Tag Archives: Pat Cummins

T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপে পরপর ২ ম্যাচে হ্যাটট্রিক কামিন্সের, ৫ বিশ্বরেকর্ড গড়লেন অজি তারকা

টি-২০ বিশ্বকাপ নয়া বিশ্বরেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার তারকা পেসার প্যাট কামিন্স। সুপার এইট রাউন্ডে গত ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে হ্যাটট্রিক করার পর আফগানদের বিরুদ্ধেও হ্যাটট্রিক করলেন অজি স্পিড স্টার।
টি-২০ বিশ্বকাপ নয়া বিশ্বরেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার তারকা পেসার প্যাট কামিন্স। সুপার এইট রাউন্ডে গত ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে হ্যাটট্রিক করার পর আফগানদের বিরুদ্ধেও হ্যাটট্রিক করলেন অজি স্পিড স্টার।
ম্যাচের ১৮তম ওভারের শেষ বলে রাশিদ খানকে আউট করেন প্যাট কামিন্স। ২০তম ওভারের প্রথম ২ বলে কামিন্স শিকার করেন  করিম জানাত এবং গুলবাদিন নাইবকে। পরপর ৩ বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক পূরণ করেন কামিন্স।
ম্যাচের ১৮তম ওভারের শেষ বলে রাশিদ খানকে আউট করেন প্যাট কামিন্স। ২০তম ওভারের প্রথম ২ বলে কামিন্স শিকার করেন করিম জানাত এবং গুলবাদিন নাইবকে। পরপর ৩ বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক পূরণ করেন কামিন্স।
বাংলাদেশের বিরুদ্ধে মাহমুদুল্লাহ, মেহেদি হাসান ও তৌহিদ হৃদয়ের উইকেট নিয়ে হ্যাটট্রিক করেছিলেন প্যাট কামিন্স। পরপর ২ ম্যাচে হ্যাট্রিক করে ক্রিকেট ইকিহাসে একাধিক বিশ্বরেকর্ড রেকর্ড নিজের নামে করলেন কামিন্স।
বাংলাদেশের বিরুদ্ধে মাহমুদুল্লাহ, মেহেদি হাসান ও তৌহিদ হৃদয়ের উইকেট নিয়ে হ্যাটট্রিক করেছিলেন প্যাট কামিন্স। পরপর ২ ম্যাচে হ্যাট্রিক করে ক্রিকেট ইকিহাসে একাধিক বিশ্বরেকর্ড রেকর্ড নিজের নামে করলেন কামিন্স।
টি-২০ বিশ্বকাপের প্রথম ক্রিকেটার হিসেবের এক প্রতিযোগিতায় একাধিক হ্যাটট্রিক করার রেকর্ড গড়লেন প্যাট কামিন্স। একইসঙ্গে টি-২০ বিশ্বকাপের পরপর ২ ম্যাচে হ্যাটট্রিক করারও নজির গড়লেন কামিন্স।
টি-২০ বিশ্বকাপের প্রথম ক্রিকেটার হিসেবের এক প্রতিযোগিতায় একাধিক হ্যাটট্রিক করার রেকর্ড গড়লেন প্যাট কামিন্স। একইসঙ্গে টি-২০ বিশ্বকাপের পরপর ২ ম্যাচে হ্যাটট্রিক করারও নজির গড়লেন কামিন্স।
এছাড়া টি-২০ বিশ্বকাপের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে একাধিক হ্যাটট্রিক করলেন প্যাট কামিন্স। এর আগে সকলেরই ১টি করে হ্যাটট্রিক ছিল। এছাড়া টি-২০ ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে পরপর ২ ম্যাচে হ্যাটট্রিক করলেন কামিন্স।
এছাড়া টি-২০ বিশ্বকাপের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে একাধিক হ্যাটট্রিক করলেন প্যাট কামিন্স। এর আগে সকলেরই ১টি করে হ্যাটট্রিক ছিল। এছাড়া টি-২০ ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে পরপর ২ ম্যাচে হ্যাটট্রিক করলেন কামিন্স।
টি-২০ ক্রিকেটে চতুর্থ ক্রিকেটার হিসাবে একাধিক হ্যাটট্রিকের নজির গড়লেন কামিন্স। লসিথ মালিঙ্গা, টিম সাউদি, মালটার ওয়াসিম আব্বাসের ২টি করে হ্যাটট্রিক রয়েছে টি-২০ আন্তর্জাতিক ক্রিকেট। এছাড়া দেশ হিসেবে অস্ট্রেলিয়াক টি-২০ বিশ্বকাপে সর্বাধিক হ্যাটট্রিক করল। ব্রেট লি-র একটি ও কামিন্সের দুটি।
টি-২০ ক্রিকেটে চতুর্থ ক্রিকেটার হিসাবে একাধিক হ্যাটট্রিকের নজির গড়লেন কামিন্স। লসিথ মালিঙ্গা, টিম সাউদি, মালটার ওয়াসিম আব্বাসের ২টি করে হ্যাটট্রিক রয়েছে টি-২০ আন্তর্জাতিক ক্রিকেট। এছাড়া দেশ হিসেবে অস্ট্রেলিয়াক টি-২০ বিশ্বকাপে সর্বাধিক হ্যাটট্রিক করল। ব্রেট লি-র একটি ও কামিন্সের দুটি।

T20 World Cup 2024: এবারের টি-২০ বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক প্যাট কামিন্সের, তালিকায় মোট সাত জন

টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর সুপার এইটের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত বোলিং করে ইতিহাসের পাতায় নাম লেখালেন প্যাট কামিন্স। এবারের টি-২০ বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন অস্ট্রেলিয়ার স্পিড স্টার। গ্রুপ পর্বের শেষ ম্যাচে কামিন্সকে বিশ্রাম দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। আর সুপার এইটে মাঠে নেমেই আগুন ঝড়ানো বোলিং করলেন তিনি।

ম্যাচে টস জিতে বোলিং নেয় অস্ট্রেলিয়া। ব্যাগি গ্রিণদের দাপুটে বোলিং পারফরম্যান্সের সামনে সেভাবে লড়াই দিতে পারেনি বাংলাদেশের ব্যাটিং লাইন। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৪০ রান করে বাংলা টাইগার্সরা। একটা সময় মনে হচ্ছিল যখন বাংলাদেশের স্কোর ১৬০ থেকে ১৭০-এ পৌছে যাবে তখন স্লগ ওভারে হ্যাটট্রিক করে শাকিবদের রানের গতি স্লথ করে দেন কামিন্স।

ম্যাচে ১৮ তম ওভারে বল করতে আসেন প্যাট কামিন্স। সেই ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে পরপর দুটি উইকেট নেন অজি স্পিড স্টার। প্যাট কামিন্সের শিকার হন বাংলাদেশের মাহমুদুল্লাহ ও মেহেদি হাসান। এর পর ২০তম ওভারের প্রথম বলেই তুলে নেন তোহিদ হৃদয়ের উইকেট। গত ওভারে শেষ দুই বল ও তারপরের ওভারের প্রথম বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক পূরণ করেন প্যাট কামিন্স।

আরও পড়ুনঃ India vs Afghanistan: আফগানদের উড়িয়ে সুপার এইটে দুরন্ত শুরু টিম ইন্ডিয়ার, ৪৭ রানের বড় জয়

প্রসঙ্গত, টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সপ্তম বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন প্যাট কামিন্স। আর অস্ট্রেলিয়ার দ্বিতীয় বোলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। এর আগে ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপে হ্যাটট্রিক করেছিলেন ব্রেট লি। এছাড়া টি-২০ বিশ্বকাপের হ্যাটট্রিকের খাতায় নাম রয়েছে কার্টিস ক্যামফার, ওয়ানিন্দু হাসরঙ্গা, কাগিসো রাবাডা, কার্থিক মায়াপ্পন, জস লিটল।

IPL 2024: আইপিএল শুরুর আগেই মহাচমক! আরও এক দলের অধিনায়ক পরিবর্তন

হায়দরাবাদ: ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২৪। তার আগে নিলামে যে দলগুলি চমক দিয়েছিল তাদের মধ্যে অন্যতম ছিল সানরাইজার্স হায়দরাবাদ। রেকর্ড টাকা দিয়ে অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী অধিনায়ক প্যাট কামিন্সকে কিনেছিল হায়দরাবাদ। ২০ কোটি ৫০ লক্ষ টাকায় কামিন্সকে দল নেয় অরেঞ্জ আর্মি। এবার কামিন্সকে দলের দায়িত্ব দিল সানরাইজার্স হায়দরাবাদ।

প্যাট কামিন্সকে নিলামে দলে নেওয়ার পর থেকেই জল্পনা চলছিল এবার আইপিএলের সানরাউজার্সের অধিনায়কত্বের দায়িত্ব পাবেন তিনি। অবশেষে সেই জল্পনাই সত্যি হল। কামিন্সকে অধিনায়ক করল সানরাইজার্স। বিগত বেশ কয়েক মরশুম ধরে সাফল্য পায়নি সানরাইজার্স হায়দরাবাদ। দক্ষিণ আফ্রিকা টি-২০ লিগে পরপর ২বার চ্যাম্পিয়ন হলেও আইপিএলে সাফল্য নেই অরেঞ্জ আর্মির।

আরও পড়ুনঃ IND vs ENG: ভয়ঙ্কর পরিস্থতি! ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট হবে তো? তৈরি হয়েছে অনিশ্চিয়তা

শেষবার আইপিএল জিতেছিল সানরাইজারস হায়দরাবাদ ২০১৬ সালে। ডেভিড ওয়ার্নার সেবার অধিনায়ক ছিল। শেষ ৩ বছরে ৩বার অধিনায়ক পাল্টেও সাফল্য আসেনি। গতবার আইপিএলে এডেন মার্করামের অধিনায়কত্বে ৪টি ম্যাচ জিতেছিল সানরাইজার্স হায়দরাবাদ। এবার প্যাট কামিন্সের নেতৃত্বে নতুন করে স্বপ্ন দেখছে অরেঞ্জ আর্মি। ২৩ মার্চ কেকেআরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করবে কেকেআর।

Check Live updates আইপিএল ২০২৪ | পয়েন্ট টেবিল | রেজাল্ট | খবর
অরেঞ্জ ক্যাপপার্পল ক্যাপসর্বাধিক ছক্কা

প্যাট কামিন্স বিপদ ডেকে আনতে পারে ভারতের! টেস্টের আগে কোহলিদের সতর্ক করে দিলেন গাভাসকার

নাগপুর: বিগত কয়েক বছর ধরেই টেস্ট ক্রিকেটে এক নম্বর বোলার হিসেবে দেখা হয় তাকে। এটা যে শুধু কথার কথা নয়, সেটা বারবার মাঠে নিজের পারফরমেন্স দিয়ে প্রমাণ করেছেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক বছর দুয়েক আগে ভারতের বিরুদ্ধে সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন। তবে সেটা ছিল অস্ট্রেলিয়ার মাঠে। এবার লড়াই ভারতের মাঠে।

প্যাট কামিন্স উপমহাদেশের উইকেটেও বিপদজনক হতে পারেন মনে করেন সুনীল গাভাসকার। ভারতের প্রাক্তন তারকা গাভাসকার কোহলি, রোহিতদের সতর্ক করে বলেছেন প্যাট কামিন্স ভারতের মাটিতেও কঠিন পরীক্ষা নিতে পারে ব্যাটসম্যানদের। তাই তাকে শুরু থেকে আক্রমণ না করে একটু দেখে খেলতে হবে।

আরও পড়ুন – ভাবনার বাইরে ক্রিকেট, খোলা হাওয়ায় নিঃশ্বাসই এখন বাঁচার অক্সিজেন দিচ্ছে ঋষভকে

আসলে কামিন্স নিজের একটা ছোট আঙুল বল করার সময় এমন ভাবে কাজে লাগান যাতে বোকা হয়ে যান অর্ধেক ব্যাটসম্যান। আর প্রথম দিকে নতুন বলে তিনি উইকেট তোলার ক্ষমতা রাখেন। তাই মিচেল স্টার্ক, হাজেলউড না থাকলেও ভারতের উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই।

প্যাট এবং বোলান্ড পেস বোলার হিসেবে যথেষ্ট চ্যালেঞ্জিং। বল করার পাশাপাশি প্যাট কামিন্স ব্যাট হাতে অবদান রাখতে পারেন। সেটা আগেও প্রমাণ করেছেন। তাই এই মুহূর্তে অস্ট্রেলিয়ার অধিনায়ক সম্পূর্ণ একটা প্যাকেজ। তাকে নিয়ে ভারতের আলাদা গেমপ্ল্যান অবশ্যই তৈরি করে রাখা উচিত মনে করেন সানি। পাশাপাশি সম্পূর্ণ ঘূর্ণি পিচ পছন্দ নয় সানির।

অবশ্য তিন নম্বর দিন থেকে বল ঘুরলে তার অসুবিধে নেই। ভারতের দুজন স্পিনার এবং দুজন পেসার খেলানো উচিত মনে করেন সানি। তবে সেটা ম্যাচের দিন সকালে উইকেট দেখে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট সেটা নিশ্চিত।

IPL 2023: বড় খারাপ খবর কেকেআর শিবিরে, সামনের আইপিএলে খেলবেন না প্যাট কামিন্স

#মেলবোর্ন: অস্ট্রেলিয়ার টেস্ট এবং একদিনের ক্রিকেটের অধিনায়ক প্যাট কামিন্স সিদ্ধান্ত নিলেন আইপিএল ২০২৩ এ তিনি খেলবেন না৷ তারকা অলরাউন্ডার মঙ্গলবার ট্যুইটারে নিজের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন৷ কামিন্স আন্তর্জাতিক ক্যালেন্ডারের কারণ দেখিয়ে মিলিয়ন ডলার ক্রিকেট টুর্নামেন্ট থেকে৷ আইপিএলে কেকেআরের জার্সিতে ভরসা যোগানো প্লেয়ার কামিন্স তিনি৷ তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে না খেলার কথাও লিখেছেন৷ নভেম্বরের ১৫ তারিখ কামিন্স এই সিদ্ধান্তের কথা জানালেন৷ আজকেই ১০ টি আইপিএল দলের নিজেদের প্লেয়ার রিটেনশন ও রিলিজের তালিকা চূড়ান্ত করবে৷

নিজের  ট্যুইটার হ্যান্ডেলে প্যাট কামিন্স জানিয়েছেন, “I’ve made the difficult decision to miss next years IPL. The international schedule is packed with Tests and ODI’s for the next 12 months, so will take some rest ahead of an Ashes series and World Cup,” – অর্থাৎ ‘‘আমি কঠিন সিদ্ধান্ত নিয়েছি সামনের মরশুমে আইপিএল খেলব না৷ আন্তর্জাতিক শিডিউল অনুযায়ী সামনের বছর টেস্ট এবং একদিনের ক্রিকেট ঠাসা রয়েছে৷  তাই আমি একটু বিশ্রাম নেব অ্যাসেজ সিরিজ ও বিশ্বকাপ রয়েছে৷ ’’

 

এছাড়াও তিনি বলেছেন , “Thanks so much to @KKRiders for their understanding. Such a terrific team of players and staff and I hope I can get back there ASAP,” – অর্থাৎ ‘‘কেকেআরকে অনেক ধন্যবাদ তারা বিষয়টা বুঝেছে৷ অসাধারণ দল এবং স্টাফরা খুব তাড়াতাড়ি গুছিয়ে নেবেন আমি ওখানে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসব৷ ’’

 

আরও পড়ুন –  Weather Update: হু হু করে নামছে তাপমাত্রা! নভেম্বরেই শীতের স্পেল, দক্ষিণে বৃষ্টি, উত্তরে তুষারপাত, রইল ওয়েদার আপডেট

 

আইপিএলের ১০ টি ফ্রাঞ্চাইজি আজই নিজেদের রিটেনশন ও রিলিজ হওয়া প্লেয়ারদের লিস্ট বিসিসিআইকে জমা দেবে৷ মঙ্গলবার ৫টার মধ্যে এই লিস্ট জমা দেওয়ার কথা৷

 

আরও পড়ুন –  ‘‘লাশ ফেলে দেব’’- নিয়ম ভেঙে স্কুলে ভর্তি না নেওয়ায় প্রধানশিক্ষককে খুনের হুমকি

কামিন্স এই মুহূর্তে অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি বিশ্বকাপ দলে ছিলেন৷ যদিও অস্ট্রেলিয়া এবারের বিশ্বকাপে সেমিফাইনালে অবধি পৌঁছতে পারেনি৷ এই বছরের শুরুতে কামিন্স একদিনের ক্রিকেটে অধিনায়ক নির্বাচিত হন৷ অ্যারন ফিঞ্চ খেলা থেকে অবসর নেন৷
কামিন্সের নেতৃত্বে অস্ট্রেলিয়া পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে জিতেছিল৷

PAK vs AUS, Pat Cummins : অজি পেস বোলারদের ভয়ে জঘন্য উইকেট বানিয়েছে পাকিস্তান! আক্রমণ কামিন্সের

#রাওয়ালপিন্ডি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ড্র হয়ে গিয়েছে। রাওয়ালপিন্ডি পিচ নিয়ে অবশ্য সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছেন, অস্ট্রেলিয়ান পেস বোলারদের ভয়ে পাকিস্তান একেবারে মরা পিচ প্রস্তুত করেছিল। কামিন্স, মিচেল স্টার্ক, হাজেলউড, ক্যামেরন গ্রিনদের বিরুদ্ধে ব্যাটিং স্বর্গ উপহার দিয়েছিল রাওয়ালপিন্ডির পিচ প্রস্তুতকারক। অন্যদিকে নাসিম শাহ, শাহিন আফ্রিদির মত পেস বোলাররাও খুব বেশি সফল হননি।

আরও পড়ুন – IND vs NZ, Mithali Raj : মিতালির স্বার্থপর ব্যাটিং কী নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের অন্যতম কারণ? চর্চা তুঙ্গে

প্রাক্তন পাকিস্তান লেগ স্পিনার দানিশ কানেরিয়া জানিয়েছেন রাওয়ালপিন্ডির উইকেট লজ্জায় ফেলেছে পাকিস্তানকে। অবশ্যই প্রত্যেক দল তাদের হোম অ্যাডভান্টেজ নিয়ে থাকে পিচ বানানোর ক্ষেত্রে। কিন্তু সেটাও একটা বাধন থাকা উচিত। দানিশ মনে করেন যে ধরনের পিচ হয়েছিল রাওয়ালপিন্ডিতে, তাতে রামিজ রাজা নিজে এই বয়সে অর্ধশতরান করে দিতেন।

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স উইকেট নিয়ে নিজের মন্তব্য জানালেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের দোষ দেননি। উপমহাদেশের কন্ডিশনে প্রথম টেস্ট ড্র করা খারাপ রেজাল্ট নয়, বলছেন তিনি। পাশাপাশি ইমাম উল হক দুটো ইনিংসেই শতরান করেছেন। ফলে পাক ব্যাটসম্যানরা ভাল খেলেছেন মেনে নিচ্ছেন কামিন্স। এদিকে চাপে পড়ে রামিজ রাজা জানিয়েছেন টেস্ট ম্যাচ ড্র হলে সেটা কখনই ক্রিকেট ভক্তদের জন্য ভাল বিজ্ঞাপন নয়।

তবে তিনি আশ্বাস দিয়েছেন লাহোর এবং করাচিতে স্পোর্টিং উইকেট হবে। তাছাড়া প্রথম টেস্ট সব সময় গুরুত্বপূর্ণ। সেখানে বাউন্সি ট্র্যাক বানালে, অস্ট্রেলিয়ান বোলারদের সুবিধা করে দেওয়া হত, পুরোপুরি জানিয়েছেন তিনি। তবে দানিশ কানেরিয়া মনে করেন ছেলের বিয়ে নিয়ে ব্যস্ত থাকার কারণে শেষ কয়েক দিন টেস্ট ম্যাচ সংক্রান্ত ব্যাপারে খোঁজখবর নিতে পারেননি রামিজ রাজা।

এখন চারদিক থেকে সমালোচনার ভয়ে মত পাল্টাচ্ছেন। এতে ক্রিকেট ভক্তদের ঠকিয়েছেন পিসিবি সভাপতি মনে করেন কানেরিয়া। তবে তিনি আশা রাখছেন বাকি দুটো টেস্ট ম্যাচে এর থেকে ভাল উইকেট উপহার দেবে পিসিবি। প্যাট কামিন্স নিজেও মনে করেন শুধু অস্ট্রেলিয়া নয়, ফাস্ট বোলারদের জন্য পিচে কিছুটা  সাহায্য থাকলে, সেটা কাজে লাগাতে পারবেন পাকিস্তানি পেসাররাও।

IPL Auction 2022: ‘‘তর সইছে না’’- কেকেআর নিলাম থেকে কিনে নিতেই ভিডিও বার্তায় উচ্ছ্বসিত প্যাট কামিন্স

#বেঙ্গালুরু: আইপিএলের মেগা অকশনের (IPL Auction 2022) শুরুতেই ধামাকা পারফরম্যান্স কেকেআরের (KKR)৷ ১০ জনের মার্কি প্লেয়ারের পুল থেকে তাঁরা তুলে নিলেন দুই জন ক্রিকেটারকে৷ প্রথমে তাঁর নিলাম টেবল থেকে তুলে নেয় কেকেআরের পুরনো নাইট প্যাট কামিন্সকে৷ আর দ্বিতীয়বারে তাঁরা তুলে নেয় সকলের নজরে থাকা শ্রেয়স আইয়ারকে৷

প্যাট কামিন্সকে (Pat Cummins) দিয়ে নিলামে প্রথম দান খোলে কেকেআর (KKR)৷ গুজরাত টাইটান্স তাঁকে নিয়ে লড়াইতে নামে৷ ৭.২৫ কোটি টাকায় কেকেআর কিনে নেয় প্যাট কামিন্সকে৷ গতবারের ১৫.৫ কোটির প্রায় অর্ধেক দামেই তাঁকে তুলে নিল কেকেআর৷ কেকেআরের অধিনায়ক হিসেবে বিকল্পও হতে পারেন অজি স্পিডস্টার৷

আরও পড়ুন – IPL 2022 Mega Auction: নিলামের প্রথমেই ধামাকা শুরু KKR-র, শ্রেয়স-কামিন্স দলে, বাকি তারকারা কে কোথায়

এদিকে পুরনো নাইট শিবিরে ফের ফিরে দারুণ খুশি প্যাট কামিন্স৷ নিলামে বিক্রি হয়ে যাওয়ার পরেই তিনি নিজের উচ্ছ্বাস না চেপে রেখে ভিডিও বার্তা পাঠিয়ে দেন৷ কেকেআর নিজেদের অফিসিয়াল সোশ্যাল হ্যান্ডেলে সেই ভিডিও পোস্ট করেছে৷ যেখানে নিজের উচ্ছ্বাস ফুটিয়ে তুলেছেন অজি স্পিডস্টার৷ তিনি জানিয়েছেন কেকেআরে আসার জন্য তিনি ছটফট করছেন৷ দেখে  নিন ঠিক কী বলেছেন কেকেআরের নাইট প্যাট কামিন্স ৷

দেখে নিন ভিডিও৷

কলকাতার সঙ্গে ফিরে খুশি এই কথা জানানোর পাশাপাশি ভেঙ্কি , শাহরুখ, জয় অর্থাৎ টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে ভোলেননি ৷

আরও পড়ুন – Hot Photo: IPL Auction টেবলে বর Mohammed Shamiকে নিয়ে বাজার হবে গরম, তার আগেই ‘বোল্ড’ Hasin Jahan

এদিকে গত মরশুমে আইপিএলের দ্বিতীয় পর্বে প্যাট কামিন্স খেলতে না পারায় নিউজিল্যান্ডের টিম সাউদিকে খেলিয়েছিল কেকেআর৷ কিন্তু এবার আবারও অজি পেস অস্ত্রের ওপরই ভরসা রাখল নাইট টিম ম্যানেজমেন্ট৷

IPL Australian cricketers: আইপিএলের থেকে গুরুত্বপূর্ণ পাকিস্তান সফর ! স্পষ্ট বার্তা ওয়ার্নার, কামিন্সদের

#মেলবোর্ন: নতুন করে ভাবতে হতে পারে আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি মালিকদের। অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের নেওয়ার ক্ষেত্রে হিসেব-নিকেশ করতেই হবে। এবারের আইপিএল-এ অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের শুরুর দিকে পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ২৪ বছর পর পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া। সেই সিরিজকেই গুরুত্ব দিচ্ছেন প্যাট কামিন্সরা। সেই কারণে পাকিস্তান সফরে যাওয়া ক্রিকেটারদের আইপিএল-এ পাওয়া যাবে না বলেই ধরে নেওয়া হচ্ছে।

আরও পড়ুন – India vs West Indies 2nd ODI: সিনিয়রদের খেলা মাঠে বসে দেখল জুনিয়ররা, বিশ্বকাপ জয়ী ভারতীয় দলকে বোর্ডের সংবর্ধনা

এবারের আইপিএল-এর নিলামে উঠবেন অস্ট্রেলিয়ার ৪৭ জন ক্রিকেটার। কলকাতা নাইট রাইডার্স, পঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক প্রয়োজন। সেই কারণে প্যাট কামিন্স, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথদের জন্য ঝাঁপাতে পারত এই দলগুলি। কিন্তু শুরু থেকে না পাওয়া গেলে এঁদের হাতে নেতৃত্ব ছাড়বে কি না তা ভাবতে হবে দলগুলিকে।

আরও পড়ুন – KL Rahul Run Out Vs WI: নিজের দোষে রান আউট! রাহুল রাগ ঝাড়লেন দলের নতুন ক্রিকেটারের উপর

পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট ৪ মার্চ। তিনটি টেস্ট, তিনটি এক দিনের ম্যাচ এবং একটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। ৫ এপ্রিল টি-টোয়েন্টি ম্যাচ দিয়েই শেষ হবে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর। এর পর আইপিএল-এর জৈবদুর্গে প্রবেশের আগে ছ’দিন নিভৃতবাসে থাকতে হবে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের। সেই কারণে আইপিএল-এর শুরু থেকে পাওয়া যাবে না তাঁদের।

কামিন্সরা এই মুহূর্তে আইপিএল নিয়ে ভাবছেনও না। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক বলেন, সত্যি বলতে আমি জানি না আইপিএল-এর নিলাম কবে। ১৩, ১৪ না ১৫ ফেব্রুয়ারি তা আমার মনে নেই। ওই নিয়ে ভেবে সময় নষ্ট করিনি। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, আইপিএল খেলার জন্য আমরা সব সময়ই তৈরি। কিন্তু অস্ট্রেলিয়ার খেলা থাকলে আইপিএল-এর জন্য ক্রিকেটার ছাড়া সম্ভব হবে না।

এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী, আইপিএল শুরু হতে চলেছে ২৭ মার্চ। কিন্তু অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের যোগ দিতে দিতে ১২ এপ্রিল হয়ে যেতে পারে। এর মাঝে প্রতিটা দলের পাঁচ-ছয়টি করে ম্যাচ খেলা হয়ে যাবে। লিগ পর্বের প্রায় অর্ধেক ম্যাচ খেলা হয়ে যাবে ওই সময়ের মধ্যে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের দলে নেওয়ার ক্ষেত্রে নতুন করে ভাবতে হতে পারে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিদের।

শেষবার ১৯৯৮ সালে পাকিস্তান সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া। ওয়াকার ইউনুস, ওয়াসিম আক্রমদের হারিয়েই দেশে ফিরেছিল ক্যাঙ্গারু ব্রিগেড। একই সমস্যা তৈরি হয়েছে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদের নিয়ে। রাবাডা, নখিয়াদের বাংলাদেশ সফর শেষ হবে ১১ এপ্রিল।

KKR Pat Cummins : প্যাট কামিন্সকে আবার দলে নেওয়ার সম্ভাবনা উস্কে দিলেন নাইট কোচ ম্যাককালাম

#কলকাতা: আইপিএল নিলামে নামার আগে পকেটে রয়েছে ৪৮ কোটি টাকা। কিন্তু হিসাব করে প্রয়োজন মতো দল গড়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ কেকেআর শিবিরের কাছে। এমনিতে এবার আইপিএলের মেগা নিলামের আগে চার খেলোয়াড়কে রিটেন করেছে কেকেআর – আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন এবং ভেঙ্কটেশ আইয়ার। সেক্ষেত্রে নিলামে একাধিক পেসার লাগবে কেকেআরের। সেক্ষেত্রে পুরনো ভরসা তথা বিশ্বের এক নম্বর টেস্ট বোলার কামিন্সের জন্য ঝাঁপাতে পারে নাইট বাহিনী।

আরও পড়ুন – Kiyan Nassiri : কিয়ানের মাথা ঘুরে যাবে না, পা মাটিতেই থাকবে বলছেন বাবা জামশিদ নাসিরি

সরাসরি নিলামের কোনও কৌশল ফাঁস করলেন না। তবে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) কোচ ব্রেন্ডন ম্যাককালাম ইঙ্গিত দিলেন যে অস্ট্রেলিয়ার তারকা পেসার প্যাট কামিন্সের জন্য আইপিএলের নিলামে ঝাঁপানো হতে পারে। যিনি দলের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড় বলে মন্তব্য করেছেন নাইট কোচ।

কেকেআরে ফেসবুক পেজে ‘আইপিএল অকশন নাইট লাইভ’ অনুষ্ঠানে ম্যাককালামকে প্রশ্ন করা হয়, নিলামের টেবিলে তিনি কেমন? তিনি কি বেপরোয়া? অর্থাৎ যে খেলোয়াড়কে নেবেন বলে ভেবে রেখেছেন, তাঁর জন্য একেবারে অল-আউট আক্রমণে যান? জবাবে ম্যাককালাম বলেন, আমার মনে হয় না যে আমি বেপরোয়া। তবে যে খেলোয়াড়দের ক্ষেত্রে আমি মনে করি যে তাঁদের দলে নেওয়া সত্যিই ভাল, তাঁদের ক্ষেত্রে বেপরোয়া হয়ে যাই।

সবাই পরিকল্পনা করি। গবেষণা করে থাকি। দ্বিতীয় বা তৃতীয় বিকল্পও থাকে তাতে। তবে কখনও কখনও কোনও খেলোয়াড়ের জন্য একেবারে অল-আউট আক্রমণে যান বলে জানান ম্যাককালাম। যেমন ২০১৯ সালের মিনি নিলামে হয়েছিল। সেই সময় অস্ট্রেলিয়ার টেস্ট দলের বর্তমান অধিনায়ক কামিন্সকে ১৫.৫ কোটি টাকায় নিয়েছিল কেকেআর।

যিনি অতীতেও কেকেআরের জার্সি পরেছিলেন। সেই রেশ ধরে শনিবার নাইট কোচ বলেন, কয়েকজন খেলোয়াড়ের ক্ষেত্রে অবশ্য আপনি বেপরোয়া হয়ে ওঠেন। প্যাট কামিন্সের মতো আমরা কয়েকজন খেলোয়াড়ের জন্য সর্বস্ব দিয়ে ঝাঁপিয়ে দিয়েছিলাম। আমরা ওকে নিয়েছিলাম। আমার মতে, সেটা খুল ভাল চাল ছিল। কেউ কেউ বলবেন, কামিন্সের থেকে যেরকম পারফরম্যান্সের আশা করা হয়েছিল, সেরকম পারেনি। আমার সেটা মনে হয় না।

তিনটি দিক (বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং) থেকেই দুর্দান্ত ও ছিল। পরিসংখ্যানগত দিয়েও ও দলের মধ্যে অন্যতম সেরা ছিল। দলের ভারসাম্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। স্থানীয় ছেলেদের ওরকম আন্তর্জাতিক অভিজ্ঞতা থাকা খেলোয়াড় ছিল। ওর অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছিল।

এরকম খেলোয়াড় খুব গুরুত্বপূর্ণ। প্যাট কামিন্স কেকেআর ফ্র্যাঞ্চাইজির মানসিকতা খুব ভাল বোঝে। তাছাড়া ভারতের মাটিতে আইপিএল হলে ওর পরিসংখ্যান দেখার মত। বিদেশি পেসারদের উপমহাদেশের উইকেটে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে যে লাইন লেন্থ পরিবর্তন করতে হয়, সেটা কামিন্স সবচেয়ে ভাল জানে।

Pat Cummins: অজি ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার ক্যাপ্টেন, টেস্ট দলের নতুন অধিনায়ক প্যাট কামিন্স

মেলবোর্ন: অস্ট্রেলিয়া দলে নতুন চমক ৷ টেস্ট দলের অধিনায়ক নির্বাচিত হলেন প্যাট কামিন্স (Pat Cummins) ৷ এই প্রথমবার কোনও বোলার পাকাপাকিভাবে টিম অস্ট্রেলিয়ার অধিনায়কত্বের দায়িত্বে ৷ অস্ট্রেলিয়ার ৪৭তম অধিনায়ক হলেন কামিন্স (Pat Cummins appointed Australia’s new Test captain) ৷

প্যাট কামিন্সকে অধিনায়ক করার পাশাপাশি সহ অধিনায়ক করা হয়েছে স্টিভ স্মিথকে ৷ প্রায় দু’বছর ধরে সহ-অধিনায়কের দায়িত্ব সামলানোর পর এবার অস্ট্রেলিয়ার টেস্ট দলের ক্যাপ্টেন আইপিএলে কেকেআরে খেলে যাওয়া কামিন্স ৷

আরও পড়ুন-রাজনীতির মাঝেও বাংলার হয়ে বিজয় হাজারে ট্রফি খেলতে চান মনোজ, মন্ত্রীর ফিটনেস নিয়ে খুশি নন অরুণলাল

যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার পর টিম পেন অধিনায়কত্ব ছাড়তে বাধ্য হয়েছেন। আপাতত ক্রিকেট থেকেই সরে দাঁড়িয়েছেন তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে তাই আর কোনও বিকল্প ছিল না ৷ প্যাট কামিন্সের হাতেই দলের অধিনায়কের ব্যাটন তুলে দেওয়া হল ৷

আরও পড়ুন-‘বেলঘড়িয়া টু মুম্বই’ সাইকেলে চেপে দুঃসাহসিক অভিযান ‘ক্যারমম্যান’ দেবর ও অগ্নির

কামিন্সের বড় পরীক্ষা হতে চলেছে আসন্ন অ্যাসেজ সিরিজ ৷ অস্ট্রেলিয়ার নতুন টেস্ট অধিনায়ক জানিয়েছেন, সামনেই গুরুত্বপূর্ণ অ্যাসেজ সিরিজ। তার আগে অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক হতে পেরে আমি সম্মানিত। আশা করব, গত কয়েক বছরে টিম (পেন) যে ধরনের নেতৃত্ব আমাদের দিতে পেরেছে, আমিও সেটা দিতে পারব। এই দলে আমি, স্টিভ (স্মিথ)-সহ আরও অনেক সিনিয়র ক্রিকেটার আছে। অনেক তরুণ প্রতিভাও আছে। অধিনায়কের দায়িত্ব পাওয়াটা অপ্রত্যাশিত সুযোগ। এই সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ ৷