, ‘জয়গুরু’।

ছবির পরিচালনায় অভিনেতা ও পরিচালক সৌম্যজিৎ মজুমদার। সম্প্রতি, নিউ ইয়র্কের টাইম্স স্কোয়্যারে তাঁর সঙ্গীত পরিবেশনের পর পার্বতী নিজের মুখে এই ছবির কথা ঘোষণা করেছেন। সৌম্যজিৎ এর আগে ‘হোমকামিং’ নামে একটি ছবি পরিচালনা করেছিলেন। জয়গুরু ২০২৪ সালের ঐতিহ্যময় কান ফিল্ম মার্কেটে স্থান পেয়েছে।

সৌম্যজিতের কথায়, “কান ফিল্ম ফেস্টিভ্যালের সঙ্গে আমার সংযোগ ২০১৭ সালে ফরাসি চলচ্চিত্র ‘ক্র্যাশ টেস্ট অ্যাগলে’-র প্রিমিয়ারের মাধ্যমে হয়েছিল। আমি সেই বিদেশি ছবির একটি গুরুত্বপূর্ণ অংশ ছিলাম। এখন এটি একটি পূর্ণ বৃত্তের মতো মনে হচ্ছে ৷ ২০২৪ সালে আমার চলচ্চিত্র ‘জয়গুরু’ কান ফিল্ম মার্কেটে জায়গা পেল। ‘জয়গুরু’ শুধু একটা ছবি নয়, প্রায় দু’বছর ধরে আমি পার্বতী বাউলকে নিয়ে গবেষণা করছি। তাঁর জীবন এই সত্যের সাক্ষ্য দেয় যে বাউলের আধ্যাত্মিক শক্তি জীবনকে রূপান্তরিত করতে পারে। এটি কোনও বায়োপিক নয়।”

আরও পড়ুন: নিজের স্বামীর বিয়ে দিতে চেয়েছিলেন অন্য নারীর সঙ্গে… বুকফাটা যন্ত্রণা সুপারহিট নায়িকার, চেনা যাচ্ছে কি!

পরিচালকের কথা থেকে স্পষ্ট এই ছবিতে বাউল লোকশিল্পই মূল উপজীব্য। সৌম্যজিৎ বলেন, “গল্পে এক জন বাউল শিল্পীর (রাধিকা) সঙ্গে মুম্বইয়ের এক জন সঙ্গীত পরিচালকের (ঋত্বিক) কাজের সূত্র ধরে এগিয়ে যাবে গল্প। রেকর্ডিং স্টুডিয়োতেই বাউল শিল্পীর মুখে তাঁর অতীত জীবনের কাহিনি উঠে আসবে। এক সময় হঠাৎই শিল্পী নিরুদ্দেশ হন। কেন? তার উত্তর রয়েছে ছবিতে।’’

পার্বতী মানে শুধু তো বাংলা নয়, গোটা পৃথিবী। আজ তিনি বোলপুরের কামারডাঙা গ্রামে এক মস্ত আশ্রম খুলে বসেছেন বটে, কিন্তু তার পাশাপাশি তাঁর দিনলিপি শুনলে চোখ কপালে ওঠে। এই লাটভিয়া, এই লক্ষদ্বীপ, পর দিন আবার লাস ভেগাস। পার্বতী শুধু তো বাউল-সাধক নন, তিনি আদ্যন্ত প্রকৃতিপ্রেমী, পশুপ্রেমী, মানবপ্রেমী। এই ব্যাপক বিস্তৃত জীবনকে পর্দায় ধরা বড় কঠিন কাজ। কিন্তু প্রাণপণে তাকেই কব্জা করতে চাইছেন পরিচালক।

এই ছবিতে সিনেমাটোগ্রাফার হিসাবে যোগ দিচ্ছেন রবি বর্মা। উল্লেখ্য, বলিউডে ‘বরফি’, ‘রামলীলা’, ‘তামাশা’র মতো ছবিতে ক্যামেরার দায়িত্ব সামলেছেন রবি। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ঐশ্বর্যা রাই বচ্চন অভিনীত ‘পোন্নিয়িন সেলভান’ও রয়েছে তাঁর ঝুলিতে।

উল্লেখ্য, দক্ষিণ এশিয়ায় ভারত (লোক আর্টস কালেক্টিভ), ইংল্যান্ড (মোরিঙ্গা স্টোডিয়োজ়), আমেরিকা (অ্যাডিটেড মোশন পিকচার্স) ও ফ্রান্সের (চয়ন সরকার) যৌথ প্রযোজনায় ‘জয়গুরু’ই প্রথম ছবি হতে চলেছে। আগামী বছরের শুরুতে ছবির কাজ শুরু হবে। কলকাতা, শান্তিনিকেতন ছাড়াও লোকেশনের মধ্যে থাকছে বৃন্দাবন, কেরল, ইংল্যান্ড, আমেরিকা ও ফ্রান্স।