Tag Archives: baul

Dotara Making: দোতারাকে সঙ্গী করে দিব্যি আছেন শিলিগুড়ির সুভাষ

শিলিগুড়ি: “ভাল কইরা বাজাও গো দোতারা / সুন্দরী কমলা নাচে…”
এই গান সকলেই শুনেছেন। দোতারার সুরে কমলারা আজকাল নাচে না। বর্তমানে দোতারার জায়গা করে নিয়েছে উকুলেলে। কালের বিবর্তনে আধুনিক সংস্কৃতির সঙ্গে পাল্লা দিতে গিয়ে হারিয়ে গেছে এমন‌ই অনেক বাদ্যযন্ত্র। এসবের জায়গায় দখল করে আছে আধুনিক ঘরানার নানান বাদ্যযন্ত্র। বর্তমানে সঙ্গীতে পাশ্চাত্য যন্ত্রের বেশি ব্যবহার এবং দেশীয় বাদ্যযন্ত্রের প্রতি অনান্তরিকতা ও উদাসীন মনোভাবের কারণে হারিয়ে যেতে বসেছে বাংলার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র দোতারা। শুধু তাই নয়, এর সঙ্গে যুক্ত যন্ত্রশিল্পীরা দীর্ঘদিন চর্চা করেও বাদ্যযন্ত্র পরিবেশনার সুযোগ, পরিবেশের অভাবে চর্চার আগ্রহ হারাচ্ছেন।

এমনি পরিস্থিতিতে দোতারা চর্চার ধারাকে অব্যাহত রাখতে বিগত কয়েক বছর ধরে নিজের হাতে দোতারা তৈরি করছেন শিলিগুড়ির ক্ষুদিরাম কলোনির বাসিন্দা সুভাষ কর্মকার। ছোটবেলার বাবার কাছে দোতারায় গান শেখেন। দোতারা বাদক হিসেবে প্রচুর জায়গায় অনুষ্ঠান করেছেন। তবে মাঝে পেটের টানে অন্য পেশায় যুক্ত হয়েছিলেন। কিন্তু দোতারাকে তিনি ভুলতে পারেননি সুভাষ। নিজের হাতে দোতারা বানিয়ে এখন তাঁর দিব্যি কাটছে। নাতিদের নিয়ে মাঝে মাঝে দোতারার পাঠও দিচ্ছেন। তাঁর কথায়, এই দোতারাকে সম্বল করেই আমার বেঁচে থাকা। এখন সবাই দেশী বাদ্যযন্ত্র ভুলে পাশ্চাত্য বাদ্যের প্রেমে পড়েছে। তবে আমি আমার মাটির জিনিসকে আঁকড়ে ধরে রাখতে চাই।

আরও পড়ুন: সুন্দরবনে লবণ সহনশীল বিকল্প চাষ! প্রশিক্ষণ বাসন্তী ও কুলতলিতে

সুভাষবাবু আরও জানান, এখন ক্রেতাও সঠিকমূল্য না পাওয়ায় বাদ্যযন্ত্রের প্রস্তুতকারক ও মেরামতকারীরা পেশা পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন। ধীরে ধীরে এসব বাদ্যযন্ত্রের ক্রেতা কমে যাওয়ায় কারিগরদেরও এখন আর সেভাবে খুঁজে পাওয়া যায় না। অনেকেই পেটের দায়ে পাড়ি জমিয়েছেন অন্য পেশায়। তবে তিনি কিন্তু হাল ছাড়েননি। শিলিগুড়িতে সুভাষবাবু একমাত্র দোতারা প্রস্তুতকারক হিসেবে পরিচিত। অর্ডার অনুযায়ী তিনি দোতারা তৈরি করে থাকেন। এক একটা দোতারা তৈরি করতে তাঁর তিন থেকে চার দিন সময় লাগে। সকাল থেকেই ছেনি, হাতুড়ি, বাটালি নিয়ে বসে পড়েন দোতারা তৈরিতে। এর মাঝেই নাতি এসে গান শোনাতে বললে তাদের আবদার মেটাতে কিন্তু ভোলেন না সুভাষ

অনির্বাণ রায়

Lok Sabha Election 2024: সব দলের হয়েই প্রচার করছেন একজনরা! অবাক ঘটনা মালদহে

মালদহ: তাঁরা কোনও দলের নয়, তবে কাজ করছেন সব দলের হয়ে। কাজের বিনিময়ে মিলছে পারিশ্রমিকও। অফ সিজিনে নিয়মিত কাজ পেয়ে খুশি তাঁরা। হচ্ছে রোজগার, কাজের ফুরসৎ পর্যন্ত নেই। যখন যে দলের বরাদ মিলছে গান গাইছেন তাঁরা। গানের মাধ্যমেই তাঁদের দিয়ে ভোট প্রচার করছে প্রথম সারির রাজনৈতিক দলগুলি। কখনও জনসভা শুরুর আগে, আবার কখনও শুধুমাত্র তাঁদের দিয়েই গানের মাধ্যমে ভোট প্রচার করাচ্ছে রাজনৈতিক দলগুলি। তাঁরা আর কেউ নয়, মালদহের বাউল শিল্পীরা।

ভোট প্রচার তাঁদের চাহিদা থাকায় খুশি জেলার বাউল শিল্পীরা। এই সময় জেলার প্রায় প্রতিটি রাজনৈতিক দল তাদের দিয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছে। কেউ গান বেঁধেছে নিজের মতো করে ভোট প্রচারের জন্য। সেই গানগুলি পরিবেশিত হচ্ছে বিভিন্ন দলের ভোট প্রচারে। আবার কেউ সাধারণ বাউল গান গেয়েই বিভিন্ন রাজনৈতিক দলের ভোট প্রচার করছেন। বাউল শিল্পী ইন্দ্রজিৎ মণ্ডল বলেন, প্রায় প্রতিটি রাজনৈতিক দল থেকেই ডাক পাচ্ছি, খুব ভাল লাগছে এই সময় সাধারণত আমাদের কাজ থাকে না। ভোটের মুহূর্তে কিছু রোজগার হচ্ছে আমাদের।

আর‌ও পড়ুন: জুয়ারিদের ধরতে উঠে এল আরও মারাত্মক তথ্য! অবাক পুলিশও

সাধারণত বিভিন্ন অনুষ্ঠান ও পুজোয় বাউল শিল্পীদের গান করার সুযোগ মেলে। যখন কোন‌ও অনুষ্ঠান থাকেনা সাধারণত তাঁরা বসেই থাকেন। তবে আসন্ন লোকসভা নির্বাচনে অতিরিক্ত কাজ মিলছে। খুশি মালদহ জেলার বাউল শিল্পীরা। জোর কদমে মালদহ জেলা জুড়ে চলছে প্রতিটি রাজনৈতিক দলের ভোট প্রচার। জেলার বাউল শিল্পীদের এখন কাজের হিড়িক বেড়েছে। বাউল শিল্পী তপন পন্ডিত বলেন, যে দল আমাদেরকে ডাকছে সেই দলের হয়েই আমরা ভোট প্রচারে অংশগ্রহণ করছি। বাউল গানের মাধ্যমে প্রচার করছি। আমাদের কোন দল নেই। আমরা সবার হয়েই প্রচার করছি। প্রতিটি রাজনৈতিক দল থেকেই গান গাওয়ার ডাক পাচ্ছেন তাঁরা। গত কয়েকদিন ধরে ভোট প্রচারে কাজের সুযোগ মেলায় রোজগার বেড়েছে বাউল শিল্পীদের। ভোটের সময় অতিরিক্ত রোজগার হওয়ায় খুশি বাউল শিল্পীরা।

হরষিত সিংহ

Lok Sabha Election 2024: ভোট হোক শান্তিতে, বার্তা নিয়ে পাহাড় থেকে সমুদ্র ঘুরছেন বাউল

মালদহ: শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বাউলের ঝুড়ি নিয়ে দুয়ারে দুয়ারে ঘুরছেন স্বপন দত্ত বাউল। পেশায় তিনি একজন বাউল শিল্পী। গত নির্বাচনে একাধিক জায়গায় শান্তি ভঙ্গ হয়েছিল। তাই আসন্ন লোকসভা নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় তার জন্যই এমন পরিকল্পনা।
মালদহ: শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বাউলের ঝুড়ি নিয়ে দুয়ারে দুয়ারে ঘুরছেন স্বপন দত্ত বাউল। পেশায় তিনি একজন বাউল শিল্পী। গত নির্বাচনে একাধিক জায়গায় শান্তি ভঙ্গ হয়েছিল। তাই আসন্ন লোকসভা নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় তার জন্যই এমন পরিকল্পনা।
উত্তরবঙ্গ থেকে তিনি শুরু করেছেন ভোট নিয়ে সচেতনতা প্রচার। বিনা পারিশ্রমিকে বাউল গান গেয়ে জেলায় জেলায় ঘুরে সাধারণ মানুষকে সচেতন করছেন। নিজের ভোট নিজেই দেওয়ার আহবান জানাচ্ছেন।‌ পাশাপাশি ভোটে হিংসা ছাড়ানো থেকে বিরত থাকার বার্তা দিচ্ছেন।
উত্তরবঙ্গ থেকে তিনি শুরু করেছেন ভোট নিয়ে সচেতনতা প্রচার। বিনা পারিশ্রমিকে বাউল গান গেয়ে জেলায় জেলায় ঘুরে সাধারণ মানুষকে সচেতন করছেন। নিজের ভোট নিজেই দেওয়ার আহবান জানাচ্ছেন।‌ পাশাপাশি ভোটে হিংসা ছাড়ানো থেকে বিরত থাকার বার্তা দিচ্ছেন।
পেশায় বাউল শিল্পী স্বপন দত্তের বাড়ি পূর্ব বর্ধমান জেলায়। উত্তরবঙ্গের দার্জিলিং জেলা থেকে তিনি শুরু করেছেন এই প্রচার। এদিন মালদহ শহরের বিভিন্ন প্রান্তে, জনবহুল এলাকায় বাউল গান গেয়ে মানুষকে ভোট দানের বার্তা দেন। ভোট নিয়ে সচেতন করেন।
পেশায় বাউল শিল্পী স্বপন দত্তের বাড়ি পূর্ব বর্ধমান জেলায়। উত্তরবঙ্গের দার্জিলিং জেলা থেকে তিনি শুরু করেছেন এই প্রচার। এদিন মালদহ শহরের বিভিন্ন প্রান্তে, জনবহুল এলাকায় বাউল গান গেয়ে মানুষকে ভোট দানের বার্তা দেন। ভোট নিয়ে সচেতন করেন।
সকলেই যেন নিজের ভোট নিজে দেয়, ভোটে যেন কোনরকম শান্তি-শৃঙ্খলা ভঙ্গ না হয়। বাউল গান গেয়ে সাধারণ মানুষকে বোঝাচ্ছেন তিনি। আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিটি জেলায় ঘুরে ঘুরে এই প্রচার অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে।
সকলেই যেন নিজের ভোট নিজে দেয়, ভোটে যেন কোনরকম শান্তি-শৃঙ্খলা ভঙ্গ না হয়। বাউল গান গেয়ে সাধারণ মানুষকে বোঝাচ্ছেন তিনি। আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিটি জেলায় ঘুরে ঘুরে এই প্রচার অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে।
গত পঞ্চায়েত ভোটে রাজ্যের একাধিক জায়গায় হিংসা ছড়িয়েছিল। তখন থেকেই সাধারণ মানুষকে সচেতন করার পরিকল্পনা দিয়েছিলেন তিনি। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি জেলায় ঘুরে মানুষকে ভোট দানে সচেতন করার কাজ করে চলেছেন।
গত পঞ্চায়েত ভোটে রাজ্যের একাধিক জায়গায় হিংসা ছড়িয়েছিল। তখন থেকে সাধারণ মানুষকে সচেতন করার পরিকল্পনা নিয়েছিলেন তিনি। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি জেলায় ঘুরে মানুষকে ভোট দানের সচেতন করার কাজ করে চলেছেন তিনি।

 

লোকসভার ভোটের আগে ভাইরাল বাউলের কাণ্ড! দেখুন ভিডিও

নির্বাচন কমিশনার তরফ থেকে এ রাজ্যে ভোট ঘোষণা হয়ে গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জয়নগর লোকসভা কেন্দ্রে শেষ দফাতে হবে ভোট অর্থাৎ আগামী ১ জুন সপ্তম দফায় জয়নগর এসসি লোকসভা কেন্দ্রের নির্বাচন হবে। এবার ভোট যাতে শান্তিপূর্ণ হয় তার জন্য অবাক কাণ্ড বাউলের।

Lok Sabha election 2024: চড়া রোদে রাস্তায় ঘুরে ঘুরে বিশেষ গান গাইছেন বাউল শিল্পী! কারণ জানলে চমকে উঠবেন

বাঁকুড়া: আসন্ন ২০২৪ লোকসভা ভোটের দিনক্ষণ ইতিমধ্যে ঘোষনা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আগামী ১৯ এপ্রিল প্রথম দফার ভোট। স্বাভাবিকভাবেই প্রতিটি রাজনৈতিক দল ময়দানে নেমে পড়েছে। প্রার্থীরা প্রতিদিন দুয়ারে দুয়ারে গিয়ে ভোট প্রচার করছেন। আর তার‌ই মাঝে এ যেন চমক। বিনা পারিশ্রমিকে ভোটকে মাথায় রেখে ময়দানে নেমে পড়েছেন জনপ্রিয় বাউল শিল্পী স্বপন দত্ত।

আর‌ও পড়ুন: আগুন লেগে পাওয়ার হাউসের কোটি টাকার জিনিস নষ্ট, দমকলকে খবরই দিল না কর্মীরা!

নির্বাচন কমিশনের সম্মানিত শিল্পী পূর্ব বর্ধমানের স্বপন দত্ত বাউল সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে নিজের উদ্যোগেই বিনা পারিশ্রমিকে মানুষকে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করছেন। বাঁকুড়া জেলা ও বাঁকুড়া শহরের পথে পথে সাধারণ মানুষকে বাউল গানের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার জন্য সচেতন করছেন বাউল শিল্পী স্বপন দত্ত। প্রাক্তন রাষ্ট্রপতির দ্বারা প্রশংসিত পূর্ব বর্ধমানের বাউল শিল্পী স্বপন দত্ত এক হাতে একতারা নিয়ে ও অন্য হাতে কোল ডুগি বাজিয়ে নিজের লেখা ও নিজের সুরে বাউল গান গেয়ে ভোট নিয়ে সচেতন করছেন অসাধারণ মানুষকে।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

তিনি সবাইকে বলছেন ‘শান্তিপূর্ণভাবে ভোট দাও, শান্তি ভঙ্গ কেউ করো না’। এই বিষয়ে শিল্পী স্বপন দত্ত বাউল বলেন, বাঁকুড়া জেলার জমজমাট লোকালয়ে ভোট সচেতনতার প্রচার করে মানুষের কাছ থেকে অনেক ভালবাসা পাচ্ছেন। এর জন্য নির্বাচন কমিশনের কাছ থেকে কোন‌ও পারিশ্রমিক নেবেন না বলেও জানিয়েছেন।

নীলাঞ্জন ব্যানার্জী

Hooghly News: নির্বাচন হোক সুষ্ঠুভাবে, অবাধ ও শান্তিপূর্ণ লোকসভা ভোটের বার্তা নিয়েই গান বাউলশিল্পীর

হুগলি: বাউল গানে বারবার উঠে এসেছে দেহতত্ত্বের কথা। তবে এবার বাউলের কণ্ঠে সমাজতত্ত্ব। শান্তিপূর্ণ ও ভয়মুক্ত লোকসভা নির্বাচনের বার্তা নিয়ে গান বাঁধলেন এক বাউল। কোলে ডুগি ও হাতে একতারা নিয়ে জেলার বিভিন্ন পথঘাট, রেলস্টেশনে গান গেয়ে মানুষজনকে সচেতন করছেন স্বপন দত্ত বাউল।

আরও পড়ুন: আর খানিকক্ষণেই সমুদ্র তোলপাড়…! আচমকা দিঘায় ঘনিয়ে আসছে দুর্যোগ, ওদিকে ৪০ ডিগ্রির খাঁড়া বাংলায়! বড়সড় খেলা আবহাওয়ার

লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ্যে এসেছে। রাজ্যের শাসক দল-সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলি দেওয়াল লিখনে ও নির্বাচন প্রচারের বিভিন্ন সভা এবং মিটিং মিছিলে ব্যস্ত। ঠিক সেই সময় জেলার বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে কোল ডুগি ও হাতে একতারা নিয়ে নিজের লেখা বাউল সুরে বাউল গান গেয়ে নির্বাচনের শান্তিপূর্ণ ও সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছেন পূর্ব বর্ধমান জেলার খাজা আনোয়ার বেড়-এর স্বনাম ধন্য স্বপন দত্ত বাউল।

বর্ধমান জেলা প্রশাসন নির্বাচন দফতর এবং রাজ্য ও কেন্দ্র নির্বাচন কমিশনের সম্মানিত শিল্পী হলেন স্বপন দত্ত বাউল। সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে নিজের উদ্যোগেই নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে লোকসভা ভোট সচেতন করতে বাউলগানে পথে নেমে পড়েছেন তিনি। তিনি তারকেশ্বর রেল স্টেশন, মন্দির চত্বরে ও বাস স্ট্যান্ডে এবং জনবহুল গুরুত্বপূর্ণ এলাকায় ঘুরে ঘুরে বাউল গানে লোক সভাভোট দানে পথ চলতি সাধারণ মানুষদের সচেতন করেন তিনি।

রাহী হালদার