Tag Archives: IND vs SL

Rishabh Pant quickest 50: শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাট হাতে কপিলের এই রেকর্ড ভেঙে দিলেন ঋষভ পন্থ ! দেখুন

#বেঙ্গালুরু: তিনি যেদিন ব্যাট করবেন সেদিন অন্য কেউ সেই জায়গা নিতে পারবে না। এত অল্প সময়ে টেস্ট ক্রিকেট খেলছেন, কিন্তু নিজের যোগ্যতা আগেই বুঝিয়ে দিয়েছেন ঋষভ পন্থ। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মাটিতে শতরান করেছিলেন আগে। তার বিরুদ্ধে বরাবর অভিযোগ ওঠে খারাপ শট খেলে উইকেট দিয়ে আসেন। কিন্তু এই মুহূর্তে কোচ রাহুল দ্রাবিড় সঙ্গে কথা বলে নিজের খেলার অনেকটা উন্নতি করেছেন তিনি।

আরও পড়ুন – Anil Kumble son, wildlife photographer : দুর্ধর্ষ ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার! চিনে নিন অনিল কুম্বলের ছেলে মায়াসকে

ঋষভ পন্থ রবিবার ব্যাট হাতে ধামাকা করলেন বেঙ্গালুরুর মাঠে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৮ বলে পূর্ণ করে ফেললেন অর্ধশত রান। মারলেন ৭ টি বাউন্ডারি এবং দুটি ওভার বাউন্ডারি। স্ট্রাইক রেট ছিল ১৭৮। কপিল দেব আজকের আগে পর্যন্ত টেস্ট ক্রিকেটে ভারতীয়দের মধ্যে দ্রুততম ৩০ বলে অর্ধশতরান করেছিলেন। কপিলকে আজ পেছনে ফেলে দিলেন ঋষভ পন্থ।

কাট, পুল, ড্রাইভ, সুইপ্ – কী ছিল না? যতক্ষণ উইকেটে ছিলেন ভরপুর এন্টারটেইনমেন্ট করলেন দর্শকদের। অবশেষে জয় বিক্রমের বলে মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন। কিন্তু ততক্ষণে শ্রীলংকার রক্তক্ষরণ বেড়ে গিয়েছে। কোন বোলারকে যেন ভয় পাওয়ার ব্যাপার নেই তার ধাতে। লাল বলেও যেমন মারেন, গোলাপি বলেও তেমনই শট খেলতে পছন্দ করেন ভারতের উইকেট-রক্ষক ব্যাটসম্যান।

শুধু ব্যাটিং নয়, সম্প্রতি নিজের উইকেট রক্ষার ব্যাপারেও উন্নতি করেছেন। শ্রীলঙ্কার বোলারদের দেখে মনে হচ্ছিল ছেড়ে দে মা কেঁদে বাঁচি। সুনীল গাভাসকার আগে বলেছিলেন যেদিন নিজের উইকেটের মূল্য বুঝতে শিখবে পন্থ, সেদিন তাকে থামানো যাবে না।

তিনি এখন নিজের উইকেট এর মূল্য বুঝতে শিখেছেন। কিন্তু নিজের স্বাভাবিক আক্রমনাত্মক ব্যাটিং বজায় রেখে চলেছেন। এটাই ঋষভ পন্থ। অস্ট্রেলিয়ার মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ভাল পারফরম্যান্স অনেকটাই নির্ভর করে আছে ঋষভ পন্থর ওপর।

Jasprit Bumrah 300 wickets : দেশের মাটিতে প্রথম বার পাঁচ উইকেট, মোট ৩০০ উইকেটের মালিক হলেন বুমরাহ

#বেঙ্গালুরু: পিঙ্ক বল টেস্টের দ্বিতীয় দিনে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে নতুন নজির গড়লেন জসপ্রীত বুমরাহ। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে ৩০০ উইকেটের মালিক হয়ে গেলেন তিনি। দেশের মাঠে এই প্রথমবার ৫ উইকেট পেলেন জসপ্রীত বুমরাহ। প্রথম দিনেই কুশল মেন্ডিস, থিরিমান্নে, অ্যাঞ্জেলো ম্যাথুজকে আউট করেছিলেন। রবিবার ফিরিয়ে দিলেন এম্বুলদেনিয়া এবং ডিকওয়েলাকে।

আরও পড়ুন – Gavaskar on Mohammed Shami : প্যাট কামিন্স, অ্যান্ডারসনদের সঙ্গে শামিকে একই জায়গায় রাখছেন সুনীল গাভাসকার

যেমন গতির হেরফের ঘটালেন, তেমনই বাউন্সার, ইয়র্কার, স্লোয়ার দিয়ে চাপে ফেলে দিলেন ব্যাটসম্যানদের। যেখানে লঙ্কান স্পিনাররা দাপট দেখিয়েছিল, সেখানে পেসের দাপট দেখালেন বুমরাহ। এই নিয়ে ২৯ টেস্টে অষ্টম বার ৫ উইকেট পেলেন তিনি। প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আমি পয়সা খরচ করে বুমরাহর বোলিং দেখতে চাই। দুর্দান্ত বোলার। কন্ডিশন যাই হোক, বুমরাহর পারফরম্যান্সে প্রভাব পড়ে না।

এদিকে স্বামীর সাফল্যে গর্বিত বুমরাহর স্ত্রী সঞ্জনা গণেশন উচ্ছ্বাস প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। সুনীল গাভাসকার জানিয়েছেন নিজেকে ফিট রাখতে পারলে ভবিষ্যতে আরো অনেক সাফল্য অপেক্ষা করে আছে বুমরাহর জন্য। ভারতের সম্পদ এই ছেলেটা। তিনটে ফরম্যাটেই নিজেকে প্রমাণ করেছে।

প্রাক্তন পেসার অজিত আগারকার মনে করেন বুমরাহর এত কম সময়ের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০ উইকেট তুলে নেওয়া মুখের কথা নয়। দুর্দান্ত প্রাপ্তি। পাশাপাশি মুম্বই ইন্ডিয়ান্স দলে জাহির খান এবং অতীতে লাসিথ মালিঙ্গার সঙ্গে সময় কাটাতে পেরে নিজেকে উন্নত করেছেন বুমরাহ। সব সময় শেখার ইচ্ছে তাকে বাকিদের থেকে আলাদা করে দিয়েছে।

IND vs SL, Pink Ball test : বেঙ্গালুরুতে পিঙ্ক বল টেস্টের ঘূর্ণি সামলে ব্যাট হাতে জ্বলে উঠলেন শ্রেয়স আইয়ার

ভারত -২৫২
প্রথম ইনিংস

#বেঙ্গালুরু: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে টুর্নামেন্টের সেরা নির্বাচিত হয়েছিলেন। পরপর তিনটি অর্ধশত রান করে বুঝিয়ে দিয়েছিলেন জীবনের সেরা ছন্দে আছেন। তার আগে ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জীবনের প্রথম টেস্টে সেঞ্চুরি করেছিলেন কানপুরে। আজ পিঙ্ক বল টেস্টে বেঙ্গালুরুর মাঠে ব্যাট হাতে আবার জ্বলে উঠলেন শ্রেয়স আইয়ার। রোহিত, বিরাট, আগারওয়াল, জাদেজা যেখানে ব্যর্থ স্পিন সামলাতে, সেখানে বুক চিতিয়ে লড়াই করলেন শ্রেয়স।

আরও পড়ুন -ICC women World Cup, Yuvraj Singh : দুই ভারতীয় কন্যার দুর্ধর্ষ ব্যাটিং দেখে মুগ্ধ যুবরাজ সিং! দিলেন বিশেষ বার্তা

সময় নিলেন। পিচের সঙ্গে মানিয়ে নেওয়ার পর নিজের স্বাভাবিক আক্রমনাত্মক শট খেললেন। দ্বিতীয় ওভারেই রোহিতের সঙ্গে ভুল বোঝাবুঝির ফলে ৪ রানের মাথায় রানআউট হলেন ময়ঙ্ক আগারওয়াল। ১৫ রান করে এমবুলদেনিয়ার বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন অধিনায়ক রোহিত শর্মা। যদিও দেখে মনে হচ্ছিল ভারত অধিনায়ক এদিন বড় রান পেতে চলেছেন। একটি বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি মারেন রোহিত।

অন্যদিকে হনুমা বিহারি ভাল মানিয়ে নিয়েছিলেন। সিঙ্গল,ডবল নিয়ে স্কোরবোর্ড চালু রাখার পাশাপাশি খারাপ বল বাউন্ডারির বাইরে পাঠাচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত জয় বিক্রমের বলে ক্যাচ দিলেন উইকেটরক্ষক ডিকওয়ালার হাতে। বিহারী করলেন ৩১ রান। আশা ছিল বিরাট কোহলিকে নিয়ে। আগের ম্যাচে মোহালিতে ৪৫ করে আউট হয়েছিলেন। সেটা ছিল তাঁর শততম টেস্ট ম্যাচ। দ্বিতীয় ইনিংসে আর ব্যাট করার প্রয়োজন হয়নি।

কিন্তু চিন্নাস্বামী অর্থাৎ বেঙ্গালুরুর মাঠ বিরাটের সেকেন্ড হোম। শুরুটা খারাপ করেননি। সাবধানে এগোচ্ছিলেন। কিন্তু হঠাৎ করেই ধনঞ্জয়ের বলে এলবি হলেন। বলটা পড়ে হঠাৎ করে নিচু হয়ে গেল। ২৩ করলেন বিরাট। তার ইনিংসে ছিল দুটি বাউন্ডারি। প্রথম সেশনেই চারটি উইকেট হারায় ভারত। তিনটি উইকেট নিয়েছেন স্পিনাররা। বোঝাই যাচ্ছে খেলা যত এগোবে তত সুবিধা পাবেন স্পিনাররা।

প্রথম সেশনেই যখন এতটা বল ঘুরছে, তখন যে দল দ্বিতীয় ইনিংসে ব্যাট করবে তাদের ভাগ্যে দুঃখ আছে বলা যায়। বিশেষ করে অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা নিজেদের স্বাভাবিক বোলিং করতে পারলে শ্রীলংকার ব্যাটসম্যানদের কড়া পরীক্ষা দিতে হবে। প্রথম দু’ঘণ্টার খেলার পর উইকেটে ছিলেন ঋষভ পন্থ এবং শ্রেয়স আইয়ার। ভারতের লক্ষ্য থাকবে দিন-রাতের টেস্ট ম্যাচে এই দুজন আরও কিছু রান যোগ করুন। তবে রবীন্দ্র জাদেজা, অশ্বিন ব্যাট হাতেও অবদান রাখতে পারেন।

ঋষভ পন্থ ২৬ বলে ৩৯ করে বোল্ড হলেন এম্বুলদেনিয়ার বলে, ব্যাকফুটে খেলতে গিয়ে। রবীন্দ্র জাদেজা (৪) ফিরে গেলেন এম্বুলদেনিয়ার শিকার হয়ে। এরপর অশ্বিন কিছুটা ভরসা দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু ধনঞ্জয় সিলভার বলে উইকেট রক্ষকের হাতে ধরা পড়লেন ১৩ করে। অক্ষর প্যাটেল লাকমলের বলে বোল্ড হলেন ৯ করে। শামি ৫ করে ফিরে গেলেন জয় বিক্রমের বলে। অল্পের জন্য শতরান হাতছাড়া হল শ্রেয়াস আইয়ারের। জয় বিক্রমের বলে মারতে গিয়ে স্টাম্প হলেন ৯২ করে।

IND vs SL, Chameera out : গোলাপি বলের টেস্ট শুরুর আগেই জোড়া চোটের ধাক্কায় কাবু শ্রীলঙ্কা শিবির

#বেঙ্গালুরু: শক্তির বিচারে ভারতের থেকে অনেকটাই পিছিয়ে বর্তমান শ্রীলঙ্কা ক্রিকেট দল। কিছুটা অনভিজ্ঞতা, কিছুটা চাপ সামলাতে না পারার ক্ষমতা তাদের বিপক্ষে যাচ্ছে। শেষ কয়েক বছরে ভারতের বিপক্ষে লঙ্কানদের পরিসংখ্যান উল্লেখ যোগ্য নয়। টেস্ট ক্রিকেটের পাশাপাশি, লিমিটেড ওভার ক্রিকেটেও ভারতের কাছে বেশিরভাগ হেরেছে তারা। কিন্তু দলটায় প্রতিভার অভাব নেই।

আরও পড়ুন – IND vs SL, Chinnaswamy Stadium : টিম ইন্ডিয়ার অন্যতম পয়া মাঠ! ১৭ বছর বেঙ্গালুরুর চিন্নাস্বামীতে হারেনি ভারত

যদিও মোহালিতে ভারতের কাছে তিন দিনের মধ্যেই ইনিংসে হারের সম্মুখীন হয়েছিল দিমুথ করুণারত্নের শ্রীলঙ্কা। বেঙ্গালুরুতে সিরিজ হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। তবে তার আগেও শ্রীলঙ্কার অস্বস্তি কাটছে না। এবার ছিটকে গেলেন ফর্মে থাকা ওপেনার পাথুম নিসঙ্কা। ফিটনেসজনিত কারণে প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও নামতে পারবেন না দুষ্মন্ত চামিরা। গোড়ালির চোটের কারণে প্রথম টেস্টে চামিরাকে না পেলেও দ্বিতীয় টেস্টে পাওয়া যাবে বলে আশাবাদী ছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুণারত্নে।

যদিও আজ তিনি জানিয়েছেন, চলতি বছর টি ২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে চামিরাকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না শ্রীলঙ্কার মেডিক্যাল প্যানেল। সেই মোতাবেকই তাঁর চোটের শুশ্রূষা চলছে। ঠিক হয়েছে সীমিত ওভারের ক্রিকেটেই চামিরাকে খেলানো হবে। উল্লেখ্য, অস্ট্রেলিয়া সফরে পাঁচটি ও ভারতে তিনটি টি ২০ আন্তর্জাতিকে খেলেছিলেন চামিরা। চোটের কারণে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল।

ফ্লাডলাইটে দিন দিন-রাতের টেস্টে ফিট চামিরা খেলতে পারলে শ্রীলঙ্কার বোলিং শক্তি নিশ্চিতভাবেই কিছুটা শক্তিশালী হত। চামিরা আইপিএলে রয়েছেন লখনউ সুপার জায়ান্টস দলে। বড় ধক্কা পাথুম নিসঙ্কার ছিটকে যাওয়া। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিকে তিনি ঝোড়ো ৭৫ রানের ইনিংস খেলেছিলেন। শ্রীলঙ্কার এই ওপেনার মোহালি টেস্টেও অর্ধশতরান পেয়েছিলেন।

প্রথম ইনিংসে অপরাজিত ছিলেন ৬১ রানে। কিন্তু পিঠের চোট তাঁকে ছিটকে দিল বেঙ্গালুরু টেস্ট থেকে। ভারত সফরে শ্রীলঙ্কার যে কয়েকজন কিছুটা সফল তাঁদের মধ্যে নিসঙ্কা অন্যতম। শ্রীলঙ্কার অনভিজ্ঞ টেস্ট দলে নিসঙ্কার ব্যাটিং গড়ও ৪০-এর উপর।

সিরিজে সমতা ফেরানোর লড়াইয়ে নামার আগে চোট সমস্যাও চ্যালেঞ্জ শ্রীলঙ্কার। তবে অধিনায়ক করুনারত্নে মনে করেন মোহালি টেস্টের ভুল ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে বেঙ্গালুরুতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে শ্রীলঙ্কা।

Viral Video: পুষ্পায় পুরোপুরি মজে বিরাট কোহলি, শ্রীবল্লি নাচের পর এবার পুষ্পা ট্রেন্ড, ভাইরাল

#মোহালি: ভারত বনাম শ্রীলঙ্কা (Ind vs SL) টেস্ট তাঁর কেরিয়ারের শততম টেস্ট ছিল৷ বিরাট কোহলি (Virat Kohli) নিজের কেরিয়ারের এই মাইলস্টোন নিয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ছিলেন কোহলি৷ এই ম্যাচের শুরুতে তাঁকে বিশেষ ১০০ লেখা টেস্ট ক্যাপ দিয়ে বরণ করা হয়৷

আরও পড়ুন – Shane Warne Passes Away: মাটিতে, বালিশে, তোয়ালেতে লেগে রক্তের ছোপ, তবে শরীরে নেই ড্রাগের অস্তিত্ব, ওয়ার্নের মৃত্যু তদন্তের আপডেট

শুধু এটুকুই নয়- ভারত বনাম শ্রীলঙ্কা (Ind vs SL) ম্যাচের দ্বিতীয় দিনে বিরাট কোহলিকে গার্ড অফ অনার দিয়ে মাঠে ঢোকানো হয়৷ সেই ভিডিও ভাইরাল  (Viral Video) হয়েছিল৷

এদিকে এসবের পর ভাইরাল হয় বিরাট কোহলির পুষ্পা ট্রেন্ড (Virat Kohli Pusha Trend)৷  এর আগেও ভারত ওয়েস্টইন্ডিজের (Ind vs WI) বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ৪৪ রানে জয় পেয়ে সিরিজ ২-০ এগিয়ে গেছে৷ আহমেদবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টিম ইন্ডিয়া নিজের বোলারদের দমে ২৩৭ রানের ছোট স্কোর দারুণ সাফল্যের সঙ্গে রক্ষা করতে পারলেন৷ ভারতীয় বোলাররা ওয়েস্টইন্ডিজ মাত্র ১৯৩ রানের স্কোরে অলআউট হয়ে যায়৷ তবে ভারত বনাম ওয়েস্টইন্ডিজ (Ind vs WI) প্রথম একদিনের ম্যাচে সহজ জয় পেলেও দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য একটু লড়াই করতে হয়৷ এই ম্যাচে সুপার ভাইরাল (Viral News) হয়ে গেলেন বিরাট কোহলি (Virat Kohli)৷ কারণ যে সে কাজ নয়, একে তো মহা গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে দলকে জয়ের রাস্তায় এনে দেন আর তার সঙ্গে উইকেট নেওয়ার সেলিব্রেশন হিসেবে ভাইরাল নাচ (Viral Video) শ্রীবল্লী-র (Srivalli Song) ছন্দে সেলিব্রেট (Virat Kohli Pusha Trend) করেন৷

আল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দানা -র অভিনীত পুষ্পা ছবিতে এখন মজেই রয়েছেন বিরাট কোহলি তা ফের একবার বোঝা গেল রবিবার৷ আগেরবার নেচেছিলেন শ্রীবল্লি আর এবারে ‘‘ম্যায় ঝুকেঙ্গা নেহি , পুষ্পা ফ্লাওয়ার নেহি ফায়ার হ্যায়’’-র সঙ্গে সিগনেচার স্টাইল দাড়িতে হাত বোলানো অর্থাৎ সোজা কথায় পুষ্পা ট্রেন্ডে (Virat Kohli Pusha Trend) ভেসে যান৷ সেই মাঠের ভিডিও এখন ভাইরাল (Viral Video)৷

আরও পড়ুন – Ind vs SL: কোহলির শততম ম্যাচে কেক কাটলেন রবীন্দ্র জাদেজা, তারপর যা হল, রইল ভিডিও

দেখে নিন সেই ভাইরাল ভিডিও (Viral Video)৷

ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম টেস্টে ভারত জেতে এক ইনিংস ও ২২২ রানে৷ নিজের শততম টেস্টে মাচ্র ৩ দিনেই জয় এতে দারুণ খুশি ছিলেন বিরাট কোহলি৷ মাঠের মধ্যে তাঁর স্বতঃস্ফূর্ত এই নাচেই সকলে সেটাই বুঝতে পারছেন৷

Ind vs SL: কোহলির শততম ম্যাচে কেক কাটলেন রবীন্দ্র জাদেজা, তারপর যা হল, রইল ভিডিও

#মোহালি:  ভারতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কার বিরুদ্ধে  (India vs Sri Lanka) মোহালি টেস্ট শেষ করে দিয়েছে একেবারে ঝোড়ো স্টাইলে৷ ম্যাচ জয়ের সেলিব্রেশনেরও তাই ব্যবস্থা ছিল৷ এটা বিরাট কোহলির (Virat Kohli) শততম টেস্ট ম্যাচ ( virat kohli 100th test ) ছিল৷ তাই টিম ইন্ডিয়া দারুণ জয় উপহার দিলেন প্রাক্তন অধিনায়ককে -যাতে তাঁর এই মাইলস্টোন টেস্ট তাঁর চির স্মরণীয় থাকে৷ ভারতীয় দল সফরকারী শ্রীলঙ্কা (Ind vs SL) দলের বিরুদ্ধে তৃতীয় দিনের মধ্যেই শেষ করে দেয়৷ শ্রীলঙ্কা এক ইনিংস ও ২২২ রানে হেরে যায়৷ এর ফলে ২-০ সিরিজে এগিয়ে যায় তারা৷ ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট শুরু হবে ১২ মার্চ বেঙ্গালুরুতে৷ এই টেস্টে গোলাপি বলে খেলা হবে সেটা ডে অ্যান্ড নাইট টেস্ট  (India vs Sri Lanka Day-Night Test)  ম্যাচ হবে৷

মোহালিতে খেলা প্রথম টেস্ট সিরিজে রোহিত শর্মা-র নেতৃত্বাধীন ভারতীয় দল শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে ১৭৪ রানে প্যাকআপ করে দিয়ে দ্বিতীয় ইনিংসেও ১৭৮ রানে গুটিয়ে দেওয়া হয়৷ শ্রীলঙ্কা তৃতীয় দিনে ১৬ উইকেট হারায়৷ প্রথম ইনিংসে শ্রীলঙ্কার পুরো দল রবীন্দ্র জাদেজার ব্যক্তিগত স্কোরের থেকে এক রান পিছনে ছিল৷ দ্বিতীয় ইনিংসে তারা রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja)  রানের থেকে তিন রান বেশি করে তারা৷ ৬০ বছর বাদে এমন কোনও ক্রিকেটার এই কাজ করলেন যিনি এক ইনিংসে ১৫০ -র বেশি রান করেন এবং ৫উইকেটও নেন৷ রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)  শানদার পারফরম্যান্সের জন্য ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন৷

আরও পড়ুন – Healthy Lifestyle: সুস্বাস্থ্যের জন্য RO খাবার জল! শরীরের দীর্ঘমেয়াদী সর্বনাশ হয়ে যাচ্ছে

দেখে নিন রবীন্দ্র জাদেজার কেক কেটে সেলিব্রেশনের ভিডিও

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) নিজের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে এই ভিডিও আপলোড করেছে৷ এই ভিডিওতে দেখা যাচ্ছে হোটেলের একদম বাইরে একটা কেক রাখা রয়েছে৷ রবীন্দ্র জাদেজা কেকে কাটার পরেই সব ক্রিকেটাররা ও কোচ রাহুল দ্রাবিড় সেই কেকের টুকরো ঝাঁপিয়ে পড়ে৷

আরও পড়ুন – Shane Warne Passes Away: মাটিতে, বালিশে, তোয়ালেতে লেগে রক্তের ছোপ, তবে শরীরে নেই ড্রাগের অস্তিত্ব, ওয়ার্নের মৃত্যু তদন্তের আপডেট

এই ভিডিওর ক্যাপশনে লেখা রয়েছে , ‘‘ম্যান অফ দ্য ম্যাচ রবীন্দ্র জাদেজাকে হাততালির সঙ্গে স্বাগত৷’’

Ravindra Jadeja vs Sri Lanka : ব্যাটে, বলে শ্রীলঙ্কাকে ধ্বংস করেও উচ্ছ্বাসে ভাসতে রাজি নন রবীন্দ্র জাদেজা! কী বলছেন শুনুন

#মোহালি: গত আড়াই মাসে তাকে মিস করেছিল ভারতীয় ক্রিকেট সেটা পদে পদে বুঝিয়ে দিচ্ছেন রবীন্দ্র জাদেজা। শ্রীলংকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে দুরন্ত পারফর্ম করার পর টেস্ট ক্রিকেটেও মজাই রইল রবীন্দ্র জাদেজার জাদু। ব্যাট হাতে সাত নম্বরে নেমে ১৭৫ রানের ইনিংস। বল হাতে দুটো ইনিংস মিলিয়ে ৯ উইকেট। স্বাভাবিকভাবেই ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন রবীন্দ্র জাদেজা। ক্রিকেটার হিসেবে তিনি এখন কতটা কমপ্লিট সেটা বোঝা যাচ্ছে।

আরও পড়ুন – Gavaskar on Rohit Sharma captaincy : অধিনায়ক হিসেবে রোহিত শর্মার খুঁত খুঁজে পাওয়া যাবে না, বলছেন সুনীল গাভাসকার

ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে জাদেজা বললেন, মোহালিতে তিনবার ম্যান অফ দ্যা ম্যাচ। আমার জন্য সৌভাগ্য বয়ে আনে এই মাঠ। ঋষভ পন্থকে নিয়ে প্রথমে আমার মানিয়ে নেওয়ার টার্গেট ছিল। তবে নির্দিষ্ট টার্গেট মাথায় রাখি না। শুধু লক্ষ্য ছিল দলের রান যত সম্ভব বাড়িয়ে নিয়ে যাওয়া। নিজের দক্ষতার উপর ভরসা ছিল। যতটা সম্ভব লেট খেলার চেষ্টা করেছি। উইকেট ব্যাটিংয়ের জন্য আদর্শ ছিল। আমার দায়িত্ব ছিল প্রথমে দলের রান ৪৫০ বা তার বেশি নিয়ে যাওয়া।

কিন্তু তারপর নিজের স্বাভাবিক ব্যাটিং করতে পারার কারণে রান বেড়ে গেল। ডবল সেঞ্চুরি নিয়ে মাথা ব্যথা ছিল না। আমার ভূমিকা একজন অলরাউন্ডার হিসেবে। সেটাই নিখুঁত ভাবে করার চেষ্টা করি। দ্বিতীয় টেস্ট গোলাপি বলে।এসজি পিঙ্ক বলে খেলিনি। বেঙ্গালুরুতে নামার আগে একটু মানিয়ে নিতে হবে। আমি মনে করি এই ম্যাচে আমি পারফর্ম করলেও, একা আমার পারফরম্যান্সে দল জেতেনি। প্রত্যেকের অবদান আছে। আমরা একটা টিম হিসেবে জিতেছি।

দীর্ঘদিন খেলছি। তাই এখন আবেগ নিয়ন্ত্রণ করতে শিখেছি। একটাই লক্ষ্য থাকে। যখনই মাঠে নামব নিজেকে উজাড় করে দেব। অধিনায়ক রোহিত, বিরাট এবং কোচ রাহুল দ্রাবিড় ভরসা রেখেছে। এদের কাছে আমি কৃতজ্ঞ। এভাবেই এগিয়ে যেতে চাই।

সুনীল গাভাসকার, অজিত আগারকার, মুরালি কার্তিকদের মত প্রাক্তন ক্রিকেটাররা মনে করছেন জীবনের সেরা ফর্মে আছেন রবীন্দ্র জাদেজা। এখন তিনি যাই স্পর্শ করছেন, সব যেন সোনা হয়ে যাচ্ছে। তবে এমনি এমনি হয়নি। শেষ কয়েকটা মাস এনসিএ – তে কঠিন ট্রেনিং করেছেন জাদেজা। তারই সুফল পাওয়া যাচ্ছে মাঠে।

Ind vs SL: দারুণ রবীন্দ্র জাদেজা ১৭৪ এ প্যাক আপ শ্রীলঙ্কা, ফলো অন করে নেমেও অস্বতিতেই লঙ্কাবাহিনী

# মোহালি: মোহালিতে ভারত বনাম শ্রীলঙ্কা (Ind vs SL) টেস্ট শেষ হতে কতদিন সময় লাগবে? তিনদিন? সাড়ে তিন দিন? নাকি চার দিন? কারণ ম্যাচের গতি প্রকৃতি দেখে এই খেলা পাঁচদিন পর্যন্ত গড়াবে না এখনই বলে দেওয়া যায়। মোহালিতে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) রবিবার সকালে দায়িত্ব নিয়ে শ্রীলঙ্কার টেল এন্ড সাফ করে দিলেন৷ মাত্র ১৭৪ রানে প্যাক আপ হয়ে গেল শ্রীলঙ্কা৷ আর ভারত অধিনায়ক রোহিত শর্মার সিদ্ধান্তে ফলো অন (Follow On) করানো হল শ্রীলঙ্কাকে ভারত বনাম শ্রীলঙ্কা (Ind vs SL) প্রথম টেস্টে৷

পাথুম নিশঙ্কা ৬১ রানে এক এন্ডে অপরাজিত থাকলেও অন্য এন্ডে শুধুই আয়ারাম গয়ারামের চক্কর৷ দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কার স্কোর ছিল ৪ উইকেটে ১০৮৷ সেখান থেকে রবিবার সকালে প্রথম সেশনটাও পুরো খেলতে পারল না শ্রীলঙ্কা৷ অশ্বিন ও রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) বিষাক্ত স্পিনের কোনও জবাব ছিল না শ্রীলঙ্কার৷ ১৬১ থেকে ১৭৪ রানের মধ্যে ৬ টি উইকেট হারায় শ্রীলঙ্কা৷ রবীন্দ্র জাদেজা একাই নেন ৫ উইকেট৷ উইকেট পান মহম্মদ শামিও৷

এদিকে ১৭৪ প্যাকআপ হয়ে যাওয়া নড়বড়ে শ্রীলঙ্কা ফলো অন করান ভারত অধিনায়ক রোহিত শর্মা৷ এদিকে লাঞ্চের আগে চার ওভারের খেলাতেও দ্বিতীয় ইনিংসের একটি উইকেট হারায় শ্রীলঙ্কা৷ রবিচন্দ্রন অশ্বিন তুলে নেন লাহিরু থিরুমানের উইকেট৷

ভারত বনাম শ্রীলঙ্কা তৃতীয় দিনের লাঞ্চ বিরতিতে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের স্কোর ১ উইকেট খুইয়ে ১০ রান৷

আরও পড়ুন – Ind W vs Pak W: বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে দারুণ তরুণ পূজা-স্নেহা জুটি, চমৎকার স্মৃতি,পাকিস্তানের টার্গেট ২৪৫

এদিকে এর আগে শনিবার প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ইতিমধ্যেই চারটি উইকেট হারিয়েছে শ্রীলংকা। ৮ উইকেটে ৫৭৪ রানের মাথায় ভারতের প্রথম ইনিংস ডিক্লেয়ার দিলেন রোহিত শর্মা। ১৭৫ রানে অপরাজিত থাকলেন রবীন্দ্র জাডেজা। এই পাহাড়প্রমাণ রান তাড়া করা শ্রীলঙ্কার পক্ষে কঠিন ব্যাপার সেটা বোঝার জন্য ক্রিকেট পন্ডিত হওয়ার দরকার ছিল না।

কারণ উইকেট যত সময় যাবে, তত শ্লথ হবে। স্পিন বোলারদের ক্ষেত্রে সুবিধা হবে। ১৭ রান করে অশ্বিনের বলে আউট হলেন থিরিমানে। শ্রীলঙ্কার রান ১ উইকেটে ৫০। বল করতে এসে প্রথম ওভারেই দিমুথ করুণারত্নেকে ২৮ রানে ফেরালেন জাডেজা। শ্রীলঙ্কার দ্বিতীয় উইকেট পড়ল। ব্যাট হাতে টেস্ট ক্যারিয়ারের এখনো পর্যন্ত সেরা ইনিংস খেলার পর বল হাতেও জাদেজা নিজেকে প্রমান করলেন।

আরও পড়ুন – Shane Warne Passes Away: প্রতি রাতে নতুন মহিলা, ড্রাগ নেওয়া, তাঁরই হাতে বল অফ সেঞ্চুরি, রঙিন ওয়ার্ন

বল এতটা স্পিন করল, কিছু করার ছিল না ব্যাটসম্যানের। অভিজ্ঞ ম্যাথুজকে ফেরালেন যশপ্রীত বুমরাহ। শ্রীলঙ্কার তৃতীয় উইকেট পড়ল। তাদের রান ৩ উইকেটে ১০৩। অফ স্টাম্পের লাইনে পড়ে বলটা লেট সুইং করল। শ্রীলংকার অভিজ্ঞ ব্যাটসম্যান বোকা বনে গেলেন। এর আগে অবশ্য নিঃশঙ্ককে বোল্ড করেছিলেন বুমরাহ। কিন্তু নো বল হওয়ার কারণে বেঁচে যান লঙ্কান ব্যাটসম্যান।

এরপর রবীন্দ্র জাদেজার বলে আসালঙ্কাকে আম্পায়ার এলবিডব্লিউ দিলেও রিভিউ নিয়ে বেঁচে যান শ্রীলংকান ব্যাটসম্যান। ভারতের বিরুদ্ধে লঙ্কান ব্যাটসম্যানদের নির্দিষ্ট কোনো পরিকল্পনা চোখে পড়ল না। পিচ তৃতীয় দিন আরও ভাঙবে। সেক্ষেত্রে ভারতীয় স্পিনারদের সামলানো লঙ্কান ব্যাটসম্যানদের মাথাব্যথা আরো বাড়িয়ে দেবে। অশ্বিন, জাদেজা ছাড়াও জয়ন্ত যাদব স্পিন বল করে উইকেট তুলে নেওয়ার ক্ষমতা রাখেন।

তাছাড়া বল পুরনো হলে মহম্মদ শামি এবং বুমরাহ রিভার্স সুইং আদায় করতে জানেন। সব মিলিয়ে দ্বিতীয় দিনের শেষে আইসিইউতে লঙ্কান বাহিনী বলা চলে। তবে মহান অনিশ্চয়তার খেলা ক্রিকেট কখন কি হবে বলা যায় না। অনেকটা নির্ভর করে আছে নিঃশঙ্ক কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারেন তার ওপর। রবিবার সকালে প্রথম সেশনে নিঃশঙ্ককে তাড়াতাড়ি ফিরিয়ে দিতে পারলে শ্রীলঙ্কার কপালে দুঃখ আছে বলে দেওয়া যায়।

Virat Kohli 100th Test: টেস্টে ৮০০০ রান পূর্ণ করলেও, হাফসেঞ্চুরি রইল অধরা

#মোহালি: বিরাট কোহলির ঐতিহাসিক ১০০ তম টেস্ট ম্যাচে  (Virat Kohli 100th test) ভারতীয় ফ্যানরা আশা করছিলেন দীর্ঘ আড়াই বছরের শতরান খরা কাটবে৷ কিন্তু সেই আশা মোহালির মাঠেও পূর্ণ হল না৷ এমনকি হাফসেঞ্চুরির পাঁচ রান দূরেই থমকালো বিরাটের ইনিংস৷ এদিন ভারত বনাম শ্রীলঙ্কা (Ind vs SL) প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে বিরাট কোহলির (Virat Kohli) স্কোর ৪৫৷

এদিন বিরাট কোহলির (Virat Kohli)  ইনিংস সাজানো পাঁচটি চার দিয়ে, ৭৬ বলে এই রান করেন তিনি৷ তবে বিরাট কোহলির শততম ম্যাচে Virat Kohli 100th test)  সেভাবে বড় স্কোর না হলেও তিনি এদিন টেস্ট ম্যাচে তিনি মোট ৮০০০ রানের মাইল ফলক পেরোলেন৷

আরও পড়ুন – Virat Kohli 100th Test: বিরাটের শততম ম্যাচে কেন পাশে অনুষ্কা শর্মা, নেটিজেনদের

এদিকেবিরাট কোহলির শততম টেস্ট ম্যাচ (Virat Kohli 100th test)  ৷ তাই এই ম্যাচ শুরুর আগে বিরাট কোহলিকে সম্বর্ধনা দিয়েছে৷ বিসিসিআই৷ রাহুল দ্রাবিড় হাতে তুলে দিয়েছেন বিশেষ শততম টেস্টের জন্য ক্যাপ৷ রাহুল দ্রাবিড় এই সম্মান তুলে দিয়ে বিরাটকে প্রশংসা করার পাশাপাশি বিরাটের এই পথকেও প্রশংসা করেছেন৷ এদিকে বিরাট কোহলির পাশে এদিন সম্বর্ধনার সময় দাঁড়িয়েছিলেন তাঁর স্ত্রী৷ সবসময়েই বিরাট তাঁর সাফল্যের কৃতিত্ব দেন তাঁর অর্ধাঙ্গিনী অনুষ্কা শর্মাকে (Anushka Sharma) ৷
বিসিসিআই ট্যুইটারে বিরাট কোহলির শততম ম্যাচের (Virat Kohli 100th test)  সম্বর্ধনা দেওয়ার ভিডিও পোস্ট করেছে৷ দেখে নিন সেই ভাইরাল ভিডিও (Viral Video)৷

এদিকে বিরাট কোহলির পাশে এদিন সম্বর্ধনার সময় দাঁড়িয়েছিলেন তাঁর স্ত্রী৷ সবসময়েই বিরাট তাঁর সাফল্যের কৃতিত্ব দেন তাঁর অর্ধাঙ্গিনী অনুষ্কা শর্মাকে (Anushka Sharma) ৷ এই পরিস্থিতিতে হঠাৎই ক্ষেপে বোম নেটিজেনরা৷

ভারত  বনাম শ্রীলঙ্কা টেস্ট সিরিজে প্রথম ইনিংস বিরাট কোহলির বড় রান পাওয়ায় ফ্যানরা একটু হতাশ তবে দ্বিতীয় ইনিংসেও কতটা সেটা সামাল দেওয়া যাবে৷

Virat Kohli 100th Test: বিরাটের শততম ম্যাচে কেন পাশে অনুষ্কা শর্মা, নেটিজেনদের তোপের মুখে বিরাটের বউ

#মোহালি: ভারত বনাম শ্রীলঙ্কার  (India vs Sri Lanka) মধ্যে দুটি টেস্ট ম্যাচ খেলা হচ্ছে৷ তার প্রথম ম্যাচ আজ মোহালিতে খেলা হচ্ছে ৷ এটা আরও বিশেষ বিরাট কোহলির শততম টেস্ট ম্যাচ (Virat Kohli 100th test)  ৷ তাই এই ম্যাচ শুরুর আগে বিরাট কোহলিকে সম্বর্ধনা দিয়েছে৷ বিসিসিআই৷ রাহুল দ্রাবিড় হাতে তুলে দিয়েছেন বিশেষ শততম টেস্টের জন্য ক্যাপ৷ রাহুল দ্রাবিড় এই সম্মান তুলে দিয়ে বিরাটকে প্রশংসা করার পাশাপাশি বিরাটের এই পথকেও প্রশংসা করেছেন৷ এদিকে বিরাট কোহলির পাশে এদিন সম্বর্ধনার সময় দাঁড়িয়েছিলেন তাঁর স্ত্রী৷ সবসময়েই বিরাট তাঁর সাফল্যের কৃতিত্ব দেন তাঁর অর্ধাঙ্গিনী অনুষ্কা শর্মাকে (Anushka Sharma) ৷

বিসিসিআই ট্যুইটারে বিরাট কোহলির শততম ম্যাচের (Virat Kohli 100th test)  সম্বর্ধনা দেওয়ার ভিডিও পোস্ট করেছে৷ দেখে নিন সেই ভাইরাল ভিডিও (Viral Video)৷

এদিকে বিরাট কোহলির পাশে এদিন সম্বর্ধনার সময় দাঁড়িয়েছিলেন তাঁর স্ত্রী৷ সবসময়েই বিরাট তাঁর সাফল্যের কৃতিত্ব দেন তাঁর অর্ধাঙ্গিনী অনুষ্কা শর্মাকে (Anushka Sharma) ৷ এই পরিস্থিতিতে হঠাৎই ক্ষেপে বোম নেটিজেনরা৷

আরও পড়ুন – IND vs SL: শততম টেস্টে বিরাট কোহলি, এত এত রেকর্ড করা বিরাটের নজির এক ক্লিকে

মাঠের বাইশ গজে ক্রিকেট খেলতে, ভারতীয় দলের জার্সি পরতে যে ক্ষমতার দরকার হয় তা কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ৷ এই ক্ষমতা অধিকার করতে পারফরম্যান্স ,স্কিল দিয়ে৷ সেখানে খালি বিরাট কোহলির বউ হয়ে মাঠে ঢুকে ভারতীয় দলের প্লেয়ারদের অনুষ্ঠানে অনুষ্কা শর্মা  (Anushka Sharma) দাঁড়াতে পারেন তা নিয়ে বড় প্রশ্ন৷

দেখে নিন নেটিজেনদের ক্ষোভ

২০১১ সালে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে খেলা দিয়ে প্রথমবার ভারতীয় দলের টেস্ট ক্যাপ পেয়েছিলেন বিরাট কোহলি৷ তিমি ৫০ গড়ে ৭৯৬২ রান করেছেন তাঁর ৯৯ টি টেস্ট থেকে৷ ভারত বনাম শ্রীলঙ্কা টেস্ট (IND vs SL) মোহালিতে খেলে নিজের শততম টেস্ট (Virat Kohli 100th test) খেলছেন কোহলি৷

শেষবার তিনি ব্যাট তুলেছিলেন ২৩ নভেম্বর ২০১৯-এ। তার পর আড়াই বছর, ৭০ ইনিংস ধরে শুধুই অপেক্ষা। বিরাট কোহলি সেঞ্চুরি পাচ্ছেন না। শনিবার কোহলির জীবনে বড় দিন। ১০০ তম টেস্ট (Virat Kohli 100th test) খেলতে নামবেন কোহলি। এবার কি তাঁর সেঞ্চুরির খরা কাটবে এই আশাতেই বিরাট কোহলির শততম ম্যাচ দেখতে বসবেন ফ্যানরা৷