Tag Archives: ICC Cricket world cup 2023

Pat Cummins’ Silent Homecoming: নেই ভক্ত, ফুলের মালা, ঢোলবাদ্যি! শূন্য সিডনি বিমানবন্দরে নিঃশব্দ প্রত্যাবর্তন বিশ্বকাপজয়ী প্যাট কামিন্সের

হাতে বিশ্বকাপ। বিমানবন্দরে পা রেখেছেন অধিনায়ক। তিল ধারণের জায়গা নেই। ঢোল-নাকাড়া বাজছে। ভক্তদের উচ্ছ্বাস, হইহই, ফুলবৃষ্টি। বিমানবন্দর থেকে বেরনো দায়। ভারতে তো এমনটাই হয়। ২০১১-এর বিশ্বকাপ জয়ের পর স্তব্ধ হয়ে গিয়েছিল মুম্বই। হুডখোলা গাড়িতে ঘুরেছিল ভারতীয় দল।

২০২৩-এ বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। দেশে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স। কিন্তু কোথায় ভক্ত, অনুগামী! একটা ট্রলিতে ঢাউস ৭-৮টা ব্যাগ ঠেলতে ঠেলতে একাই হেঁটে গেলেন বিশ্বকাপজয়ী অজি অধিনায়ক। ভিড় নেই, তাসা পার্টি নেই, হইহুল্লোড় নেই।

বিমানবন্দরে গুটিকয় লোক। তাঁরা ফিরেও তাকালেন না। সংবাদমাধ্যমের হাতে গোনা কয়েকজন ফটোগ্রাফার ছিলেন বটে। কিন্তু তাঁদেরও খুব একটা উৎসাহ ছিল বলে মনে হল না। মুচকি হাসি হেসে বেরিয়ে গেলেন কামিন্স। এই ভিডিওই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

দেশের জন্য ষষ্ঠবার বিশ্বকাপ জিতেছে টিম। একজন ক্রিকেট অনুরাগীরও দেখা পাওয়া যাবে না! একজন নয়? না, সত্যি একজনও ছিলেন না, যিনি বিশ্বকাপজয়ী দলের জন্য গলা ফাটাবেন, দলের জয়ে উল্লাস করবেন। এই ভিডিও দেখে ভারতীয় ক্রিকেট ফ্যানেদের চোখ কপালে। দেদার কমেন্ট করেছেন তাঁরা।

 

এক অনুরাগী লিখেছেন, ‘আমাদের এখানে জেসিবিতে মাটি কাটা দেখতে এর থেকে বেশি লোক দাঁড়িয়ে যায়। এ তো বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক’। আর একজন ইউজারের সরস মন্তব্য, ‘আমাদের অফিসের চায়ের স্টলে এর থেকে বেশি লোক থাকে, যখনই যাও না কেন’।

কেউ কেউ অস্ট্রেলিয়াকে খোঁচা দিতেও ছাড়েননি। লিখেছেন, ‘ইনি প্যাট কামিন্স। বিমানবন্দরে নেমেছেন। তবে মনে হচ্ছে অস্ট্রেলিয়ায় ক্রিকেট বিশ্বকাপ দেখানো হয়নি’। এর জবাবে একজন আবার লিখেছেন, ‘যে কোনও ভারতীয় তরুণ বিদেশ থেকে পড়াশোনা করে দেশে ফিরলে এর থেকে বেশি ভিড় হত’।

বিশ্বকাপের ফাইনালে হারের পর ভগ্নহৃদয়ে ভারতীয় ভক্তরা একটা কথা বলেই সান্ত্বনা খুঁজছিল, অস্ট্রেলিয়রা এই জয় বেশিদিন মনে রাখবে না। দেখা গেল বেশিদিন তো দূরের কথা, পাঁচদিনও মনে রাখেনি। এক ক্রিকেট অনুরাগী লিখেছেন, ‘অস্ট্রেলিয়া বোধহয় ভুলে গিয়েছে, তারা ৫ দিন আগেই বিশ্বকাপ জিতেছে’।

বিশ্বকাপ জয় যেন অস্ট্রেলিয়ানদের অভ্যাস। এতে আর কোনও উত্তেজনা নেই। তাঁদের কাছে এটা আরও একটা দিন মাত্র। ভারতে ক্রিকেট একটা ধর্ম। অস্ট্রেলিয়ায় নয়।

(আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F)

Virat Kohli-Anushka Sharma: সাফল্যের পর ব্যর্থতাতেও বিরাটের পাশে অনুষ্কা, হারের পর জড়িয়ে ধরে সান্ত্বনা

আহমেদাবাদ: সব ভাল যার শেষ ভাল ৷ এই কথা রবিবার বিশ্বকাপ ফাইনালের দিন আরও একবার প্রমাণ করে দিল ৷ গোটা টুর্নামেন্ট দুর্দান্ত খেললেও ফাইনালে অজিদের বিরুদ্ধে ধরাশায়ী টিম ইন্ডিয়া ৷ এদিন আহমেদাবাদে ঠিক যেন ২০ বছর আগের ওয়ান্ডারার্সের অভিশপ্ত স্মৃতিই ফিরে এল ৷ ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই ভারতকে টেক্কা দিয়ে ষষ্ঠবারের জন্য বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ৷

আরও পড়ুন-আগামী বছর জুনে টি২০ বিশ্বকাপ, নিউইয়র্কে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

ম্যাচ হারার পর বিধ্বস্ত বিরাট, রোহিতদের পাশে তাঁদের স্ত্রী-রা ৷  টুপির আড়ালে হারের ক্ষত ঢাকার আপ্রাণ চেষ্টা চালাতে দেখা গিয়েছে কোহলিকে ৷ শেষপর্যন্ত অনুষ্কার কাঁধে মাথা রেখেই সেই ক্ষত ঢাকলেন বিরাট ৷ বুকে জড়িয়ে ধরে কোহলিকে সাহস জোগালেন অনুষ্কা ৷ এই ছবি ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি ৷

শোনা যাচ্ছে তিনি অন্তঃসত্ত্বা ৷ তবে দু’একটা ম্যাচ বাদ দিলে গোটা বিশ্বকাপেই ভারতের সব খেলায় অনুষ্কাকে দেখা গিয়েছে মাঠে ৷ গলা ফাটিয়েছেন বিরাট এবং টিম ইন্ডিয়ার জন্য ৷ আজ তাই খারাপ দিনেও জড়িয়ে ধরে বিরাটকে সান্ত্বনা অনুষ্কার ৷ পাশে আছি সবসময়ে? ৷