Tag Archives: Indoor Plant

Snake Plant: ঘরে রাখুন ‘সাপ গাছ’, প্রাণভরে নিঃশ্বাস নিতে পারবেন; জীবন বদলে যাবে!

প্রকৃতিতে কত রকমের গাছপালা রয়েছে। কোনওটা মানুষকে আহার জোগায়, কোনওটা আবার ভেষজ গুণে ভরপুর। কিন্তু অনেকেই জানেন না, এমন অনেক গাছপালা রয়েছে যেগুলো আশেপাশের বাতাস শুদ্ধ করে। বাড়িতে বা অফিসে লাগালে এয়ার পিউরিফায়ারের কাজ করবে।
প্রকৃতিতে কত রকমের গাছপালা রয়েছে। কোনওটা মানুষকে আহার জোগায়, কোনওটা আবার ভেষজ গুণে ভরপুর। কিন্তু অনেকেই জানেন না, এমন অনেক গাছপালা রয়েছে যেগুলো আশেপাশের বাতাস শুদ্ধ করে। বাড়িতে বা অফিসে লাগালে এয়ার পিউরিফায়ারের কাজ করবে।
বিভিন্ন রকমের গাছপালা নিয়ে কাজ করেন নার্সারি অপারেটর রাকেশ। তিনি বলেন, চারপাশের বাতাস শুদ্ধ করতে চাইলে স্নেক প্ল্যান্ট লাগানো উচিত। এই উদ্ভিদ বাতাসে উপস্থিত ফর্মালডিহাইড, টলুইন এবং নাইট্রোজেন ডাই অক্সাইডের মতো ক্ষতিকারক গ্যাস শোষণ করে এবং প্রচুর পরিমাণে অক্সিজেন ছাড়ে। দেখতেও খুব সুন্দর। এই গাছ লাগালে বাড়ি বা অফিসের চেহারা বদলে যাবে।
বিভিন্ন রকমের গাছপালা নিয়ে কাজ করেন নার্সারি অপারেটর রাকেশ। তিনি বলেন, চারপাশের বাতাস শুদ্ধ করতে চাইলে স্নেক প্ল্যান্ট লাগানো উচিত। এই উদ্ভিদ বাতাসে উপস্থিত ফর্মালডিহাইড, টলুইন এবং নাইট্রোজেন ডাই অক্সাইডের মতো ক্ষতিকারক গ্যাস শোষণ করে এবং প্রচুর পরিমাণে অক্সিজেন ছাড়ে। দেখতেও খুব সুন্দর। এই গাছ লাগালে বাড়ি বা অফিসের চেহারা বদলে যাবে।
বিশেষজ্ঞরা বলছেন, এ দেশে অনেকেই বাড়ি সাজাতে এরিকা পাম লাগান। এই উদ্ভিদেরও এয়ার পিউরিফায়ার বৈশিষ্ট রয়েছে। ঘরের ভিতরের বাতাস শুদ্ধ করতে এর জুড়ি নেই। কোনও এলাকায় দূষণ বেশি হলেও এরিকা পাল লাগানোর পরামর্শ দেওয়া হয়।
বিশেষজ্ঞরা বলছেন, এ দেশে অনেকেই বাড়ি সাজাতে এরিকা পাম লাগান। এই উদ্ভিদেরও এয়ার পিউরিফায়ার বৈশিষ্ট রয়েছে। ঘরের ভিতরের বাতাস শুদ্ধ করতে এর জুড়ি নেই। কোনও এলাকায় দূষণ বেশি হলেও এরিকা পাল লাগানোর পরামর্শ দেওয়া হয়।
পিস লিলি অপূর্ব দেখতে। বিশেষ করে এর ফুল। কিন্তু এই গাছ বাতাসও শুদ্ধ করে। যে সব এলাকায় দূষণের জেরে প্রাণ ওষ্ঠাগত, বাইরের দূষণ ঘরেও প্রবেশ করেছে, সেখানে বাড়ির ভিতর এরিকা পামের পাশাপাশি পিস লিলি লাগানো উচিত।
পিস লিলি অপূর্ব দেখতে। বিশেষ করে এর ফুল। কিন্তু এই গাছ বাতাসও শুদ্ধ করে। যে সব এলাকায় দূষণের জেরে প্রাণ ওষ্ঠাগত, বাইরের দূষণ ঘরেও প্রবেশ করেছে, সেখানে বাড়ির ভিতর এরিকা পামের পাশাপাশি পিস লিলি লাগানো উচিত।
আরেক বায়ু শুদ্ধকারী উদ্ভিদ হল জেড। দেখতে খুব সুন্দর। এক নজরে বনসাঁই মনে হতে পারে। এই গাছ ঘরে লাগালে বাতাসের গুণগত মান বৃদ্ধি পায়। শুধু তাই নয়, জেড উদ্ভিদ ধুলো এবং অ্যালার্জি সৃষ্টিকারী কণা থেকেও রক্ষা করে। জেড উদ্ভিদ রাতে বেশি অক্সিজেন নিঃসরণ করে, তাই এটা ড্রয়িং রুম বা বেডরুমেও লাগাতে বলা হয়।
আরেক বায়ু শুদ্ধকারী উদ্ভিদ হল জেড। দেখতে খুব সুন্দর। এক নজরে বনসাঁই মনে হতে পারে। এই গাছ ঘরে লাগালে বাতাসের গুণগত মান বৃদ্ধি পায়। শুধু তাই নয়, জেড উদ্ভিদ ধুলো এবং অ্যালার্জি সৃষ্টিকারী কণা থেকেও রক্ষা করে। জেড উদ্ভিদ রাতে বেশি অক্সিজেন নিঃসরণ করে, তাই এটা ড্রয়িং রুম বা বেডরুমেও লাগাতে বলা হয়।
আজকাল প্রায় সব বাড়িতেই মানি প্ল্যান্ট দেখা যায়। এটি শুধু দেখতে সুন্দরই নয়, চমৎকার এয়ার পিউরিফায়ারও বটে। জ্যোতিষশাস্ত্রেও একে বিশেষ স্বীকৃতি দেওয়া হয়েছে। বাড়ি বা অফিসের যে কোনও জায়গায় এই গাছ লাগানো যায়।
আজকাল প্রায় সব বাড়িতেই মানি প্ল্যান্ট দেখা যায়। এটি শুধু দেখতে সুন্দরই নয়, চমৎকার এয়ার পিউরিফায়ারও বটে। জ্যোতিষশাস্ত্রেও একে বিশেষ স্বীকৃতি দেওয়া হয়েছে। বাড়ি বা অফিসের যে কোনও জায়গায় এই গাছ লাগানো যায়।
লেডি পাম পাতার কিছু বিশেষ গুণ রয়েছে। বায়ু থেকে দূষিত কণা শুষে নেয়। লেডি পাম গাছের পাতা বাতাসে উপস্থিত বিষাক্ত গ্যাস, ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ছত্রাক শোষণ করে। ফলে বায়ু শুদ্ধ থাকে।
লেডি পাম পাতার কিছু বিশেষ গুণ রয়েছে। বায়ু থেকে দূষিত কণা শুষে নেয়। লেডি পাম গাছের পাতা বাতাসে উপস্থিত বিষাক্ত গ্যাস, ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ছত্রাক শোষণ করে। ফলে বায়ু শুদ্ধ থাকে।