Tag Archives: Indian Women Cricket Team

২২ গজে ব্যাট হাতে নয়, এবার গিটার হাতে গান গেয়ে মন জিতলেন জেমিমা রড্রিগেজ

#মেলবোর্ন: দেশের জার্সি গায়ে ব্যস্ততম সূচির ফাঁকে সময় পেলেন অস্ট্রেলিয়ার মহিলা বিগ ব্যাশ লিগে খেলেন ভারতীয় মহিল ক্রিকেটাররা। হরমনপ্রীত কউর থেকে জেমিমা রড্রিগেজরা সাফল্যের সঙ্গে খেলেন অস্ট্রেলিয়ার মেয়েদের ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে। আর সেখানেই ব্যাট-বলের বাইরে গান গেয়ে সকলের মন জয় করে নিলেন ভারতীয় ব্যাটার জেমিমা রড্রিগেজ।

বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টার্সের হয়ে খেলেন জেমিমা রড্রিগেজ। মেলবোর্ন রেনেগেডসের বিরুদ্ধে সহজ জয়ের পর টিম বাসে ফিরছিল সকল ক্রিকেটাররা। ম্যাচে ব্যাট হাতে রান না পেলেও গিটার হাতে গান গেয়ে সতীর্থদের মন জয় করে নিলেন জেমিমা। বিখ্যাত গান ‘চন্দা মেরেয়া মেরেয়া’ গানটি গিটার বাজিয়ে গান জেমিমা। তার সঙ্গে গলা মেলাতে দেখা যায় বাসের অন্যান্য ক্রিকেটারদের। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় সকলেই পছন্দ করেছেন।

বাইশ গজে ব্যাট হাতে ঝড় তোলার পাশাপাশি, হকির মাঠেও একটা সময় ঝড় তুলতেন জেমিমা। মহারাষ্ট্রের হয়ে তিনি অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ হকি দলে খেলেছেন। ব্যাট, হকি স্টিক হাতে নেওয়ার পাশাপাশি মাঝেমধ্যেই মাইকও ধরেন তিনি। জেমিমার গানের গলাও বেশ সুন্দর। জেমিমার টুইটারে ঢুঁ মারলে মাঝে মধ্যেই দেখা যায়, গানের রিলস পোস্ট করেন। ইন্সটা লাইভেও গান গেয়ে শোনান।

 

আরও পড়ুনঃ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলে থাকছে কোন চমক, দেখে নিন টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ

 

প্রসঙ্গত, মেলবোর্ন রেনেগেডসের বিরুদ্ধে এদিন ম্যাচে সহজ জয় পায় মেলবোর্ন স্টার্স। ম্যাচে প্রথমে ব্যাট করে ১৯ ওভারে ৯১ রানে অলআউট হয়ে যায় রেনেগেডস। মেলবোর্ন স্টার্সের হয়ে ৪টি উইকেট নেন সফি ডে ও ৩টি উইকেট নেন অ্যানাবেল সাদারল্যান্ড। রান তাড়া করতে নেমে ১৭.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় মেলবোর্ন স্টার্স। সর্বোচ্চ ৪২ রান করেন অ্যানাবেল সাদারল্যান্ড।

বুমরাহর বদলে বিশ্বকাপে রেনুকাকে চাই ! সোশ্যাল মিডিয়ায় অদ্ভুত দাবি ভারতীয় সমর্থকদের

#মেলবোর্ন: ভারতের মহিলা ক্রিকেট দলে ঝুলন গোস্বামী অবসর নেওয়ার পর থেকে বিরাট প্রশ্ন ছিল তার জায়গা কে নেবেন? দীর্ঘ সময় ধরে বল হাতে ভারতকে যে সার্ভিস দিয়েছিলেন ঝুলন সেটা আগামী দিনে কার হাত ধরে আসবে? ধুমকেতুর মতো উঠে এসেছেন রেনুকা সিং ঠাকুর। হিমাচলের ২৬ বছরের এই মেয়ে শেষ এক বছর ধরে ধারাবাহিক পারফর্ম করে চলেছেন।

আরও পড়ুন – পাকিস্তানের বিরুদ্ধে কার্তিক নয়, পন্থকে খেলানোর পরামর্শ সুরেশ রায়নার! ব্যাখ্যা করলেন কারণ

মেয়েদের এশিয়া কাপের ফাইনালে অবিশ্বাস্য বোলিং করে রেনুকা সিং ঠাকুরই ভারতের জয়ের মঞ্চ গড়ে দেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের জয়ের পরে সঙ্গত কারণেই তিনি ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন। ফাইনালে ৩ ওভার বল করে ১টি মেডেন-সহ মাত্র ৫ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন রেনুকা।

এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পরে অদ্ভুত একটা গুঞ্জন শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নিছক মজা করেই ভারতীয় সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় দাবি তোলেন যে, মহম্মদ শামি নন, আসন্ন টি-২০ বিশ্বকাপে রেনুকা সিং ঠাকুরই হতে পারেন জসপ্রীত বুমরাহর যথাযথ পরিবর্ত। তাই রেনুকাকে অস্ট্রেলিয়ায় পাঠানো উচিত।

রেনুকা এশিয়া কাপের ৬টি ম্যাচে মাঠে নেমে সাকুল্যে ৬টি উইকেট নিয়েছেন। তিনি টুর্নামেন্টে অত্যন্ত কৃপণ বোলিং করেন। ওভার প্রতি মাত্র ৪.৯৪ রান খরচ করেন ঠাকুর। তাই রেনুকাকে ভারতীয় পুরুষ দল সুযোগ দিলে খারাপ হয় না। তবে এটা নেহাতই মজা। কে না জানেন পুরুষ ক্রিকেটে মহিলা অংশগ্রহণ করবেন কি করে? আবার উল্টোটাও সত্যি।

রেনুকা ভারতীয় মহিলা দলের জার্সিতে কমনওয়েলথ গেমসে সর্বোচ্চ (১১ উইকেট) নিয়েছিলেন। তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজে অসাধারণ বল করেন। সব মিলিয়ে ভারতীয় মহিলা ক্রিকেটে এই মুহূর্তে তিনি হট টপিক। কিন্তু কি আর করা যাবে ? রেনুকাকে বুমরাহর জায়গায় খেলানোর অবস্থা নেই।

IND vs England : ইংল্যান্ডকে হারিয়ে মেয়েদের প্রতিশোধ! ফাইনালে সোনার পদকের আশা বেঁচে থাকল ক্রিকেটে

লন্ডন: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ বছর আগে ২০১৭ সালে লর্ডসে বিশ্বকাপ ফাইনাল হেরেছিল ভারতের মেয়েরা। বলা হচ্ছিল আজ নাকি সেই হারের বদলা নিতে চায় ভারতের মেয়েরা। রেকর্ড গড়লেন স্মৃতি মন্ধানা। ভারতীয় হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম অর্ধশতরান করলেন ভারতীয় বাঁহাতি ওপেনার। ২৩ বলে অর্ধশতরান করেন তিনি। ভাঙলেন নিজেরই রেকর্ড।

ভারতীয় হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগে দ্রুততম অর্ধশতরান করেছিলেন ভারতের সহ-অধিনায়ক স্মৃতিই। তিনি ২৪ বলে অর্ধশতরান করেছিলেন। ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই রেকর্ড গড়েছিলেন স্মৃতি। সেই রেকর্ড ভেঙে গেল শনিবার। উল্লেখ্য, টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম অর্ধশতরানের তালিকায় প্রথম তিনটিই স্মৃতির।

এর আগে ২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৫ বলে অর্ধশতরান করেছিলেন তিনি। ৩২ বলে ৬১ রান করেন তিনি। ভারত তোলে ১৬৪ রান। প্রথম বার কমনওয়েলথ গেমস খেলতে নেমেছে মহিলা ক্রিকেট দল। ফাইনালে উঠতে হলে ইংল্যান্ডকে হারাতেই হবে ভারতকে। জেমিমা রড্রিগেজ করেছিলেন ৪৪। দীপ্তি শর্মা ২২ এবং অধিনায়ক হরমন ২০ করেছিলেন।

ইংল্যান্ডের ড্যানি ওয়াট (৩৫), সোফিয়া (১৯) করেন। কিন্তু তাদের হয়ে একটা দারুণ জুটি গড়ে তোলেন ন্যাট শিভার এবং জন্স। শেষ পর্যন্ত জোন্স ৩১ করে রান আউট হলেন। তবুও অধিনায়ক ন্যাট শিভার থাকা মানে ইংল্যান্ডের জয় আটকানো মুশকিল এ কথা জানা ছিল। ভারতীয় স্পিনারদের মধ্যে স্নেহ রানা বুদ্ধি করে বল করলেন।

দীপ্তি শর্মা বল হাতে অবদান রাখলেন। শেষ দুই ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ২৭ রান। হাতে ছিল ছয় উইকেট। পূজা বস্ত্রকার ১৯ তম ওভার বল করতে এলেন। আজকেই ছিল তার প্রথম ম্যাচ। তৃতীয় এবং চতুর্থ বলে ছক্কা এবং বাউন্ডারি দিয়ে দিলেন তিনি। পরের বলেই রান আউট হলেন ন্যাট (৪১)।

শেষ ওভারে প্রয়োজন ছিল ১৪। রানা বুদ্ধি করে বল করলেন। ক্যাথেরিন তিন নম্বর বলে আউট হলেন হরমনের হাতে ক্যাচ দিয়ে। শেষ পর্যন্ত ভারত জিতল। জয়ের ব্যবধান মাত্র ৪ রান। প্রতিশোধ নেওয়া হল পাঁচ বছর আগের হারের। পাশাপাশি কমনওয়েলথ গোল্ড মেডেল ম্যাচের স্বপ্ন বাঁচিয়ে রাখল মেয়েরা।

India Women vs Sri Lanka : দুর্দান্ত ক্যাপ্টেন হরমনপ্রীত, শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল ভারতের মেয়েরা

#কলম্বো: মিতালি রাজ অধিনায়ক থাকার সময় তার সঙ্গে মতের মিল হত না হরমনপ্রীতের। কোন রাখঢাক না করেই সেটা জানিয়েছিলেন হরমনপ্রীত কউর। তিনি খোলা মনে সিদ্ধান্ত নিতে পারতেন না। এখন ভারতীয় ক্রিকেটে মিতালি এপিসোড অতীত। তিনটি ম্যাচেই জয়। মিতালি রাজের পর এক দিনের ক্রিকেটে ভারতের অধিনায়ক হয়ে সামনে থেকে নেতৃত্ব দিলেন হরমনপ্রীত কৌর।

টানা তিনটি ম্যাচ জিতল ভারত এবং সেই সিরিজের সেরা হলেন ভারত অধিনায়কই। বৃহস্পতিবার প্রথমে ব্যাট করে ভারত। ওপেনার স্মৃতি মন্ধানা মাত্র ছ’রান করে আউট হলেও শেফালি বর্মা ৪৯ রান করেন। উইকেটরক্ষক যষ্টিকা ভাটিয়া ৩০ রান করেন। ৮৯ রানে দুই উইকেট থেকে ভারতের ১২৪ রানে ছ’উইকেট হয়ে যায়। সেখান থেকে দলের হাল ধরেন হরমনপ্রীত।

তাঁর সঙ্গী হন পূজা বস্ত্রকার। দু’জনে ৯৭ রানের জুটি গড়েন। হরমনপ্রীত করেন ৭৫ রান। পূজা অপরাজিত থাকেন ৫৬ রানে। শ্রীলঙ্কার সামনে ২৫৬ রানের লক্ষ্য রাখে ভারত। সেই রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কা শেষ ২১৬ রানে। শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আথাপাত্তু ৪৪ রান করেন।

নীলাক্ষী ডি সিলভা অপরাজিত থাকেন ৪৮ রানে। তাঁরা ছাড়া ভারতীয় দলের বোলিং বিভাগের সামনে কেউই সে ভাবে প্রতিরোধ গড়তে পারেননি। ভারতের হয়ে তিন উইকেট নেন রাজেশ্বরী গায়কোয়াড়। দু’টি করে উইকেট নেন মেঘনা সিংহ এবং পূজা বস্ত্রকার। একটি করে উইকেট পান দীপ্তি শর্মা, হরমনপ্রীত এবং হারলিন দেওল।

হরমনপ্রীত জানিয়েছেন কমপ্লিট টিম গেম হিসেবে এমন পারফরম্যান্স তুলে ধরতে পেরে তারা খুশি। মেয়েরা নিজেদের সেরাটা তুলে ধরেছে। তবে হরমন জানাতে ভোলেননি এটাই কিন্তু ভারতীয় মেয়েদের সেরা পারফরমেন্স নয়। এই দল আরো ভালো খেলার ক্ষমতা রাখে। আগামী দিনে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মত শক্তিশালী দলের বিপক্ষে ভারতের চ্যালেঞ্জ কঠিন হবে বলছেন নতুন অধিনায়ক।

Harmanpreet Kaur : কিংবদন্তি হলেও মিতালি রাজের ইগো সমস্যায় ভুগতে হত দলকে! বিস্ফোরক মেয়েদের নতুন অধিনায়ক

#মুম্বই: ভারতীয় মহিলা ক্রিকেটে কালজয়ী নাম মিতালি রাজ। অনেকের মোটিভেশন, অনেক মেয়ের ক্রিকেট খেলার স্বপ্নের কারণ, অনেকের কাছে জীবন্ত কিংবদন্তি। মিতালি রাজ যে ভারতের মহিলা ক্রিকেটকে একটা প্লাটফর্ম এ নিয়ে গিয়েছেন তাতে সন্দেহ নেই। কিন্তু তাকে নিয়ে কতটা খুশি ছিল ভারতীয় ড্রেসিংরুম? বিভিন্ন যুক্তি কিন্তু শোনা যায়।

আরও পড়ুন – Roshan Mahanama Sri Lanka : স্যালুট করবেন আপনিও! শ্রীলঙ্কার মানুষের পাশে সর্বস্ব দিয়ে দাঁড়ালেন প্রাক্তন ক্রিকেটার

মিতালি রাজ প্রসঙ্গে হঠাৎ একি বললেন হরমনপ্রীত কৌর! যাতে হাটে হাড়ি ভাঙল। প্রকাশ্যে চলে এল ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোন্দল। কী এমন বললেন হরমনপ্রীত? মেয়েদের ভারতীয় দলের নতুন অধিনায়ক স্পষ্ট জানিয়ে দেন, মিতালির সঙ্গে ভাবনায় অনেক ফারাক ছিল তাঁর। অনেক সিদ্ধান্ত নিতে অসুবিধা হচ্ছিল, যায় সরাসরি প্রভাব পড়ছিল দলের ওপর।

Harmanpreet Kaur says it will be easy for her now as captain of women team after Mithali Rajমিতালি অবসর নেওয়ায় যেন হাঁফ ছেড়ে বেঁচেছেন। শ্রীলঙ্কা সফরে রওনা হওয়ার আগে হরমনপ্রীত কৌর বলেন, আগে দলে দু’জন অধিনায়ক থাকায় অনেক বিষয় আলাদা ছিল। আমাদের দু’জনের ভাবনা-চিন্তা আলাদা ছিল। যার প্রভাব দলের ওপর এবং সতীর্থদের ওপরও পড়ত। এখন যেমন গোটা বিষয়টা অনেক পরিষ্কার হয়ে যাবে। অনেক খোলা মনে সিদ্ধান্ত নেওয়া যাবে।

মিতালির সঙ্গে রমেশ পাওয়ারের সম্পর্ক ভাল ছিল না। কিন্তু হরমনপ্রীতের সঙ্গে যথেষ্ট ভাল। জাতীয় দলে থাকাকালীন এই বিষয়টা পছন্দ করতেন না মিতালি। একবার চিঠি দিয়ে ক্ষোভও উগড়ে দিয়েছিলেন। ২৮ জুলাই থেকে কমনওয়েলথ গেমস শুরু। সেখানে অংশ নেবে মেয়েদের ক্রিকেট দল।

শ্রীলঙ্কা সিরিজ তারই প্রস্তুতি হিসেবে দেখছেন হরমনপ্রীতরা। রওনা হওয়ার আগে ভারতের মহিলা দলকে বিশেষ ক্লাস নেন ভিভিএস লক্ষ্মণ। হরমনের জানিয়েছেন ক্রিকেটার হিসেবে তিনি মিতালিকে চিরকাল সম্মান করবেন।

মিতালি একটা জেনারেশনকে উদ্বুদ্ধ করে গিয়েছে তাতে সন্দেহ নেই। হরমন ২০১৮ সাল থেকে টি টোয়েন্টি দলের অধিনায়কত্ব করছেন। এবার দায়িত্ব পেলেন ওয়ানডের। দলের সকলকে নিয়ে মেয়েদের দিকে সাফল্য এনে দিতে মরিয়া হরমন।

IND vs PAK, ICC Womens World Cup : রবিবার মহিলা বিশ্বকাপে পাকিস্তানের জন্য তৈরি মিতালি, ঝুলনদের ভারত

#ক্রাইস্টচার্চ: চির প্রতিদ্বন্দী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারতের মহিলা ক্রিকেট দল। ভারতের মহিলারা পাকিস্তানের কাছে আজ পর্যন্ত একটাও একদিনের ম্যাচ হারেনি। কিন্তু সম্প্রতি আরব আমিরশাহীতে পুরুষদের টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচেই যে অঘটন পাকিস্তান ঘটিয়েছে তা দেখার পর বাড়তি সতর্ক ভারতীয় শিবির। পাকিস্তানকে হালকাভাবে নেওয়ার প্রশ্নই উঠছে না স্পষ্ট জানিয়ে দিলেন ভারতের অধিনায়ক মিতালি রাজ।

আরও পড়ুন – Ukraine Scotland Play off match : এখন যুদ্ধের ভেতর ফুটবল বিশ্বকাপের প্লে অফ ম্যাচ খেলতে রাজি নয় ইউক্রেন

নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে সকাল সাড়ে ছটায় ম্যাচ শুরু হবে। বিশ্বকাপ অভিযান শুরুর আগের দিন মিতালি জানালেন, প্রথম ম্যাচ থেকেই টুর্নামেন্টে ছন্দ তৈরি করে নিতে চায় দল। শনিবার সাংবাদিক বৈঠকে মিতালি জানান, পাকিস্তান শক্তিশালী দল। আমি নিশ্চিত আমাদের মতোই তারাও টুর্নামেন্টের জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছে।

যতগুলি টিম এখানে অংশগ্রহণ করছে, কোন টিমকেই আমরা হালকাভাবে নিতে পারি না। তাই বিশ্বকাপের প্রতিটা ম্যাচই আমরা আত্মবিশ্বাস ও তীক্ষ্ণতার সঙ্গে খেলব। বিশ্বকাপে সুযোগ পেয়েছি। আগামীকালের ম্যাচ দিয়ে আমাদের অভিযান শুরু করার জন্য মুখিয়ে রয়েছি। আমরা পাকিস্তানের বিরুদ্ধে খেলছি সেভাবে বিষয়টি দেখছি না। আমরা মনে করছি আমরা একটা দলের বিরুদ্ধে খেলছি যারা প্রস্তুত হয়ে বিশ্বকাপ খেলতে এসেছে। আমরাও প্রস্তুত।

নিজেদের সেরাটা দেব। আমরা প্রথম ম্যাচ থেকেই টুর্নামেন্টে একটা ছন্দ তৈরি করতে চাই। মিতালি জানান, ফর্মে থাকা ব্যাটার হরমনপ্রীত কউর ও অভিজ্ঞ বোলার ঝুলন গোস্বামী দলের সম্পদ। গত দু বছর ধরে ব্যাটে রান নেই হরমনপ্রীতের।

কিন্তু সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের শেষ ম্যাচে অর্ধশত রান ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে শতরান করে ম্যাচ জিতিয়েছেন হরমনপ্রীত। এছাড়াও স্মৃতি মন্ধনা এবং ওপেনিং ব্যাটসম্যান শেফালির ওপর নির্ভর করছে ভারতের সাফল্য।

Mithali Raj on Harmanpreet Kaur: মহিলাদের বিশ্বকাপে ভারতের সহ-অধিনায়ক হরমনপ্রীত, জানিয়ে দিলেন মিতালি রাজ

#মুম্বই: শেষবার ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে লর্ডসের মাঠে হেরে গিয়েছিল ভারত। মহিলা ক্রিকেট দেশের জনপ্রিয় করে তুলতে বিশ্বকাপ জয় বড় রাস্তা হতে পারে। কিন্তু এত সহজ নয় ভারতীয় মহিলাদের লড়াই। নিউজিল্যান্ডে ৪ মার্চ-৩ এপ্রিল পর্যন্ত মহিলা বিশ্বকাপ খেলা হবে। ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে ৬ মার্চ পাকিস্তানের বিরুদ্ধে। এদিকে যাঁদের এবার বিশ্বকাপে অভিষেক হচ্ছে, বা দলের তরুণ খেলোয়াড়, তাঁদের সঙ্গে নিজের বিশাল অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন অধিনায়ক মিতালি রাজ।

আরও পড়ুন – Esporte Clube Bahia, explosion : ব্রাজিলের ক্লাব ফুটবল দলের টিম বাসে বোমা বিস্ফোরণ! রক্তাক্ত ফুটবলাররা

মিতালি বলেছেন, অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশ্রণে আমাদের টিম একেবারে ব্যালেন্সড। আমি তরুণ খেলোয়াড়দের পরামর্শ দেব, বড় মঞ্চেতারা খেলাটা উপভোগ করুক। কারণ যদি চাপ নিয়ে ফেলে ওরা, তবে সেরাটা দিতে পারবে না। তিনি এর সঙ্গেই যোগ করেছেন, ব্যাটিং বিভাগ আগের চেয়ে সংগঠিত হয়েছে। বোলিং ইউনিট কিছুটা হলেও সময় নিচ্ছে। করোনা বেড়ে যাওয়ার জন্য ভারতে আমরা কোনও শিবির করতে পারিনি। তাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজটি বিশ্বকাপের প্রস্তুতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল।

আরও পড়ুন – PSL Final, Multan Sultans vs Lahore: ডেভিড ভিসার অনবদ্য পারফরমেন্সে পিএসএল ফাইনাল শাহিনের লাহোর কালান্দার্স

প্রসঙ্গত, পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের কাছে ১-৪ ব্যবধানে হেরেছে ভারত। বিশ্বকাপের আগে এই হার নিঃসন্দেহে বড় ধাক্কা টিম ইন্ডিয়ার কাছে। যদিও মিতালি মনে করেন ব্যবধান দেখে ভারতের বিশ্বকাপে সফল হওয়ার প্যারামিটার বিচার করা ঠিক হবে না। বরং ওই সিরিজের ব্যর্থতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কোথায় কোথায় উন্নতি প্রয়োজন। স্মৃতি মন্ধনা, শেফালি ভার্মা, ইয়াশতিকা ভাটিয়ারা জানে তাদের ওপর প্রত্যাশা কতটা।

মিতালি বলছেন এরা প্রত্যেকেই নিজেদের উজাড় করে দেবে। মহিলাদের আসন্ন ৫০ ওভারের বিশ্বকাপের জন্য ভারতের সহ-অধিনায়ক হরমনপ্রীত কউর। শনিবার এমনটাই দাবি করেছেন অধিনায়ক মিতালি রাজ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে সহ-অধিনায়কের টুপি পরেছিলেন দীপ্তি শর্মা। হরমনপ্রীত চতুর্থ ওডিআই খেলেননি। তবে শেষ ওডিআইতে যখন হরমনপ্রীত দলে প্রত্যাবর্তন করেছিলেন, তখনও দীপ্তিই সহ-অধিনায়কের দায়িত্বে ছিলেন। সেই কারণেই জল্পনা তৈরি হয়েছিল, কে হবেন ভারতের সহ-অধিনায়ক?

শনিবার একটি ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে মিতালি বলে দেন, বিসিসিআই এবং নির্বাচকদের ইচ্ছেতেই শেষ দু’টি ওডিআই-এর জন্য দীপ্তিকে সহ-অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছিল। তবে হরমনপ্রীতই বিশ্বকাপের সহ-অধিনায়ক। মহিলা দলের কোচ রমেশ পাওয়ার আগেই জানিয়েছিলেন হরমানপ্রীত কউর অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে ভাল পারফর্ম করেছেন।

নিউজিল্যান্ডের মাটিতে তার সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মিতালি অধিনায়ক এবং হরমনপ্রীত সহ-অধিনায়ক, মহিলা ক্রিকেট দলের পক্ষে আদর্শ কম্বিনেশন মনে করা হচ্ছে। তাছাড়া বোলিং ইউনিটে এখনও ঝুলন গোস্বামীর অভিজ্ঞতা কাজে লাগবে ভারতীয় দলের।

INDW vs NZW: বড় রান করেও শেষরক্ষা হল না, নিউজিল্যান্ড মহিলা দলের বিরুদ্ধে ফের হার ঝুলন-মিতালিদের

#কুইন্সল্যান্ড: লরেন ডাউন এবং কেটি  মার্টিনের পার্টনারশিপে ম্যাচ হাতছাড়া হয়ে ভারত বনাম নিউজিল্যান্ড (INDW vs NZW) তৃতীয় একদিনের ম্যাচও৷ সপ্তম উইকেটে তাঁরা ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দিলেন তাঁরা৷ ভারতীয় মহিলা দলের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে জিতল ৩ উইকেটে৷ কুইন্সটাউনে জন ডেভিস ওভালে পাঁচটি একদিনের ম্যাচের সিরিজ খেলছে৷

ভারতীয় মহিলা ক্রিকেট দল বনাম নিউজিল্যান্ড মহিলা দলের  (INDW vs NZW)  বিরুদ্ধে সিরিজে ৩-০ এগিয়ে সিরিজ জিতে নিল৷ সামনের মঙ্গলবার চতুর্থ একদিনের ম্যাচ খেলা হবে এই ভ্যেনুতেই৷ এদিনের ম্যাচে ২৮০ রান তাড়া করে জিতল তারা৷ যা মহিলাদের একদিনের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়৷

২৮০ রান তাড়া করে নিউজিল্যান্ড খারাপ শুরু করেছিল৷ সোফি ডেভাইন (০), সুজি বেটিস (৫) মাত্র ১৪ রানের মধ্যে ফিরে যান৷ অ্যামেলিয়া কের  এবং অ্যামি স্যাটারওয়েট আসেন৷ এরপরেই তাঁর ম্যাচে ঘুরে দাঁড়ানোর কাজ শুরু করেন৷

আরও পড়ুন – Exclusive: কোভিড অতিমারিতে পরীক্ষা নিয়ে বড় রায় কলকাতা হাইকোর্টের

তৃতীয় উইকেটে ২৪ তম ওভারে ঝুলন  গোস্বামী স্যাটারওয়েটকে ৫৯ রানে আউট করে দেন৷ তখনও টার্গেট থেকে ১৬৩ রান দূরে ছিলেন৷

স্নেহ রানা অ্যামিলিয়া কেরের উইকেট ৩১ তম ওভারে আউট হন৷ নিউজিল্যান্ড ৪ উইকেটে ১৫২ ছিল৷ তখনও আয়োজকরা ১২৮ রান দূরে ছিল৷ রেনুকা সিং নিজের প্রথম উইকেট পান ৩৪ তম ওভারে ম্যাডি গ্রিনকে ফিরিয়ে দেয়৷

আরও পড়ুন – Price Hike: মধ্যবিত্তের মাথায় হাত! পরপর দু মাসে এক ঝটকায় দাম বাড়ল সার্ফ, গায়ে মাখা ও বাসন মাজা সাবানের

লরেন ডাউন এবং কেটি  মার্টিনের জুটিতে ফের লড়াইতে ফেরে নিউজিল্যান্ড৷ সপ্তম উইকেটে ৭৬ রান তুলে তারা নিউজিল্যান্ড তখনও ৩৩ রান দূরে ছিল৷ ডাউনের খেলায় ৪৭ তম ওভারে তাদের ২৩ রান দরকার ছিল৷

শেষে ডাউন ৬৪ রানে অপরাজিত এবং ম্যাককে ১৭ রানে অপরাজিত ছিলেন৷ নিউজিল্যান্ড ৩-০ সিরিজ জিতে যায়৷

এদিকে এদিন প্রথমে ব্যাট করে দীপ্তি শর্মার অপরাজিত ৬৯ কান , শাব্বিহেনিনি মেঘানার ৬১ রান, শেফালি ভর্মার ৫১ রান ভারতকে ২৭৯ রানের টার্গেট দেয়৷ মিতালি রাজ ২৩ করে আউট হয়ে যান৷

এই ম্যাচেও খারাপ ফর্ম অব্যহত হরমনপ্রীত কউরের৷ তিনি ২২ বলে ১৩ রান করে প্যাভিলিয়নে ফিরে যান৷ নিউজিল্যান্ডের হান্নাহ রো এবং রোজমেরি মেয়ার ২ টি করে উইকেট নেন৷