Tag Archives: IMD

Monsoon update: চলতি মাসেই কেরালা হয়ে দেশে ঢুকছে বর্ষা, দিনক্ষণ জানিয়ে বড় আপডেট দিল মৌসম ভবন

দেশের মূল ভূখণ্ডে কবে প্রবেশ করতে পারে বর্ষা তা নিয়ে গত কয়েক দিন ধরেই জল্পনা চলছিল। বুধবার বর্ষা নিয়ে বড় আপডেট দিল মৌসম ভবন।

চলতি মাসের শেষ দিন, অর্থাৎ ৩১ মে থেকে দেশের মূল ভূখণ্ডে ঢুকতে শুরু করছে বর্ষা। প্রতি বারের মতোই এ বারও কেরালা দিয়ে দেশে বর্ষা প্রবেশ করবে বলে বুধবার জানিয়েছে মৌসম ভবন।

আরও পড়ুন: রবিবার থেকেই আসছে বর্ষা! নির্ধারিত সময়ের তিনদিন আগেই দেশে ঢুকছে বর্ষা

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর কেরালায় প্রবেশ করা কথা ছিল ১ জুন, তার পর ক্রমশ উত্তরের দিকে অগ্রসর হবে। সাধারণত ১৫ জুলাইয়ের মধ্যে গোটা দেশেই বর্ষা নামার কথা। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী ৩১ মে কেরালায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করবে, যদি ৪ দিনের এদিক ওদিক হতে পারে। বর্ষা প্রবেশ করলে গরম থেকে রেহাই মিলবে এবং কেরালা হয়ে ক্রমশ উত্তরের দিকে অগ্রসর হবে বর্ষা।

প্রসঙ্গত, গত বছর ৮ জুন কেরালায় প্রবেশ করেছিল বর্ষা, এ বার তার থেকে আগেই প্রবেশ করতে পারে। পাশাপাশি মৌসম ভবন আরও জানিয়েছে যে স্বাভাবিকের থেকে এ বার বৃষ্টির পরিমাণ বেশি হবে দেশে। আগেই আইএমডি জানিয়েছিল, ১৯ মে আন্দামান এবং নিকোবরে বর্ষা প্রবেশ করবে, যা নির্ধারিত সময়ের কয়েক দিন আগে। একইভাবে কেরলে পয়লা জুন নির্ধারিত সময়ের এক দিন আগেই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ভারতের মূল ভূখণ্ডে ঢুকে পড়বে বলে অনুমান আবহাওয়া দপ্তরের। এবার দেশের মূল ভূখণ্ডে কবে প্রবেশ করবে তা-ও জানা গেল।

Kolkata Weather Record Hot: কলকাতা ৪৩ ডিগ্রি! এপ্রিলে সর্বকালের রেকর্ড গরমে ফুটছে তিলোত্তমা, তাপমাত্রা আর কত বৃদ্ধির আশঙ্কা?

লাগাতার তাপপ্রবাহ। এমন শুকনো গরম এর আগে কবে হয়েছিল মনে পড়ছে না কলকাতাবাসীর। সমস্ত রেকর্ড ভেঙে মঙ্গলবার কলকাতায় এখনও পর্যন্ত সর্বোচ্চ গরম। এপ্রিল মাসের শেষদিন তাপমাত্রার পারদ উঠল ৪৩ ডিগ্রি সেলসিয়াসে যা এখন পর্যন্ত সবচেয়ে বেশি। দমদম-সল্টলেকে মঙ্গলবার দুপুরে তাপমাত্রা উঠল ৪৩-এ।
লাগাতার তাপপ্রবাহ। এমন শুকনো গরম এর আগে কবে হয়েছিল মনে পড়ছে না কলকাতাবাসীর। সমস্ত রেকর্ড ভেঙে মঙ্গলবার কলকাতায় এখনও পর্যন্ত সর্বোচ্চ গরম। এপ্রিল মাসের শেষদিন তাপমাত্রার পারদ উঠল ৪৩ ডিগ্রি সেলসিয়াসে যা এখন পর্যন্ত সবচেয়ে বেশি। দমদম-সল্টলেকে মঙ্গলবার দুপুরে তাপমাত্রা উঠল ৪৩-এ।
তাপমাত্রার পারদে সোমবারের থেকে ২ ডিগ্রি লাফ দিয়ে কলকাতায় রেকর্ড গরম। গরম তাওয়ার মতো সেঁক লাগছে বাইরে। রাস্তাঘাটে থাকা পশুপাখি-গাছপালা-মানুষের শোচনীয় পরিস্থিতি।
তাপমাত্রার পারদে সোমবারের থেকে ২ ডিগ্রি লাফ দিয়ে কলকাতায় রেকর্ড গরম। গরম তাওয়ার মতো সেঁক লাগছে বাইরে। রাস্তাঘাটে থাকা পশুপাখি-গাছপালা-মানুষের শোচনীয় পরিস্থিতি। আগামী পাঁচ দিনে তাপমাত্রার কোনও উল্লেখযোগ্য পরিবর্তন নেই।
গরম জলের মতো ফুটছে কলকাতার আবহাওয়া। আবহবিদরা বলছেন, ১০০ বছরে এমন টানা তাপপ্রবাহ কলকাতা দেখেনি। ১৯ এপ্রিল থেকে শুরু হয়েছে। টানা চলছে।
গরম জলের মতো ফুটছে কলকাতার আবহাওয়া। আবহবিদরা বলছেন, ১০০ বছরে এমন টানা তাপপ্রবাহ কলকাতা দেখেনি। ১৯ এপ্রিল থেকে শুরু হয়েছে। টানা চলছে।
তাপমাত্রা কমার কোনও নামই নেই উল্টে লাফিয়ে লাফিয়ে ১-২ ডিগ্রি করে তাপমাত্রা বেড়েই চলেছে দক্ষিণবঙ্গের জেলায় , জেলায়৷ কলকাতা সহ পুরো দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই জারি রয়েছে তাপপ্রবাহের রেড অ্যালার্ট৷
তাপমাত্রা কমার কোনও নামই নেই উল্টে লাফিয়ে লাফিয়ে ১-২ ডিগ্রি করে তাপমাত্রা বেড়েই চলেছে দক্ষিণবঙ্গের জেলায় , জেলায়৷ কলকাতা সহ পুরো দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই জারি রয়েছে তাপপ্রবাহের রেড অ্যালার্ট৷
আবহাওয়া দফতরের কলকাতা বিভাগ থেকে জারি করা সাম্প্রতিকতম ওয়েদার আপডেটে দেখা গিয়েছে, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে তাপপ্রবাহের রেড অ্যালার্ট জারি রয়েছে আগামী ৪-৫ দিন৷
আবহাওয়া দফতরের কলকাতা বিভাগ থেকে জারি করা সাম্প্রতিকতম ওয়েদার আপডেটে দেখা গিয়েছে, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে তাপপ্রবাহের রেড অ্যালার্ট জারি রয়েছে আগামী ৪-৫ দিন৷
কলকাতায় মঙ্গলবার তাপমাত্রার পারদ একধাক্কায় আর ১-২ ডিগ্রি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে৷ Accuweather -র ওয়েদার আপডেট অনুসারে মঙ্গলবার তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। যার ফিল লাইক হতে পারে ৪৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
কলকাতায় মঙ্গলবার তাপমাত্রার পারদ একধাক্কায় আর ১-২ ডিগ্রি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে৷ Accuweather -র ওয়েদার আপডেট অনুসারে মঙ্গলবার তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। যার ফিল লাইক হতে পারে ৪৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।